প্রিয় বাবাই – Rochana Das

0
465

#গল্পপোকা_চিঠি_প্রতিযোগিতা_২০২০

প্রিয় বাবাই,
কেমন আছো তুমি? আজকের তারিখটা মনে আছে নাকি ভুলে গেছো? তুমি তো আমার ভালো পঁচা বাবাই। তুমি খালি আমার জন্ম তারিখ ভুলে যাও তারপর মাম্মাম যেই মনে করিয়ে দেয় তখন কত সুন্দর উপহার দাও! আজও কি তুমি আসবে? মাম্মাম বলেছে তুমি নাকি আসবে না। তাই আমার ভীষণ মন খারাপ। আচ্ছা বাবাই তুমি আর আমাদের সাথে থাকো না কেন? জানো, তোমাকে আর মাম্মামকে নিয়ে ঘুরতে যেতে ইচ্ছে করে, তোমার আদর মাখা চুমু খেতে ইচ্ছে করে, দুজনে মিলে দুষ্টুমি করার পর মাম্মামের বকা খেতে ইচ্ছে করে। জানো বাবাই, মাম্মাম প্রতি রাতে চুপি চুপি কাঁদে।যেদিন সাদা চুলের দাদুটা হাতুরী ঠুকে কিছু বলার পর মাম্মাম আমায় নিয়ে চলে এলো তারপর থেকে শুক্রবার ছাড়া তোমার দেখাই পাই না।গত দু সপ্তাহের একটা শুক্রবারেও তুমি আসোনি। ডাক্তার কাকু মাম্মামকে বলেছে, তোমার নাকি অসুখ করেছে। আমি তোমার জন্য একটা ঘুড়ি রেখেছি। তুমি ঠিক হলে দুজনে ছাদে গিয়ে ওড়াবো। তুমি আসবে তো বাবাই? ডাক্তার কাকুর থেকে চিঠিটা পেলে ফিরতি চিঠি দেবে।যদি চিঠি না দাও তুমি নিজেই চলে আসবে কিন্তু। আমি গেটের সামনে অপেক্ষা করবো । আমার তো কিচ্ছু চাই না শুধু তোমাকে চাই বাবাই। আসবেই কিন্তু!

ইতি
তোমার টুকুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে