পরিশিষ্ট পর্ব-১১

0
1308

#গল্পের_নাম: পরিশিষ্ট
#লেখিকা: অজান্তা অহি (ছদ্মনাম)
#পর্ব_১১

রোদ্দুর আমতা আমতা করে বলল,

—“তাই তো!আগে তো ভেবে দেখিনি।ও হ্যাঁ!আপু, ও আসলে ভূত দেখে ভয় পেয়েছে।তাই না রে অজান্তা?”

অজান্তা এতক্ষণে চোখ তুলে তাকালো।রোদ্দুরের দিকে এক নজর চাইলো।রোদ্দুরের চোখে মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে।চোখ দিয়ে যেন বার বার বলছে,

—“প্লিজ,এ যাত্রায় বাঁচিয়ে দে।”

অহি মাথা নিচু করে গাল মুছলো।তারপর স্বাভাবিক কন্ঠে বলল,

—“রোদ্দুর ভাইয়ের রুম অন্ধকার ছিল।ছায়ার মতো কিছু একটা দেখেছি।”

তারপর রক্ত চক্ষু নিয়ে রোদ্দুরের দিকে তাকালো।সবার চোখ মুখ দেখে মনে হচ্ছে কথাটা তাদের বিশ্বাস করতে বেগ পেতে হচ্ছে।ফজিলা খালা বলেই ফেলল,

—“মা অহি!পুরুষ ভূত নাকি মাইয়া ভূত ছেল?”

অহি জবাব দেয়ার আগে কুটি বলল,

—“ও খালা!পুরুষ ভূত।বিড়িদ্ধ ভূত।কুঁজা হইয়া পা ফালায়!”

সবাই আগ্রহ নিয়ে কুটির দিকে তাকালো।ফজিলা সন্দেহ নিয়ে বলল,

—“তুই কেমতে জানলি রে কুটি?”

কুটি হাত নেড়ে নেড়ে বলল,

—“আমি জানুম না?আমি হইলাম গিয়া গন্ধ শুইকা বইলা দিতে পারি কোন বাড়িত ভূত আছে! এ বাড়ির আসার পর থেইকা আমারে ঘুমের মধ্যে বুইড়া একটা ভূত ডিরিস্টার্ব করতো।পরে একদিন স্যান্ডেলের ফটাফট শব্দে বাইর হইয়া দেহি এক কুঁজো ভূত।পরিচয় জিগাইতেই কইল,উনি নাকি হিম দাদার পূর্বপুরুষ।উনার নাম হইলো গিয়ে ছক্কেল পরামাণিক।উ…..”

রোদ্দুর এক ধমক দিয়ে কুটিকে থামিয়ে দিল।কুটি মেয়েটা মুহূর্তে নতুন গল্প ফেঁদে বসে।তার গল্প বানানোর প্রতিভা অসাধারণ।

এতক্ষণে মুজিবুর রহমান মুখ খুললেন।চোখের চশমাটা টেনে নাকের ডগায় এনে তার উপর দিয়ে কুটির দিকে তাকালেন।তারপর বেশ গম্ভীর কন্ঠে বললেন,

—“মা,কুটিরন।আমার পূর্বপুরুষের চার ঘর পর্যন্ত সবার নাম জানি আমি।তাহাদের মধ্যে ছক্কা না কি যেন নাম বললে?ছক্কা ফক্কা কেউ ছিল না।”

কুটি হাত কচলাতে কচলাতে বলল,

—“আমি কেমনে কমু বড় বাজান।বুইড়া ভূতও যে মিছা কথা কইবে তা তো ধারণার মধ্যি ছিল না।কি যুগ আইলো গো!ভূতরাও মিছা কথা কয়।”

ফজিলা ফের কিছু একটা বলতে নিতে রোদ্দুর থামিয়ে দেয়। তারপর শাহিনুরকে বলে,

—“আর একটা কথাও না।মা,টেবিলে খাবার রেডি করো।অপূর্ব আয় তো!আমার পাশে বসবি তুই আজ।”

——————

অহি রোদেলার রুম চিন্তিত মুখে বসে আছে।রোদেলা রুমে নেই।কিচেনে কফি করতে গেছে।রাতের বেলা ঘুমানোর আগে চা,কফি কিছু একটা পান করে ঘুমানো তার অভ্যাস হয়ে গেছে যে তা অহির অজানা নয়।তবে অহি রোদ্দুর হিম নামক মানুষটাকে কেন জানি ভয় পাচ্ছে।এরকম সাংঘাতিক মানুষের সাথে একই ছাদের তলায় থাকাটাও বিপদজনক মনে হচ্ছে।

রুমের দরজায় কারো ছায়া পড়লো।অহি চমকে বলল,

—“কে?রোদ আপু?”

কেউ উত্তর দিল না।তবে মিনিট দুয়েক পর রোদ্দুর ভেতরে এক পা রেখে বলল,

—“অজান্তা!কি করিস?”

অহি ভয়ে কুঁকড়ে গেল।কোনো উত্তর দিল না।রোদ্দুর দু পা ভেতরে রেখে বলল,

—“তুই অনেক ভয় পেয়ে গেছিলি না রে?”

তারপর নিজের মাথা চুলকে বলল,

—“আসলে ব্যাপার হলো কি…….রোদ আপু তোকে ছাদে ডাকে।কফি টফি কিছু একটা নিয়ে উপরে উঠতে দেখলাম।”

বলেই রোদ্দুর চোখের পলকে উধাও হয়ে গেল।অহি একটা নিঃশ্বাস ফেলে নিজের ফোনের দিকে তাকালো।রাত সাড়ে এগারোটার কাছাকাছি।

গায়ের ওড়নাটা চাদরের মতো করে জড়িয়ে উঠে দাঁড়ালো সে।মাথার চুলগুলো পেছনে নিয়ে খোপা করে বড় ক্লিপ লাগালো।তারপর ফোনটা নিয়ে রুম থেকে বের হলো।ছাদে উঠার সিঁড়ি রোদ্দুর ভাইয়ের রুমের পাশ দিয়ে।অহি দরজার সামনে কয়েক সেকেন্ড দাঁড়ালো।দরজা ভেতর থেকে আটকানো।

তারপর বড় বড় পা ফেলে ছাদে উঠে গেল।

ছাদে জনমানবের চিহ্ন নেই।অহি তবুও চারিদিকে নজর বুলালো।ছাদে লাইট জ্বালানো নেই।অাজ আকাশে মস্ত বড়ো চাঁদও নেই।তবুও চারপাশ একদম পরিষ্কার।চাদে সে বাদে দ্বিতীয় কেউ নেই।তাহলে কি রোদ্দুর ভাই মিথ্যা বলল?

অহি এগিয়ে গিয়ে দক্ষিণের রেলিং ধরে দাঁড়াল।রোদ্দুর ভাইদের দু তলা বাসা।আশপাশে কাছাকাছি আর কোনো বাড়ি নেই।সামান্য একটু দূরে একটা ছিমছাম বিল্ডিং চোখে পড়ে।বিল্ডিংয়ের তিন তলায় আলো জ্বলছে।

—“দড়ি কেনার টাকা আছে তো অজান্তা?”

আচমকা কন্ঠ শুনে চমকে গেল অহি।পেছন ঘুরে দেখে রোদ্দুর দাঁড়িয়ে আছে।সে বুকে এক দলা থুথু দিয়ে বলল,

—“এভাবে কেউ ভয় পাইয়ে দেয়?”

রোদ্দুর বিড়বিড় করে বলল,

—“তুই যে ভূতের মতো যেখানে সেখানে উদয় হোস তা৷ বেলা?”

সে এগিয়ে এসে অহির থেকে কয়েক হাত দূরত্ব বজায় রেখে রেলিং এ হাত রেখে দাঁড়ায়।সামনের দিকে তাকিয়ে বলে,

—“তুই বল,দড়ি কেনার টাকা আছে তো?”

অহি কৌতূহল নিয়ে প্রশ্ন করে,

—“কিসের দড়ি?দড়ি কিনবো কেন?”

—“তুই তো সেকেন্ডে সেকেন্ডে ভালোই ভং ধরতে পারিস!তোকে নিয়ে সংসার করতে গেলে তো মুসিবতে পড়তে হবে রে।”

—“কি সব বলছেন রোদ্দুর ভাই?”

—“রোদ্দুর ভাই, তুই যদি এবার আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করিস তাহলে তোকে একদম খুন করে ফেলবো।তারপর নিজের গলায় দড়ি দিবো।তাই বললাম!দড়ি টড়ি কিনে রাখিস আগে থেকেই।আমি কিছুদিন পর অন্য একজনকে বিয়ে করছি।”

এটুকু বলেই রোদ্দুর হাই তুলল।অহির কাঁপা-কাঁপি অবস্থা।রোদ্দুর ভাই এসব জানলো কি করে?মেসেজ তো সিন করেনি তাহলে?কোনোভাবে কি তাহলে তার ফোন থেকেই দেখেছে?দেখেও এত নির্লিপ্ত কেন?এতক্ষণে তো কানের নিচে দুটো দেয়ার কথা!

তার মানে আননোন নাম্বার থেকে যে ম্যাসেজ গুলো পাঠানো হয়েছিল সেগুলো রোদ্দুর ভাইয়ের নাম্বার?অহি আর চিন্তা করতে পারছে না।ধপ করে নিচে বসে পড়লো।

রোদ্দুর দু পা এগিয়ে এসে স্বাভাবিক ভাবে বলল,

—“তাহলে দড়ি কিনে রাখিস।টাকা না থাকলে আমার থেকে নিস।পরে শোধ করে দিবি!যা!ভুলেই গেছিলাম।তুই উপরে চলে গেলে টাকা শোধ করবে কে?আচ্ছা, যা।আমি দড়ি কেনার টাকাটা ফিতরা হিসেবে দিব।”

অহি অনেক কষ্টেও চোখের জল আটকাতে পারলো না।তার ফিলিংসকেও এভাবে হাসির খোরাক বানাচ্ছে রোদ্দুর ভাই?

সে কাঁদতে কাঁদতে বলল,

—“আপনি এত নিষ্ঠুর কেন রোদ্দুর ভাই?”

রোদ্দুর অহির থেকে কিছুটা দূরে নিজেও পা ভাঁজ করে বসে পড়লো।তারপর কাঠ কাঠ গলায় বললো,

—“তুই আমাকে ভালোবেসে কি করেছিস রে অজান্তা?কিচ্ছু করিস নি।উল্টো এমন ভাব নিয়ে চলতি,যেন আমি তোর রক্তের ভাই।তিন লাইনের একটা বাক্যে তিন বার করে রোদ্দুর ভাই, রোদ্দুর ভাই করতি!আমার বাপেরও তো ক্ষমতা নেই তোর ফিলিংস বোঝার।শোন অজান্তা!পৃথিবীতে কেউ তোর নিরবতা বা নিঃশব্দতার পেছনের গল্প খুঁজতে যাবে না।তোর সাইলেন্সের আড়ালে লুকানো শব্দভান্ডার বোঝার ক্ষমতা কারো নেই।তাই কাউকে কিছু বলতে চাইলে মুখ ফুটে বলতে হয়।না হলে ওই মানুষটার আড়ালেই সব থেকে যায় সারাজীবন।”

—“এখন তো জানেন।”

—“কি জানি?”

—“ওটা!”

—“কোনটা?মুখে বল!হাতে সময় নেই কিন্তু।”

অহি শেষ মেষ বলেই ফেলল,

—“আমি আপনাকে ভালোবাসি রোদ্দুর ভাই।”

রোদ্দুর সঙ্গে সঙ্গে অন্য দিকে মুখ ঘুরিয়ে তাকাল।অহির এই একটা বাক্য তাকে হাওয়ায় ভাসিয়ে নিয়ে গেল।তার হাত পা কাঁপছে।হৃদপিণ্ডের ধুকপুক শব্দ যেন বেড়ে চলেছে।নাহ!আজ হয়তো অজান্তার হাতে ধরা পড়েই যাবে।মনের ভেতর অন্য ধরনের ভালো লাগা কাজ করছে।চোখের সামনে যেন হাজারো রঙের প্রজাপতি ডানা মেলে উড়ছে।সে চোখ বন্ধ করলো।

অহির বুকের ভেতর দুমড়ে মুচড়ে গেল।রোদ্দুর ভাই তাহলে তাকে রিজেক্ট করবে।তাই তো?এই ভয়টাই তো এতদিন পেত সে।তার কান্নার বেগ বেড়ে গেল।

কান্নার শব্দে রোদ্দুর পেছন ঘুরে তাকাল।স্বাভাবিক গলায় বললো,

—“তোকে একটা রূপকথার গল্প শোনাই অজান্তা।কান্না থামিয়ে শোন।এক দেশে ছিল এক রাজকুমার। রাজকুমার ছোটবেলা থেকেই একটু রাগী ছিল।হুটহাট রেগে যেত।সেজন্য তার তেমন বন্ধু মানুষও ছিল না।বড় হওয়ার পর সেই দেশের এক দাসী মেয়ে রাজকুমারকে প্রেমের প্রস্তাব পাঠায়।রাজকুমার বহু মানুষের সামনে মেয়েটাকে কিছু কটু কথা বলে রিজেক্ট করে।দাসী মেয়েটা পণ করে।যে করেই হোক,রাজকুমারকে কষ্ট দিতে হবে।তখন সে নানা উপায়ে রাজকুমারকে ইমপ্রেস করার চেষ্টা করে।একটা সময় রাজকুমার দাসী মেয়েটার মায়ায় জড়িয়ে তাকে বিয়ে করতে চায়।কিন্তু বিয়ের দিন দাসী মেয়েটা ছল চাতুরী করে পালিয়ে যায়।রাজকুমারের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়।

তখন অন্দরমহলের এক রাজকুমারী এসে রাজকুমারের পাশে দাঁড়ায়।তার ক্ষত মোছার চেষ্টা করে।কিন্তু রাজকুমার এত অন্ধ ছিল যে রাজকুমারীর চোখের ভাষা বুঝতে পারেনি।এর বেশ কিছুদিন পর রাজকুমার একদিন হঠাৎ রাজকুমারীকে শাড়ি পরিহিত অবস্থায় দেখে বেঁহুশ হয়ে যায়।তার চোখ আটকে যায় রাজকুমারীতে।সর্বপ্রথম রাজকুমারীকে দেখে তার অন্য ধরনের ফিলিংস হয়।একদম অন্য ধরনের ফিলিংস যার সাথে সে অপরিচিত।এমনকি দাসী মেয়েটার জন্যও তার সেসব অনুভূতি হতো না।

তারপর থেকে রাজকুমার কেমন পাগল পাগল হয়ে যায়।যেই মানুষটাকে সবাই ভয় পেত,সেই কি না এক রমণীকে যমের মতো ভয় পাওয়া শুরু করলো।রমণীটা তার শয়নে, স্বপনে এসে হানা দিতো।চোখ খুললেও তাকে দেখে,বন্ধ করলেও তাকে দেখে।কি এক্টা অবস্থা।ক্রমেই রাজকুমারের ছটফটানি ভাব বেড়ে গেল।একটা সময় সে বুঝতে পারলো রাজকুমারীকে সে ভালোবেসে ফেলেছে।তারপর সে লুকিয়ে রাজকুমারীর ঘুমের সময় তাকে দেখে আসতো।একদিন হঠাৎ রাজকুমারীর ফোন হাতে নিয়ে ঘেঁটে জানতে পারে রাজকুমারীও তার জন্য পাগলপ্রায়।তাকে ভালোবাসে।

ব্যস!রাজকুমারের খুশি আর ধরে কে।সেদিন বাসায় ফিরেই সারারাত রোমান্টিক গান গেয়ে গেয়ে নেচে গেল সে।বুকের ভেতর সে কি ভালোলাগা।নতুন স্বপ্ন, নতুন সংসার।সবকিছু রাজকুমারীকে ঘিরে।কিন্তু একটা সমস্যা হলো রাজকুমার সারা দুনিয়ার সামনে একরকম,আর তার ভালোবাসার কাছে অন্য রকম।সে পৃথিবীতে রাজকুমারীকে ভীষণ ভয় পায়।তাকে ছুঁয়ে দিতে ভয়,জড়িয়ে ধরতে ভয়,হাতে হাত রাখতে ভয়!সবকিছুতে শুধু ভয় আর ভয়।”

রোদ্দুর মুখ ঘুরিয়ে আবার অন্য দিকে তাকালো।অহির কান্না অনেক আগেই থেমে গেছে।সে কেমন ঘোরের মধ্যে চলে গেছে যেন।নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।রোদ্দুর ভাইও তাকে ভালোবাসে?

রোদ্দুর ভাইয়ের তাকে ছুঁতে ভয় থাকলেও তার তো নেই।সে এক লাফে উঠে রোদ্দুরের সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করে দিল।

রোদ্দুর চোখ বন্ধ করলো।তার হা পা মেয়েদের মতো কাঁপছে।এর আগেও একবার না দুবার অহিকে জড়িয়ে ধরেছে সে।কিন্তু এমন অদ্ভুত অনুভূতি হয়নি।

অনেক্ষণ পর অহি রোদ্দুরের বুকে মাথা রেখেই অবাক হয়ে বলল,

—“আপনার হার্টবিট এত বেড়ে গেছে কেন রোদ্দুর ভাই?কেমন ধাড়াম ধাড়াম শব্দ হচ্ছে।আমার মাথাও যেন ঠেলে সরিয়ে দিতে চাইছে।”

রোদ্দুর এক ঝটকায় অহিকে সরিয়ে উঠে দাঁড়ালো।তার গাল, কান আবার লাল হয়ে গেছে।অহি দেখতে পেলে নিশ্চিত ক্ষেপাবে।সে পা বাড়িয়ে বলল,

—“এক চড় খাবি উল্টাপাল্টা কথা বলা।চল,নিচে যাই।”

অহি পেছনে থেকে রোদ্দুরের ডান হাত টেনে ধরে বলল,

—“এত তাড়াতাড়ি যাবেন রোদ্দুর ভাই?কত প্রতীক্ষার পর আপনাকে পেলাম।”

—“তো? আর কি করতে চাস?জড়িয়ে ধরলি নির্লজ্জের মতো তাতে হলো না?”

অহি মুখ টিপে হাসছে।সে বেশ বুঝতে পারছে দাবার চাল উল্টে গেছে।এতদিন সে রোদ্দুরকে ভয় পেত,এখন রোদ্দুর তাকে ভয় পায়।তার কাছে যাওয়াতে ভয় পায়।

অতি রোদ্দুরের হাত ধরেই তার সামনে গেল।পায়ের উপর ভর দিয়ে উঁচু হয়ে বলল,

—“চুমু খাব।”

রোদ্দুর ছিটকে পেছনে সরে বলল,

—“ও মাই গড।কি সাংঘাতিক।তু-তুই নিচে যা তো অজান্তা।”

—“যাব না।চুমু দিবেন, তারপর যাব।”

রোদ্দুর আরো দু পা পিছিয়ে গিয়ে ফ্লোরে বসে পড়লো।কাঁপা কাঁপা কন্ঠে বলল,

—“তুই আমায় নির্ঘাত হার্ট অ্যাটাক ঘটিয়ে মেরে ফেলবি অজান্তা।আই হেইট ইউ।”

অহি এগিয়ে গিয়ে মুখটা নিচু করে রোদ্দুরের বাম গালে একটু চুমু দিয়ে দৌঁড়ে নিচে নেমে গেল।

রোদ্দুর গালে হাত রেখে ছাদে শুয়ে পড়লো।এই মেয়েটা নিশ্চিত তার পৃথিবী উলোটপালোট করে দিবে।

(চলবে)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে