রফিক অনেকক্ষণ ধরে ধানমন্ডি লেকে বসে আছে; মাসুদ এসে রফিকের পাশে বসে
ভাই এটা কোন পহেলা বৈশাখ হইলো? চারপাশে উৎসব নাই; মেয়েদের সাজগোজ নাই; এ কেমন পহেলা বৈশাখ; ভাই চলেন একটা সেলফি তুলি;
রফিক জিজ্ঞাসু দৃষ্টিতে মাসুদের দিকে তাকায়;
সেলফি তুলে?
কেন ফেসবুকে দিবো?
রফিক মাসুদের মাথায় চাটি মারে; তোর শালা মেমোরি এতো খারাপ; তোর মনে নাই কিছুদিন আগে মার্ক জাকারবার্গ মারা গেলো; সে মারার আগে উইল করে গেছে ফেসবুক আর চলবে না; পুরো বিশ্বে ফেসবুক বন্ধ; তারপর থেকে আমাদের দেশে মেয়েরা সাজগোজ বন্ধ করে দিয়েছে; মানুষ বাসায় রান্না করা বন্ধ করে দিয়েছে; রান্না করে লাভ কি; কোথায় ছবি দিবে; এই যে দেখ কোন উৎসব নাই; আজ একটা পহেলা বৈশাখ; চিন্তা করা যায়;
হটাত একটা মেয়ে এসে রফিকের মাথায় চাটি মারে;
কেমন আছো রফিক?
রফিক অবাক হয়ে তাকিয়ে থাকে; কে আপনি?
আরে আমি তুলি; ফেসবুকে আমার নাম ছিল প্রিন্সেস সিন্ডেরালা; তুমি আমাকে আদর করে টুনটুনি ডাকতে;
তোমাকে আমি টুনটুনি ডাকতাম!!! হায় আমার কপাল!!! দেখেতো মনে হচ্ছে পূর্বপুরুষ আফ্রিকার জঙ্গলে ছিলো; ফেসবুকেতো সবাই তোমাকে দীপিকা ডাকতো যেই ছবি দিতা; আবার নাম রাখছো প্রিন্সেস সিন্ডেরালা;
কি করবো বলো; এখন ফেসবুকও নাই; কার জন্য সাজবো বলো; কোথায় ছবি দিবো; এটাই আমার ন্যাচারাল লুক;
রফিক মাসুদকে বলে আমাকে ধর; মাথা কেন ঘুরায়;
দেখো চারপাশে কোন উৎসব নাই; চল আজকে তোমার বাসায় যাই; তোমার বাসায় যা মজার মজার রান্না হয়; রফিক তুলিকে আব্দার করে;
না না; আমার বাসায় যাওয়া যাবে না; চিৎকার করে তুলি;
প্লিজ এমন করে না; মাসুদও অনুরোধ করে; চল তোমার বাসাতো কাছেই; আমি দেখেছি গতবার তুমি ফেসবুকে দিয়েছিলা তোমার বাসায় বিশ প্রকারের ভর্তা, ইলিশ মাছ, মুরগী, চিংড়ি, রূপচাঁদা, গরুর মাংস, খাসীর মাংস, আইসক্রিম; উফ আরও কতো মজার খাবার;
আরে গতবারতো ফেসবুক ছিলো; দুই দিন ধরে অনেক কষ্টে সবাই মিলে রান্না করেছি; এইবারতো ফেসবুকে নাই; সকাল বেলা কোনমতে গিলে এসেছি, পান্তা ভাত, করলা ভাজি, ট্যাংরা মাছ আর পানির মতো ডাল; বলো ভালো কিছু রান্না করে কি হবে; ফেসবুকে ছবি দিতে পারবো??
অতঃপর তারা তিনজন মাথায় হাত দিয়ে বসে বসে চিন্তা করতে থাকলো কি হবে তাদের জীবনে; তাদের জীবনের একমাত্র আনন্দ ফেসবুকে যেখানে জীবিত নাই; কি হবে পহেলা বৈশাখ করে; কাকে দেখাবে; কে দেখবে; কে হিংসে করবে; দুনিয়া থেকে হিংসে, জ্বলন, ঈর্ষা জিনিসগুলোইতো থাকবে না;
#আমিনুলের_গল্প_সমগ্র