প্রিয়তমা – saima Islam tamanna

0
517

#গল্পপোকা_চিঠি_প্রতিযোগিতা_২০২০
চিঠি নং-৬

প্রিয়তমা,

প্রিয়তমা,তোমাকে কখনো আমার মনের গুপ্ত কথাগুলো বলা হয় নি। আর বলাও হবে না। কিভাবে বলবো, বলতে পারো? তুমিতো এখন অন্য কারো অর্ধাঙ্গিনী। তুমিতো এখন অন্য কারোর প্রতিক্ষায় অভিমানী। অন্য কারোর জন্য রাগিণী। অন্য কারোর ভালোবাসায় সিক্ত এক নারী। অন্য কারোর সন্তানের জননী। তোমাকে কি এখন, প্রেমময় কথা বলা সাজে। যখন সাজতো তখন বলার সময় হয় নি। আর এখন সময়ের অভাব নেই। কিন্তু, বলা নিষেধ। তুমি কি জানো, সময় অসময়ে তুমি আমার ভাবনায় বিরাজ করো। সর্বদা আমার আত্মার সঙ্গে আষ্টেপৃষ্ঠে থাকো। সেই আষ্টেপৃষ্ঠে রাখা বাঁধনকে আমি খুলতে পারি না। তুমি কি জানো, তুমি হলে আমার রাতের আঁধারের একপ্রকার দীর্ঘশ্বাস। সেই দীর্ঘশ্বাস কে আমি কখনোই অবহেলা করতে পারি না। সেই দীর্ঘশ্বাস কে নিয়ে আঁকড়ে থাকি। অবেলায় এক ছায়াচিত্র নিয়ে। এই দীর্ঘশ্বাসগুলো আমার এই ডায়েরির ভাঁজেই চাপা পড়ে থাকবে।

ইতি
একগুচ্ছ দীর্ঘশ্বাসের দাবিদার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে