ভাই_বোন

0
1625

ভাই_বোন

বোন —- কি রে বান্দর তোর হাতে এতগুলো টাকা কোথায় থেকে আসল???
ভাই—– তোরে বলতে হবে নাকি??
বোন— তুই অবশ্যই বাবার পোকেট মারছিস,,আমি বাবাকে বলে দিব

ভাই— আহারে লক্ষি বোন আমার,,, বল কি চাস

বোন– অর্ধেক আমাকে আমাকে দিতে হবে ?

ভাই– অর্ধেক না,, দুইশটাকা পাবি,, চুরি করতে বুদ্ধি লাগে ??

বোন— বাবা,, বাবা

ভাই– থাম থাম দিতেছি,,, এই নে ??
মনে মনে,, চিন্তা করিস না,,, তোরই টাকা ??

বোন–যাক ভেনিটিব্যাগে আছে ১২ শত আর এই তিনশ,, ১-৫০০ ভালএকটা ড্রেস হবে।। ব্যাগের ভিতর হাত দিয়ে টাকা বাহির করে দেখে আছে ৬০০শত

কুত্তা আমার টাকা চুরি করে আমাকেই আধা দিয়ে গেল??
বান্দর,,,

ভাই— চিন্তা করিস না। আমি বড় হয়ে যখন ভাল একটা জব পাব তোর টাকা সুদে আসলে শোধ করব ??

–???

লেখাঃ মেরাজুল ইসলাম সাগর