প্রথম ভালোবাসার অনুভূতি পার্টঃ ০২

0
2738

?প্রথম ভালোবাসার অনুভূতি?
লেখিকাঃ? হ্যাপী?
পার্টঃ ০২

ইমুঃ কলেজের ক্লাস গুলো ভালোই কাটলো তাই না হ্যাপী?
হ্যাপীঃ হুম,কিন্তু আজ তেমন কারো সাথে পরিচয় হলো না,,আবার শুনলাম কাল নতুন প্যাকটিকেল টিচার আসবে
ইমুঃ হুম ঠিক বলসিছ, কাল সবার সাথে ভালো করে পরিচত হওয়া যাবে,,প্লিজ বোন কাল একটু তারাতাড়ি আসবি কলেজে
হ্যাপীঃ আসবো,এখন চল আগে ফুচকা খাবো,,
ইমুঃ ওকে জানু চলো
ফুচকা খাবার পর বাসায় চলে আসলাম
মাঃ কি কলেজের ক্লাস গুলো কেমন হলো
হ্যাপীঃ ভালো মা,তবে কাল নতুন টিচার আসবে,
মাঃ আচ্ছা এখন ফ্রেস হয়ে নামায পর, আর আমি তোর জন্য খাবার রেডি করতে যাই
হ্যাপীঃ ওকে মা
খাবার শেষ করে বিসানায় সুয়ে আছি খুব ঘুম পাচ্ছে,, এর মধ্যেই কল,,কলটা দেখে মাথাটা পুরো গরম হয়ে গেলো
অচেনা মানুষঃ আসসালামু আলাইকুম
হ্যাপীঃ ওয়ালাইকুম আসসালাম
অচেনা মানুষঃ কেমন আছো
হ্যাপীঃ ভালো,,মরে যায় নি,, কিন্তু এইবার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি মরে যাবো
অচেনা মানুষঃ এটা কেমন ধরনের কথা
হ্যাপীঃ কি করবো আপনি চার বছর ধরে ডিস্টার্ব করেই যাচ্ছেন,,,
অচেনা মানুষঃ আমি তোমাকে ডিস্টার্ব করি,,,
হ্যাপীঃ কী মনে হয় আপনার,,, আপনার ফোনে আমি খুব বিরক্ত,,আপনি কী বুঝতে পারেন না
অচেনা মানুষঃ আমি তোমাকে ভালোবাসি হ্যাপী,
হ্যাপীঃপ্লিজ কল টা রাখেন,,,আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না
অচেনা মানুষঃ ওকে রাখছি, ভালো থেকো,, বলেই কলটা কেটে দিলাম ( আমি অয়ন আহমেদ, মা নেই বাবা আর আমি,,বাবা বিজনেস করে আর আমি ডাক্তার এবং কলেজে নতুন টিচার,,, চার বছর আগে হ্যাপীকে প্রথম দেখে আমার চোখ দুটো আটকে গেছে,, খুব সুন্দর না তবে ওর চেহেরাটা সম্পূর্ণ মায়াবী,, দেখতে খুব দুষ্টু,,এর পর থেকে রোজ আমি ওকে চোখে চোখে রাখতাম, কখন যে ভালো লাগা থেকে এতোটা ভালোবাসে ফেলেছি, আমি নিজেই বুঝতে পারি নি,,আমার রুমে হ্যাপীর অনেক ছবি আছে,,কিন্তু ওকে ভালোবাসাটা বুঝাতেই পারলাম না,,,বুঝাতেই পারলাম ও আমার প্রথম ভালোবাসা,,,আর ?প্রথম ভালোবাসার অনুভূতি?টাই ভিন্ন, এতোদিন অনেক চেষ্টা করেছি তোমাকে বুঝাতে কিন্তু পারি নি,,কাল থেকে অন্যভাবে বুঝাবো তোমাকে আমার ভালোবাসা,,বলেই ওর ছবির দিকে তাকিয়ে হাসছি???
বাবাঃকি রে আর কতোবছর এই ছবির দিকে তাকিয়ে হাসবি?এইবার নিয়ে আস আমার ঘরের লক্ষি কে
অয়নঃ আনবো বাবা,, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো,,
বাবাঃ হাসপাতাল আর কলেজ দুটোই একসাথে সামলাতে পারবি বাবা
অয়নঃ পারবো বাবা,আর আমাকে যে পারতেই হবে বাবা,
বাবাঃ অল দা বেস্ট মাই সন
এইদিকে
ঘুম থেকে উঠে নামায পড়ে ইমু কে কল দিলাম হ্যালো মাই সুইট ভাবি কি করো
ইমুঃ একদম ভাবি ডাকবি না, আমি তোর কোন জনমের ভাবি রে,,
হ্যাপীঃ এই জনমেরই ভাবি, তুমি আমার একমাএ ভাইয়ের মন সেই কবে থেকেই দখল করে নিয়েছো গো
ইমুঃ তোর ভাইয়ের মন দখল করতে আমার বয়েই গেছে,,বসে আসি তুই কি করিস
হ্যাপীঃ আমি ও বসে আসি,,
ইমুঃ তোর প্রেমিক পুরুষ আর কল দিছিলো
হ্যাপীঃ কিসের প্রেমিক পুরুষ,, হুম দিছিলো অপমান করে দিছি,এতে অপমান করি তারপর ও কল দেয়
ইমুঃ তোকে খুব বেশি ভালোবাসে তাই
আর ভলো লাগছে না কথা বলতে তাই ফোন রেখে আম্মুর কাছে আসলাম,,আমার পড়াশোনার পাশাপাশি রান্না করতে ও খুব ভালো লাগে,,আম্মু আজ আমি রান্না করবো ভাইয়া আর আব্বুর জন্য ফিন্নি,,ভাইয়ার খুব পছন্দের খাবার
মাঃ কর
রান্নার করার পর সন্ধায় নামায পরে পড়তে বসলাম,,
কি করে আমার লক্ষি বোনটা
আমি কথায় বলবো না,, আগে আমার চকলেট দাও তারপর কথা
ভাইয়াঃ এই নে তোর চকলেট ???
থ্রেংক্স ভাইয়া,,
তারপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম,,
সকালে
নামায শেষ করে কিছুক্ষন পড়লাম তারপর রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য বের হলাম,,ভাইয়া চলো লেট হয়ে যাচ্ছে আজ দেরি ইমু আর কথায় বলবে না আবার নতুন টিচার আসবে,, ফাস্ট ক্লাসটাই তার।,,
ভাইয়াঃ চল,,,
আমি আর ভাইয়া বের হয়ে কলেজে গেলাম,,গেইটের সামনে ইমু দাড়িয়ে আছে
ভাইয়াঃ হাই ইমু কেমন আছো,
ইমুঃ জি ভাইয়া ভালো আাছি আপনি কেমন আছেন
ভাইয়াঃ কতোদিন না করছি ভাইয়া বলে ডাকবে না তারপর ও ????
ইমুঃ ভাইয়াকে তো ভাইয়া বলেই ডাকবো তাই না ☺☺চল হ্যাপী লেট হয়ে যাচ্ছে
ভাইয়াঃ হ্যাপী তুই যা ও আসছে
ঠিক আছে ভাইয়া,,বাই ভাবি,??
ইমুঃ এই দাড়া আমি যাবো বলে সামনে যেতেই হাত পেছন থেকে ধরে আছে আর কেউ না হ্যাপীর বাদর ভাইয়াটা( মনে মনে আজ আমার খবর আছে)কিছু বলবেন ভাইয়া কিছুটা হাসির চেষ্টা করে??
তুমি আবার ভাইয়া বলছো আমাকে??
তাহলে কী বলবো??
জান বলে ডাকবে বলেই একটা চোখ মারলো?
বাদর একটা,, ??আমার লেট হয়ে যাচ্ছে
কাল কল রিসিভ করলে না কেনো কতোগুলো কল দিলাম,,
আসলে ফোনটা সাইলেন্ট করা ছিলো আজ রিসিভ করবো,, বলেই জিহ্বায় কামর দিলাম,,
শাহীনঃ হাসতে হাসতে বললো ঠিক আছে যাও রাতে কল দিবো,,হাতটা ছেড়ে একটা ফ্লাইং কিস করলো,,
আমাকে আর পায় কে,, এক দৌড়ে কলেজের ভিতর যেতে ওর চৌদ্দ গুষ্টি বকা দিচ্ছি
কিরে এইভাবে দৌড়ানো মানে কী
ইমুঃ কী মানে তোর ঐ রাক্ষস ভাইয়া থেকে পালাতেই তো দৌড় দিলাম
তুই পারিস ও,,চল এইবার ক্লাসে,, ক্লাসে এসে বসে আছি পেছন থেকে একজন,,হায় আমি রামিম,,,
আমি আর ইমু দুজনেই কিছুক্ষন কথা বললাম,, খুব বালোই বন্ধুত্ব সৃষ্টি হয়েছে তার মধ্যেই স্যার ক্লাসে ঢুকলো,,,গুড মনিং স্টুডেন্ট
গুড মনিং স্যার
আমি তোমাদের নতুন স্যার,,( ক্লাসে আসার সমশ দেখলাম হ্যাপী ঐ ছেলেটার সাথে কথা বলছে,, কই এই চার বছরে তো একটা বার ও আমার সাথে হেসে কথা তো দূরের কথা ভালো করেও কথা বলো নাই আর আজ নিজেকে কন্টোল করে ক্লাসে ঢুকলাম আজ থেকে বুঝাবো ভালোবাসা কাকে বলে)আগে পরিচয় হই,,আমি অয়ন আহমেদ,, তোমাদের পরিচয় গুলো দাও একজন একজন করে,,কতগুলো মেয়ে হা করে তাকিয়ে আছে এতো হ্যান্ডসাম স্যার,,,তারপর একে একে সবার সাথে পরিচয় হলো,,
এই তুমি দাড়াও তোমার নাম কী
জী স্যার আমার নাম হ্যাপী
তুমি এই কোষের গঠন বনর্না দিতে পারবে
জী স্যার পারবো
তাহলে এইদিকে আসো
যেই আসতে যাবো ওমনি পড়ে যাইতেই কেউ একজন আমাকে ধরে ফেলল,,,,,,
চলবে,,,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে