বৃষ্টি এসো সাঁঝের বেলা ৮ম পর্ব

0
1694

#বৃষ্টি_এসো_সাঁঝের_বেলা
#৮ম_পর্ব
#অনন্য_শফিক



তারপর নিতুলের একটা হাত ধরে ওর কাছাকাছি গিয়েছি আমি।নিতুলের শ্বাস প্রশ্বাসের শব্দ গুলো আমার ভেতর আন্দোলিত হচ্ছে খুব করে। এবার আমি তার ঠোঁটের কাছাকাছি হলাম। ঠিক তখন পেছন থেকে কারোর গলা শুনে চমকে উঠলাম আমি।
বিন্দু। সে এসে ডাকছে নিতুলকে।
‘নিতুল, এই নিতুল?’
আমি লজ্জায় এবং রাগে ছিটকে পড়লাম গিয়ে দূরে।
তারপর মাথা নত করে বসে রইলাম।
বিন্দু এবার নিতুলের কাছে এসে বসলো। তারপর নিতুলের চুলে আলতো করে হাত বুলিয়ে সে ডাকলো,’নিতুল, এই নিতুল?’
নিতুল ঘুম ঘুম চোখে ওর দিকে তাকিয়ে মৃদু হেসে বললো,’ঘুম হয়েছে তোর?’
‘হুম।’
‘এখন শরীরটা একটু ভালো লাগছে তাই না?’
‘না মোটেও ভালো লাগছে না!’
‘কেন?’
‘নিতুল, আমার কেমন জানি একটা ভয় ভয় করছে বুঝলে! আমার না পেটের ভেতর–‘
নিতুল ধড়পড়িয়ে বিছানা থেকে উঠে বিন্দুর মুখে চেপে ধরলো। তারপর বললো,’গাধা।’
বিন্দু কেমন করে কেঁদে উঠলো। কাঁদতে কাঁদতে সে বললো,’নিতুল, আমার না সব লজ্জা শরম উবে গেছে বুঝলে। আমার এখন ইচ্ছে করে সব লোকের কাছে বলে বেড়াতে এসবকিছু!’
নিতুল ওকে একটানে দাঁড় করিয়ে টেনে নিয়ে যেতে লাগলো ঘরের বাইরে।
আমি অদ্ভুত চোখে শুধু তাকিয়ে দেখলাম দৃশ‍্যটি।
শেষে কি না আমার সন্দেহ ঠিক হতে চলেছে!
আমার সব ভয় ডর কেমন কেটে যাচ্ছে হঠাৎ। আমার এখন শুধু মনে হচ্ছে যে করেই হোক পৃথিবীতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে। নিজেকে কিছুতেই দূর্বল করা চলবে না।
ওরা ঘর থেকে বেরিয়ে গেলে আমিও ওদের পেছন পেছন ঘর থেকে বেরিয়ে গেলাম। তারপর সবচেয়ে বেশি অবাক হলাম যখন ওরা দুজন একটা ঘরে ঢুকে ভেতর থেকে দরজাটা আটকে দিলো। আমি খুব দ্রুত হেঁটে সেই দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে তখন ওদের যে কথাবার্তা গুলো শুনতে পেলাম তাতে আমার পিলে চমকে গেছে।মাথা ভণভণ করে ঘুরে উঠেছে। আমি তখন আর নিজের পায়ের নিচে কোন মাটি খুঁজে পাচ্ছি না।
নিতুল ওকে বলছে,’তোর কী আক্কেল জ্ঞান বলতে কিছু নাই নাকি রে? এইসব কথা কী কারোর সামনে বলতে আছে!’
বিন্দু হি হি করে হেসে উঠে বললো,’বলতে নেই কেন? আমি সবার কাছেই বলবো।এক এক করে সকলকে জানিয়ে দেবো।’
নিতুল মনে হয় ওর গাল খসে চড় বসিয়েছে। বাইরে থেকে সেই আওয়াজ স্পষ্ট শুনা গেছে।
বিন্দু হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠেছে। কেঁদে কেঁদে তখন সে বলছে,’নিতুল, আমার সব শেষ হয়ে গেছে রে! আমার পেটের বাচ্চাটার কী হবে বল তো?ও কী জারজ হবে?ও যদি কোনদিন জিজ্ঞেস করে আমার পিতা কে?
তখন?’
‘অ‍্যাবরেশন করে ফেল। আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো।’
‘কী! আমার সন্তানকে আমি ডাক্তার দিয়ে খুন করাবো?নিতুল, এই নিতুলের বাচ্চা? তুই আমার সন্তানটাকে মেরে ফেলার কথা বলস?’
নিতুল ওকে তখন ধমক দিয়ে বললো,’আস্তে।পৃথু শুনতে পাবে।’
এমন কথাবার্তা শুনার পর বুঝতে আর কী বাকী থাকে যে ওদের দুজনের সম্পর্ক টা আসলে কী?
কিন্তু আমি কিছুতেই এটা মানতে পারছিলাম না।নিতুল আমায় বিয়ের আগে জোর করে আমার শরীর ছুঁয়েছে,জোর করে বিয়েও করেছে এরপরেও তাকে আমি ক্ষমা করে দিয়েছিলাম এই ভেবে যে সে তো আমায় ভালোবাসে।আমায় জীবন সাথী করে পেতেই তো এসব করেছে। কিন্তু এখন যা শুনলাম!
এখন আমি কী করবো? কোথায় যাবো?
কার কাছে যাবো?
——–

#চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে