প্রিয় আপু – Mãîshå Zāfrêëñ

0
534

#গল্পপোকা_চিঠি_প্রতিযোগিতা_২০২০
চিঠি নং- ০১

প্রিয় আপু,

নির্ঘুম দীর্ঘ প্রহর কেটে পার হয় রাত,
ঘোর অমানিশা ফুঁড়ে প্রত্যুদ্গমন করে সোনালী প্রভাত।
খরতাপী গ্রীষ্মের পরেই তো হয় বর্ষার আগমন,
হাড়কাঁপুনি শীত সয়েই আসে ঋতুরানী বসন্ত যেমন।

তোমার অবনীঘিরে সুখবৃষ্টি হোক বর্ষিত,
নন্দদের ঢল বারি স্রোতে কষ্টেরা হোক আকুঞ্চিত।
নবদিগন্তের প্রস্ফুটিত ঐ আলোকরশ্মি যেন না হয়,
তোমার সন্ধ্যাকাশের মলিন বিষন্ন লালিমাময়।

উদ্ভাসিত সত্যালোক তার চিরায়ত হাতছানি দিক তোমার পানে,
অনুপস্থিত শুভাকাঙ্ক্ষী তাই কবিতা লেখে তোমার শানে।

শত শিউলী সুবাসের মোহনীয় শুভ্র ভালবাসার শুভ কামনা তোমার প্রতি,
পুষ্পগুচ্ছের গাঁথুনির নির্মল কাব্যমালা তোমার শুভকাঙ্ক্ষায় প্রিয়,
যুগান্তরের প্রজ্বলিত দ্বীপ আলোকময় করুক তোমার বর্ষপঞ্জি,
পবিত্র ভালবাসার চির প্রত্যয়ে শান্তিনীড়ের পথচলা হোক সুখময়।

বাঁধনের সুতোয় স্মৃতির গহ্বরে গেঁথে রেখো নামটি আমার;
হে প্রিয় বোন! তোমার সুপ্ত স্বপ্নের কাঙ্ক্ষিত লক্ষ্যে নবযাত্রার এক নিরব দর্শনার্থীর এ অভিপ্রায়।

ইতি________ শুভাকাঙ্ক্ষী ছোট বোন।

[আমার এক কাজিনকে উদ্দেশ্য করে আজকে চিঠিটা পাঠিয়েছিলাম। আজকে ওর বিয়ে, এর আগে যখন ডিভোর্স হয়; খুব কষ্ট পেয়েছিল মেয়েটা। গর্ভধারণকৃত ছেলেটার বিচ্ছেদ, অবহেলা আর নির্যাতনের স্টিম রোলারে পিষ্ট হওয়া মনটাতে আজ অনেকদিন পর আনন্দের শীতল হাওয়া বহমান। চিঠিটি তার কাছে হয়ত পৌঁছে গেছে, আমি দোয়া করি সে যেন সুখী হয়।]

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে