না চেয়েও তোমায় পেলাম পর্ব-১৫ | বাংলা ধারাবাহিক গল্প

0
1916

#না_চেয়েও_তোমায়_পেলাম🖤
#Ritu_Jahan
#Part_15

আদির দিকে তাকাতে তাকাতে কখন যে ঘুম চলে আসলো টেরই পাইনি,,,,

সকালে ওঠে নাস্তা বানালাম,,,,আদি আগের মতোই আপনাকে ইগনোর করে চলে গেলো,,,, একটা কথা পর্যন্ত বলে নাই,,ওর বকবক করা,,, আমাকে কেয়ার করা খুবই মিস করছি,,,,তাহলে কি আমার মনে আদির জন্য ফিলিংস আাছ!

আসলেই কি মানুষের লাইফে দ্বিতীয়বার ভালোবাসা আসে,,,,হয়তো বা না হলে পৃথিবীতে সবাই সুখে থাকতো না,, কারণ প্রথম ভালোবাসা খুব কম মানুষের কপালেই জুটে,,, তাই বলে কি জীবন থেমে থাকে!,,, থাকে না কারো লাইফে হয়তো দ্বিতীয় ভালোবাসা জন্ম হয়,,, আর না হলে মায়ার সম্পর্ক তৈরি হয়,,কিন্তু সবাই সুখী হতে চায়,,,,আমার ক্ষেত্রে কোনটা,, মায়া নাকি ভালোবাসা? তা আমার জানা নেই,, কিন্তু প্রথম ভালোবাসার জায়গা দিতে পারবো না কাউকে,,,হোক না ভালোবাসার মানুষটা ভুল, খারাপ কিন্ত আমার ভালোবাসাতো সত্যি ছিল,,ওই জায়গাটা কাউকে কি দিতে পারবো?,,,

বেলকনিতে দাঁড়িয়ে এসব ভাবছি,,,,

আদিবা এসে আমার কাঁদে হাত রাখলো আমি খানিকটা চমকে গেলাম,,,আমি পেছনে তাকিয়ে দেখি আদিবা,,

আমিঃ আদিবা কিছু কি লাগবে?,,

আদিবাঃ না ভাবী,,,এমনি আসলাম,,তোমার কি মন খারাপ?

আমি স্বাভাবিক হয়ে,,

আমিঃ কই না মন খারাপ কেন হবে

আদিবাঃ আমার থেকে লুকানো লাগবে না,,, আজকে দুইদিন দেখছি ভাই ও মুড অফ হয়ে আছে,,ঝগড়া হয়েছে কোন,,,

আমি কিছু বলছি না,, কি বলবো আমাদের সম্পর্কটাই তো ঠিক নেই,,,

আদিবাঃ আচ্ছা বলা লাগবে না,,, বাট তুমি মন খারাপ করো না ভাইয়ের একটু অভিমান বেশি কিন্তু মন খুব ভালো,,, দেখবে আমার ঠিক হয়ে যাবে,,,

আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম,,

আমিঃ আচ্ছা চলো,, কিচেনে যাই রান্না বসাতে হবে,,

আদিবাঃ ওকে,,চলো,,

এভাবে সময়টা চলে গেল,,,ওনি সন্ধ্যায় এসে,, কোন কথা না বলে সোজা ওয়াশরুম চলে গেলো,,,

ফ্রেশ হয়ে ডিনার করে আবার রুমে চলে গেলো,,,,এবার অনেক রাগ লাগছে,,,আমি না হয় ভুলভাল একটু বলছি তাই বলে এতো অভিমান করা লাগে,,ধুর,,

আমি কিচেনে সব গুছিয়ে রুমে এসে দেখি পনি ল্যাপটপ নিয়ে বসে আছে,,মুখটা পেঁচার মতো করে রাখছে,,আজকে একটা না একটা কিছুই করে ছাড়বো,,,

আমি গিয়ে ওনার পাশে বসলাম,,,ওর কোন চেঞ্জই আসলো যেভাবে বসে আছে ওইভাবে আছে,,আমার ইচ্ছা করছে বালিশ দিয়ে মাথা পাটাই দিই,, ধুর বালিশ দিয়ে মাথা পাটবে নাকি,,,,কি করবে বুজতে পারছি না, আমি গলা ঝাড়ছি যাতে একটু তাকায়,,

আদি ল্যাপটপ এর দিকে তাকিয়ে বলল,,

আদিঃ কিছু বলবে,,,

ওনার এতো ভাব দেখে আমার গা জ্বলে যাচ্ছে,,, মাথা গরম করে,,,

আমিঃ এই যে মিস্টার এতো ভাব নেওয়ার কি হয়েছে,,,আমি না হয় ভুলে একটা কথা বলে পেলেছি তা বলে এতো ভাব নিয়ে বসে আছেন কেন?

ওর তবুও কোন রেসপন্স নাই যেভাবে ছিলো ওইভাবে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে,,,, রাগে জেদে না পেরে কেঁদে দিলাম।আমি এমনি বেশি রাগ উঠলে কিছু করতে না পারলে কেঁদে দিই,,,

আমি কেঁদে কেঁদে বেলকনিতে চলে গেলাম।ওনি নাকি আমাকে ভালোবাসে এইটাই ভালোবাসা,,

কিছুক্ষণ পর মনে হলো কেউ পাশে দাড়িয়ে আছে,, তাকিয়ে দেখি আদি,,আমি আবার সামনের দিকে তাকিয়ে চোখ মুছছি ,,,

আদিঃ,কাঁদা শেষ?,
আমি রেগে,,

আমিঃ আপনি এখান থেকে যান?না হলে,,,

আদিঃ না হলে কি মারবে?

আমিঃ দরকার হলে করবো,,

আদিঃ আমি তো জানি তোমাড নাকি রাগ উঠলে তোমার বোনকে কামড়ে দাও, তারপর চুলও টানো,আমাকেও তাই করবে?

আমি অবাকে হয়ে তাকিয়ে আছি,,,এখন প্রিতুর উপর রাগ হচ্ছে মেয়টা পেটের ভিতর কিছুই থাকে না,,আমি লজ্জায় কিছুই বলছি না,,নিচের দিকে তাকিয়ে আছি,,,

আদি হাত সামনের দিকে দিয়ে

আদিঃ নাও চিমটি দিতে পারো প্রবলেম নেই..(হেসে)

আমিঃ যান তো ঢং কইরেন না এতোক্ষণ তো ভাব নিয়ে ছিলেন এখন কেন আসছেন? থাকেন না ভাব নিয়ে,,,

আদিঃ কারণ আমি তোমার কান্না সহ্য করতে পারি না।আর তখন রাগ ছিলো তাই কথা বলিনি।

আমিঃ আমি মানছি আমার ভুল হয়েছে,,আমি এতোকিছু ভেবে বলিনি।

আদিঃ তোমার উপর রাগ করিনি,, রাগ হচ্ছে আমার উপর এতোদিনেও তোমার বিশ্বাস অর্জন করতে পারিনি,,,তোমার মনের সন্দেহ দূর করতে পারিনি,,

আমিঃ প্লিজ আমি আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি,, বিশ্বাস যদি নাই করতাম তাহলে এখন আপনার পাশে দাড়িয়ে থাকতাম না।আসলে ওইদিন আমাকে ওইভাবে দেখে একটু বেশি রিয়েক্ট করে পেলেছি,, আসলে আমি আপনাকে নিয়ে কোন সন্দেহ করি না।প্লিজ আপনি ভুল বুজবেন না,,

আদিঃ ঠিক আছে,,, সমস্যা নেই।

আমিঃ তাহলে চলেন,, এখানে অনেক ঠান্ডা,,

আদিঃ তুৃমি যাও আমি আসছি,,

আমিঃ ওকে,,

আমি চলে আসলাম

আদি আকাশের দিকে তাকিয়ে ভাবছে,,
( আমি ভেবেছিলাম তোমার মনে একটু হলেও জায়গা করতে পেরেছি,, আমার ইগনোরকে তুমি মিস করবে ভেবেছি,, কিন্তি আমি আজো পারলাম না তোমার মনে জায়গা করতে,,,আমাদের মাঝে এখনো অনেক দূরত্ব আছে,,,বাট যে করে হোক তোমার মনে জায়গা করবোই)

আদি বেলকনি থেকে এসে,, দেখলো ঋতু চুল আচরাচ্ছে,,

আদিঃ ঋতু তোমাকে একটা কথা বলবো?

ঋতুঃ হ্যা বলেন

আদিঃ আমাদের মাঝে এখনো অনেক জড়তা আছে,, আমার যেহেতু এখনো একসাথে আছি,,, আমারা ফ্রেন্ড হয়ে থাকি?

আমিঃ ওকে সমস্যা নেই,, বাট আমার সাথে ভাব নিয়ে থাকতে পারবে না?

আদি হেসে,,
আদিঃ ওকে,,,মায়াবতী।

আমিঃ মায়াবতী? কে সেটা

আদিঃ কেউই না ঘুমাও,,

দুজনে শুয়ে পড়লাম,,, আমি ঘুমের মধ্যে নিজেকে এক জায়গায় রাখার অনেক চেষ্টা করছি,,

সকালে উঠে দেখি আমার পা আদির গায়ে,ধুর ইচ্ছে করছে ঘুমানোর আগে আমার হাত পা বেধে ঘুমাতে হবে,,তাও ভাগ্যিস জড়িয়ে ধরি নি,,,

আমি ওটে নাস্তা বানিয়ে আদিকে ডাকতে আসলাম,,দেখও আদি শুধু একটা টাওয়াল পরে ওয়াশরুম থেকে বের হলো,,,আমও চিৎকার দিয়ে চোখ বন্ধ করে পেলি,,

আমিঃ ছি আপনি এইভাবে কেন বের হলেন?

আদিঃ তো কি হয়েছে?

আমিঃ আপনার কি শরমভরম কিছু নেই একটা মেয়ের সামনে এভাবে দাঁড়িয়ে আছেন,,

আদির মনে একটা দুষ্ট বুদ্ধি আসলো,,,,

আদি বাকা হেসে,,,ঋতুর দিকে এগোচ্ছে,,

ঋতু ভয়ে পিছিয়ে যাচ্ছে। আদি ঋতুর অনেক কাছে চলে আসছে,,ঋতু ভয়ে চোখ বন্ধ করে পেলল,,

আদিঃ কেন তুমি কি কন্ট্রোল করতে পারছো না।

আমি বড় বড় চোখ করে তাকালাম,,

আমিঃ আমি কেন কন্টোল করতে পারবো না আজব?

আদি নিজের চুল গুলো একপাশ করে ভাব নিয়ে বলল,

আদিঃ এই যে তোমার সামনে একটা হট ছেলে টাওয়াল পড়ে দাড়িয়ে আছে,,,কন্ট্রোল না পারাটা স্বাভাবিক,, ( চোখ মেরে,,)

আমি এবার আদির দিকে তাকালাম,,,ওর ভেজা চুল গুলো সামনের দিকে পড়ে আছে,,বডি তো মাশাল্লাহ যেন জিম করা বডি অনেক কিউট লাগছে বাট নিজেকে সামলে,,,

আমিঃ হট না ছাই,, পুরাই বান্দর এর মতো লাগছে,,

বলে ধাক্কা দিয়ে চলে আসলাম,,

আদিঃ কি আমাকে বানরের মতো লাগছে,,( হাবলার মতো নিজের দিকে তাকিয়ে,,,

এভাবে কয়েক দিন চলে গেল তাদের দুষ্টামি আর খুনসুটি নিয়ে,,,, কিন্তু সম্পর্কটা আগের জায়গায় আছে,,,,

আদির আম্মু আব্বু কয়েকদিনের জন্য গ্রামের বাড়ি গিয়েছে ঋতু আবার হয়ে গেলো এতোদিন শাশুড়ীর সাথে গল্প করে দিন যেতো,,

সকালে ওনার চলে গেছে,,

বিকেলে বসে বসে বোর লাগছে,,,ইচ্ছে করছে একটু বের হতে,,।আসার পর থেকে এই বাড়ীর মধ্য সীমাবদ্ধ হয়ে আছি,,,

আদিকে কল দিলাম,,

রিং যেতেই আদি কল ধরে,,

আদিঃ আজ সূর্য কোথায় দিয়ে উঠলো,,,আজ নিজ থেকে কল দিলা,,

আমিঃ কল না দিয়ে পারলাম না,,বাড়িতে একটা মেয়ে একা আছে তার খবর কি রাখেন,,,একা থাকতে থাকতে বোর লাগছে,,আসার পর থেকে এই বাড়ি ছাড়া অন্যকিছুর ছায়াও দেখলাম না( জোরে বললাম)

আদিঃ আরে,,কুল কুল এতো হাইপার হচ্ছো কেন,, আচ্ছা তুমও রেডি হয়ে থাকো আমরা আজকে ডিনার বাইরে করবো,,

আমিঃ আসলে,, আমি কিন্তু ফুচকা খাবো,,বলে দিলাম,,অনেকদিন ফুচকা খাই নি,,

আদিঃ ওকে ওকে,,রেডি হয়ে থেকো,,

আদির আজকে অনেক খুশী লাগছে এই ফাস্ট ঋতুর সাথে ঘুরবে,,,

অন্যদিকে আরিয়ান সিগারেট টানছে আর রাগে জ্বলছে কি ভাবে ঋতুর ক্ষতি করবে।।ও তো বাড়ি থেকে বেরই হয়না।।।হঠাৎ কল আসলো,,

আরিয়ানঃ হে বল,,

লোকটাঃবস ঋতু আর আদি ঘুরবে বলে আদি অফিস থেকে বের হলো,,

আরিয়ানঃ কি,,,আমি এক্ষুনি আসছি,,,,,

আরিয়ান মোবাইল কেটে বলল,,
মিসেস ঋতু আমাকে অপমান করা না,,, আজকে তো তুই শেষ,,,

চলবে,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে