? নিষিদ্ধ প্রেম ?
part – 2
# writer : Shifa Afrien Mim
আর কিছু বলতে না দিয়েই পিয়াস মুনিয়ার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়,,,
মুনিয়া পিয়াস কে সরাতে চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না,, মুনিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পরছে,,,,
পিয়াসের সেদিকে কোনো খেয়ালই নেই সে মুনিয়ার ঠোঁট নিয়েই ব্যাস্ত,,
কিছুক্ষন পর মুনিয়া সহ্য করতে না পেরে পিয়াস কে জোরে ধাক্কা দেয়,,, পিয়াস কিছুটা দূরে সরে আসতেই মুনিয়া কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে আসে,,,
পিয়াস ঠায় দাঁড়িয়ে আছে আর ভাবছে,,
মুনিকে বেশি কষ্ট দিয়ে ফেলিনি তো? মুনি কি আমাকে ভুল বুঝবে?
ভুল বুঝলে বুঝোক ওর সাহস হই কি করে বার বার ভাইয়া বলে ডাকার,,, ( মনে মনে)
এদিকে মুনিয়া তার মামুনির রুমে এসে বেলকনিতে দাড়িয়ে ভাবছে,,
কি চায় পিয়াস ভাই ওনি কি জানেন না এটা সম্ভব না তারপরও ওনি বার বার আমাকে দূর্বল করে দেয়,,, আমিও তো ওনাকে ভালোবেসে ফেলেছি কিন্তু এটা ত সম্ভব না আমাদের এই প্রেম যে নিষিদ্ধ,,, ভাবতে ভাবতে মুনিয়ার চোখের কোনায় পানি চলে আসে,,,
দুপুর পেরিয়ে সন্ধা হয়ে গেলো এ পর্যন্ত একবার ও মুনিয়া পিয়াসের সামনে যায়নি,,,, পিয়াস ভাবে মুনিয়া হইতো তার উপর অনেক রেগে আছে তাই আসছে না,,,
পিয়াস – নাহ,, মুনিকে সরি বলতে হবে,,
পিয়াস তার মাকে ডেকে বলে,,,,
পিয়াস – মা আমাকে এককাপ কফি করে দাও,,
পিয়াস জানে মুনিয়া অনেক ভালো কফি বানায়,,, আর বাসার সবার কফি মুনিয়া বানিয়ে দেয়,,,,
পিয়াসের মা মুনিয়াকে ডেকে বলে,,
পিয়াসের মা- মুনিয়া একটু শুন মা,,
মুনিয়া – হে ফুপি বলো,,
পিয়াসের মা – পিয়াস কে এককাপ কফি দিয়ে আয় না মা,,,
মুনিয়া – ফুপি আমি বানিয়ে আনছি তুমি ভাইয়াকে দিয়ে এসো,,
( এদিকে পিয়াস আড়ালে দাড়িয়ে দাড়িয়ে শুনছে,,)
পিয়াস – বাহহ আমার কাছে আসতেও তোর সমস্যা হই,, এতো বার বেরেছিস,, ( রাগে কটমট করে)
পিয়াসের মা – একি মুনিয়া তুই তো কোনো দিন এই ভাবে কথা বলিস নি,,, আর আজ তুই আমাকে বলছিস কফি নিয়ে যেতে,,, কি হয়েছে মা,, বল না আমায় ( চিন্তিত হয়ে)
মুনিয়া – কিছুনা ফুপি আমি নিয়ে যাচ্ছি,,
পিয়াস রুমে গিয়ে মুনিয়ার জন্য ওয়ে করতে থাকে,,,
একটু পরই মুনিয়া কফি হাতে পিয়াসের রুমে আসে,,
মুনিয়া – পিয়াস ভাইয়া তোমার কফিটা,,,
পিয়াস – টেবিলে রাখ,,,
মুনিয়া – টেবিলে কফিটা রেখেই চলে যেতে নেয়,,,
পিয়াস দ্রুত গিয়ে দরজা টা লক করে দেয়,,,,,
পিয়াস – মুনি দাড়া তোর সাথে কথা আছে,,,
মুনিয়া – আমার কোনো কথা নাই ভাইয়া পথ ছাড়ো,,,
পিয়াস – বললাম না কথা আছে,,, তোর না থাকলেও আমার কথা না শুনা অব্দি যেতে পারবি না,,, ( রেগে)
মুনিয়া – আমার কিছু শুনার নেই বলেই দরজা টা খুলতে নিলে পিয়াস খপ করে মুনিয়ার হাতটা শক্ত করে ধরে ফেলে,,,
চলবে