মায়ের উড়না

0
763

মায়ের উড়না
কাজী তানভীর

আমার তখন কিশোর বয়স হোস্টেলে প্রায়থাকতাম
এই বয়সে মাকে ছাড়া আর কিছু কী ভাবতাম?
সবার চেয়ে মাকে আমি ভীষণ ভালো বাসতাম
বাসায় ফিরে মায়ের ললাট চুমুই ভরে রাখতাম।

স্নেহের বাঁধন ছিন্ন করে হোস্টেলে যেই ফিরতাম
কেউ না দেখে এমন করে মায়ের নিকট ঘিরতাম
নতুন একটা উড়না দিতাম, ‘এটাই পরুন’;- বলতাম
মাথায় থাকা উড়নাটাকে ব্যাগ নিয়ে ভরতাম।

উড়নাটাকে লকার ভেতর যত্নে রেখে দিতাম
মন জ্বলে যেই, ক্লাসের ফাঁকে উড়নাটাকে নিতাম,
মায়ের গায়ের স্বর্গীয় ঘ্রাণ উড়নাটাতে পেতাম
উড়নাটাকে গায় জড়িয়ে ভাত ও খেয়ে নিতাম।

হোস্টেলেতে মা ছিলো না, মায়ের সুবাস পেতাম
মায়ের উড়না থাকত সাথে, যখন যেথায় যেতাম,
আমার মায়ের নেই তুলনা, জান্নাতি এক নারী
মায়ের জন্যে স্বর্গে আমি করব বিশাল বাড়ি..!

রচনাকালঃ ১০-৫-২০২০
হাটহাজারী, চট্টগ্রাম।

মায়ের উড়না
কাজী তানভীর

আমার তখন কিশোর বয়স হোস্টেলে প্রায়থাকতাম
এই বয়সে মাকে ছাড়া আর কিছু কী ভাবতাম?
সবার চেয়ে মাকে আমি ভীষণ ভালো বাসতাম
বাসায় ফিরে মায়ের ললাট চুমুই ভরে রাখতাম।

স্নেহের বাঁধন ছিন্ন করে হোস্টেলে যেই ফিরতাম
কেউ না দেখে এমন করে মায়ের নিকট ঘিরতাম
নতুন একটা উড়না দিতাম, ‘এটাই পরুন’;- বলতাম
মাথায় থাকা উড়নাটাকে ব্যাগ নিয়ে ভরতাম।

উড়নাটাকে লকার ভেতর যত্নে রেখে দিতাম
মন জ্বলে যেই, ক্লাসের ফাঁকে উড়নাটাকে নিতাম,
মায়ের গায়ের স্বর্গীয় ঘ্রাণ উড়নাটাতে পেতাম
উড়নাটাকে গায় জড়িয়ে ভাত ও খেয়ে নিতাম।

হোস্টেলেতে মা ছিলো না, মায়ের সুবাস পেতাম
মায়ের উড়না থাকত সাথে, যখন যেথায় যেতাম,
আমার মায়ের নেই তুলনা, জান্নাতি এক নারী
মায়ের জন্যে স্বর্গে আমি করব বিশাল বাড়ি..!

রচনাকালঃ ১০-৫-২০২০
হাটহাজারী, চট্টগ্রাম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে