প্রিয় আমি

0
937

১৪ই ফাল্গুন, ১৪২৬বঙ্গাব্দ
রোজ বৃহস্পতিবার
.
প্রিয়_আমি,
কেমন আছো “আমি”? মনে আছে তো আমায়? আজও আছো কি আমার? একদম নিজস্ব আমার?
জানি না কেমন আছি?
হয়তো ভালো আছি, একটু বেশিই ভালো,
নয়তো তারচেয়েও বেশি ভালো।
আবার এ ও হতে পারে,
একদমই ভালো নেই, বড্ড বেশি খারাপ আছি,
খারাপ থাকতে থাকতে একেবারে খারাপের শেষ সীমানায় পৌঁছে গেছি।
আবার হতে পারে, ভালোও নেই, মন্দও নেই,
অথবা দুটোই আছি, মিলেমিশে কাছাকাছি।
আসল কথা, সে খবরটাই যে আমার কাছে নেই…
.
বড্ড বেশি ব্যস্ত এই পৃথিবী,
ব্যস্ত তার সময়, স্রোত আর মানুষগুলো।
চরম ব্যস্ততাপূর্ণ এই জগতে কেউই আমরা থেমে নেই।
আপনগতিতে বহমান সময়স্রোতের পিছু পিছু অক্লান্ত পায়ে ছুটে চলেছি,
ছুটে চলেছি,
শুধুই ছুটে চলেছি।
এই ছুটে চলাদের ধরাবাঁধা কোনো গন্ডি নেই,
নেই কোনো বন্দীত্বের শেকল,
নেই কোনো পিঁছুটান কি স্মৃতিদল,
নেই কোনো স্টেশন,
প্ল্যাটফর্মবিহীন রেললাইনে অবিরাম এই ছুটে চলায় নেই কোনো বৈচিত্রের অন্বেষণ।
কেবল অবিরাম ধেয়ে চলা,
অলোখের পানে চেয়ে পথ চলা।
শুনেছিলাম,
“… শুরু আছে যার, শেষও হবে তার …”
আমার এই ছুটে চলার শুরু তো হয়েছিলো সেই কবে, কিন্তুু শেষ হওয়ার নাম যে নেই এই ভবে। ব্যস্ততার এই জগতে সময় কোথায় নিজের খোঁজ নেবার? নিজেকে নিয়ে ভাববার?
.
সময়ের পিছনে ছুটতে ছুটতে যন্ত্রমানব হয়ে গেছি
আমি, আমরা এক একজন।
যান্ত্রিক এক গোলকধাঁধাঁর মাঝে হারিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। হারিয়ে ফেলছি নিজেকে, স্বীয় সত্তাটাকে। কৃত্রিমতার আবীরে রাঙিয়ে তুলছি নিজেদের। দেহ, মন, এমন কি সম্পূর্ণ অামিটা’কে।
আজকের আমার এই আমি’টা যেন আমি নই,
এ যেন অন্য এক “আমি”, কৃত্রিম আমি, নকল আমি। যে ” আমি”র সত্যিকারের আমি বলতে অবশিষ্ট আর কিছুই নেই…
.
“বন্ধু”…
দু-অক্ষরবিশিষ্ট এই শব্দটা আর পাঁচটা মানুষের মতো আমার কাছে স্বাভাবিক না। বন্ধু মানে সঙ্গী, সাথি, সই। বন্ধু মানে আত্মার আত্মীয়। বন্ধু মানে গল্পের ঝুলি। বন্ধু মানে দুঃখের আহাজারি। বন্ধু মানে সেই মানুষটা, যার কাছে নির্দিধায় আমরা সবটা স্বীকার করতে পারি। বন্ধু মানে আতঙ্কহীন এক একটা দিন পাড়ি।
কিন্তু আমার কাছে বন্ধু মানে শুধুই হাহাকার,
যেখানে আমিই নেই আমার।
শুধুই হাহাকার আর চিৎকার…
.
এই জগতটা বিরাট এক নাট্যমঞ্চ, যেখানে প্রতিনিয়ত আমরা নাটক করে চলেছি। কখনো মায়ের সাথে, কখনো বাবার সাথে, কখনো ভাইয়ের সাথে, কখনো বোনের সাথে, কখনো শিক্ষকের সাথে, কখনো বন্ধুর সাথে, কখনো প্রেমিক বা প্রেমিকার সাথে, কখনো বা প্রিয় মানুষটার সাথে। প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণই আমরা নাটক করে চলেছি। আর সবচেয়ে বড় নাটক করছি আমরা নিজের সঙ্গে। আমার এই “আমি”র সঙ্গে।
নিঃসঙ্গ এই আমি’কে রাখছি ব্যস্ত,
স্বীয় সত্তাকে সাজাচ্ছি কেতাদুরস্ত,
সত্যিকারের আমি’টা যেন হারিয়ে যাচ্ছে,
চাপা পড়ে যাচ্ছে শতসহস্র মিথ্যে আর কৃত্রিমতার আড়ালে…
.
ক্রমশই আমি তলিয়ে যাচ্ছি
কোনো এক অসীম শূন্যতায়,
যেখানে গোলকের রশ্মি পৌঁছে না,
পৌঁছে না প্রেমিকের আর্তনাদ,
যেখানে টানে না আঁতুড় ঘরের মায়া,
সেখানে নেই ছায়া আর কায়া,
অনুভূতির অভিজ্ঞতা যেখানে অশান্ত,
আমি তলিয়ে যাচ্ছি সেখানে
চোরাবালির অচেনা হৃদয়ে,
এখন আমি শুধু শূন্যতার,
আর শূন্যতা আমার।
শূন্যতারা যেন গ্রাস করছে আমায়,
যেকে বসছে আমার অন্তরে, ব্যস্ততার ভীরে।
শুষ্ক মরুতীরে, নিঃসঙ্গতার হাতছানিদের ঘিরে,
ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে…

আজ একটা ছোট্ট সুযোগ হাতে পেয়েছি। নিজেকে পত্র প্রেরণের সুযোগ। “কেমন আছি?”____ জিজ্ঞেস করবার সুযোগ।
অন্যকে তো অনেক লিখেছি। কিন্তুু আজ নিজেকে লিখলাম।
জীবনে দ্বিতীয়বারের মতো এ সুযোগ পাবো কি না জানি না। যদি না পাই, তাই লিখে ফেললাম। জীবনে প্রথম ও শেষবারের মতো “আমি”কে চিঠি লিখলাম। প্রথম সুযোগ তাই প্রথম চিঠি। আর শেষ কেন?
কথায় আছে, “নিঃশ্বাসের নেই বিশ্বাস” ।
হয়তো এটাই আমার “আমি”কে লেখা শেষ চিঠি। আর হয়তো কোনো চিঠি লিখার সুযোগ প্রকৃতি আমায় দেবে না, হয়তো দেবে। হয়তো আমি আমার এই আমি’র কাছে ফেরার সুযোগ আর পাবো না। পাবো কি করে? আমি’দের যে বিশ্বাস নেই।
আছে শুধুই অগণিত হয়তো’রা,
আর তাদের হয়তো’রা,
এবং শুধুই তাদের হয়তো’রা…
ভালো থেকো। ভালো রেখো। আর আমার আমি’কে গুছিয়ে রেখো…
.
ইতি
তোমার আমি

লেখিকা: সামিহা হোসেন শৈলী

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে