প্রেমের নাম বেদনা পর্বঃ২১এবং শেষ

0
2178

#প্রেমের_নাম_বেদনা?
#পর্বঃ২১এবং শেষ
#Arshi_Ayat

এই পর্যন্ত দেখেই অর্নি ধড়ফড়িয়ে উঠে বসলো।এটা কি দেখলো ও!!সারা শরীর কাপছে অর্নির।বেডসাইড থেকে ফোনটা নিয়ে আরিয়ানকে কল দিলো কিন্তু আরিয়ান ধরলো না।অনেকবার কল দেওয়ার পরও কল না ধরায় অর্নি রাদিফকে কল দিলো।

“হ্যালো রাদিফ।”

“হ্যা বলো।”

“আরিয়ান কি তোমাদের সাথে?”

“না তো কেন?”

“ও বাসা থেকে বের হয়ে গেছে এখন ফোন ধরছে না।”

“আচ্ছা আমি দেখছি।”

ফোন রেখে অর্নি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আরিয়ানের বাসায় যেতেই ওর মা পথ আটকে দাড়িয়ে বলল

“আবার কেনো আসলে?”

“আসলে আন্টি….”

“তোমার জন্য আমার ছেলেটা কেমন যেনো হয়ে যাচ্ছে দিনদিন।আমি এভাবে ওকে দেখতে পারছি না।আমিতো মা ওর কষ্ট আমি কিভাবে দেখবো বলো!!তুমি কিছু করো।এটা তোমার কাছে আমার মিনতি রইলো।”

আরিয়ানের মায়ের কথায় অর্নির নিজেকে ছোট মনে হচ্ছে।আসলেই তো ওর জন্যই সব হচ্ছে।অর্নি আরিয়ানের মাকে শান্তনা দিয়ে ওপরে চলে গেলো।তারপর আরিয়ানকে লাগাতার কল দিতে থাকলো।একপর্যায়ে আরিয়ান ফোন রিসিভ করলো

“এতো ফোন দিচ্ছিস কেনো?”

“তুই ফোন ধরছিলি না কেনো সেটা বল”

“এমনিতেই।”

“ফাইজলামি করিস!!তাড়াতাড়ি বাসায় আয়।”

“কেনো?”

“আসতে বলছি তুই আসবি।”

“আসবো না।”

“বিয়ে করবো তোকে।তবুও আসবি না?”

“কিহ!!!”

“হ্যাঁ বিয়ে করবো তাড়াতাড়ি আয় আর নাহয় অন্য ছেলেকে বিয়ে করে ফেলবো।”

“এই না আমি আসছি।তুই একটু ওয়েট কর।”

সেদিন আরিয়ান আর অর্নির আরো একবার বিয়ে হলো।
.
.
.
.
.
.
.
.
.
.
১বছর পর….

অর্নি গ্রিল ধরে দাড়িয়ে আছে।বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছে
রাত বাড়ছে,বাড়ছে নিস্তব্ধা,কমছে কোলাহল।বাতাসে মিষ্টি একটা ঘ্রাণ ছড়িয়ে আছে।অর্নির অবাধ্য চুল নাচছে আপনমনে।পাশে দাড়িয়ে থাকা ভালোবাসার মানুষটি তার অবাধ্য নৃত্যরত চুলগুলোকে আপন দায়িত্বে গুছিয়ে দিয়ে তাকে বুকে টেনে নিলো।একবছর আগেও অর্নি এই মানুষটাকে ভালোবাসতো শুধু কিছু মানুষের মুখের দিকে তাকিয়ে মানুষটার সাথে থেকেছিলো কিন্তু আজ এই মানুষটাকে সে চরমভাবে ভালোবাসে।তাইতো একটু দেরিতে বাড়ি ফেরায় সে অর্নি মুখ গোজ করে দাড়িয়ে ছিলো কিন্তু মানুষটার ভালোবাসার কাছে তার অভিমান গুলো পরাজিত হয়ে হাওয়ায় মিলিয়ে গেলো।সেই মানুষটা আরিয়ান ই।মাথায় হাত বুলাতে বুলাতে বাতাসের সাথে তাল মিলিয়ে আরিয়ান মৃদু কন্ঠ বলল

“এখনো অভিমান আছে?”

অর্নি প্রত্যুত্তরে মুচকি হাসি দিয়ে জানান দিলো যে অভিমানগুলো আর নেই।আরিয়ানের ঠোঁটেও বিস্তৃত একটা হাসির রেখা খেলে গেলো।

সমাপ্ত❤

(ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।গল্পটা হ্যাপি এন্ডিং হওয়াতে কারা কারা খুশি একটু জানান দিন। আপনাদের মন্তব্যগুলো প্রকাশ করুন।)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে