না চেয়েও তোমায় পেলাম পর্ব-১২

0
1888

#না_চেয়েও_তোমায়_পেলাম🖤
#Ritu_Jahan
#Part_12

রিয়া আর আমি কফিশপে সামনাসামনি বসে আছি,,,,

নিরবতা ভেঙে রিয়া বলল,,,

রিয়াঃ কিরে এতো সিরিয়াস হয়ে আছিস?কিছু হয়েছে!

আমিঃ আচ্ছা তুই আমাকে সত্যি ফ্রেন্ড ভাবিস?

রিয়াঃ এসব কি বলছিস তুই আমার বেষ্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকে তুই আমার চলার সাথী। আর তুই বলছিস আমি তোকে ফ্রেন্ড ভাবি কিনা!

আমি রিয়ার হাত ধরে,,,,

আমিঃ তাহলে আমাকে কথা দে আমি তোকে যেটা জিঙ্গেস করবো তুই সত্যিটা বলবি?

রিয়াঃ আমি তোকে কোন দিন মিথ্যা বলেছি?বল কি বলবি?

আমিঃ আমি জানি তোরা আরিয়ানের ব্যাপারে আমার থেকে কিছু লুকাচ্ছিস,,,আজ তোকে বলতেই হবে আরিয়ানের ব্যাপারে কি জানিস?

রিয়া কিছুটা আঁতকে ওঠে আরিয়ানের নাম শুনে,,

রিয়াঃ তুই এখন এসব কেন জিজ্ঞেস করছিস,, তোর বিয়ে হয়ে গেছে আরিয়ানের কথা ভুলে যা।

আমিঃ এখানে ভুলে যাওয়ার কথা হচ্ছে না।তোরা যে আরিয়ানের সম্পর্কে ভুল ভাবছিস ওইটা আমি মানতে পারবো না,কারণ আমি ওকে ভালোবাসি,, ভালোবাসা পেতে হবে এমন কোন কথা নেই,,কিন্তু ওর সম্পর্কে তোদের ভুল ধারণা ভাঙ্গতেই হবে।প্লিজ বল।

রিয়াঃ ঠিক আছে বলবো,,আগে বল সব শুনার পর নিজেকে শক্ত রাখবি,ভেঙে পড়বি না।

আমি তুচ্ছ হাসি দিয়ে

আমিঃ শক্ত তো আমি অনেক আগেই হয়ে গেছি,,, তুই বল সমস্যা নাই।

রিয়াঃ আরিয়ানের সম্পর্কে আমাদের কোন ভুল ধারণা নেই। ওর থেকে নোংরা মানুষ আর কোথাও নেই। ও শুধু সবার সামনে ভালো সাজার নাটক করে,,,ও আসলে অনেক ভয়ানক। ও তোকে কখনো সত্যিকারে ভালোবাসে নাই,,,তুই কখনও ছেলেদের সাথে কথা বলতি না, আর বলবি না এই বিষয় নিয়ে আরিয়ানের বন্ধুরা কথা বলছিল,,আরিয়ান বাজি ধরেছে তোর সাথে প্রেম করে দেখাবে,,, তাই ও তোর সাথে ফ্রেন্ডশিপ করে,,,,ওর অনেক মেয়ের সাথে রিলেশন আছে,, এমনকি আমার কাজিনকে ও ছাড়ে নাই।ও সবার সাথে প্রেমের অভিনয় করে,,,এসব জানার পর ওকে আমি থ্রেট দি যাতে তোর সাথে কথা না বলে,,,,ও আমার কাজিনের খারাপ খারাপ কিছু পিক দিয়ে বলে,,আমি যদি তোকে ওর সম্পর্কে সব বলে দিই তাহলে আমার কাজিনের সব পিক ভাইরাল করে দিবে,,,আমি কি করে পারতাম আমার কজিনের ক্ষতি হতে,,,,কিন্তু আমি সব সময় তোকে ইঙ্গিত দিতাম ওর ব্যাপারে,,,তুইতো ওর প্রেমে এতই অন্ধ হয়ে ছিলি যে আমার কোন কথাই বুজার চেষ্টা করিস নি।যখন শুনলাম তোর বিয়ে ঠিক হয়েছে আমি খুব খুশি হয়ছিলাম ওর হাত রক্ষা পাবি কিন্তু তুই গিয়ে আদি ভাইয়াকে সব বলে দিয়েছিস তোর ভালোবাসার কথা,,তখন বাধ্য হয়ে আদি ভাইয়াকে সব কল করে বলি যাতে বিয়েটা না ভাঙ্গে,,,,,,

রিয়ার কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে,,,যার জন্য কেঁদে কেঁদে বুক ভাসিয়েছি,,,যাকে সত্যিকারে ভালোবেসেছি সে আমাকে ধোঁকা দিয়েছে। পারছি না সহ্য করতে মনে হচ্ছে বুকটা ক্ষত বিক্ষত করে হয়ে গেছে।যখন ভালোবাসার মানুষটাই ধোঁকা দেয় তখন পুরা পৃথিবীটা মিথ্যে মনে হয়,,,,

রিয়াঃ আম ছরি আমি আগে তোকে বলতে যেয়েও বলতে পারিনি কারণ আমার কাজিনের পিক ছিলো ওর কাছে।

আমিঃ তুই তোর জায়গায় ঠিক আছিস,,দোষ আমারই তোর কথাগুলো আমি আগে বুঝার উচিত ছিল ,কিন্তু আমি ওকে ছাড়বো না ও কি কলেজে আছে এখন?

রিয়াঃ হয়তো,,কিন্ত তুই কিছু করিস তাহলে ঝামেলা হবে,,

আমিঃ কিছুই হবে না,,,

বলে কলেজে চলে গেলাম,,,

কলেজে গিয়ে দেখি আরিয়ান হেসে হেসে আড্ডা দিচ্ছে।হায় এর জন্য কেদে কেদে শেষ হয়ে যাচ্ছি,,,, আমি গিয়ে ওর সামনে দাঁড়ালাম,,,

আরিয়ান আমাকে দেখে অনেকটা আঁতকে গেছে হয়তো আমাকে আশা করেনি এখানে,,,

আরিয়ানঃ ঋতু তুমি,,,,

বলতে গালে গালে দিলাম থাপ্পড়,,, তারপর শার্টের কলার ধরপ,,,

আমিঃ কুত্তার বাচ্ছা তুই আমার সাথে ভালোবাসার নাটক করেছিস,,মেয়েদের নিয়ে ছেলে খেলা কীা তোর অভ্যাসে পরিণত হয়েছে না,,,,! বলে দিলাম আরো কয়েকটা থাপ্পড়,,

কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে যেন বিনা টাকায় শুটিং চলছে,,

আরিয়ানঃ ঋতু ছাড় বলছি,,, ভালো হবে না বলছি,,,

কলারটা আরো জোরে টেরে,,

আমিঃ ভালো তো তোর হবে।তোর মতো একটা জঘন্য ছেলেকে আমি ভালোবেসেছি এটা ভাবতেও ঘৃণা লাগছে,,,,তোর মিথ্যে ভালোবাসায় আজ আমার সত্যি ভালোবাসা হেরে গেলো।দোষ আমার ছিলো তোর মতো ছেলেকে ভালোবেসেছি।কিন্তু কথায় আছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে,,,আমার ভাগ্য ভালো ছিলো তোর মতো লম্পটকে বিয়ে করিনি,,,

বলে কলার ছেড়ে ধাক্কা মারি যার ফলে ও মাটিতে পড়ে যায়,,,

আমিঃ তোর শাস্তি আমি না একদিন আল্লাহ দিবে,,,।

বলে চলে যেতেই আবার পিছন ফিরে,,,

আর তুই যদি রিয়ার কাজিনের সাথে কিছু করার চেষ্টা করিস তাহলে তোকে জেলে ভাত খাইয়ে ছাড়বো কথাটা মনে রাখিস,,,,

বলে চলে এলাম,,

আরিয়ান এখনো মাটিতে বসে আছে।কলেজের সবাই ওর দিকে তাকিয়ে আছে,,ও রাগে ফুঁসছে, চোখ থেকে যেন অগ্নিগিরি বের হবে,, হাতের শক্ত করে,,,

আরিয়ানঃ আজ সবার সামনে তুই আমাকে অপমান করেছিস,,অনেক বড় মিস্টেক করে ফেলেছো মিসেস ঋতু,,, এর ফল তোমাকে ভুগতে হবে,,,,আই সোয়ের তোর জীবনটা শেষ করে দিবো,,,

এদিকে ঋতু কাঁদতে কাঁদতে গাড়িতে ওঠে গেলো,,,রিয়ার সাথেও কথা বলেনি,,,,,

কি অপরাধ ছিল আমার জীবনে একটাই মানুষকে ভালোবেসেছি তাও ভুলা মানুষকে। কিন্তু আমার ভালোবাসায় তো মিথ্যে ছিল না,, অভিনয় ছিল না তবুও কেন ধোঁকা পেলাম,,,আজকে যেন আমার পৃথিবীটাও মিথ্যে মনে হচ্ছে,,,,, কাঁদতে কাঁদতে বাড়ি এসে পৌঁছালাম,,, আসতে বিকেল হলো,,,,বাড়ি এসে দেখি আদি অফিস থেকে চলে এসেছে,,, আমি কিছু না বলে রুমে গিয়ে দরজা অফ করে দিলাম।

আদি কোন রিয়াকশন করলো না,কারণ আদিকে রিয়া ফোন করে সব বলেছে,,,,,,তাই আদিও চায় ঋতু কিছুক্ষণ একা থাকুক,কাঁদুক এটা যেন ওর শেষ কান্না হয়,,

আদি রাতে অনেকবার ডাকছে ঋতুকে কিন্তু ঋতুর কোন সাড়া পেল না।তাই আদি আর জোর করলো না,,

এদিকে ঋতু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে।সকালে ওঠে ঋতু মনে পরলো রাতে যে সে শুয়ে পড়লো সে তো কোন রান্নাও করে নাই।তাহলে আদি কি খেলো,,,,

রুম থেকে বেরিয়ে দেখলাম আদি কিচেনে নাস্তা বানাচ্ছে,একটু খারাপ লাগলো,,,

আদি ঋতুকে দেখলো, ঋতুর চোখ ফুলে গেছে,,,,

আদিঃ তুমি এতো তাড়াতাড়ি ওঠে গেলে যে,,

আমিঃ কই তাড়াতাড়ি,, আচ্ছা আপনি কাল রাতে কি খেয়েছেন,,,আসলে আমি,,

আদিঃ তোমাকে কিছু বলতে হবে না আমি সব জানি

আমি অবাক তাকিয়ে আছি ওর দিকে,,

আদিঃ একটা কথা বলি ঋতু যেটা চলে গেছে ওইটা অতীত।ওইদিন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার পর আমাকে রিয়া কল বলেছে বিয়েটা না ভাঙ্গতে আরিয়ান ভালো না তারপর খোঁজ নিয়ে দেখি আসলে আরিয়ান ভালো ছেলে না যদি ভালোই হতো তোমার বিয়ের দিন পার্টি করতো না।এখন যাও ফ্রেশ হয়ে আসো চোখমুখের যে হাল করেছ পুরাই পেত্নী লাগছে,,,

আমি মুচকি হেসে চলে আসলাম,,,

এভাবে কয়েকটা দিন চলে গেল,,,এই কয়েকদিন অনেক কেয়ার করেছে,,কিন্তু রাত হলে কষ্টাটা বেড়ে যায়।কাউকে সত্যিকারে ভালোবাসলে তার পাওয়া আঘাত সহ্য করা যায় না।নিজেকে শূন্য মনে হয়।

আজকে কেন জানি মনটা একদমই ভালো লাগছে না।একাএকা আর কতো,,,আরিয়ান সেই সকালে যায় যে সন্ধ্যায় আসে,,বাকিটা সময় একাই কাটে,,,,হয়তো আমাদের সম্পর্কটা স্বাভাবিক না তবুও একটু কোথাও ঘুরাতে নিয়ে গেলে কি এমন হয়,,,মনটা একটু ভালো লাগতো,,আসার পর থেকে এই বাড়িটায় বন্দী হয়ে আছি,,

এগুলো ভাবছি হঠাৎ কলিংবেল বেজে ওঠলো,,, এখন যদি আদি হয় তাহলে কিছু কথা শুনাই দিবো,, হুহ,,

বলেই দরজা খুললাম,,

চলবে,,,,

( কেমন হলো বলবেন আমার পাঠিকারা,,,🙂)

[তাড়াতাড়ি টাইপের কারণে বানান ভুল হলে পারে ক্ষমা করে দিবেন🙏🙏🙏]

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে