না চেয়েও তোমায় পেলাম পর্ব-১৩

0
1847

#না_চেয়েও_তোমায়_পেলাম🖤
#Ritu_Jahan
#Part_13

দরজা খুলে দেখলাম,,,আদি,,
কিছু বলতে যাবো আমাকে টেনে নিয়ে দরজা বন্ধ করে দৌড়ে আমার রুমে যাচ্ছে ওনার,,এই কান্ডে আমি হা হয়ে গেছি,,ভাবছি বকাঝকা করবো তার সুযোগই পেলাম না,,

আমিও ওনার পেছন পেছন দৌড়ে গেলাম,,,দেখি ওনি আমার আলমারি থেকে জিনিস সব বের করে পেলছে,,
বলা নেই কওয়া নেই আমার সব জিনিস কেন বের করে পেলছে,,তাও এত তাড়াহুড়ো করে আমার রাগ উঠে গেল,,
আমিঃ এই যে আপনি আমার পারমিশন ছাড়া আমার জিনিসে হাত দিয়েছেন কেন আর এগুলো বের করছেন কেন,, ফাইজলামি পাইছেন নাকি,,,

আদি জিনিস বের করতে করতে,,

আদিঃ আরে আম্মুরা আর আদিবারা আসতেছে,,,এতোক্ষণে চলেও আসছে হয়তো,,,আমাদের আলাদা দেখলে অনেক প্রবলেম হয়ে যাবে,,,

আমি ওনার কথা শুনে,,,

আমিঃএসব কি বলছেন ওনার আসলে আমাদের কল করতো না,,,

আদিঃ আরে বাবা ওনারা হঠাৎই আসছে,,,আমি অফিসে থেকে আম্মুকে কল করছি আম্মু বলছে ওনারা আসতে আর বিশ মিনিট লাগবে,,বাট তোমাকে কল করতে করতে তুমি ধরছো না তাই আমাকে আসতে হলো,,

আমিঃআমি,,,

আমাকে কথা বলতে না দিয়ে,,

আদিঃ তোমার পটপটানী বন্ধ করে এগুলো আমার রুমে নিয়ে যাও,,এমনিতে আসতে আসতে পনেরো মিনিট চলে গেল,,, আর পাঁচ মিনিট আছে আমাদের হাতে,,,

আমিও দৌড়ে কাজে নেমে পরলাম,,,আমি আর ওনি আমার সব জিনিস ওনার রুমে নিয়ে যাচ্ছি,আমি জিনিস রেখে আসতেই দুজনে মুখোমুখি হয়ে গেলাম,ব্যাস খেলাম একটা থাক্কা,,

আমিঃ বাবাগো আমার মাথা পেটে গেলো,,গো,,( আমি মথায় হাত বুলাতে বুলাতে)

ওনি আমার কথা পাত্তা না দিয়ে চলে গেলো,,

আমার রাগ আরো বেড়ে গেলো,,দাড়াও বুজাবো মজা,,,।দাড়িয়ে দাড়িয়ে ভাবছি,,

আদিঃদাঁড়িয়ে না থেকে কাজও তো করতে পারো এগুলো তোমার করার কথা এখন আমাকে করতে হচ্ছে,,,, কি কপাল আমার,,

বলে চলে গেলো,,,,আমিতো রাগে ফুঁসছি এতো অপমান আমাকে,,আমাকে কাজের খোঁটা দিচ্ছে, সারাদিন ঘরের সব কাজ করি যে ওগুলো কি চোখে পড়ে না,,,আমি তেড়ে গিয়ে,,,ওনার সামনে দাড়ালাম,,

আমিঃ এই আপনি আমাকে কাজের খোঁটা দিচ্ছেন হা,,আজ একটু করে আপনার দম শেষ হয়ে গেল,,সারাদিন যে বাড়ির সব সামলাতে হয় সে গুলো কি দেখেন না,,হাহ,,

আদিঃ আমি আবার কখন তোমাকে কাজের খোঁটা দিলাম😕।

আমি কোমরে হাত দিয়ে,,

আমিঃ হুম এখনতো সব ভুলে যাবেন,,,আমাকে অপমান করা না,,, ওকে,,অপমান যখন করেছেন আমি আর একটা জিনিস ও নিয়ে যাবো না,,সব আপনি করবেন,,,,

ও অসহায়ের মতো মুখ করে,,,

আদিঃ আমি তোমাকে অপমান করি নাই,,জাস্ট তোমাকে হেল্প করার কথা বুজাইছি,,তুমি ভুল বুজতেছ!

আমিঃ কি আমও ভুল বুজছি,,হুহ আমি ভুল বুজি নাই আপনি আমাকে অপমান করেছেন।

আদিঃ আচ্ছা তুমি একটা কথা বলোতো,,তুমিকি শুধু আমার সাথেই জগড়া করার জন্য জন্ম হয়েছ,,,সবার সাথে দেখি মিষ্টি মিষ্টি কথা বলো খালি আমি ছাড়া,,( মুখ ফুলিয়ে)

আমিঃ কি আমি ঝগরুটে,, আমি আপনার সাথে,,,

বলতেই কলিংবেল বেজে ওঠলো,,

দুজনে বড় বড় চোখ করে তাকিয়ে জিনিস নিয়ে দিলাম দৌড়। সব জিনিস এলোমেলো করেই আদির আলমারির মধ্যে একবার ডুকাচ্ছি,,

সব নিয়ে ওনি দরজা খুলতে যাবে,,

আমিঃ এই যে কি করছেন আপনার গায়ে এখনো অফিস থেকে আসা কাপড় রয়েছে ওনারা কি ভাববে,,

আদিঃএখন কি করবো,,,

আমিঃ কি আর করবেন আমি দারজা খুলছি আপনি ওয়াশরুমে যান ফ্রেশ হতে,,,

আমি গিয়ে দরজা খুললাম,,,

আমিঃ আসসালামু আলাইকুম,,

আম্মু আব্বুঃ ওয়ালাইকুম সালাম,,

ওনার ভিতরে ডুকে,,,

শাশুড়ীঃ ওমা বাড়িটা কি সুন্দর করে গুছানো,,, এতোক্ষণে শুধু আদি থাকলে বাড়ির দিকে তাকানো যেত না। প্রত্যেক বার আমি এসেই সব গুছাই,,,, তোমাকে আদির সাথে পাঠিয়ে দিয়ে ভালোই হলো,,,

আদিবাঃ হা মা না হলে আমাকেও এতোক্ষণে কাজে লেগে যেতে হতো😒।

আমি একটা হাবলামার্কা হাসি দিলাম,,মনে মনে ভাবছি,,( হুম শুধু মাত্র আদির রুম ছাড়া। এখন যদি ওই রুমে যায় সবাই বমি করে দিবে,,,কি তাড়াহুড়ো করে সব আদির রুমে কোন রকম নিয়ে গেলাম,,)

আমি গিয়ে ওনাদের জন্য শরবত, নাস্তা বানাচ্ছি,,,
বানিয়ে এনে দেখি আদি সবার সাথে গল্প করছে,,

আমি গিয়ে সবাইকে নাস্তা দিলাম,,

তারপর রাতের খাবার রেডি করছি আর সামনের রুমে ওনাদের কান্ড দেখছি,,

ওদের দেখলে খুব ভালো লাগে,,আদি ওর আম্মু আব্বুর সাথে একদম ফ্রী,, যেন সবাই সমবয়সী,,আর বোনের সাথে তো বাচ্চাদের মতো খুনসুটি লেগেই থাকে,,আমার খুব বোনের কথা মনে পড়লো,,আমরাও সারাদিন সাপে-নেওলের মতো ঝগড়া লেগেই থাকতো৷,,

আদিবা এসে আমাকে হেল্প করছে,,,

সবাই এক সাথে বসে ডিনার করলাম,,,, সবার সাথে খুব ভালো লাগছে,,,অলওয়েজ তো একা একা থেকে বোর হয়ে গেছি,,,,

সবাই ডিনার করে বসার রুমে বসলো,,,হঠাৎ আদিবা বললো,,

আদিবাঃ ভাইয়া তোর মনে আছে শীতের সময় আমরা বাগানে আগুন জ্বালিয়ে আড্ডা দিতাম,,,গান করতাম আরো কতো কি,,

আদিঃ হুম মনে থাকবে না কেন,,খুব ভালো লাগতো,,,

আদিবাঃ চল না ভাইয়া এখন আমারা আগুন জ্বালিয়ে আড্ডা দি?

আদিঃ পাগল নাকি এখন কাজিনরা কেউ আছে? আড্ডা জমবে না,,

আদিবাঃ কি হবে আমদের ফ্যামেলির সাথে দিবো,,আর তুই আর আমি থাকলে আর কেউ লাগে নাকি,,,,, ( চোখ টিপে)

আদিঃআম্মু আর আব্বু যাবে নাকি এই শীতের মধ্যে,,

আদিবা আম্মু আব্বুর দিকে তাকিয়ে,,

আদিবাঃ কি হবে চলো না,, অনেক দিন তোমাদের সাথে আড্ডা দি নাই,,আর কয়েকদিন পরতো চলেই যাবো,, তাহিয়ার স্কুল খুললে,,

আব্বুঃ আচ্ছা চল এমনিতে অনেক দিন তোদের সাথে সময় কাটানো হয় নাই,,,এখন না হয় একটু আড্ডা দি, কি বলো আদির আম্মু

আম্মুঃ তোমরা যেটা মনে করো,,,

আদিবা আর আদি মিলে বাগানে আগুন জ্বালালো,,,

আমরা সবাই বাগানে গোল করে বসলাম,,তাহিয়া আমার কোলে ঘুমাচ্ছে,, আসার পর থেকে তাহিয়া আমার কোল থেকে নামছেই না

,,,আমার শশুড় তাদের আগের দিনের গল্প করছে,,,,,, আমি মনোযোগ দিয়ে শুনছি,,খুব ভালো লাগছে,,আদি হঠাৎ হঠাৎ আমার দিকে তাকাচ্ছে,, ব্যাপার

আদিবাঃ আব্বু তোমার গল্প সারাজিবন শুনে শুনে বোর হয়ে গেছি নতুন কিছু করতে হবে,, গান শুরু করতো ভাই,,

আব্বুঃ আরে গান এগুলো কোন নতুন জিনিস নাকি,,আমাদের সময় গানে গেয়ে কতো প্রাইজ পেয়েছি,,,

আমিঃ আব্বু তাহলে একটা গান করেন তো ভালোই হবে,,,

আদি আর আদিবাঃ না,,,,,,,,,,আব্বু তুমি গান গেয়েও না তার থেকে ভালো তুমি গল্প বলো,,( চিৎকার করে)

আমিঃ কেন গান গেলে প্রবলেম কি,,,

আম্মুঃ তোমার শশুড় মশাই এখন গান গেলে এখানে মানুষ থাকবে না,, সব কাক চলে আসবে,,

আব্বুঃতুমিও,,

আমি এবার বুজালাম সবাই কেন না না করছে ওনার গানের গলা সুন্দর না,, আমিও মুচকি হেসে দিলাম,,

আদিবাঃ ভাইয়া তুই একটা শুরু কর,,

আদিঃ আরে না আমার আজ মুড নেই।

আম্মুঃ আরে গা না একটা তোর গানের গলা সুন্দর হয়।

আদিঃ না আম্মু,,,

আমিঃ সবাই এতো করে বলছে একটা গান গাইলে কি হবে,,

আদি ঋতুর মুখে শুনে খুব খুশী হলো,,যেন ঋতু কথার জন্য ওয়েট করছে,,,

আদিঃ ওকে সবাই বলছো যখন,,,, আদিবা গিটার টা আনতো,,

আদিবা উঠতে উঠতে বলল,,

আদিবাঃ আমাদের কথায় না ভাবি বলছে তাই বল,,হ হা

সবাই হেসে উঠলো,,,,

আমার খুব লজ্জা লাগলো আদিবার কথায়,সামনে তাকিয়ে দেখি আদি হাবলার মতো দাঁত বের করে হাসছে,,সরম এর ছিটেফোটা ও নেই,,,

আদিবা গিটার আনলো,,

আদি গিটার বাজাতে,,, ওর আব্বু

আব্বুঃ এই থাম,,,আগে থেকে বলে রাখি,, তোর ওই হিন্দি পিন্দি গান না গাইবি,,,বাংলা গান গাইবি,,,বুজচ্ছিস।

আদিঃ ওইটা হিন্দি পিন্দি গান না শুধু হিন্দি গান,,,

আব্বুঃ যেটাই হোক গাইবি না।

আদিঃ আচ্ছা,,,,
আদি আমার কানে এসে ফিসফিস করে বললো,,

আদিঃ আজকের গানটা শুধুই তোমার জন্য,,

আদি গিটার বাজিয়ে সুর তুললো,,

🎸🎸🎸🎸

বকুলের মালা শুকাবে,,,🎶
রেখে দেব তার সুরভী,,,🎶
দিন গিয়ে রাতে লুকাবে,,🎶
আমি মিনতি করে গেলাম,,,🎶

তুমি চোখের আড়াল হও,,,🎶
কাছে কিবা দূরে রও,,,🎶
মনে রেখো আমিও ছিলাম,,🎶

এই মন তোমাকে দিলাম,,🎶
এই মন প্রেম তোমাকে দিলাম,,,, 🎶

তুমি চোখের আড়াল হও,,,,, 🎶
কাছে কিবা দুরে রও,,,,🎶
মনে রেখো আমিও ছিলাম,,,🎶

এই মন তোমাকে দিলাম,,,, 🎶
এই প্রেম তোমাকে দিলাম,,,,🎶

আমি অবাক নয়নে ওনার দিকে তাকিয়ে আছি,,,ওনি কেমনে জানে এটা আমার খুব ভালোলাগার একটি গান। এটি যতই পুরাতন হোক না কেন আমার জন্য কখনও পুরান হয় না।( আমার ও খুব ভালো লাগে– লেখিকা😊) সব সময় শুনতে ভালো লাগে,,
ওনার কন্ঠে গানটা আসলে খুব সুন্দর লাগছে,,,,

ভালোবেসে আমি বারে বার,,,🎶
তোমারিও মনে হারাবো,,, 🎶
এ জীবনে আমি যে তোমার,,,,, 🎶
মরণে ও তোমারি রবো,,,🎶
তুমি ভুলো না আমারই নাম,,,🎶

তুমি চোখেড আড়াল হও,,,🎶
কাছে কিবা দুরে রও,,🎶
মনে রেখো আমিও ছিলাম,,,🎶

এই মন তোমাকে দিলাম,,, 🎶
এই প্রেম তোমাকে দিলাম,,🎶

(অনেক দিন পর গানটা শুনলাম,,খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করে ভালো লাগবে🙂)লেখিকা

গান শেষে,,,,

আব্বুঃ আহা অনেক দিন পর গানটা শুনলাম,,,ভালো গেয়েছিস,,যা আজ একটা ভালো গান গেলি তোর ওই হিন্দি গানের থেকে,,,,

আদিঃ thanks abbu,,,

আদিবাঃ আসলে ভাইয়া গানটা সেই হইছে,,,

আদিঃ কে গেয়েছে দেখতে হবে না,,

আদিবাঃ হুহ ওমনি ভাব নিয়ে পেলছে,

আম্মুঃ হয়েছে হয়েছে এবার ঘুমাতে চল তাহিয়ার ঠান্ডা লেগে যাবে,,,

সবাই চল আসলাম,,,

আমি রুমে এসে আলমারি থেকে সব বের করে ঘুছিয়ে রাখছি,,,আদি ওয়াশরুম থেকে এসে,,বালিশ নিয়ে সোফায় শুতে যাচ্ছে,,,,

এমনিতে শীত পড়ছে তার উপর ওনি যেই লম্বা সোফায় ঠিক মতো শুতে পারে না,,,আগে ও অনেক কষ্ট হতো,,,ওনি শুধু শুধু আমার জন্য কষ্ট কেন করবেন,,

আমিঃ আপনি বেডে গিয়ে শুয়েন আমি সোফায় থাকবো,,

আদিঃ আমাকে দেখে কি মনে হয় আমি বেডে শুয়ে তোমায় সোফায় থাকতে দিবো।তুমি আমাকে না মানতে পারো কিন্তু আমিতো তোমাকে স্ত্রী মানি,,,সো আমার রেসপন্সিবিলিটি তোমাকে সুখে রাখা,,,

আমি মাথা নিচু করে পেললাম,,,

আমিঃ তাহলে আপনিও বেডে থাকেন, আর খাট তো অনেক বড় দুজনের মাঝে অনেক ডিস্টেন্স থাকবে,,,মাঝখানে কোল বালিশ দিলে হবে,,

আদিঃ তুমি শিউর তো,,,

আমিঃ হুম,,

দুজনে দুপাশ হয়ে শুয়ে পড়লাম,,,মাঝে কোলবালিশ,,,

সকালে চোখ মেলতে আমি সামনের দিকে তাকিয়ে দিলাম একটা চিৎকার,,,,,,

চলবে,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে