নিষিদ্ধ প্রেম শেষ পর্ব

1
2695

? নিষিদ্ধ প্রেম ?

শেষ পর্ব

# writer : Shifa Afrien Mim

পিয়াস – সাবধানে কাজ করবা তো নাকি,,বসো এদিকে বলেই মুনিয়াকে একটা চেয়ারে বসিয়ে দেয়,,,, পিয়াস মুনিয়ার হাতে অয়েন্টমেন্ট লাগিয়ে দেয়,,,

মুনিয়া – হইছে তো,,,, বেশি লাগেনি,, তোমার কফি বোধহয় ঠান্ডা হয়ে গেলো,,,

পিয়াস – হোক,,,, দেখেশুনে কাজ করতে পারো না আজিব,,,, কতটা জায়গা পুরে গেছে,,,

মুনিয়া – নেক্সট টাইম দেখে শুনেই করবো হয়েছে,,,,

পিয়াস – হুম ( মুনিয়ার নাক টেনে)

মুনিয়া পিয়াসের রুম থেকে চলে আসে,,,

রাতে সবাই একসাথে খেতে বসেছে,,, হটাৎ পিয়াসের মা মুনিয়ার বাবাকে বলে,,, ভাই,,, যদি কিছু মনে না করেন তো একটা কথা বলতে চাইছিলাম,,

মুনিয়ার বাবা – হ্যা বলো,,,

পিয়াসের মা – বলছিলাম যে মুনিয়াকে যদি একেবারে আমার মেয়ে বানিয়ে ফেলতে পারতাম,,,

মুনিয়ার মা – মানে ( বেশ চমকে)

পিয়াসের মা – তোমরা যদি রাজি থাকো তো,, মুনিয়াকে আমার পিয়াসের বৌ করে নিতাম,,,

মুনিয়ার বাবা – আরে এতে রাজি হওয়ার কি আছে,,, এটা তো অনেক ভালো একটা খবর,,, তুমি ভাবলে কি করে আমি রাজি হবো না,,, পিয়াসের মতো ছেলে হাতছাড়া করা মোটেই ঠিক হবে না,,,

পিয়াসের মা – আমরা তো সামনের সপ্তাহে চলে যাবো,,, এর আগেই যদি ওদের বিয়ে টা সেরে ফেলা যেতো,,,

মুনিয়ার মা – সে কি,,,,, বিয়ে বলে কথা এমন হুটহাট করে করা যায়,,, তুমি বরং আরও কয়েকটা দিন থাকো,,,

পিয়াসের মা – জানি ,,, কিন্তু যেতে যে হবেই,,,, আমরা বরং পরে এক সময় বড় করে পার্টি দিয়ে দেব,,, কি বলো ভাই ( মুনিয়ার বাবাকে,,)

মুনিয়ার বাবা – হ্যা,,, তা ঠিক,,

পিয়াসের মা – তাহলে পরশু দিন ঠিক করি,,, তোমার কোনো আপত্তি নেই তো,,,?

পিয়াসের মা – আচ্ছা ঠিকাছে,,,

পরদিন সকালে,,,

মুনিয়া আর পিয়াসকে ডাকে সবাই,,, মুনিয়া বেচারি তো ভয়ে প্রায় শেষ,,, তার মা বাবা কি যেনে গেলো তাদের ব্যাপার টা,,,,

মুনিয়ার বাবা – মুনিয়া,,, আমরা পিয়াসের সাথে তোর বিয়ে ঠিক করে ফেলেছি,,, তোর কোনো আপত্তি আছে?

মুনিয়া কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে,,, ভাবতেও পারছে না,,,,

মুনিয়ার মা – হয়েছে মা,, আর লজ্জা পেতে হবে না আমি জানি তোর আপত্তি থাকবে না,,,

মুনিয়ার বাবা – কালকে দিন ঠিক করেছি,,, আসলে পিয়াসরা চলে যাবে সামনের সপ্তাহে,,,

মুনিয়া মাথা তুলে পিয়াসের দিকে তাকাতেই পিয়াস চোখ মারে,,, মুনিয়া আরও লজ্জা পেয়ে যায়,,,,

পরের দিন,,, পিয়াস আর মুনিয়ার বিয়েটা ঠিকঠাক ভাবেই সম্পন্ন হয়ে যায়,,, রাতে মুনিয়া বৌ সেজে অনেক খন বসে আছে,,, হটাৎ পিয়াস রুমে আসে,, পিয়াসের উপস্থিতি বুঝতে পেরেই মুনিয়া যেনো বরফ হয়ে যাচ্ছে,,,

মুনিয়া ধীরে ধীরে উঠে পিয়াসের সামনে যায়,,, পিয়াসের পা ছুয়ে সালাম করতে নিলেই পিয়াস মুনিয়াকে আটকিয়ে ফেলে,,,,

পিয়াস – আজকাল এই সব কেউ মানে,,,?

মুনিয়া – আমি মানি,,, ( মাথা নিচু করে)

পিয়াস – জ্বিনা আপনাকেও মানতে হবে না,, তাছাড়া আপনার জায়গা আমার পায়ে না,, এইখানে,,,
বলেই মুনিয়াকে পিয়াস নিজের বুকে মিশিয়ে নেয়,,,,

পিয়াস- মুনি,,,

মুনিয়া – হ্যা,,

পিয়াস – রেডি তো,,, ( মুচকি হেসে)

মুনিয়া কিছু না বলে পিয়াসের কাছ থেকে চলে যেতে নিলেই পিয়াস মুনিয়াকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে যেতে থাকে,,,,

পিয়াস – আজ তো তোমাকে আর ছাড়ছি না,,,,

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

সমাপ্ত

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে