প্রেমের পাঁচফোড়ন? পর্ব_৪

0
2637

প্রেমের পাঁচফোড়ন?
পর্ব_৪
#Writer_Afnan_Lara
?
রিয়াজ সূর্যের কানে ফিসফিসিয়ে বললো এই মাইয়া এখন আমাদের বলবে –
,,,রিয়াজু তোমরা একটু ওদিকে যাও না,,,
,,,শান্তর সাথে কথা বলবো যেগুলো ছিল পাওনা,,,
নওশাদ ফিক করে হেসে দিলো রিয়াজের কবিতা শুনে
.
এলিনা শান্তর গালে হাত বুলিয়ে মুখটা ছোট করে বললো তোমাকে নাকি কোথাকার কোন মেয়ে চড় মেরেছে?
.
শান্ত বলতে চায়নি তাও এলিনার জোরজবরদস্তিতে বললো হুম
.
কে?কিসে পড়ে,তার ক্লাস রুম কোনটা?আমাকে দেখিয়ে দাও
.
বাদ দাও এলিনা,তোমার ক্লাস শুরু হবে যাও ক্লাসে যাও পরে কথা হবে
.
না তোমাকে বলতেই হবে,আমি জাস্ট মেয়েটাকে জিজ্ঞেস করবো তার এত সাহস আসলো কই থেকে
.
রিয়াজ মুখ ফসকে বলে দিলো ফার্স্ট ইয়ার,গ্র্যান্ড ফ্লোর
ব্যাস এলিনা সেদিকে ছুটলো
.
শান্ত রেগে গিয়ে বললো কেন বলতে গেলি?scene create করবে এখন,আমার সমস্যা আমি সমাধান করতাম তুই ওরে বলতি গেলি কেন?এখন পুরো ভার্সিটি মাথায় তুলবে
.
আরে দেখিস এখন এলিনা ঐ মেয়েটার কিমা বানাবে,চল দেখবো,মাইয়া মাইয়ার মধ্যে ঝগড়া দেখমু,মাইয়া মাইয়া চুল টানাটানি দেখতে সেই লাগে?
রিয়াজ আর সূর্য এলিনার পিছন পিছন গেলো দেখতে
শান্ত চুপচাপ দাঁড়িয়ে আছে ক্যামপাসে,মাথার উপরে থাকা সূর্যটা কিরন দিচ্ছে খুব রেগে,এত রেগে আছে সূর্যটা সে পারতেসে না নিচে নেমে শান্তর মাথার সাথে লেগে কিরন দেয়
ঝামেলার ভিতরে আরেক ঝামেলা!
.
এলিনা রুমে ঢুকে চিৎকার করে বললো শান্তকে কে চড় মেরেছিলা?
সবাই চুপ করে এলিনার দিকে তাকিয়ে আছে
একজন এলিনাকে দেখিয়ে দিলো আহানার দিকে আঙ্গুল তুলে
.
এলিনা এগিয়ে এসে আহানার হাত ধরে ওকে বেঞ্চ থেকে টেনে উঠালো
.
আহানা বুঝলো এটা হয়ত শান্তর জিএফ হবে
তারপর সে বললো কে আপনি?আমার হাত ছাড়ুন,এমন বিহেভ করতেসেন কেন?
.
কে আমি?তোর এত বড় সাহস আমার লাভারের গায়ে হাত তুলিস,আমি ওকে আজ পর্যন্ত একটা ফুলের টোকাও দিই নাই আর তুই কিনা ওকে চড় মারলি?
জানতি না ও কে?শান্তকে চিনস না তুই?বেয়াদব মেয়ে কোথাকার!
এলিনা একটা ধাক্কা দিয়ে আহানাকে নিচে ফ্লোরে ফেলে দিলো
আহানা কিছু বলতেও পারছে না,আসলেই দোষটা ওরই,না জেনে ঐদিন শান্তকে চড় মেরেছিল সে
এলিনা ওর হাত টেনে ধরে আবারও উঠালো নিচ থেকে,তারপর আহানার হাত মুচড়ে ধরলো
আহানা এলিনার সাথে পেরে উঠছে না,শুধু বলতেসে আমি ইচ্ছে করে করি নাই,আমি জানতাম না সত্যি!
.
নতুন এই ভার্সিটিতে পা রাখতে না রাখতেই এত বড় সাহস দেখালি তুই,আমার শান্তকে চড়??তোর গাল আমি ফাটায় দিব মারতে মারতে
এলিনার হাতের চাপে আহানার হাতের কাঁচের চুড়ি ভেঙ্গে নিচে পড়তেসে সব এক এক করে
শেষে একটা হাত এসে এলিনার হাত ধরে আটকালো
এলিনা চমকে পিছন ফিরে দেখলো শান্তকে
.
এলিনা!এসব কি করতেসো তুমি?ছাড়ো ওর হাত
.“এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এখানে ক্লিক করুন
শান্ত এলিনার হাত ছাড়িয়ে নিলো আহানার হাতের থেকে
আহানার নিচের দিকে তাকিয়ে একটু সরে দাঁড়ালো,হাতে ব্যাথা পেয়েছে অনেক,চুড়ি ভাঙ্গার কারনে হাত কাটা গেছে তাই ব্যাথাটা পেয়েছে সে
শান্ত নিচে তাকিয়ে দেখলো চুড়ি সব ভেঙ্গে চুরে পড়ে আছে
আর আহানা নিজের কাটা হাত লুকিয়ে তাকিয়ে আছে ওদের দিকে,ক্লাসের সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে,শান্ত এক ধমক দিয়ে বললো
.
কি নাটক হচ্ছে এখানে?সবাই সবার কাজ করো
শান্তর ধমকে সবাই যে যার কাজে মন দিলো
শান্ত কিছুক্ষণ চুপ করে থেকে এলিনাকে নিয়ে বেরিয়ে চলে গেলো ক্লাসরুম থেকে
.
আজ রুপা আসেনি,ক্লাসের এক কোণায় বসে আছে আহানা,জামাটা মুঠো করে ধরে
আমারই দোষ,সেদিন আমি ঐ ছেলেটাকে না বুঝে না মারলে এত কিছুই হতোই না,সব আমার দোষ
হাতের চুড়িগুলো ভেঙ্গে পড়ে আছে,শখ করে এক টাকা এক টাকা জমিয়ে ৩০টাকা মিলিয়ে চুড়ি গুলো কিনেছিল সে

মেয়েটাকে চড় মারলে আমার কষ্ট যেতো,আমার বেবিকে মারে কত বড় সাহস,আর তুমিও বলিহারি কিছু বললেও না ওকে উল্টা আমার হাত আটকালে?
.
শান্ত ক্লাসরুমের দিকে তাকিয়ে আছে,এলিনা ধাক্কা দিতেই হুস আসলো তার
চারিদিকটা কেমন ঠাণ্ডা পরিবেশ হয়ে গেছে,এই ঠাণ্ডা হওয়ার কারনটা হলো কিছুক্ষন আগের ঘটে যাওয়া ঘটনা
.
কি হলো কিছু তো বলো!
মেয়েটাকে এত নরমালি handle করছো কেন?তুমি না পারলে আমাকে বলো আমি টাইট দিয়ে দিব
.
না থাক,আমি অলরেডি টাইট দিচ্ছি,কাল কিছু ফ্রেন্ডকে দিয়ে পানি ২বালতি ঢেলে দিসিলাম ওর গায়ে
এলিনা হেসে বললো বেশ করেছো,আমি হলে পুকুরে চুবাইতাম
ওহ হ্যাঁ আমি তো বলতে ভুলেই গেসিলাম কাল তো ভার্সিটি থেকে পিকনিকে যাবে সবাই
শান্তর সেদিকে খেয়াল নেই কিছুটা বিরক্তি নিয়ে ক্যামপাসের ঘাসগুলোর দিকে তাকিয়ে আছে সে,একদিকে মেয়েটার প্রতি রাগ আরেকদিকে মেয়েটার সেই অসহায় মুখ,দোটানায় পড়ে গেছে সে
রিয়াজ লাইব্রেরি থেকে এসে শান্তকে বললো শশী ম্যাম ডাকতেসে তোকে
শান্ত এলিনাকে বাই বলে ম্যামের কাছে গেলো
.
আসবো ম্যাম?
.
হুম আসো,কিছু কাজ আছে তাই তোমাকে ডেকেছি,জানো তো কাল সবাই পিকনিকে যাবে?
.
ইয়েস ম্যাম
.
ম্যাম তার হাতের ২পৃষ্ঠার একটা শিট ধরিয়ে দিলো শান্তর হাতে
.
শুনো শান্ত এখানে পিকনিকে যারা যারা যাবে তাদের নাম লিস্ট করা আছে,তুমি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের ক্লাসে গিয়ে বলবে সবার নাম আছে কিনা,নামগুলো পড়ে শুনাবে
শান্ত মাথাটা ঝাঁকিয়ে হাঁটা ধরলো,উফ আর কি স্টুডেন্ট ছিল না আমাকেই কেন এই দায়িত্ব দিতে গেলো,এমনিতেও মন মেজাজ ভালো না

শান্ত ফার্স্ট ইয়ারের ক্লাসে ঢুকে এক হাতে শিটটা নিয়ে আরেক হাত পকেটে ঢুকিয়ে মুখটা গম্ভীর করে বললো
.
Attention everyone!
এটা বলার আগেই দেখলো আগে থেকে সবাই ওর দিকে হা করে চেয়ে আছে
শান্ত মুখের চুইংগামটা এক পাশ করে নিয়ে এক এক করে লিষ্টের সব নাম পড়ে বলতে লাগলো
আহানা খাতায় একটা রচনা লিখতেসিলো তখন,শান্তর মুখে আহানা নাম শুনে আহানা চমকে তাকিয়ে রইলো শান্তর দিকে,সবার শেষের নামটি আহানার ছিল,আহানা তো নাম দেয় নি,১২০০টাকা ছিল পিকনিকের ফিস তাই সে নাম দেয়নি তার কাছে এত টাকা নেই,তাহলে টাকাটা দিলো কে?
শান্ত যতজনের নাম নিসে তাদের মধ্যে যারা মেয়ে ছিল তারা তো বুকে হাত দিয়ে অজ্ঞান হওয়ার মত অবস্থা,শান্ত তাদের নাম নিসে এটার চাইতে ধুকবুক আলা ফিলিং আর কি হতে পারে!
শান্ত কাগজটা পকেটে ঢুকিয়ে হেঁটে চলে গেলো কারোর দিকে আর তাকালো না,তাকানোর মুড নাই,কেন তাকাবে?এদের কারোর প্রতি তার কোনো interest নেই,এলিনার প্রতি ও না
এলিনা হুদাই গায়ে লেগে পড়ে থাকে,প্রেম ভালোবাসা শান্তর একদম পছন্দ না,আসলে সে জানেও না প্রেম কি ভালোবাসা কি!!
চুপচাপ চলে গেলো সে
আহানা বসে ভাবতেসে ফিস কে দিলো
তখনই আহানার ফোন বেজে উঠলো,আহানা ফোনটার দিকে তাকিয়ে দেখলো রুপার কল,রিসিভ করতেই সে বলে উঠলো সারপ্রাইজ!
.“এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এখানে ক্লিক করুন
আমি পিকনিকের লিস্টে তোর নামটা দিয়া দিসি আর ফিস ও দিয়া দিসি,আমি জানতাম তুই ফিস দেওয়ার ভয়ে যাবি না,তোকে ছাড়া মজা পাবো না তাই ফিসটা আমিই দিয়ে দিলাম,তোকে তো আমি নিয়েই ছাড়বো
.
আহানার মন খারাপ হয়ে গেলো,কারন কাল পিকনিকে গেলে একটা টিউশনি ও করাতে পারবে না সে
টিয়ার মা স্যালারি কেটে নিবে,ভাবতেই কান্না পাচ্ছে আহানার,কিছু করার ও নেই রুপা তো টাকা জমা দিয়ে দিসে
আহানা মিথ্যা হাসি দিয়ে thanks বললো রুপাকে
রুপা বললো কাল রেডি হয়ে ভোর ৫টায় ভার্সিটির সামনে এসে পৌঁছাতে
.
শান্তকে প্রতিবারের মত গ্রুপ লিডার বানানো হয়েছে,তার সাথে রিয়াজ আর সূর্য ও গ্রুপ লিডার,একটা বক্সে সব গ্রুপের নাম আলাদা করে লিখে রাখলেন শশী ম্যাম
শান্ত,সূর্য আর রিয়াজকে বললেন কাগজ চুজ করতে
শান্ত বক্সে হাত ঢুকিয়ে যে কাগজটা বের করলো তাতে লিখা ছিল ফার্স্ট ইয়ার
এলিনা রেগে বললো ধুর!
সেকেন্ড ইয়ার হলে আমার বাসে তুমি উঠতে পারতা,আমাদের কপালটাই খারাপ,ওকে সমস্যা নেই,বাস থেকে নামলে তো আমরা আবার একসাথে থাকবো তাই না?
.
হুম
.
নওশাদ বললো শান্ত ভাই দেখ ঐ মেয়েটা যাচ্ছে যে তোকে চড় মেরেছিল
আহানা ভাবতে ভাবতে চলে যাচ্ছে টিয়ার মা তো নির্ঘাত ৫০০/৬০০টাকা কেটে রেখে দিবে,রুপা কেন যে আমাকে না বলে ফিস দিতে গেলো
হঠাৎ করে সামনে শান্ত এসে দাঁড়ালো আহানার পথ আটকিয়ে
আহানা ভয়ে দাঁড়িয়ে গিয়ে একটু সরে দাঁড়ালো
.
আর কোনোদিন আমার সামনে দিয়ে এমন ঘুরঘুর করবা না বুঝছো?তোমাকে দেখলেই আমার চড়ের কথা মাথায় আসে,এত ঘুরঘুর করলে তোমাকে আমি একদিন সিরিয়াসলি চড় মেরে দিব
.
আহানা চোখ তুলে তাকিয়ে বললো চড় মেরেছি বলে কি মাথা খাবেন আমার?কাল ২বালতি পানি দিয়ে ভিজিয়ে শান্তি হয় নাই আপনার?আপনার মা বাবা এই কারনে আপনার নাম শান্ত রাখসিলো?শান্ত না ছাই
.
শান্তর মেজাজ গেলো গরম হয়ে,হাত বাড়িয়ে আহানার হাত চেপে ধরে টান দিয়ে বললো কি বললে তুমি?আমার মা বাবা আমার নাম না জেনে দিসে?তোমার সাহস হয় কি করে তাদের নিয়ে কথা বলার?How dare you!
আহানার হাতে যে চুড়িটা ছিল সেটাও এখন ভেঙ্গে গেছে
.
আহানা বলতেসে ওর হাত ছেড়ে দিতে শান্ত ছাড়তেসেই না ওর মা বাবা নিয়ে কথা না বললেও পারতো আহানা,তাদের নিয়ে বলায় শান্তর মেজাজটাই খারাপ হয়ে গেসে
.
তুমি আসলেই একটা বেয়াদব মেয়ে!
.
কথাটা বলে শান্ত আহানার হাত ছুঁড়ে ফেলে দিলো
আহানা তার হাতের দিকে তাকিয়ে দেখলো সকালের যে রক্ত শুকিয়ে গেসিলো সেটা আবার তাজা হয়ে গেছে
আহানা ব্যাথা পেয়ে শান্তর দিকে তাকিয়ে রেগে বললো আপনিও তাহলে একটা বেয়াদব!
আপনি মেয়েদের ইজ্জত দিয়ে কথা বলতে পারেন না,খুব খারাপ আপনি!
আহানা শান্তকে বকতে বকতে চলে গেলো ওখান থেকে
শান্ত মুখ ফুলিয়ে ঘাসের দিকে তাকাতেই ওর চোখ গেলো ঘাসের উপর থাকা নীল চুড়িটার দিকে
চুড়িটা ২ভাগ হয়ে পড়ে আছে,শান্ত ঘাসের উপর থেকে চুড়িটা হাতে নিয়ে দেখে পিছনে তাকালো আহানার দিকে আহানা হাত ঝুলিয়ে হেঁটে যাচ্ছে,হাতে লাল লাল দাগ স্পষ্ট দেখতে পাচ্ছে শান্ত
এলিনা আসতেই শান্ত চুড়ি গুলো মুঠো করে ফেললো
.
তুমি এখানে কি করো,শশী ম্যাম ডাকতেসে তোমাকে সেই কখন থেকে!!চলো তো!
শান্ত চুড়িগুলো পকেটে ঢুকিয়ে ম্যামের কাছে গেলো
ম্যাম একেক করে সবাইকে টি-শার্ট দিচ্ছে এগুলা কাল সবার গায়ে থাকবে,কালো টি-শার্ট,মাঝখানে ভার্সিটির নাম লিখা
ম্যাম আহানাকেও ডাক দিলো
আহানা চোখ মুছে পিছনে তাকিয়ে বললো আসতেসি ম্যাম
চলবে♥

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে