? নিষিদ্ধ প্রেম ?
part- 5 +6
# writer : Shifa Afrien Mim
মুনিয়া ড্রয়িং রুম থেকে পানি এনে নিজের রুমে ঢুকতেই কেউ মুনিয়ার মুখ চেপে ধরে দরজা টা লাগিয়ে দেয়,,,,
মুনিয়া মুচরামুচরি করছে হাত ছাড়াতে কিন্তু পারছেনা,,,
পিয়াস – মুচরামুচরি করছিস কেনো,,,? (গম্ভীর কন্ঠে)
পিয়াসের কন্ঠ শুনেই মুনিয়া পিয়াসের দিকে তাকায়,,,
মুনিয়া – ভাইয়া তু তুত তুমি,,, ( তোতলাতে তোতলাতে),,,,
পিয়াস – হ্যা,,, আমি,, ( কিছুটা রেগে)
মুনিয়া – ভাইয়া আমার হাতটা ছাড়ো,,,
পিয়াস মুনিয়ার হাতটা আরও চেপে ধরে বলতে শুরু করে,,,,
পিয়াস – তুই বান্ধবির বাসায় গিয়েছিলি তাই না? ,,,, নাকি তোর বফের সাথে ডেটিং এ গিয়েছিলি,,,,? এই জন্যই সকালে না খেয়ে বেরিয়ে গেছিস,,,,? এত্তো তাড়া দেখিয়েছিস,,,,,? ( রাগে চিৎকার করে বলতে শুরু করে)
মুনিয়া – ছি ভাইয়া,,, এই সব বলতে তোমার মুখে বাধে না,,,
পিয়াস – বাঁধবে কেনো,,? যখন ছেলের সাথে ঢলাঢলি করছিলি তখন তোর ছি ছি কোথায় ছিলো,,, ( রাগে কটমট করে)
মুনিয়া – বেশ করেছি,,, ১০০ বার করবো,,, তাতে তোমার কি,,, আমার লাইফ আমার মতোই চলবো,,,, ডেটিং এ গিয়েছি বেশ করেছি,,,, আরও যাবো,,,, হাজার বার যাবো ( রেগে)
পিয়াস নিজের রাগ কে কনট্রোল করতে কষ্ট হচ্ছে তাও শান্ত গলায় বলে,,,
পিয়াস – মুনি,,, জাস্ট স্টপ,,,,
মুনিয়া – কেনো,,? চুপ করবো কেনো,,,? তুমি যখন বলছিলে ভেবে বলছিলে তো,,,? তাহলে এখন আমি কেনো থামবো,,,?
পিয়াস মুনিয়াকে কষে একটা থাপ্পড় মারে,,, মুনিয়া ছিটকে পরে যায়,,,,
পিয়াস – কি ভেবেছিস নিজেকে,,,? কি জন্য কষ্ট দিচ্ছিস আমায়,,,,? বলছি না ভালোবাসি,, তাও কেনো মানতে পারছিস না,,,,? আমি কি এতোই খারাপ,,,? আমাকে কি ভালোবাসা যায় না,,,,? ( কিছুটা শান্ত গলায়)
মুনিয়া – তুমি শুধু খারাপ নও,,, তুমি জঘন্য,,, তোমাকে ভালোবাসা অসম্ভব,,, আমি তোমাকে ভালোবাসি না আর বাসবো ও না,, মাইন্ড ইট৷,,,, ( রেগে)
?
( মুনিয়া আজ প্রিয়া আর প্রিয়ার বফ আয়াতের সাথে দেখা করতে গেছিলো,,,, প্রিয়া আর আয়াতের মাঝে ব্রেকাপ অনেক দিন ধরে মুনিয়া জানতে পেরে ওরা দুজন কেই ডাকে,,,, তারপর মুনিয়া আয়াত কে বুঝিয়ে সব ঠিক ঠিক করে দেয়,,,,
আর পিয়াস এইসব দেখে ভেবে নেয় এটা হইতো মুনিয়ার বফ,,,,,, পিয়াস না জেনে মুনিয়াকে এইসব বলায় মুনিয়ার রাগ টা আরও বেরে যায়,,,,)
মুনিয়া – আবারও বলছি ভাইয়া,,, আমি তোমাকে কোনো দিন ভালো বাসি নি,,,, এখনও বাসি না,,, আর কোনো দিন বাসবো ও না,,,,
পিয়াস রেগে মুনিয়ার দিকে যেতে যেতে বলে,,,,
পিয়াস – ভালোবাসিস না,,, ওকে আমি খারাপ হতে চাইনি মুনি,,, তুই বাধ্য করেছিস,,, বলেই মুনিয়ার উড়না টা একটানে সড়িয়ে ফেলে,,,,
মুনিয়া – ভাইয়া কি করছো,,,? সরো বলছি,,, আমি মামুনি কে ডা……..
আর কিছু বলার আগেই পিয়াস উড়না টা দিয়ে মুনিয়ার মুখটা শক্ত করে বেধে দেয়,,,,,, মুনিয়া দুহাতে উড়না টা খুলার চেষ্টা করতে নিলেই পিয়াস মুনিয়ার দু’হাত পিয়াসের দু’হাত দিয়ে আটকে ফেলে,,,,
পিয়াস – কি চাস তুই,,,? আমি খারাপ কিছু করতে,,,? কেনো আমাকে বুঝতে পারিস না মুনি,,, অনেক ভালোবাসি তোকে,,,,
বলেই পিয়াস মুনিয়ার মুখের দিকে তাকিয়ে দেখে মুনিয়ার চোখ দিয়ে অঝোরে পানি পরছে,,,,
চলবে
? নিষিদ্ধ প্রেম ?
part – 6
# writer : Shifa Afrien Mim
পিয়াস মুনিয়ার মুখের দিকে তাকিয়ে দেখে,,, মুনিয়ার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে,,,, মুনিয়ার চোখের পানি দেখেই পিয়াসের ভেতর টা কেমন মোচড় দিয়ে উঠে,,,,,,
পিয়াস মুনিয়ার উপর থেকে খাটে বসে মুনিয়ার মুখের বাধন টা খুলে দেয়,,,, মুনিয়া কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে,,,
পিয়াস – মুনি,,, কান্না থামা,,,, সরি মুনি রাগের মাথায় কি না কি করে ফেলেছি,,,,
মুনিয়া কেঁদেই যাচ্ছে,,,
পিয়াস মুনিয়াকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়,,,,, এই প্রথম মুনিয়া কোনো অস্থিরতা ফিল করছে না,,,,,, মুনিয়া ও পিয়াস কে আষ্টেপৃষ্ঠে ধরে হাউমাউ করে কাঁদছে,,,,
পিয়াসের কেনো জানি মুনিয়ার কান্না টা ভালো লাগছে,,,, কই কিছুক্ষণ আগেও তো মুনিয়ার কান্না টা সহ্য করতে পারছিলো না,,,,, তবে এখন কেনো ভালো লাগছে পিয়াসের,,,,,, হইতো মুনিয়া পিয়াসের বুকে মাথা দিয়ে কাঁদছে বলেই এতো টা ভালো লাগছে,,,,,
পিয়াস – মুনি,,, আমাকে ভালোবাসতে সমস্যা কোথায় বল প্লিজ,,,,, আমি আর তোর ইগনোর সহ্য করতে পারছি না মুনি প্লিজ বল কিশের জন্য তুই আমায় ইগনোর করছিস মুনি,,,,,
মুনিয়া – ভাইয়া তুমি কেনো বুঝতে পারছো না,,,, তোমার আর আমার ভালোবাসা কেউ মেনে নেবে না কেননা আমরা দু’জন ভাই বোন,,,,
পিয়াস – তো,,? আপন ভাই বোন তো নাহ,,,,,
মুনিয়া – তবুও আমি পারবো না ভাইয়া,,,,, আমি চাই না আমাদের জন্য আমাদের পরিবারের কোনো সমস্যা হোক,,,,
পিয়াস – ওহ বুঝেছি,,,, তোর তো বফ আছেই,,, ভুলেই গিয়েছিলাম আমি,,,, ( মুনিয়াকে ছেরে দিয়ে)
মুনিয়া – ভাইয়া তুমি না বোঝে এই সব বলছো,,,, সকালে যার সাথে দেখছো ও আমার বান্ধবির বফ,,,,,আমি তো আজ পর্যন্ত কারো সাথে রিলেশনই করিনাই,,,,
পিয়াস – তাহলে আমাকে ভালোবাসতে প্রোবলেম কই,,,? আমি কি দেখতে খারাপ,,,,?
মুনিয়া – তা না,,,, তুমি সত্যিই অনেক ভালো,,, তোমাকে অপছন্দ করার কিছু নেই,,, যে কোনো মেয়েই তোমাকে দেখলে প্রেমে পড়বে,,,
পিয়াস – না রে,,, যেকোনো মেয়ের পড়তে হবেনা,,, তুই পড়,,, তাহলেই হবে,,,,,
মুনিয়া – না ভাইয়া তা হই না,,,
পিয়াস – ভাইয়া মাই ফুট,,,,, তুই মেনে নিবি কিনা আমায় বল,,,,? নয়তো খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম,,,,
মুনিয়া – ভাইয়া প্লিজ শান্ত হও,,,
পিয়াস কোনো পাত্তা না দিয়ে খপ করে মুনিয়ার টেবিল থেকে পানির গ্লাস টা নিয়ে ভেঙে একটা কাঁচের টুকরো নিয়ে বলে,,,,,
পিয়াস – ব্যাস মুনি,,,, অনেক হয়েছে,,,, তুই আজ আমায় মেনে নিবি নয়তো আমি নিজের ক্ষতি করে দেবো,,,,
মুনিয়া – ভাইয়া প্লিজ পাগলামো করো না,,, কাঁচের টুকরো টা ফেলে দাও প্লিজ,,, লেগে যাবে হাতে,,,,
পিয়াস – তুই মানবি কি না বল,,,,?
মুনিয়া – আমি পারবো না ভাইয়া,,,, আমার পক্ষে সম্ভব না,,,,
পিয়াস – ওকে তাহলে তোর জেদ নিয়েই থাক তুই বলেই কাঁচের টুকরো টা হাতে জোরে লাগিয়ে দেয়,,,, সাথে সাথে রক্তে হাতটা লাল হয়ে যায়,,,,,
মুনিয়া ভাইয়া,,,,,, বলেই দৌড় দিয়ে পিয়াসের কাছে যায়,,,,
মুনিয়া – ভাইয়া কি করেছো এটা,,,,,, কতটা কেটে গেছে,,,, বলেই পিয়াসের হাতটা ধরতে নিকেই পিয়াস এক ঝটকায় হাতটা সরিয়ে ফেলে,,,,,
পিয়াস – থাক না মুনি,,,, তোর দরদ দেখাতে হবেনা যা তুই,,,, বলেই রুম থেকে বেরিয়ে যেতে নিলে মুনিয়া পিয়াসের হাত ধরে আটকায়,,,
মুনিয়া – ভাইয়া প্লিজ যেও না তোমার হাত দিয়ে রক্ত পড়ছে,,,, অনেকটা কেটে গেছে প্লিজ একটু বসো আমি ব্যান্ডেজ করে দিই,,,,,,
পিয়াস – বললাম তো লাগবে না,,,, যদি ভালো নাই বাসিস তবে এতো মায়া কেনো দেখাচ্ছিস হ্যা,,,,
মুনিয়া কিছু বলতে পারছে না শুধু পিয়াসের দুচোখের দিকে তাকিয়ে ভাবছে,,, সত্যিই তো আমার কেনো এত খারাপ লাগছে,,,,কিন্তু আমিও যে ভাইয়াকে ভালোবেসে ফেলেছি,,,, কিভাবে বোঝাবো,,,,,
পিয়াস আবার চলে যেতে নিলেই মুনিয়া পিয়াসকে ঘুরিয়ে রেগে বলে,,,,
মুনিয়া – ভালোবাসি,,, আমিও ভালোবাসি,,, এতটুকু ও বুঝতে পারোনি এত দিনে,,,, শুধু পরিবারের কথা ভেবে কোনো দিন বলতে পারিনি,,,, (বলেই চুপ করে যায়)
পিয়াস মুচকি হেসে মুনিয়ার দু গালে হাত রেখে মুনিয়ার মুখটা উঁচু করে ধরে,,,,,,
চলবে