প্রথম ভালোবাসার অনুভূতি Extra-part

0
1716

?প্রথম ভালোবাসার অনুভূতি?
লেখিকাঃ?হ্যাপী?
Extra-part

স্যার আপনি,,, (দুজনেই দুজনের চোখের দিকে তাকিয়ে আছে)
পিছন থেকে লোকগুলো আসছে তাই অয়ন হ্যাপী কে দৌড়ে পালাতে চেষ্টা করে,,আকাশের অবস্থা ও বেশি ভালো না,, অনেকক্ষণ দৌড়ানোর পর দুজনে এক বস্তির মধ্যে ঢুকে গেছে,,, পিছনের লোকগুলোকে ও এখন দেখা যাচ্ছে না,,,রাত ও হয়ে গেছে,
হ্যাপী এই প্রথম এমন অবস্তায় পড়েছে খুব ভয় ও করছে,,রাত হওয়াতে ভয়টা একটু বেশি করছে,,,কান্না করেছে
হ্যাপী ভয় পেয়ো না আর কান্না থামাও দেখো এখানে আর কোনো বিপদ নেই,,আমি আছি তো তেমার পাশে(এই মেয়ে কেনো বুঝে না আমি ওর কান্না সহ্য করতে পারি না)কান্না থামাও প্লিজ
আ..আমি বা…বাড়িতে ক..কথা বলবো,,(ভয়ে কথা বলতে পারছে না)
এই নেও আমার ফোন কল দাও বাসায়
ফোন টা হাতে নিয়ে কল দিলাম,, পুরো শরীর কাপছে ভয়ে তা দেখে স্যার আমার এক হাত শক্ত করে ধরে আছে,,
আমি আছি তো তুমিও কল দাও
আমি কল দিলাম ঐ পাশ থেকে কোথায় তুই এতো রাত হলো এখনো বাসায় আসছিস না কেনো,,
ভাইয়ার আওয়াজ শুনের কান্নার শব্দ আরো বেরে গেলো,,ভা….ভাই..য়া আ..মি,, অয়ন হ্যাপীর এই অবস্থা দেখে ফোনটা নিজে নিয়ে সব কথা খুলে বললো,,,
প্লিজ স্যার আপনি আমার বোনটাকে সাবধানে বাসায় পৌঁছে দিবেন,,,
আচ্ছা আপনারা চিন্তা করবেন না আমি রাখছি,,ফোন রাখার পর,,কোথায় থাকবে রাতটা বুঝতে পারছে না অয়ন,, এমন সময় একটা ভাঙ্গা ঘর দেখতে পায় তাই আর দেরি না করে হ্যাপীকে নিয়ে ঘরে যেতে চাইলে,,,হ্যাপী এক পা নরছে না,,,আমাকে বিস্বাস করতে পারো,,,তারপর দুজনে ঘরে যায়,,বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে,, ঘরের মধ্যে ও কিছু জায়গা দিয়ে পানি পড়ছে,,হ্যাপীর গায়ে একটা পাতলা লং ড্রেস যা অনেকটা ভিজে গেছে তাই শীতে কাঁপছে,,
অয়ন তা দেখে নিজের জেকেটটা খুলে দিলো নাও এটা পড়ে নাও
না লাগবে না,,(অয়নের চোখের দিকে তাকিয়ে দেখে রাগি চোখে তাকিয়ে আছে তাই ভয়ে জেকেটটা নিয়ে পড়ে নিলো)
অনেকক্ষণ পর বৃষ্টি থামলো,,,
অয়ন হ্যাপীর পাশে বসে বসে ভাবছে কীভাবে বের হওয়া যায়,,আসার সময় রাস্তা খেয়াল করে নি কোন রাস্তা দিয়ে এসেছে তার মধ্যে এখন রাত দিনের বেলা হলে কোনো উপায় বের করতো,,কিন্তু রাতে এখানে থাকা ও খুব রিক্স,, এমন সময় সামনে তাকিয়ে দেখে বস্তির অনেক মানুষ আসছে,,হ্যাপী ভয়ে অয়নের হাত শক্ত করে ধরে,,
কি এখানে মেয়ে নিয়ে ফূর্তি করতে আইছেন,,(একজন লোক)
এইসব বড়লেকের এই কাম রাইতে মাইয়াগো লইয়া চিপায় চাপায় আইয়া কাম সারবো,,সকালে ছাইরা দিবো,,,(আরেকজন লোক)
এই মাইয়া তোগোর কী লজ্জা সরম নাই যার তার কাছে নিজেরে বিলাইয়া দিস(একজন মহিলা)
অয়নের এইসব কথা শুনে মাথায় রক্ত উঠে গেছে আর হ্যাপী মাথা নিচু করে শুধু চোখের পানি ফেলছে,,
আপনারা ভূল ভাবছেন আমরা এমন চিন্তা ভাবনা নিয়ে এখানে আসি নি,,আমরা বিপদে পড়ে এসেছি(অয়ন নিজেকে কন্ট্রোল করে)
ধরা পড়লে সবাই এই কথা কয়,,আমরা থাকতে আর কোনো মাইয়ার সর্বনাশ হতে দিমু না,,,(লোক)
আপনারে এই মাইয়ারে বিয়ে করতে হইবো এখনি,
বিয়ের কথা শুনে হ্যাপী আর অয়ন দু’জনেই দুজনের দিকে তাকায়,,,অয়ন বুঝতে পারে হ্যাপী কী বুঝাতে চাচ্ছে,,
আমরা এই বিয়ে করতে পারবো না(অয়ন)
তাহলে মরতে হবে,,,বলেই কয়েকজন লোক অয়নকে ধরে মারতে থাকে,,,
হ্যাপী চেয়ে থেকে ভয় পেয়ে যায় প্লিজ ওনাকে মারবেন না ওনার কোনো দোষ নাই
তুই চুপ কর মাইয়া তোগোর মতো মাইয়ার জন্য মানুষ মাইয়াগো সম্মান করতে ভূইলা গেছে (মহিলা)
হ্যাপী মাথা নিচু করে আছে(আজ আমার জন্য স্যারের এই অবস্থা)
প্লিজ স্যারকে মারবেন না আপনারা যা বলবেন আমি তাই করবো,,
অয়নকে অনেক মেরেছে,,,
সবশেষে অয়ন আর হ্যাপীকে জোর করে বিয়ে দিয়েছে,,,এখন দুজন কে একটা ঘরে দিয়ে গেছে সকাল হলে চলে যাবে,,
হ্যাপী ভাবছে আমার সাথেই কেনো এমন হচ্ছে,, শুধু কান্না ক’রে যাচ্ছে,
অয়ন আমি তোমাকে বিয়ে করতে চাইছি বাট এভাবে না,,,স্ব-সম্মানে বিয়ে করতে চাইছিলাম(মনে মনে),,তুমি শুয়ে পরো,,আমি ঐ দিকটায় বসে আছি ভয় পেয়ো না,,,হ্যাপী কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে নিরবে চোখের পানি ফেলছে,,,

সকালে,,,,
চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে