ভালোবাসি ভালোবাসা পর্ব-০৭ এবং শেষ পর্ব

0
1294

#ভালোবাসি_ভালোবাসা♥️
#Written_by_Liza_moni
#অন্তিম_পর্ব

_____
পরের দিন সন্ধ্যায় সাদাফ তার মা বাবাকে নিয়ে হিয়াদের বাড়িতে আসে।একে বারেই আকাদ করে ফেলতে চান তারা। মা বাবাকে রাজি করাতে একটু বেগ পেতে হয়েছিল সাদাফের।দিত্বীয় বার অপমান হতে চান না তারা।সাদাফের কাছ থেকে সব শুনে শেষে রাজি হোন এই বিয়েতে।
আনহা হিয়া কে একটা লাল শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়।সাদাফের সামনে বসে আছে হিয়া।হিয়া একবার সাদাফের দিকে তাকায়। সাথে সাথে সাদাফ চোখ মেরে দিল। হিয়া লজ্জা পেয়ে মুচকি হেসে মাথা নিচু করে ফেলল। আংটি পরানো পর্ব শেষ হলে হিয়া কে রুমে নিয়ে যায় আনহা।
.
যে গরম পড়ছে।এই শাড়ি পরে আর কিছুক্ষণ থাকলে দম বন্ধ হয়ে মরেই যাবো।
.
আপু তুই শাড়িটা বদলে চুরিদার পড়ে নে। আমি আসছি।
.
হিয়া ওয়াস রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। মনটা আজ তার অনেক ভালো। শেষ মেষ ভালোবাসার মানুষটিকে তো পেলো।
.
ডিনার করে সাদাফ রা বাড়িতে চলে গেল। সামনের মাসের ৩ তারিখে বিয়ে ঠিক হয়েছে।
.
বাড়িতে গিয়ে সাদাফ হিয়া কে ফোন করে। দুই বার রিং হতেই ফোন রিসিভ করে হিয়া।
.
কি করো হিয়ু পাখি?
.
বারান্দা দাঁড়িয়ে চাঁদ দেখছি।
.
আজ চাঁদটা কিন্তু অনেক সুন্দর তাই না হিয়ু পাখি?
.
হুম।কি করেন?
.
আমার বউএর সাথে প্রেম করছি।
.
তাই নাকি?
.
হুম।
.
.
সময় তার নিজের গতিতে এগিয়ে যায়।কারো জন্য থেমে থাকে না। দিব্বি নিজের মতো করে বয়ে যায়।
দেখতে দেখতে সাদাফ আর হিয়ার বিয়ের দিন চলে এলো।এই কয়েক দিন চুটিয়ে প্রেম করেছে সাদাফ আর হিয়া।
.
আজ হিয়ার গায়ে হলুদ। সারা বাড়িতে আত্নীয় স্বজন গিজ গিজ করছে।হিয়ার খুব ভয় হচ্ছে। আমানের মতো যেন সাদাফের সাথে ওমন না হয়। খুব করে আল্লাহ কে ডাকছে হিয়া।
হলুদের অনুষ্ঠান শেষ হলে রুমে চলে আসে হিয়া। রুমের দরজা খুলে দেখে ভেতরে অন্ধকার।লাইট অন করতে গেলেই কে যেন হিয়ার হাত ধরে টান দিয়ে তার বুকের মাঝে জড়িয়ে ধরে।হিয়া তো ভয়ে শেষ।কে বলে চিৎকার করতে যাবে তখন ঐ ব্যাক্তি হিয়ার মুখে হাত দিয়ে কানে কানে বলল
.
আরে ভয় পাচ্ছো কেন? আমি তো।
.
সাদাফের কন্ঠস্বর শুনে হিয়া চুপ হয়ে গেল।এত রাতে আপনি এখানে কী করেন?কেউ দেখলে কী ভাববে বলেন তো?
.
সাদাফ আলো জ্বেলে দরজা বন্ধ করে দেয়।হিয়ার দিকে এক পা এক পা এগিয়ে যেতে যেতে বলল কে কি বলবে আমার বউ এর কাছে আমি যখন ইচ্ছা আসবো।
.
হিয়া পিছিয়ে যেতে যেতে বলল এখন ও আপনার বউ হয়নি।হলে তারপর বলিয়েন।সাদাফ হিয়ার কোমর জড়িয়ে ধরে একটানে কাছে নিয়ে আসলো। হিয়া চোখ বন্ধ করে ফেলল।সাদাফ পকেট থেকে কাগজে মোড়ানো হলুদ বের করে তা হিয়ার মুখে লাগিয়ে দিয়ে চলে গেল।
.
হিয়া চোখ মেলে কোথাও সাদাফ কে দেখতে পেল না। আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হাসলো হিয়া।
.
সাদাফ আর হিয়ার বিয়ে সম্পন্ন হয়।
.
ফুল দিয়ে সাজানো বিছানায় বসে আছে হিয়া।রাত তখন প্রায় ১২টা বাজছে। খুব ক্লান্ত লাগছে হিয়ার।
বন্ধুদের ঘুষ দিয়ে ১২টা ৪৩ এর দিকে রুমে আসে সাদাফ।সাদাফ কে আসতে দেখে কলিজায় মোচড় দিয়ে উঠলো হিয়ার।হার্ট বিট বাড়তে লাগলো।
.
সাদাফ দরজা বন্ধ করে হিয়ার দিকে এগিয়ে এসে বলে যাও আগে ফ্রেশ হয়ে নাও।
হিয়া এক মুহূর্তও দেরি করলো না। সুইট কেস থেকে একটা হালকা আকাশি রঙের শাড়ি নিয়ে ওয়াস রুমে চলে গেল।
.
হিয়া ফ্রেশ হয়ে আসলে সাদাফ যায় ফ্রেশ হতে।সাদাফ ওয়াস রুম থেকে বের হয়ে দেখে হিয়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছে।সাদাফ হিয়া কে পেছন থেকে জড়িয়ে ধরে কানে কানে বলল
.
কী মেডাম আজ বাসর হবে তো নাকি ঐ দিনের মত বলবা
.
সাদাফ ভাই এই বাসর হবে না। আমি এই বাসর করতে পারবো না। আপনি অন্য কোনো মেয়েকে বিয়ে করেন।
সাদাফের কথায় ভীষণ লজ্জা পেল হিয়া।সাদাফের বুকে মুখ গুজে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ওরে আমার লজ্জা বতী।
.
.
🍁সমাপ্ত 🍁

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে