প্রথম ভালোবাসার অনুভূতি পার্ট-১৩

0
1432

?প্রথম ভালোবাসার অনুভূতি ?
লেখিকাঃ?হ্যাপী?
পার্টঃ১৩

হ্যাপী আমার একটা কথা রাখবি,,,,
হুম রাখার চেষ্টা করবো,,আমি দেখছি কী করা যায় তুই চিন্তা করিস না,,,
না আর কী চিন্তা করবো,,সব চিন্তা করা হয়ে গেছে,,,আচ্ছা রাখি
আচ্ছা
কলটা কেটেই ভাবছি কী করা যায়,,,,
…………………

পাঁচ বছর পর,,,
হ্যাপী হামযা কে রেডি করো,,সবাই চলে এসেছে নিচে,,
তোমার ছেলে কী এতো ভদ্র যে আমি বললেই রেডি হয়ে যাবে,,বলেই নেকা কান্না শুরু করে দিয়েছি,,
কী হলো কান্না করছো কেনো,,
তো কী করবো,,তুমি রেডি নিচে সব মেহমান চলে এসেছে, আর আমি নিজেই এখনো রেডি হতে পারলাম না,,তার উপর তোমার ছেলেকে এখনো রেডি করাতে পারি নি,,
ঠিক আছে আর নেকা কান্না করতে হবে না,,আমি হামযাকে রেডি করাচ্ছি তুমি নিজে রেডি হয়ে নাও,,ওকে
ওকে জানু,,,বলেই সারি নিয়ে ওয়াশ রুমে চলে গেলাম,,(আমাদের মাঝে পাঁচ টা বছর কেটে গেলো আমি এখন একজন সফল ডাক্তার তার সাথে সফল মা,,আমার ছেলে আবু হামযা,,আজ তার একবছর,,তাই বাড়িতে একটা ছোটখাটো আয়োজন করা হয়েছে,,,)

কী হলো এতো টাইম লাগে সারি পরতে,,
শেষ তুমি হামযা কে নিয়ে নিচে যাও আমি আসছি,,
ওকে,,তাড়াতাড়ি আসবে কিন্তু ,
ওকে(আমার অয়নের মাঝে সম্পর্কটা এখন খুব নরমাল হয়ে গেছে তাই এখন আমি অয়নকে তুমি করেই বলি,,বাকিটা পরে জানতে পারবেন আগে আমি নিচে যাই)
নিচে,,,
সবাই চলে এসেছে,,হুম শুধু তোমার ভাইয়া ছাড়া,,সে নাকী রাস্তায়,,
ও,,হামযা কোথায় এখন,,
ওর নানুর কাছে,,,
ওকে
সব মেহমানের সাথে কিছুক্ষণ কথা বললাম,,কেক কাটার সময় হয়ে গেছে,,ভাইয়া এখনো আসছে না,,
আমি এসে গেছি,,
এতো লেট হলো কেনো ভাইয়া,,
সরি বোন একটা মিটিং ছিলো
আর কতো কাজের মধ্যে ডুবে থাকবে,,নিজের দিকে একাবার তাকাও,,
কার জন্য তাকাবো,,যার জন্য তাকাবো সে তো আজ নিজেই নেই(মৃদু হেসে)
আসলেই আজ আমার ছেলের জন্মদিনে আমার শশুর আর ইমু ছাড়া সবাই আছে,,,তারা দুজন থাকলে আজকের পরিবেশটাই অন্যরকম হতো,,
কী ভাবছো,,(অয়ন)
না কিছু না চলো কেক কাটি,,,
তারপর সবাই মিলে কেক কাটলাম,,
রাতে ডিনার করে সবাই চলে গেছে,,ভাইয়া আর আম্মু ও চলে গেছে,,
রাতে
আমি হামযাকে ঘুম পারিয়ে পাশে শুয়ে ভাবছি এই পাঁচ বছরে কতো কিছু চেঞ্জ হয়ে গেছে,,, এখনো মনে পরে সেই রাতের কথা,,,

পাঁচ বছর আগে,,,

ইমুর সাথে কথা বলার পর থেকেই ভেবে যাচ্ছি কি করা যায়,,,,আমি একা কিছু পারবো না,,তাই অয়নকে কল দিলাম বাট ধরলো না,,,ভাবলাম বিজি তাই কল আর কল দিলাম না,,,
অনেক রাতে বাসায় ফিরে,, দেখে মনে হলো,খুব টায়ার্ড তাই আর কিছু বলার সাহস পেলাম না,,,,সারা রাত আমার এইসব চিন্তা করে আর ঘুম হলো না,,
সকালে,,
আপনি কী ঘুমাচ্ছন
না,, কেনো কিছু বলবে,,
হুম,,কিছু বলার ছিলো,,
বলো,,
তারপর সব খুলে বললাম
অয়ন এতোক্ষণ শুয়ে কথাগুলো শুনছিলো,,হ্যাপীর কথা গুলো শুনে উঠে বসলো,,কী বলছো এইসব,,আমি তো ভাবছি দুজনের মধ্যে জগরা হয়েছে,, তুমি আমাকে এই কথাগুলো রাতে বলো নি কেনো,,,
আমি বলতে চেয়েছিলাম,,বাট আপনি খুব টায়ার্ড ছিলেন তাই সাহস পাইনি,,এখন কী করবো,,আজ ইমুর বিয়ে,,
তুমি বলো নি ভাইয়া নিজে বিজনেস শুরু করছে
না ওর কথা শুনে আর এই কথাটাই বলা হলো না,,
আর লেট করলে চলবে না,,,তুমি রেডি হয়ে নেও,, আমি শাহীন ভাইয়াকে বলছি বের হতে,,
ঠিক আছে,,,

তারপর আমরা তিনজনে মিলে ইমুদের বাসায় গেলাম,,ভাইয়া প্রথমে যেতে রাজি হয়নি,,,অয়ন একপ্রকার জোর করে যেতে রাজি করিয়েছে,,,
কিন্তু ইমুদের বাসায় যেয়ে যা দেখলাম তার জন্য কেউ প্রস্তুত ছিলাম না,,

এটা বিয়ে বাড়ি নাকী মরা বাড়ি বুঝতেই পারছিলাম না,,,আস্তে আস্তে বাড়িতে ঢুকে দেখি আন্টি আংকেল বসে আছে,,সামনে একটা লাশ,,
কিন্তু কার লাশ,,আর এখানে সবাই আছে,,ইমু কোথায়,,,
ভাইয়া আর আমি এখানেই দাড়িয়ে আছি সামনে পা চলছে না,,অয়ন গিয়ে লাশটার উপর থেকে কাপর সরালো,,আমি আর ভাইয়া দুজনেই বসে পরলাম,,
চোখ দিয়ে শুধু পানি পড়ছে,,

আন্টি আমাদের পাশে বসলো,,
আমাদের ক্ষমা করে দাও,,আমরা জানতাম না তোমাকে ইমু এতো ভালোবাসে,,যার প্রমান দিতে গিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছে,,(কান্না করে)
শাহীন কোনো কথায় বলছে না,,শুধু ইমুর লাশের দিকে তাকিয়ে আছে,,,
আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম কি হয়েছিল,,
কাল রাতে আমাদের সাথে খুব নরমাল বিহেভ করছে,,,ভাবলাম,,হয়তো নিজেকে সামলিয়ে নিয়েছে,,
সকালে অনেক ডাকলাম বাট উঠলো না বিয়ে বাড়ি এতো লোক,,তাই বাধ্য হয়ে দরজা ভেঙে ভিতরে গিয় দেখি আমার মেয়ের মৃত্য দেহটা ফেনে জুলে আছে(বলেই জোরে কান্না শুরু করে দিলো)
এতোক্ষণ শাহীন চুপ করে থাকলেও এখন আর পারছে না,,,ইমুকে বুকে জরিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে,,
ইমি উঠো,,তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না,,,তুমি যে আমার প্রথম ভালোবাসা,,,পাগলের মতো কান্না করছে
শাহীনের কান্না শুনে কেউ কিছু বলতে পারছে না,,
কতোটা ভালোবাসলে একটা ছেলে এভাবে কান্না করতে পারে,,

হ্যাপী নিজেকেই সামলাতে পারছে তার উপর শাহীনকে,,,

চলবে……

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে