পরিপূর্ণ চাঁদ
___আশা
আকাশের কোলে পরিপূর্ণ চাঁদ,
ঘন ঝোপ-ঝাড়েতে পেতেছে আলোর ফাঁদ।
রাতের আকাশে জ্বলজ্বল করা অগনিত তারা,
চাঁদের এই মিষ্টি আলোতে যেন পড়েছে ঢাকা।
দীঘির স্বচ্ছ জলে চাঁদের প্রতিচ্ছবি,
ঘন ঝোপ-ঝাড়েতে জোনাকিরা আজ লুকিয়ে আছে বুঝি।
খোলা আকাশের নিচে কতজন করছে জোৎস্না বিলাস,
জানালার পর্দা ভেদ করেও চাঁদ আলো দিচ্ছে অবিরাম।
চারিদিকে জোৎস্নাের আলো ভাসিয়ে,
বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ লুকিয়ে হাসে।
মাঝে মাঝে মেঘের সাথে লুকোচুরি খেলে,
চাঁদের আলোয় ব্যস্ত পথিক হাঁটে হেলে দুলে।
গভীর রাতে ঘুম ভাঙলে,
দেখতে পাই চাঁদের হাসি।
ঘুমের ঘোরেও দৃষ্টি ঐ চাঁদের পানেই রাখি।
রাতের আকাশকে চাঁদটি যেন দিচ্ছে পাহারা,
পরিপূর্ণ চাঁদটি দেখার জন্য মন থাকে দিশেহারা।
তারিখঃ ১৯-০৪-১৯ইং
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/