না চেয়েও তোমায় পেলাম পর্ব-১৮

0
1876

#না_চেয়েও_তোমায়_পেলাম🖤
#Ritu_Jahan
#Part_18

ওনার দিকে তাকাতে নার্ভাস লাগছে,,

তবুও ওনার সামনে গিয়ে,,

আদিঃকিছু বলবে?

আমিঃআপনি হাসপাতাল থেকে অনেক দিন পর এসেছেন তাই আপনাকে ফ্রেশ করিয়ে দিতে বলছে আম্মু ,,

আদিঃ কিন্তু আমার তো পায়ে বেন্ডেজ করা,,,

আমিঃ সমস্যা নেই আমি করিয়ে দিচ্ছি,,,

বলে শার্টের বোতাম খুলছি,,,ওনার গায়ে হাত লাগতেই কেঁপে ওঠলাম,,এক অজানা অনুভূতি কাজ করছে,,, এতো কাছে আদির কখনও আসি নাই,,,

আদি তার প্রেয়সী কে দেখতে ব্যস্ত,,,আজকে ঋতুকে এতো কাছে পেয়ে,,, আদি অনেক খুশি,,ও মনেমনে বলছে( তোমাকে এতো কাছে পাওয়ার জন্য হাজার বার আঘাত পেতে রাজি আছি)

ঋতু গরম পানি দিয়ে ওর শরীরটা মুছতেছে,,,,আদি কেমন নড়াচড়া করছে,,,

আমিঃআপনি এতো নড়ছেন কেন।

আদিঃ আরে আমার কাতুকুতু লাগছে তো( ইনোসেন্ট মুখ করে)

আমিঃ কি এতো বড় ছেলের কাতুকুতু লাগে! ছেলেদের কাতুকুতু লাগে এটা আমি এই প্রথম শুনলাম,,।

আদিঃ কেন লাগবে না,,আর সব ছেলে কি এক নাকি,,আমি হলাম কতো কিউট,,, হেন্ডসাম ছেলে সবার থেকে একটু আলাদা তো হতেই হবে,,,,,( ভাব নিয়ে)

আমিঃ সুযোগ পেলেই ভাব নেওয়া খালি। যেন নিজের থেকে সুন্দর আর কেউ নেই,,,, ডং,,

আদিঃ হুম আছে বাট আমার মতো কেউ নেই, তুমি তো আমাকে বুজবা না যখন দূরে চলে যাবো তখন আফসোস করবা,,,,

আদির কথায় আবার বুক কেঁপে ওঠলো,, ওইদিন ও এসব কথা বলেছে,,তারপর এক্সিডেন্ট হয়,,,এখন আদির মুখে এটা শুনে কান্না চলে আসলো,,
আমি কাঁদছি দেখে,,আদি ঘাবড়ে গেলো,,,

আদিঃ ঋতু তুমি কাঁদছ কেন,, আমি কিছু ভুল বলেছি?

আমিঃ আপনি সব সময় এসব বাজে কথা বলেন,, একটি বার ও ভাবেন না এগুলো বললে কতটা ভয় লাগে,,সবাই শুধু আমাকে কষ্ট দেয়,,( কাঁদতে কাঁদতে)

আদি এবার বুজলো ঋতুর কান্নার কারন,,, আদি ঋতুর মুখ তুলে,, বলল,,,

আদিঃ ভালোবাসো?

ঋতু কিছু বলল না নিচু হয়ে থাকলো,,,আদি আবার,,

আদিঃ ভালো যখন নাই বাসো তাহলে আমার কিছু হলে তোমার কি?

ঋতুর আর নিজেকে ধরে রাখতে পারলো না,আদিকে জড়িয়ে ধরে,,,

আমিঃ জানি না ভালোবাসি কিনা,,,কিন্তু আপনাকে হারাতে পারবো না,,,আপনি আমরা অস্তিত্বে ঝড়িয়ে গেছেন,,আপনাকে ছাড়া আমি শূন্য,,,

আদি এটাই চেয়েছিলো,,, আজ সে স্বার্থক,,,আদি ঋতুকে শক্ত করে জড়িয়ে ধরে,,,,,,,,,

আদিঃ এটাই আমার জন্য যথেষ্ট,, ভালোবাসা থেকে অস্তিত্ব মিশে থাকা আমার জন্য ভালো,,,তবে আমার একটা শর্ত আছে?

আমি ওনাকে ছেড়ে ওনার মুখের দিকে তাকিয়ে,,,,,

আমিঃ কি,, শর্ত?

আদিঃ তুমি আমাকে আপনি আপনি বলা অফ করো,,আপনি বললে কেমন জানি পর পর লাগে,,,তুমি আমাকে তুমি করেই বলবে,,, ওকে।

আমিঃ আচ্ছা আমি চেষ্টা করবো,আর আপনাকে একটা কথা বলি?

আাদিঃ কি,,

আমিঃ আপনি গাড়ি নিয়ে বের হওয়ার আগে গাড়ি চেক করেন নাই?

আদিঃ হুম করেছি তো সব তো ঠিক ছিলো,,

আমিঃ তাহলে হঠাৎ কেন গাড়ি ব্রেক ফেল করবে,,,,,নিশ্চয় কিছু প্রবলেম ছিলো, সামনে থেকে,, সব দেখে তারপর গাড়ি চালাবেন,,,,

আদিঃ ওকে,,,( চিন্তিত গলায়)

আমিঃ আচ্ছা আপনি রেস্ট নিন আমি একটু,, কিচেনে যাই,,

আদিঃ আচ্ছা,,,

ঋতু চলে গেলো আদি ভাবছে,, গাড়ি সব ঠিক ছিল তাহলে কেন এমন হলো,,আজ একটুর জন্য আমি আমার ঋতুকে বাচাতে পেরেছি,, না হলে আজ ঋতু,,,,,,গাড়ি তো ঠিক চলছিলো রেস্টুরেন্টে থেকে আসার সময় প্রবলেম দেখা দিয়েছে,,তাহলে কি এটা,,,,

আদি এসব ভেবে হাসিবকে কল দেয়,,,

হাসিবঃ দোস্ত কেমন আছিস এখন,,

আদিঃ আছি ভালো,,,,আমার একটা ইনফরমেশন লাগবে,,

হাসিবঃ কি?

আদিঃ( **********)

হাসিবঃ ওকে আমি খোঁজ নিচ্ছি,,,,

আদিঃ হুম,,,,,

এভাবে কেটে গেলো অনেক দিন,,,এখন আদির সাথে অনেক ক্লোজ হয়ে গেছি,,,,ও হাঁটতে পারতো না আমি ওকে ধরে ধরে হাটাঁতাম,,,,এখন আর আমাদের মাঝে কোলবালিশ থাকে না,,,,কিন্তু সম্পর্কটা এখনো স্বামী স্ত্রীর পূণতা পায়নি,,,আমি জানি আদি আমি যতক্ষণ না বলবো ও ততদিন আমার কাছে স্বামীর অধিকার খাটাতে আসবে না,,,।কিন্তু আমি এসব কেমন বলবো,,,এগুলা বলার বিষয় নাকি ও বুঝে নিতে পারে না,,,এসব ভাবছি বসে বসে,,,হটাৎ আদি বলল,,

আদিঃ ঋতু তোমার কি মুড অফ এভাবে বসে আছো যে,,

আমিঃ না এমনিতেই,,

আদিঃ ও আচ্ছা,,, আমি কাল থেকে অফিসে যাবো,,,

আমিঃ আর কয়েকদিন পর গেলে হয় না,,,

আদিঃ কেন আমাকে ছাড়া কি এখন থাকা যায় না,, ( চোখ টিপে)

আমি তোতলিয়ে,,,

আমিঃকেন থাকা যাবে না,,,আমিতো আপনাকে আরো কয়েকদিন রেস্ট নিতে বললাম,,

( এটা বলে কথা কাটালাম,, আসলেই ওনাকে ছাড়া আমার দিনই কাটে না,,ওনার খুনসুড়ি,, ভালোবাসা,, আমি আসক্ত হয়ে গেছে,,,, এখন এগুলো ছাড়া আমার দিনই ভালো কাটে না,,,।)

আদিঃ রেস্ট নিতে নিতে পিঠে ব্যাথা উঠে গেছে,,,আর না,,,

হটাৎ আদির কল আসলো,,হাসিবের কল দেখে আদি বেলকনিতে চলে গেলো,,,

আদিঃ হা বল কি খবর,,

হাসিবঃ,, *******

আদিঃ ওকে তুই ওকে গোডাউন এ রাখ আমি আসছি,,

বলে পিছন ফিরতে ঋতুকে দেখে ভয় ফেলাম ও কি শুনেছে সব,,না ঋতুকে জানতে দেওয়া যাবে না,,তাহলে ও আরো ভেঙে পড়বে,,এমনিতে অনেক আঘাত পেয়েছে আর না,,

আমিঃ কোথায় যাবেন এখন,,আবার,,

আদিঃ একটা কাজে,,আসতে দেরি হবে,,,

বলে চলে আসলাম,,,

গোডাউনে বসে আছে,,, আর আমার সামনে আরিয়ান কে বেধে রাখা হয়েছে,,,,আদির চোখে দিয়ে আগুন বের হবার উপক্রম,,,,,

চলবে,,,
আরিয়ানাকে কি শাস্তি দেওয়া যায়?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে