পারফেক্ট কাপল পর্ব-১৪

0
1315

#পারফেক্ট_কাপল
#পর্বঃ১৪
#ইনান

আজকে রিয়াদ-রিমি আর আরিশ-ইশার বিয়ে । সবাই আনন্দেই আছি । কিন্তু এই মিলির বাচ্চাটাকে আমার সহ্য হয় না । ফাজিল মেয়ে হুদাই আমার বরটার পিছনে ঘুরে

“এই নিধি
ইশার ডাকে তার দিকে তাকালাম
“হুম বল
“আমাদের কেমন লাগছে ?
“পুরাই জোস
“থ্যাংক ইউ
“ওয়েলকাম

আমরা গল্প করতে লাগলাম নিজেদের মতো করে । আমাদের সাথে এসে যোগ দিল মিলি । ওকে সহ্য না হলেও সহ্য করে নিলাম
.
.
.
অনি বসে বসে প্ল্যান করছিল আজকে ওর সব শত্রুদের মেরে ফেলবে । অগ্নির ফ্যামিলিকে মেরে ফেলবে । তার পর ডার্ক মাফিয়া গ্রুপের খবর নিবে ।

অনি চেয়ারে পায়ের উপর পা তুলে এগুলো ভাবছিল । তখন ই আকাশ দরজা টেলে ভিতরে ঢুকে

“অনি নেক্সট প্ল্যান কী ?
“ওয়েট
“ওকে
“আজকে সবাইকে কিডন্যাপ করে আমাদের আস্তানায় নিয়ে যাবে
“আজকেই ?
“হুম
“ঠিক আছে

আকাশ চলে যেতে নেয় তখন আবার অনি বলে উঠে
“আর এই কথাগুলো মিলিকে গিয়ে বলো । ওকে কিন্তু স্প্রে করতে হবে ।
“ওকে বলবো
“এবার তুমি আসতে পারো ।
“হুম

আকাশ নিজের মাথা নাড়িয়ে ঐখান থেকে চলে যায় । আকাশ চলে যেতেই অনি অট্টহাসিতে ফেটে পরে ।

“বাবা মা চিন্তা করো না আজকে তোমাদের মৃত্যুর প্রতিশোধ নিবো আর তোমাদের রেড মাফিয়া গ্রুপকে অনেক বড় করবো ।
.
.
.
নিয়ান সেই কখন থেকে বকবক করে অগ্নির মাথা খাচ্ছে কিন্তু অগ্নি হাসি মুখেই তা শুনছে ।

“আচ্ছা ভাইয়া তোমার আমার উপর বিরক্ত লাগছে না ?
“একদম না । বিরক্ত লাগবে কেন ?
“না আসলে এতক্ষণ ধরে কথা বলছি তো তাই
“আমার তো ভালোই লাগছে
“ও আচ্ছা

নিয়ান একটা হাসি দিয়ে আবার তার বকবক শুরু করে দেয় । অগ্নি কাজ করতে থাকে আর নিয়ানের কথা শুনতে থাকে
.
.
.
রিমি ,ইশা আমি আর মিলি কথা বলছিলাম । তখন হঠাত্‍ করে মিলির ফোনটা বেজে উঠে ও চলে যায় কথা বলতে

মিলি কথা শেষ করে আসতেই নিয়ান আসে দৌড়ে

“কিরে এভাবে দৌড়ে আসলি কেন ?
“অগ্নি ভাইয়া বলছে ওদের নিয়ে যেতে
“ও আচ্ছা
“হুম
“তুই যা আমি ওদের নিয়ে আসছি

নিয়ান কিছু না বলে চলে যায় মাথা নাড়িয়ে । আমি আর মিলি ওদের নিয়ে নিচে গেলাম
.
.
.
ভালোই ভালোই ওদের বিয়েটা হয়ে যায় । আমি তো লাফিয়ে অগ্নিকে জড়িয়ে ধরি । পরে ব্যাপরটা বুঝতে পেরে ছেড়ে দেয় । আমার এহেম কান্ডে সবাই মিট মিট করে হাসছে । তখনি অনি মাইক নিয়ে স্টেজে উঠে

“লেডিস এন্ড জ্যান্টেলমেন আজকে রিয়াদ-রিমি এবং আরিশ-ইশার বিয়ে সম্পন্ন হয়েছে । সবাই সবার পার্টনারকে নিয়ে ডান্স ফ্লোরে চলে আসুন প্লীজ । এনজয় দ্যা সিরেমনি

অনির কথায় সবাই হাত তালি দেয়ে ডান্স ফ্লোরে চলে যায় নিজেদের পার্টনারকে নিয়ে । আগ্নি আর আমিও আসি ডান্স ফ্লোরে

আমরা নাচ ছিলাম তখন হঠাত্‍ করে নাকে কিছুর গন্ধ আসতেই নিচে ঢলে পরি । এরপর আর কিছু মনে নেই
.
.
.
যখন জ্ঞান ফিরে নিজেকে একটা রুমে আবিষ্কার করি ।হাত পা বাধা অবস্থায় আছে । আশে পাশেই তাকাতেই দেখি অগ্নি ,বাবা ,মা সবাই আছে । আর আমাদের চারপাশে রেড কালারের পোশাক পড়া

“কে তোমরা ? আমাদের এখানে ধরে নিয়ে এসেছো কেন ?

আমার কথার উত্তর দিল না কেউ । আমি চিত্‍কার করে ডাকছি কিন্তু কেউ উত্তর দিচ্ছে না । এর মাঝে সবার জ্ঞান ফিরে আসে ।

“আমরা এখানে কী করছি ?
আরিশ বলে উঠে । আরিশের কথায় অগ্নি বলে উঠে
“বিয়ের দাওয়াত খেতে এসেছি ।
তখন রিয়াদ ভাইয়া বলে উঠে
“আরে ভাই আমারে কেন উঠায় আনছে । আমার তো এখন বাসর ঘরে থাকার কথা
রিয়াদের কথায় রিমি রাগী গলায় বলে
“রিয়াদ অফ যাও নয় তো আমি তোমার বারোটা বাজাবো
“ভাই অফ যা আর আমার বউটা কই ওরে দেখি না কেন ?
“ঐ আরিশ কী বাচ্চি অফ যা । আমার রাগ হচ্ছে । নয় তো তোর খবর আছে

ওদের কথায় আমরা হেসে দিলাম ।এদিকে আমরা ভুলেই গেলাম আমাদের কিডন্যাপ করা হয়েছে । আমরা নিজেদের মতো করে এক অপরের পিছন লাগছি । তখনি কেউ একজন বলে উঠে

“যত খুশি হেসে নাও । একটু পর তো তোমরা আর এই দুনিয়াতে থাকবে না

আমরা সেদিকে তাকাতেই অবাক হয়ে গেলাম । অনি আমাদের কিডন্যাপ করেছে আর সাথে আকাশ আর মিলিও আছে । এই মিলিকে তো আমার আগে থেকেই সন্দেহ হতো

“অনি মা তুই ?
“হুম আমি আর আমি তো তোমার আসল মেয়ে না সো মা মা ডাকা বন্ধ কর
“মানে কী বলছিস বোন তুই
“হে রে অগ্নি আমি ঠিকই বলছি । আমি এই রেড মাফিয়া কিং এর মেয়ে ছিলাম
“মানে ?
“মানে টা হলো তোর বাবা আমার মা বাবাকে মেরে ফেলছে
“ওহ আচ্ছা তুই ঐ হারামি গুলোর মেয়ে
বাবার কথায় অনি রেগে গিয়ে বাবার গলা চেপে ধরে বলে
“মুখ সামলে কথা বল বুড়ো ।
“অনি বাবাকে ছাড়ো
“ওহ কাম অন নিধি

বাবাকে ছেড়ে দেয় অনি । বাবাকে ছেড়ে দিতেই বাবা কাশতে থাকে আর বলে
“তোর বাবা ড্রাগের ব্যবসা করতো, মেয়ে পাচার করতো , শিশু পাচার করতো
বাবার কথায় অনি বলে উঠে
“তো ? এগুলোতে খারাপ কিছু তো নেই ।
অনির কথায় তচ্ছিল্য হাসলো বাবা
“বাবা-মা যেমন ছিল মেয়েও তেমন হয়েছে ।
“জাস্ট শ্যাট আপ

আমি অবাক চোখে অনির দিকে তাকিয়ে তাকলাম । তার পর অগ্নির দিকে তাকালাম । অগ্নিও আমার দিকে তাকায় । তারপর একসাথে সামনের দিকে তাকিয়ে অট্টহাসিতে ফেটে পরলাম । যেন এখানে কিছু একটা বড়সড় কমেডি হয়েছে

আমাদের এভাবে হাসতে দেখে বোকার মতো তাকিয়ে আছে অনি । পরক্ষণেই রেগে গিয়ে আমাদের দিকে তেড়ে আসতে নিতেই আবার থেমে গিয়ে পিছনে তাকায় । পিছনে তাকাতেই থমকে যায় অনি সাথে আকাশ ও থমকে যায় পিছনে তাকিয়ে

চলবে ?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে