প্রিয় অতীত – মেঘ

0
1128

#গল্পপোকা_চিঠি_প্রতিযোগিতা_২০২০

চিঠি নং.১

প্রিয় অতীত,

তুমি আসবে বলে সেদিন এক গুচ্ছ কাশফুল হাতে নিয়ে অপেক্ষা করেছিলাম,
তোমায় দেবো ভেবে।
আজও কাশফুল গুলি আমার বই এর ভাজে চুপসে আছে,
তুমি আসবে বলে বকুল ফুলের মালা গেঁথে রেখেছিলাম,
মালা টা আজও আছে কিন্তু ফুল গুলি শুকিয়ে গেছে।

তবে বিশ্বাস করো,
তোমার প্রতি আমার ভালোবাসা আজও বিন্দু পরিমান শুকায়নি।
বুকের ভেতর বিন্দু বিন্দু করে ভালোবাসার বিশাল সমুদ্র গড়েছি,
সেই সমুদ্রের প্রতিটি ঢেউ এর মাঝে আজও তোমায় খুঁজে বেড়াই।

তোমার জন্য রেখে দেওয়া আধফোটা গোলাপ টাও আজও আছে,
অনেক যত্ন করে আগলে রেখেছি,
আমার বাঁ হাতে কব্জির নিচে পুড়ে যাওয়া দাগ টায় আজও তোমার স্পর্শ অনুভব করি।

মাথা ব্যাথার অজুহাতে সেদিন যখন আমার কোলে মাথা রেখেছিলে আর আমি আলতো করে তোমার চুলে বিলি কেটে দিচ্ছিলাম,
ঠিক তখনই আমার ডান হাত টা তোমার গলায় জড়িয়ে নিয়েছিলে,
মূহুর্ত গুলো মনে পড়তেই হৃদয়ে রক্ত ক্ষরন হয়।

তোমার কিনে দেওয়া কাঁচের চুড়ি জোড়ার টুংটাং শব্দে আজও তোমার মায়া জড়ানো কন্ঠস্বর খুঁজে বেড়াই।

তুমি নেই তাতে কি?
তোমায় ঘেরা হাজারো রঙিন স্মৃতি নিয়ে দিব্যি ভালো আছি আমি।

জীবন কেটে যায় জীবনের মত,
কেবল মাঝে মাঝে স্মৃতি গুলো নাড়া খেয়ে ঝলসে ওঠে চোখের পাতায়।
দুচোখের পাতা এক করে বেশ অনুভব করি,
একদিন সব ঠিক হয়ে যাবে,
পিছু খুনসুটি ভুলে নতুনের মত করে ফিরে পাবো সব,এই আশ্বাস নিয়েই ঘুরে বেড়ানো।

গল্প এখানেই শেষ নয়,
জীবন যতদিন চলবে গল্পের কল্পনা গুলিও ততদিন সাজবে রঙিন রুপে,
এটাই দুঃস্বপ্ন এটাই সুস্বপ্ন,
উজ্জ্বল থাকুক স্মৃতিরা,
ভালো থাকুক স্মৃতিদের অবয়ব,
এটাই আশা এটাই প্রত্যাশা।

ইতি
তোমার অতীত।

~মেঘ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে