#ভালোবাসবে_তুমিও❤
#পর্ব__০৭
#অদ্রিতা_জান্নাত
কোনো রকমে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পরলাম ৷ বাহিরে যেতেই সামনে অরূপকে দেখতে পেলাম ৷ ওনার কাছে এগিয়ে গেলে উনি আমাকে এক পলক দেখে আমার সামনে তার হাত ধরে হাতের ঘড়ির দিকে ইশারা করে বললেন,,,,,,
“১০ মিনিট?”
“আরে আপনি হুট করে এসে বলবেন আর আমি চুপচাপ চলে আসবো? আমি কি রেডি হয়ে বসে ছিলাম আপনার জন্য?”
উনি কিছু না বলে গাড়ির বিপরীত পাশে গিয়ে ড্রাইভিং সিটে বসে পরলেন ৷ আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ির দরজা খুলে বলতে লাগলেন,,,,,,,,,
“তাড়াতাড়ি উঠো ওভাবে দাঁড়িয়ে না থেকে ৷”
আমি চুপচাপ গিয়ে গাড়িতে উঠে বসলাম ৷ উনি গাড়ি স্টার্ট দিলে আমি বলে উঠলাম,,,,,,,,
“কোথায় যাচ্ছি?”
“গেলেই দেখতে পাবে ৷”
আমি আর কিছু না বলে চুপ করে বাহিরের দিকে তাকিয়ে রইলাম ৷ কিছুক্ষন পর অরূপের ফোন বেজে উঠলো ৷ উনি গাড়ি থামিয়ে ফোন রিসিভ করে কানে দিলেন ৷ ওপাশের কোনো কথাই শুনতে পারলাম না আমি ৷ কিন্তু ওপাশের মানুষের কথাটা হয়তো অরূপের ভালো লাগলো না ৷ তার চোখ মুখ দেখে এটাই বোঝা যাচ্ছে ৷ কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন ৷ আমাকে একবার দেখে দাঁতে দাঁত চেপে বললেন,,,,,,,,,
“আমি আসছি এক্ষুনি!”
বলেই ফোনটা কেটে গাড়ি থেকে নেমে গেলেন উনি ৷ আমার পাশে এসে আমাকে গাড়ি থেকে নামিয়ে বলতে লাগলো,,,,,,,,
“তুমি বাসায় চলে যাও ৷”
“কি? কিন্তু কেন? আপনি কোথায় না নিয়ে যাবেন আমাকে ৷”
“অন্য একদিন নিয়ে যাবো ৷ আজ কাজ পরে গেছে একটা ৷ আমাকে এক্ষুনি যেতে হবে ৷ তুমি সোজা বাসায় চলে যাও ৷”
বলেই উনি আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলেন ৷ আমি ওনার সামনে গিয়ে বললাম,,,,,,,,,,
“যখন যা বলবেন তা মেনে নিব আমি? আমার কোনো মতামত নেই? আপনি কোথায় যাবেন? সঙ্গে আমিও যাবো ৷ নিয়ে চলুন আমাকে ৷”
আমার হাত ধরে টেনে তার সামনে থেকে সরিয়ে দিলেন ৷ তারপর হাত বাড়িয়ে একটা অটোকে ডেকে আমাকে সেখানে ইশারা করে উঠতে বললেন ৷ আমি মাথা নাড়িয়ে বললাম,,,,,,,,,,
“আমি অটোতে কেন যাবো? আপনি নিয়ে এসেছেন ৷ আপনি দিয়ে আসবেন ৷ আমি একা একা কোত্থাও যাবো না ৷ আপনার সঙ্গে যাবো আমি ৷”
বলেই ঘুরে চলে যেতে নিলে অরূপ আচমকা আমাকে কোলে তুলে নিলেন ৷ তারপর অটোর ভিতরে বসিয়ে দিয়ে ড্রাইভারের উদ্দেশ্যে বললেন,,,,,,,,
“চাচা ওকে সোজা ওর বাসায় পৌঁছে দিবেন ৷ আর তুমি ওনাকে বাড়ির রাস্তা বলে দিবা ৷ আমি ফোন করে জেনে নিব পৌঁছিয়েছো কিনা ৷”
আমি নামতে গেলে উনি হাত ধরে আটকে দিয়ে বললেন,,,,,,,,,
“থাপ্পর খেতে না চাইলে চুপচাপ বাসায় যাও ৷”
আমি ঠোঁট উল্টে বসে রইলাম ৷ অরূপ আমাকে দিকে একবার দেখে আবার বললেন,,,,,,,,,,
“এখান থেকে সোজা বাসায় যাবা ৷ আশেপাশে ঘোরাঘুরি করলে খবর আছে ৷”
বলেই আমাকে কিছু বলতে না দিয়ে তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে উঠে বসলেন ৷ তারপর গাড়ি ঘুরিয়ে চলে গেলেন ৷ অটো স্টার্ট দিতে গেলে আমি একপ্রকার চেঁচিয়ে বলে উঠলাম,,,,,,,
“না না ৷ প্লিজ চালাবেন না ৷”
লোকটা আমার দিকে কপাল কুচকে তাকালো ৷ আমি হালকা হেসে কিছু একটা ভেবে বললাম,,,,,,,,,,,
“ওই যে গাড়িটা আছে না? ওই গাড়িটাকে ফলো করেন প্লিজ ৷ আমি আপনাকে দ্বি- গুন ভাড়া দিব প্লিজ গাড়িটার পিছে পিছে চলেন ৷”
“কিন্তু ছেলেটা যে কইলো আপনারে বাসায় পৌঁছায় দিতে ৷”
“আরে এতো কথা বলতে হবে নাকি আপনাকে? আচ্ছা আমি আরো বেশি ভাড়া দিব ৷ প্লিজ ওই গাড়িটার পিছে পিছে যান ৷ নাহলে হারিয়ে ফেলবো যে ৷”
লোকটা আর কিছু না বলে অরূপের গাড়িকে ফলো করতে লাগলো ৷ অরূপ কি লুকাচ্ছে আমার থেকে সেটা জানতে হবে ৷ এভাবে চলতে পারে না ৷ কিছুক্ষন পর অরূপের গাড়ি একটা গলির সামনে থামলো সেটা দেখে আমিও অটো ড্রাইভারকে গাড়ি থামাতে বললাম ৷ অরূপ গাড়ি থেকে নেমে গলির ভিতরে চলে গেলেন ৷ আমি তাড়াতাড়ি করে ভাড়া মিটিয়ে অরূপের পিছন পিছন যেতে লাগলাম ৷ এইখানে ওনার কি কাজই বা থাকতে পারে? জায়গাটা বেশ নির্জন ৷ আশেপাশে কোনো মানুষ নেই ৷ একটা গলি শেষ হতেই তার দুই পাশে আবার সামনে ঠিক সেইম গলি ৷ একদম চৌরাস্তার মতো ৷ পথ হারিয়ে ফেললে এখান থেকে বের হওয়া কোনো ভাবেই সম্ভব নাহ ৷ তবুও মনে সাহস নিয়ে অরূপের পিছনে পিছনে যাচ্ছি আমি ৷ জানিনা উনি জানলে কি করবেন আমার ৷ একটু পর একটা বড় রাস্তার মধ্যে ঢুকে পরলাম আমরা ৷ এতো ছোট ছোট গলি পেরিয়ে এতো বড় রাস্তা তাও এখানে? বেশ অবাক হলাম ৷ কিন্তু অরূপ যাচ্ছেটা কোথায়? কি করতে চাইছে সে? আমি আরেকটু তাড়াতাড়ি হেঁটে সামনে এগিয়ে গেলাম ৷
হঠাৎ পিছন থেকে কেউ আমার হাত টেনে ধরলো ৷ কিছুটা ভয় পেয়ে গেলাম আমি ৷ একেই হয়তো বলে চুরি করতে গিয়ে ধরা পরে যাওয়া ৷ আরো একটু টেনে আমাকে তার দিকে ঘুরালো ৷ কিন্তু সামনের ব্যাক্তিকে দেখে অবাক হয়ে গেলাম আমি ৷ আমার হাত ধরে সে ঝাকিয়ে বলতে লাগলো,,,,,,,,,,,
“শ্রেয়া? তুমি কি করছো এখানে?”
আমি কিছু না বলে পিছনে তাকালাম ৷ অরূপ অনেকটা দূরে চলে গেছেন ৷ এখন না গেলে হারিয়ে ফেলবো আমি ওনাকে ৷ তুহিনের হাত ছাড়ানোর চেষ্টা করে বলতে লাগলাম,,,,,,,,,
“হাত ছাড়ুন প্লিজ ৷ আপনার সঙ্গে পরে কথা বলবো ৷ এখন হাত ছাড়ুন নয়তো হারিয়ে ফেলবো আমি ৷ তুহিন হাতটা ছাড়ুন ৷”
“শ্রেয়া? কি হয়েছে তোমার? কি হারিয়ে ফেলবে? তুমি…?”
আমি পিছনে একবার তাকিয়ে দেখি অরূপ আরেকটা গলির ভিতর ঢুকে গিয়েছেন ৷ তুহিনের হাত ঝাটা মেরে সরিয়ে রেগে বলতে লাগলাম,,,,,,,,,,
“আপনার কি কোনো কাজ নেই? খালি আমার পিছেই পরে থাকেন কেন? আমাকে কেন ফলো করছেন আপনি? বলেছি না আমার থেকে দূরে দূরে থাকতে ৷ তবুও কেন শুনছেন না? কি চান আপনি? আর এভাবে রাস্তায় হাত ধরার মানে কি? প্লিজ আপনি আমার পিছু নিবেন না ৷ আপনার কাজে আপনি যান ৷ দয়া করে আমার পিছু নিবেন না ৷”
বলেই পিছনে একবার তাকিয়ে আবার তুহিনের দিকে তাকালাম ৷ তারপর দৌঁড়ে সামনে চলে গেলাম ৷ তুহিন ওখানেই দাঁড়িয়ে রইলো ৷
“তুমি কখনোই বুঝবে না আমাকে ৷ শত কথা শোনার পরেও তোমার কাছে ছুটে আসি আমি ৷ কিন্তু তুমিই আমাকে প্রত্যেকবার ভুল বুঝো ৷ কেন বুঝো না আমাকে? কেন আমি এরকম করি সেটা জানতে চাও না শ্রেয়া?”
ব্যথিত চোখে শ্রেয়ার যাওয়ার দিকে তাকিয়ে থেকে পিছনে ফিরে তার গন্তব্যের উদ্দেশ্যে হাঁটতে লাগলো ৷
৷
৷
৷
৷
৷
সামনে এসে আশেপাশে খুঁজেও কোত্থাও অরূপকে পেলাম না ৷ মূহুর্তের মধ্যেই কোথায় চলে গেলেন উনি? উফ আরেকটুর জন্য ধরতে পারলেন না ৷ কিন্তু গেলেনটা কোথায়? আশেপাশে কোনো বাড়ি ঘর দেখতে পাচ্ছি না ৷ সামনে পিছনে সব গলি দেখা যাচ্ছে ৷ এতো গুলো জায়গায় কোথায় খুঁজবো আমি তাকে? আবার আমি এখান থেকে বের হবো কি করে? কোথা থেকে কীভাবে এসেছিলাম সেটাও গুলিয়ে ফেলেছি ৷ পুরো জায়গাটা একটা গোলকধাঁধার মতো ৷ যেখানেই যাই না কেন অাবার সেই জায়গায়ই ফিরে আসি মনে হচ্ছে ৷ বের হবো কি করে আমি আবার অরূপকেও বা খুঁজবো কোথায়? উফ মাথা কাজ করছে না আমার ৷ এ কোন বিপদে পরলাম আবার ৷ আরেকটু সামনে এগিয়ে আশেপাশে খুঁজতে লাগলাম ৷
হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো ৷ চমকে উঠলাম আমি ৷ আশেপাশে একবার তাকিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকালাম ৷ মায়া আপু আগে যেই নাম্বার থেকে ফোন করেছিল এটা সেই নাম্বারই ৷ আপু ফোন দিয়েছে তাহলে ৷ তড়িঘড়ি করে রিসিভ করে বলতে লাগলাম,,,,,,,,,
“আপু কোথায় তুই? কাল সারাদিন ফোন কেন বন্ধ ছিল? কতবার ফোন করেছি জানিস? তুই কোথায়? ঠিক আছিস তো তুই?”
“শ্রেয়া শান্ত হ আগে ৷ এভাবে এতো গুলো প্রশ্ন একসাথে করলে আমি বলবো কীভাবে? ফোনটা অফ করে রেখেছিলাম আমি ৷ কারন কোনো ফোন আসলে শব্দ হবে পরে যারা আমাকে আটকে রেখেছে তারা জানতে পেরে যাবে ৷ আর গতকাল সারাদিন ওরা আমাকে অজ্ঞান করে রেখেছিল শ্রেয়া ৷”
“কারা তোকে আটকে রেখেছে?”
“আমি জানি না শ্রেয়া ৷ তাদের চেহারা দেখতে পাই নি আমি ৷ আমি বুঝতে পারছি না কি শত্রুতা ওদের আমার সাথে ৷ শ্রেয়া আমি মিথ্যা বলছি না ৷ বিশ্বাস কর ৷ আমার দম বন্ধ হয়ে আসছে এখানে ৷ বের কর আমাকে প্লিজ ৷”
“তুই কোথায় আছিস মায়া আপু? আমি তো নিজেই বুঝতেছি না কি করবো ৷ কোনো একটা উপায় তো বল ৷ জায়গাটার নামটা তো বল ৷ নাহলে খুঁজবো কি করে আমি?”
“শ্রেয়া এই ঘরের মধ্যে একটাও জানালা নেই ৷ একটা আছে কিন্তু সেটা অনেক উপরে ৷ আমার নাগালের বাহিরে ৷ আর দরজা বাহির থেকে লাগানো ৷ আমি নিজেও বের হতে পারছি না কোনো চেষ্টা করেও ৷ কিছু একটা কর প্লিজ ৷”
“কি করবো আমি? আমি নিজেও জানিনা ৷ আমি নিজেও একটা জায়গায় আটকে গেছি বের হতে পারছি না ৷ জায়গাটার নামও জানিনা ৷”
“তুই কোথায়?”
“জানি নাহ আমি ৷”
কিছু ক্ষন চুপ থেকে ভাবতে লাগলাম কি করবো? হঠাৎ কিছু একটা মাথায় আসতেই বলে উঠলাম,,,,,,,,
“মায়া আপু আছিস তুই?”
“কি হয়েছে?”
“তোর ফোনের লোকেশান অন কর কুইক ৷ লোকেশান ট্র্যাক করলে পাওয়া যাবে ৷ তাড়াতাড়ি কর ৷”
“কিন্তু তুই পারবি?”
“হ্যাঁ কীভাবে করতে হয় জানি আমি ৷ তুই একটু তাড়াতাড়ি কর প্লিজ ৷”
“হ্যাঁ হ্যাঁ করেছি দেখ ৷”
“আচ্ছা ফোন কাটবি না আর লোকেশান অফ করিস না ৷ যেরকম বলবো সেরকমটা করিস প্লিজ ৷”
“আচ্ছা ৷”
কোনো রকমে বের করে দেখি আপুর লোকেশান আর আমার লোকেশান সেইম জায়গায় ৷ এটা কি করে হতে পারে? এখানে কোথাও তাহলে আপুকে আটকে রাখা হয়েছে? কিন্তু কে আটকে রেখেছে? একদিক দিয়ে আমার খোঁজাটা একটু সহজ হয়ে গেল ৷ এখন খুঁজে পেলেই হবে ৷ কিন্তু অরূপ গেল কোথায়? ওনার কথা পরে ভাবা যাবে ৷ আগে আপুকে খুঁজে এই জায়গাটা থেকে যে করেই হোক বের হতে আমাকে ৷
ফোন কেটে দিয়ে সামনে এগিয়ে খুঁজতে লাগলাম ৷ একটু সামনে যেতেই একটা গোডাউন দেখতে পেলাম ৷ কিন্তু তার সামনে বেশ কয়েকটা লোক পাহারা দিচ্ছে ৷ আমি আস্তে আস্তে পিছনের দিকে চলে গেলাম ৷ পিছনের দিকে আশেপাশে গাছপালা দিয়ে ভরা ৷ মায়া আপু যেমনটা বলেছিল এই গোডাউনের পিছনে ঠিক ওরকম একটা ছোট জানালা আছে ৷ তবে অনেক উপরে ৷ আশেপাশে তাকাতেই বেশ কয়েকটা বড় বড় ইট পেলাম ৷ সবগুলো সেই জানালার বরাবর নিচে রেখে উঁচু টুলের মতো বানালাম ৷
সাবধানে আস্তে আস্তে সেই ইটগুলোর উপর পা রেখে জানালাটা ধরে দাঁড়ালাম ৷ জানালা দিয়ে ভিতরে দেখতে যাবো ঠিক তখনি পিছন থেকে কেউ আমার মুখ চেপে ধরলো ৷ তাই চাইলেও ভিতরে কি আছে দেখতে পেলাম না ৷ ছটফট করে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম ৷ কিন্তু ছাড়াতে পারলাম না ৷ মুখের মধ্যে কিছু একটা স্প্রে করতেই চোখ বুজে আসলো ৷
চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,