#গল্পপোকা_চিঠি_প্রতিযোগিতা_২০২০
প্রিয় গল্পপোকা,
পড়ন্ত বর্ষার সদ্য ফোটা কদম, কেয়ার শুভেচ্ছা জানিয়ে তোমায় লিখছি আজ। ভালোবাসাময় তোমার গৌরবান্বিত পদচারণা। কেমন আছো তা জিজ্ঞাসা করার আবশ্যকতা মনে করি না। কারণ অসংখ্য নবীন কিংবা প্রবীণ লেখক এবং পাঠকের মিলনমেলা তুমি। তোমার ভালো থাকাকে ঘিরেই তো আমাদের ভালো থাকা।
তুমি কি জানো কত নবীন লেখক তোমার হাত ধরে এগিয়ে চলেছে সম্মুখপানে? শুধু তা-ই নয় অনেকের লেখালেখির সূচনায় তোমার ভূমিকা অনস্বীকার্য।
তোমার পথচলার সূচনা থেকে তোমার পাশে থাকতে পেরে যেন আমি তোমার অনন্য গৌরবের এক ভাগিদার। সেই সূচনালগ্ন থেকেই দেখছি তোমার গুটিগুটি পায়ে এগিয়ে চলা। কখনো হোঁচট খেয়ে পড়তে হয়নি। কারণ তুমি কাজ করো অন্যের তরে। তোমার প্রতি রয়েছে হাজারো মানুষের শুভেচ্ছা ও ভালোবাসা।
তোমার তরে বলতে ইচ্ছে হয়-
ভ্রমর যেমন পরাগায়নে পুষ্প ফুটায়,
নবীন লেখকের সূচনা তোমার ছোঁয়ায়।
বর্তমানে অনলাইন জগতে যখন চলে গ্রুপ নিয়ে স্বার্থের খেলা সেখানে তুমি খেলছ সাহিত্য নিয়ে। তোমার মর্মে ও চিত্তে যেন শুধুই শব্দের খেলা। লেখকের তরে দিয়েছ তোমার দ্বার উন্মোচন করে। তোমার সদস্যদের প্রতি রাখোনি তুমি নিজ স্বার্থের শক্ত শৃঙ্খল। বরং দিয়েছ স্বাধীনভাবে চলার সকল সুবিধা।
তোমায় নিয়ে বলতে চাই-
গল্প পোকা তুমি নও শুধুই যে অনলাইন গ্রুপ,
তুমি যে লেখক/লেখিকা আর পাঠক/পাঠিকার সমাবেশ।
একে অপরের সাথে মিলেমিশে থাকে সবাই,
নাই কারো মাঝে কোনো হিংসা বিদ্বেষ।
প্রতি সপ্তাহে গল্পপোকা তুমি সকলের তরে,
করো সাহিত্য প্রতিযোগিতার আয়োজন।
কেউ বা লিখে আবার কেউ বা পড়ে,
এই প্রতিযোগিতায় করে অংশগ্রহণ।
লেখক/লেখিকা তাদের সেরা লেখা দিয়ে,
প্রতিযোগিতা হতে অর্জন করে পুরষ্কার,
পুরষ্কার দিয়ে দাও তাদের যোগ্য সম্মান।
অনুপ্রেরণা পায় তারা আরও ভালো লেখার।
পাঠক/পাঠিকা বাদ যাবে কেন?
তাদেরকেও দাও তুমি যোগ্য অধিকার।
গল্প/কবিতায় গঠনমূলক মন্তব্য করে যারা,
তারাও পায় গল্প পোকার পুরষ্কার।
অনলাইন সাহিত্য জগতে লেখক/লেখিকার জন্য
গল্প পোকা অনন্য এক প্ল্যাটফর্ম,
যদি কারো সমস্যা বা থাকে কোনো জিজ্ঞাসা,
তাদের জন্য আছে গল্প পোকা ডট কম।
তোমার নিঃস্বার্থ অবদান তোমাকে একদিন অনলাইন প্ল্যাটফর্মে সেরা অবস্থানে নিয়ে যাবে সেই কামনা করি এবং সেই দিনটি দেখার অধীর আগ্রহে অপেক্ষা করছি।
শুভকামনায়
তোমার এক ক্ষুদ্র শুভাকাঙ্ক্ষী
অনন্যা