দ্বিতীয় ফাগুন পর্ব-২৩+২৪

0
780

#দ্বিতীয়_ফাগুন
#পর্বসংখ্যা_২৩
#লেখিকা_Esrat_Ety

রোদেলা দরজা ঠেলে ভেতরে ঢুকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চুপচাপ। মেহেরিন তাকে দেখে এগিয়ে যায়। তাশরিফ রোদেলার দিকে তাকিয়ে আছে।
“কি হয়েছে রোদেলা? জিএম স্যার কি বলেছে?”
রোদেলা চুপ করে আছে। তাশরিফ রেগে গিয়ে বলে,”কিছু জিজ্ঞেস করা হচ্ছে তো! আন্সার করুন।”

রোদেলা তার হাতের কার্ড টা মেহেরিনের দিকে তুলে ধরে অস্ফুট স্বরে বলে,”এখানে কাল বিকেল পাঁচটায় তার সাথে দেখা করতে হবে। তাহলে নাকি তিনি সমস্যার সমাধান করে দিবেন।”

তাশরিফের মাথায় রক্ত উঠে যায় কথাটি শুনে,হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রোদেলার দিকে তাকিয়ে আছে। মেহেরিন হতভম্ব হয়ে মুখ হাত দিয়ে চেপে ধরে,বলে,”কি ভয়ংকর কথা! তাশরিফ দেখলে যা ভেবেছি তাই সত্যি হয়েছে। মাই গড। এখন তবে কি করবে রোদেলা? দেখা না করলে কি হবে? চাকরি যাবে বলেছে?”

_চাকরি যাবে। এবং অর্ধ কোটি টাকা জরিমানা দিতে হবে। নয়তো জেল হবে।

রোদেলার কথা শুনে মেহেরিন আরো একবার মুখে হাত দেয়। তাশরিফের দৃষ্টি রোদেলার চোখের দিকে। রোদেলা একটা চেয়ারে বসতে বসতে বলে,”আমাকে এক গ্লাস পানি দেবেন মেহেরিন আপা?”

মেহেরিন রোদেলাকে পানি দেয়। তাশরিফ তখনো চুপচাপ। তার ইচ্ছা করছে রাশেদুজ্জামানকে মারতে মারতে মেরেই ফেলতে। সে একটা গভীর নিঃশ্বাস নিয়ে নার্ভ ঠান্ডা করার চেষ্টা করে। তাকে অস্থির হলে চলবে না।
মেহেরিন বলে,”এখন কি করা যায় তাশরিফ? কোনো উপায়? এমডি স্যারের কাছে আমরা সবাই মিলে গেলে কেমন হয়? সে যদি কনসিডার করে। সে তো খুব ভালো মানুষ।”

_এটা করা যাবে না আপা। এক দুই টাকার ব্যাপার না এটা। অর্ধ কোটি টাকা! এমডি মানবে না। আর রাশেদুজ্জামান এমডি এবং চেয়ারম্যান স্যারের ফুফাতো ভাই হয় এটা ভুলে যাচ্ছেন কেনো? তার অনেক ক্ষমতা। এমডি আর চেয়ারম্যান স্যার তার সব কথা শোনে। রাশেদুজ্জামান বলে লোকটা যখন বলেছে সে একটা ব্যবস্থা করে দিতেও পারে তার মানে আমি নিশ্চিত ফাইলটা ওনার কাছেই আছে। এসব উনিই করেছে এবং এই সবটাই উনি সাজিয়েছে রোদেলা আমিনকে ফাঁদে ফেলতে।

_এখন তাহলে উপায়?
_সেটাই ভাবছি। ওনার সাথে সম্মুখ সমরে আমরা পারবো না। বুদ্ধি খাটিয়ে কিছু একটা করতে হবে।

রোদেলা ব্যাগ কাঁধে রেখে উঠে দাঁড়ায়,”আপনাকে কিছু করতে হবে না আমার জন্য। আমার টা আমি বুঝে নিবো।”

_কি করবেন? অর্ধ কোটি টাকা দিয়ে দেবেন। তাই তো? আছে অত টাকা?

_না,অত টাকা আমার নেই। তাই জেলে যাবো। ওটা ছাড়া আর কোনো উপায় নেই।

তাশরিফ রেগেমেগে টেবিলে একটা চাপড় দিয়ে চেঁচিয়ে ওঠে,”এতো সহজ সবকিছু? আরে মাথা মোটা মেয়ে সবকিছু চুপচাপ মেনে কেনো নিতে হবে? ”

রোদেলা চুপ করে আছে। মেহেরিন বলে,”তুমি একটা উপায় বের করো তাশরিফ। যেকোনো হেল্প লাগলে আমি,খলিল স্যার,রিয়াজ, শারমিন আছি।”

তাশরিফ কয়েক মুহূর্ত চুপ করে থেকে রোদেলাকে বলে,”কাল আপনি জিএম স্যারের সাথে দেখা করতে যাবেন। ”

রোদেলা হতভম্ব হয়ে তাশরিফের দিকে তাকায়। মেহেরিনেরও একই অবস্থা।
রোদেলা রেগে গিয়ে বলে,”আপনার সাহস কি করে হয় আমাকে এটা বলার।”
তাশরিফ শান্ত ভাবে জবাব দেয়,”আপনি যাবেন। আর আপনার সাথে আমিও যাবো।”
_আপনিও যাবেন মানে?
_আপনার বডিগার্ড হয়ে। জিএম স্যার আপনার সাথে যাতে কোনো অশোভন আচরণ না করতে পারে।
_আমরা গিয়ে করবোটা কি?
_সেটা কালই আপনাকে বলব। ভয় নেই, আপনার কোনো ক্ষতি হতে দেবো না।
_আমি আপনাকে ভরসা করতে পারছি না।
_এছাড়া আপনার কোনো উপায় নেই। আর জেল খাটার চিন্তা বাদ দিন। ভুলে যাবেন না আপনার বাবাকে আপনার দেখতে হয়। এসব চিন্তা করা বোকামি। তাই যেমন যেমন আমি বলবো আপনি ঠিক তেমন তেমন কাজ করবেন।

রোদেলা চুপ করে থাকে। শেষমেশ কিনা এই লোকটার ভরসায় তাকে চলতে হবে! তাশরিফ বলে,”কান্নাকাটি না করে বাসায় গিয়ে একটু রিল্যাক্স হয়ে ঘুম দিন। কালকের টা কালকে দেখা যাবে। যান এখন। বাড়িতে এসব বলার দরকার নেই কারো সাথে। বৃষ্টি অসুস্থ, আপনার বাবা অসুস্থ,মেঘলা আপু নরম মনের মানুষ। সবাই বেহুদা টেনশন করবে।”

রোদেলা গুটিগুটি পায়ে এগিয়ে গিয়ে কেবিনের দরজা খোলে। তারপর একবার তাশরিফ আর মেহরিনের দিকে চায়। মেহেরিন চোখ দিয়ে ইশারা করে আশ্বস্ত করে তাকে। রোদেলা বেড়িয়ে যায় কেবিন থেকে। মেহরিন মাথা ঘুরিয়ে তাশরিফের দিকে তাকিয়ে বলে,”কি ভেবেছো তাশরিফ? কি করবে?”
_সেটা কাল দেখবেন আপা। আপনাকে একটা কাজ করতে হবে। সাহস থাকলে বলেন।
_হুম, এনিথিং ফর রোদেলা। ওকে আমি ভীষণ পছন্দ করি,ভালোবাসি।
_আমিও।
_মানে?
_মানে কিছু না। মন দিয়ে শুনুন।

তাশরিফ এগিয়ে গিয়ে মেহেরিনকে অত্যন্ত নিচু স্বরে কিছু বলে। মেহরিন একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে,”হুম। বুঝলাম। যদিও খুব রিস্কি। তবে পারবো। ওটাকে সামলে নেয়া কোনো ব্যাপারই না। তুমি যাস্ট একটা ফোন দিও।”

তাশরিফ মাথা নাড়ায়। মেহরিন কেবিন থেকে বেরিয়ে যায়। তাশরিফ নিজের চেয়ারে বসে গা এলিয়ে দেয়। চোখ দুটো বন্ধ করে রাখে। বিড়বিড় করে বলে,”আপনার জন্য এখন টুকটাক বাটপারীও করতে হবে আমাকে। কি দিন এলো পেঁচা মুখী আমার।”

***
চুলে হাত বুলিয়ে দিতেই রোদেলা চমকে ওঠে। মেঘলা বোনের মুখ দেখে বেশ চিন্তিত হয়ে পরে, উৎকণ্ঠা নিয়ে বলে,”কিরে? চোখ ফুলে কি হয়েছে! কেদেছিস নাকি!”

রোদেলা উপর হয়ে শুয়ে ছিলো। সে উঠে বসে,ধরা গলায় বলে,”কি যে বলো না আপু। আমি আবার কাঁদবো‌। কখনো দেখেছো আমাকে কাঁদতে?”
_না দেখিনি। তাইতো তোর মুখ দেখে চিন্তা হচ্ছে। কিছু না হলে এমন দেখাবে কেনো মুখটা?

রোদেলা বোনকে আশ্বস্ত করে বলে,”ছাড়ো তো। আন্দাজে কথা বলো না। তুমি এলে কখন? সুহা সিরাত এসেছে?”
_হু এসেছে। বাবা আর আন্টির সাথে গল্প করছে। তোর রুমে আসতে চায়না। তোকে ভয় পায়।
রোদেলা হাসে,”ভাইয়া কোথায়? বাড়িতে নেই বুঝি?”
_আজ সারাদিন নির্বাচনী প্রচারণায় ছিলো। দুপুরে খেতে পর্যন্ত আসেনি।

রোদেলা চুপ করে থাকে। মেঘলা বলে,”তোর ভাইয়াই আজকে তোর কাছে আমাকে পাঠিয়েছে।”

_কেনো? কোনো দরকার?

মেঘলা ইতস্তত করতে থাকে। তারপর বলে,তুই প্লিজ তোর ভাইয়ার ওপর রাগ করিস না।
_আরে বলো তো,এতো ভনিতা করছো কেনো।

_তোর ভাইয়া না তোকে জিজ্ঞেস না করেই তোর ছবি আর বায়োডাটা একটা ছেলেকে দিয়েছে। তার বন্ধুর ছোটো ভাই। পুলিশ ইন্সপেক্টর। ছেলে তোর ছবি দেখে পছন্দ করেছে। ছেলের বাড়ির সবাই পছন্দ করেছে।

রোদেলা শীতল চোখে মেঘলার দিকে তাকিয়ে আছে। মেঘলা কাঁচুমাচু মুখ করে বলে,”তুই প্লিজ রাগ করিস না তোর ভাইয়ার উপর। সে তো তোকে ছোটো বোন মনে করে,তাই একটু অধিকার খাটিয়ে ফেলেছে। তুই না চাইলে আমি নিষেধ করে দেবো। আর বাড়াবাড়ি করবে না ‌।”

_রাগ করি নি। আমাকে তিনদিন সময় দাও। আমার কিছু কাজ আছে। জানিয়ে দেবো ভাইয়াকে।
নিষ্প্রাণ গলায় জবাব দেয় রোদেলা। মেঘলা একটা স্বস্তির নিশ্বাস ফেলে। সে ভেবেছিলো রোদেলা প্রচন্ড রেগে যাবে। কিন্তু রোদেলা কিছুই করেনি!

***

অপলক দৃষ্টিতে তাশরিফ তাকিয়ে আছে। তার দিকে এগিয়ে আসছে রোদেলা। তার কাছে মনে হচ্ছে পুরো পৃথিবীটাই থেমে গিয়েছে। শুধু এখানে তার আর তার পেঁচা মুখীর অস্তিত্ব বিদ্যমান। রোদেলা তার একেবারে কাছে আসতেই তার ঘোর কেটে যায়। গলা খাঁকারি দিয়ে নিজেকে স্বাভাবিক করে। তার অস্বস্তি যাতে রোদেলা আমিন বুঝতে না পারে তাই হাত ঘড়িতে সময় দেখার ভান করছে।
রোদেলা তার সামনে এসে দাঁড়ায়। তাশরিফ একটা শুকনো হাসি হেসে বলে,”ধন্যবাদ আমাকে ভরসা করার জন্য। ভেবেছি আসবেন না। স্বেচ্ছায় জেলে যাবেন।”

রোদেলা ঠান্ডা গলায় বলে,”বলুন এখন কি করতে হবে।”

কয়েক পলক রোদেলার দিকে তাকিয়ে থেকে তাশরিফ বলে,”বলছি। তার আগে বলুন তো আজ আপনাকে এতো সুন্দর লাগছে কেনো! জিএম স্যারের সাথে দেখা করবেন বলে সেজে এসেছেন নাকি!”
রোদেলা কথাটি শুনেই চোখ মুখ কুঁচকে ফেলে, ঘুরে উল্টো পথে হাঁটা শুরু করে। তাশরিফ দৌড়ে গিয়ে রোদেলার সামনে দাঁড়ায়,”আরে আমি মজা করেছি। রাগবেন না,প্লিজ প্লিজ।”

তারা এখন দাঁড়িয়ে আছে একটি বিলাসবহুল হোটেলের সামনে।

রোদেলা বিরক্ত হয়ে যায়, কপাল কুঁচকে বলে,”এটা মজা করার সময়? আপনি জানেন আমার মনের উপর দিয়ে কি যাচ্ছে? আপনি সবকিছুতে মজা খুঁজতে থাকেন। এজন্যই আপনাকে আমার পছন্দ না।”

তাশরিফ কয়েক মুহূর্ত চুপ করে থেকে গম্ভীর হয়ে বলে,”দুঃখিত!”

_এখন বলুন,কি করতে হবে।

তাশরিফ রোদেলার কাছে এগিয়ে যায়। রোদেলা দুই পা পিছিয়ে গিয়ে বলে,”আপনি এভাবে কাছে আসছেন কেনো?”

_আরে ভয় পাবেন না। আমি যেটা বলবো তা যাতে অন্য কেউ শুনতে না পায়। ফিসফিসিয়ে বলতে হবে। চিন্তা নেই,আমি নিরাপদ দুরত্ব বজায় রাখবো।

রোদেলা দাঁড়িয়ে থাকে। তাশরিফ ধীরে ধীরে ফিসফিসিয়ে কিছু একটা রোদেলাকে বলতেই রোদেলা হা হয়ে তাশরিফের দিকে তাকায়,”এতে কাজ হবে? যদি বুঝে যায়?”

_ওই গাধাটা বুঝতে পারবে না। কারন ও আপনাকে দেখেই কুল পাবে না অন্যকিছু খেয়াল করবে কখন? আর ওর ধারণাই হবে না আপনি এমন কিছু করতে পারেন‌।

রোদেলা কিছুক্ষণ তাশরিফের দিকে তাকিয়ে থাকে, তারপর গম্ভীর হয়ে বলে,”এজন্যই ফিল্ম কম দেখা উচিত। স্যার এটা কোনো ফিল্ম না ঠিকাছে? এটা বাস্তবতা।”
_আই নো, কোনো ফিল্ম না। কিন্তু এছাড়া আর কিছু করার নেই। আপনিই ভেবে দেখুন। আর কি করবেন? আইন থেকে শুরু করে ক্ষমতা সব রাশেদুজ্জামানের। আপনি যদি একটাবার চেয়ারম্যান স্যারকে এটা দেখাতে পারেন তাহলেই হবে। বাকিটা চেয়ারম্যান স্যার বুঝে নেবে।
তারপর একটু থেমে আবার বলে,”ট্রাস্ট মি,যদি কাজটা নাও হয়। তবুও আমি আপনার কোনো ক্ষতি হতে দেবো না। আপনাকে পরের দিন নিরাপদে জেলে দিয়ে আসবো। কিন্তু একটা চেষ্টা তো করাই যায়!”

রোদেলা চুপ করে থাকে। তাশরিফ বলে,”জিএম কে ফোন দিন।”

রোদেলা আতংকিত মুখ নিয়ে তাকায়। তারপর জিএম এর নাম্বারে ফোন দেয়। দুইবার রিং বাজতেই ওপাশ থেকে রাশেদুজ্জামান ফোনটা রিসিভ করে খানিকটা জরানো কিন্তু আনন্দিত গলায় বলে,”হ্যা রোদেলা। তুমি এসে গিয়েছো?”

রোদেলা কাঁপা কাঁপা গলায় বলে,”জ্বি স্যার।”

_গ্রেট। এক কাজ করো,তুমি রুম নাম্বার তিনশো তিনে চলে আসো।

রোদেলা কেঁপে ওঠে,”রুম কেনো স্যার?”
তাশরিফ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আজ এই রাশেদুজ্জামানকে সে কি করবে নিজেও জানে না।

রাশেদুজ্জামান বলে,”আরে আগে এসে তো দেখো। সমস্যা নিয়ে আলাপ আলোচনা করার জন্য এটাই উপযুক্ত যায়গা।”

রোদেলা ফোন কেটে দিয়ে তাশরিফের দিকে চায়,”আমার প্রচন্ড ভয় হচ্ছে। জানোয়ার টার কথা শুনে মনে হচ্ছে মদ গিলেছে। খুব ভয় করছে।”

তাশরিফ বলে,”আসুন আমার পেছনে পেছনে। আগে মুখে মাস্ক পরে নিন।”
তাশরিফ সামনে সামনে হাঁটছে, রোদেলা তার পেছনে। আগুন নিয়ে খেলতে যাচ্ছে সে,একটু এদিক ওদিক হলেই সর্বনাশ হয়ে যাবে। এই তাশরিফ হাসান এতোটা আত্মবিশ্বাসের সাথে কি করে বলছে কিছু হবে না!

রুম নাম্বার তিনশো তিনের সামনে দাঁড়িয়ে রোদেলা তাশরিফ হাসানের দিকে তাকায়। অস্ফুট স্বরে বলে,”আমার ভয় হচ্ছে স্যার।”

_একটা টোকাও আপনার গায়ে আমি পরতে দেবো না। আপনি যান। মনে রাখবেন,আপনি শুধু নিজের জন্য যাচ্ছেন না। আরো অনেক মেয়েদের জন্য যাচ্ছেন যারা রাশেদুজ্জামানের ভবিষ্যৎ শিকার হতে পারে। বুঝেছেন?

রোদেলা মাথা নাড়ায়। তাশরিফ বলে,”আমি ঠিক বিশ মিনিটের পর ঢুকবো। তার আগে আপনি যা করার করবেন।‌ আপনার হাতে সময় বিশ মিনিট।”

রোদেলা একটা গভীর নিঃশ্বাস ফেলে দরজার নব ঘোরায়। তারপর ভেতরে ঢোকে।
তাশরিফ মেহেরিনকে ফোন লাগায়। ফিসফিসিয়ে বলে,”কি অবস্থা ওদিকের?”
_চড়িয়ে , ধমকিয়ে চাবি নিয়েছি। সবাই খোঁজাখুঁজি করছি।

_ঠিকাছে।
তাশরিফ ফোন কেটে দেয়। তার হৃদপিন্ড সমান তালে লাফাচ্ছে। ভেতরে পেঁচা মুখী নার্ভাস হয়ে যায়নি তো!

রাশেদুজ্জামান একটা ডিভানে গা এলিয়ে দিয়ে পায়ের ওপর পা তুলে বসে আছে। তার হাতে একটা গ্লাসে পানীয় ধরনের কিছু। রোদেলাকে দেখতে পেয়ে একটা প্রশস্ত হাসি দিয়ে জরানো গলায় বলে,”এসো রোদেলা।”
তারপর একটা মুখোমুখি চেয়ার দেখিয়ে দিয়ে বলে,ওখানে বসো। কথা বলি।
রোদেলা ধীরে ধীরে এগিয়ে এসে চেয়ারটাতে বসে। রাশেদুজ্জামান চোখ বুলিয়ে রোদেলার পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। তারপর তার দৃষ্টি এসে রোদেলার বুকের কাছে থামে। রোদেলা থমথমে মুখ নিয়ে বলে,”স্যার কেনো ডেকেছেন বলেন।”
রাশেদুজ্জামান হেসে ফেলে,”তুমি এতো ইনোসেন্ট রোদেলা জানতাম না। একটা লোক তোমাকে এরকম একটা পাঁচতারা হোটেলের রুমে ডাকবে,আর তুমি কারন বুঝতে পারছো না? ন্যাকামী হচ্ছে? এতোটা বোকা মেয়ে তো তুমি নও।”

রোদেলা রাশেদুজ্জামানের চোখে চোখ রাখে,তার ইচ্ছা করছে এক্ষুনি জানোয়ারটার জিভ টেনে ছিঁড়ে ফেলতে। কিন্তু তাকে শান্ত থাকতে হবে।
রোদেলা তাচ্ছিল্যের হাসি হেসে বলে,”এসব আপনি করিয়েছেন না স্যার? ফাইলটা আপনি গায়েব করেছেন? আমাকে ফাঁসানোর জন্য?”

রাশেদুজ্জামান ঠোঁট বাঁকিয়ে হাসে। রোদেলা বলে,”ছিঃ আপনি কত জঘন্য একটা লোক। একটা বিকৃত মানুষ আপনি।”

রাশেদুজ্জামান নড়েচড়ে বসে, রোদেলার দিকে কিছুটা ঝুঁকে বলে,”আমার অন্যায় তোমার চোখে পরছে আর আমার ছটফটানি তোমার চোখে পরছে না তাই না? কতটা আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম আমি তোমার সৌন্দর্যে। প্রথমে ভেবেছিলাম তোমাকে বিয়ের প্রস্তাব দেবো। খুব ইমপ্রেসড হয়ে গিয়েছিলাম তোমার স্মার্টনেস দেখে জানো? হালাল করে তোমাকে পাওয়ার ইচ্ছে জন্মেছিলো। কিন্তু তুই তো একটা…..”
রাশেদুজ্জামানের কথা জরিয়ে যাচ্ছে। রোদেলা শান্ত হয়ে বসে থাকে। তারপর স্বাভাবিক গলায় বলে,”ফাইল টা কোথায় রেখেছেন স্যার ।”
রাশেদুজ্জামান হো হো করে হাসতে থাকে, তারপর হাসি থামিয়ে বলে,”বলবো। বলবার জন্যই তো এখানে তোমাকে ডেকেছে। কিন্তু তার আগে তোমাকে আমার ছোটোখাটো আবদার পূরণ করতে হবে যে। মনের মধ্যে আমি অনেক দিন ধরে একটা শখ পুষে রেখেছি। সেটাকে একটু পূরন করতে হবে।”

রোদেলা একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলে,”তোর কোনো আবদার পূরণ হবে না জানোয়ার।”

_খবরদার তুই তুকারি করবে না রোদেলা। আমি আজ তোমার প্রতি নরম থাকতে চাই। ভালোবাসতে চাই তোমায়। আমার রাগ উঠিও না। আমার মাথায় জেদ চেপে গেলে কিন্তু!!
রোদেলার ঘেন্নায় গা গুলিয়ে আসে। সে মোবাইল টা হাতে নিয়ে কিছু একটা করতেই রাশেদুজ্জামান বলে,”এসো। আমার পাশে বসো। কিছুক্ষণ ভালোবাসার গল্প করি। তুমি তো ভীষণ ভালো গল্প জানো। আজ বরং আমি তোমাকে গল্প শোনাবো। এসো। জেদ করে না রোদেলা,এসো।”

রোদেলা ফোনের দিকে তাকিয়ে আছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কাজটা ঠিকঠাক ভাবে করতে পেরেছে তো!

রাশেদুজ্জামান বলে,”ফাইলের কথা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। আজ তুমি আমার কথা শুনবে,কাল থেকে দেখো এই রাশেদ তোমার জন্য কি কি করে রোদেলা আমিন! তোমার কোনো কিছুর অভাব রাখবো না। নেক্সট প্রমোশন টা তোমাকে পাইয়ে দেবো আমি।”
রোদেলা আবারো বলে,”ফাইলটা কোথায় আছে আপনি বলবেন না তাইনা?”
_আমার কথা না শুনলে বলবো না।

রোদেলা ফোনটা হাতে নিয়ে বলে,”আপনার আর বলতেও হবে না। যা বলেছেন তাই যথেষ্ট। বাকিটা এমডি স্যার নিজেই বের করে নেবেন।”
রাশেদুজ্জামান কপাল কুঁচকে বলে,”মানে?”
রোদেলা একটা তাচ্ছিল্যের হাসি হেসে ফোনটা উঁচু করে ধরে বলে,”এতোক্ষণ যা যা বলেছেন তা রেকর্ড করে এমডি স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিয়েছি শ্রদ্ধেও জিএম স্যার।”

রাশেদুজ্জামান তেলে বেগুনে জ্বলে ওঠে। রোদেলার দিকে তাকিয়ে বলে,”তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই ভাঙবি তবু মচকাবি না তাইনা? আমায় ধরিয়ে দিবি তুই? তোর মতো দুই টাকার মেয়ের কথা এমডি বিশ্বাস করবে? কিসের রেকর্ড করেছিস তুই হ্যা? ওসব বানোয়াট প্রমান করে দিতে আমার দুমিনিট সময় লাগবে না।”

রোদেলা বলে,”তোর মতো একটা পাগলা কুত্তাকে রাস্তায় দাঁড় করিয়ে জুতাপেটা করা উচিৎ।”

আঠেরো মিনিট হয়ে গিয়েছে। তাশরিফের অস্থিরতা বেড়ে যাচ্ছে,তাশরিফ ঠিক করলো এখনি সে ঢুকবে। তখনি তাশরিফের ফোনে ফোন আসে মেহেরিনের। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মেহেরিন চেঁচিয়ে ওঠে,”তাশরিফ পেয়েছি। ফাইলটা পেয়ে গিয়েছি তাশরিফ। বদমাইশ টা আলমারিতে খুব যত্ন করে তুলে রেখেছে।”
_দ্যাটস গ্রেট।
_আরে দ্যাটস গ্রেট পরে বলো,আগে শোনো আমার কথা। এখানে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বের করে ফেলেছি। ওই রাশেদুজ্জামান আজ পর্যন্ত কোম্পানির যত টাকা মেরে খেয়েছে তার তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছে। কত হিসেবের গড়মিল করে যে ও চেয়ারম্যান স্যারকে ঠকিয়েছে তার ইয়ত্তা নেই।
তাশরিফ কথাটি শুনে যেনো হাতে আকাশের চাঁদ পেয়ে যায়। উত্তেজিত হয়ে মেহেরিনকে বলে,”খলিল স্যারকে দিয়ে এক্ষুনি এমডি স্যারকে ইনফর্ম করুন, এক্ষুনি। আমি রাখছি আমার দেড়ি হয়ে যাচ্ছে।”

রাশেদুজ্জামান রাগে কাঁপতে কাঁপতে বলে,”পাগলা কুত্তা আমি তাই না? আজ পাগলা কুত্তা তোর কি হাল করে তুই শুধু সেটা দেখবি। দে ফোন দে আগে আমার কাছে।”
রাশেদুজ্জামান রোদেলার ওপর এক প্রকার ঝাঁপিয়ে পরে রোদেলার ডান হাতের কব্জি শক্ত করে ধরে ফেলে। রোদেলা প্রচন্ড ভয় পেয়ে যায়। মনে মনে তাশরিফকে ডাকতে থাকে,”আপনি কোথায়! আপনি আসছেন না কেনো!”

ঠিক তখনি,দরজা ঠেলে ভেতরে মাথা বাড়িয়ে উঁকি দেয় তাশরিফ। মুখ হাঁসি হাঁসি করে বলে,”এক্সকিউজ মি স্যার? মে আই কাম ইন?”

চলমান…….

#দ্বিতীয়_ফাগুন
#পর্বসংখ্যা_২৪
#লেখিকা_Esrat_Ety

রাশেদুজ্জামান হতবাক হয়ে তাকিয়ে আছে তাশরিফের দিকে। রোদেলা তাশরিফকে দেখে দু’চোখ বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাশরিফের দৃষ্টি রাশেদুজ্জামানের হাতের দিকে। রাশেদুজ্জামান কপাল কুঁচকে বলে ওঠে,”একি! তুমি এখানে! এখানে কি করছো তুমি?”

“বলছি স্যার, দাঁড়ান।”
তাশরিফ কথাটি বলেই প্রায় ছুটে এসে রাশেদুজ্জামানের হাত থেকে রোদেলার হাতের কব্জি ছাড়িয়ে নেয়। পকেট থেকে একটা টিস্যু পেপার বের করে রোদেলার কব্জি মুছে দিতে দিতে অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে বলে,”ইশশশ! কি করলেন স্যার। দিলেন তো নোংরা করে আমার জিনিস টাকে। ধুররর স্যার। ”
রাশেদুজ্জামান চেঁচিয়ে ওঠে,”আরে কি হচ্ছে এসব! হচ্ছে টা কি এখানে।”
তাশরিফ রোদেলার হাত ছেড়ে দিয়ে রাশেদুজ্জামানের মুখোমুখি দাঁড়ায়। রাশেদুজ্জামান পাগলা কুকুরের মতো খেকিয়ে ওঠে,”ওও,সবাই মিলে একজোট হয়ে আমাকে বাঁশ দিতে চলে এসেছো তাই না? কতবড় কলিজা তোমাদের। তোমাদের দুজনের আমি এমন অবস্থা করবো!”

_জ্বি স্যার। আপনি যদি নিজে স্বাভাবিক অবস্থায় থাকেন তাহলে অবশ্যই করবেন।
_মানে?
_মানে এই যে স্যার……..
প্রচন্ড জোরে রাশেদুজ্জামানের নাক বরাবর একটা ঘুষি মেরে তাশরিফ হাসিহাসি মুখ করে দাঁড়িয়ে আছে। রাশেদুজ্জামান তিনপা পিছিয়ে গিয়ে হাত দিয়ে নাক চেপে ধরে বসে পরে। রোদেলা আতংকিত হয়ে পরে। এখানে এখন মারামারি শুরু করবে নাকি এই লোকটা!

রাশেদুজ্জামান যন্ত্রনায় ছটফট করছে। মৃদু গোঙানির আওয়াজ পাওয়া যাচ্ছে। রোদেলা ভয়ার্ত কন্ঠে তাশরিফকে বলে,”মারলেন কেনো। কাজ তো হয়ে গিয়েছে!”
তাশরিফ রোদেলার দিকে তাকিয়ে তার প্রশ্নের উত্তর দেয়না। সে রাশেদুজ্জামানকে কেনো মারলো সেটা জানানোর প্রয়োজন মনে করছে না সে। গম্ভীর কন্ঠে বলে,”চলুন এখান থেকে।”

রাশেদুজ্জামান চেঁচিয়ে বলে,”তোদের দুটোকে আমি দেখে নেবো, কিচ্ছু করতে পারবি না তোরা আমার। দেখে নিস।”

তাশরিফ পেছনে ফিরে একটা হাসি দিয়ে বলে,”ঠিকাছে স্যার। আসছি।”

সিএনজিতে বসে তাশরিফের দিকে আড়চোখে তাকিয়ে রোদেলা বলে,”এখন যদি লোকটা ক্ষোভের বসে আপনাকে আর আমাকে পুলিশে ধরিয়ে দেয়? মারলেন কেনো?”

তাশরিফ সামনের দিকে তাকিয়ে বলে,”দেবে না। ওর মনে ভয় ঢুকে গিয়েছে। ওর দৃষ্টি দেখে বোঝেননি?”
_না,আমি অত মানুষের দৃষ্টি দেখে কিছু বুঝিনা,আর সবথেকে বড় কথা আমি আন্দাজে কথা কম বলি।

তাশরিফ হেসে ফেলে। তারপর গলার স্বর স্বাভাবিক রেখে বলে,”রাশেদুজ্জামান যদি কিছু করতেও চায় কিচ্ছু করতে পারবে না। আমাদের প্ল্যান বি রেডি। এমডি স্যার আপনার মেসেজ দেখেছেন?”
_হ্যা,সিন করে রেখে দিয়েছেন। কোনো জবাব দেয়নি।
_প্রয়োজন নেই। আপনাকে এখন আপনার বাড়িতে নামিয়ে দিচ্ছি।কাল অফিসে আসুন।
_কাল যেতে পারবো অফিসে?
_হুম, প্রতিদিন যেতে পারবেন।

রোদেলা চুপ করে থাকে। তাশরিফ ইতস্তত করে বলে,”অনেক রিস্কি একটা কাজ করে আসলাম। তখন টের পাইনি,এখন খুব নার্ভাস লাগছে। কি আশ্চর্য।”
তারপর রোদেলার দিকে তাকিয়ে খুবই নরম সুরে বলে,”এখন একটা সিগারেট খেলে আপনি কি রেগে যাবেন?”

রোদেলা তাশরিফের মুখের দিকে তাকায়। তাশরিফ খানিকটা ঘাবড়ে যায়‌ রোদেলার চাহনি দেখে। কিন্তু রোদেলা তাশরিফকে অবাক করে দিয়ে বলে,”খেতে পারেন।”

তাশরিফ খুশি হয়ে পকেটে হাত দেয়। কিন্তু তার পকেটে কোথাও সিগারেট নেই। আছে শুধু লাইটার টা। সিগারেটটা কোথাও পরে গিয়েছে সম্ভবত।
রোদেলা আড়চোখে একবার তাশরিফের দিকে তাকিয়ে বলে,”এতো বড় একটা অকাজ করে এসেও কতটা স্বাভাবিক ছিলেন , কিন্তু এখন সিগারেট খুজে পাচ্ছেন না বলে আপনাকে বেশ আতংকিত লাগছে। মনে হচ্ছে সিগারেট না, আপনার বৌ মিসিং! ”

তাশরিফ লজ্জিত ভঙ্গিতে হাসে। রোদেলা বলে,”ভালো কথা! আপনি তখন রাশেদুজ্জামানের সামনে কি বলেছেন?”
_কি বলেছি?
_আমার হাতের কব্জিকে আপনি আপনার জিনিস বলেছেন কেনো?
_বলেছি,কারন ওটা আমার জিনিস তাই।

রোদেলা কয়েক মূহুর্ত চুপ করে থেকে বলে,”শুনুন তাশরিফ স্যার আপনি যদি আমাকে আজ এটা ভেবে হেল্প করে থাকেন যে আমি আপনার হেল্প পেয়ে পটে যাবো তাহলে জেনে রাখুন,আমি পটিনি।”

তাশরিফ চুপ করে থাকে। রোদেলা বলে,”আর জানেন তো? পটার কোনো সম্ভাবনাও নেই।”

তাশরিফ একটা মুচকি হাসি দেয়। তারপর বলে,”জানি। কারন আমি হচ্ছি উপন্যাসের সবথেকে ভীতু নায়ক,যার কোনো স্ট্রং পারসোনালিটি নেই, পাঠিকারা যাকে পড়লে মিনিটে মিনিটে চমকাবে না। হাততালি দেবেনা যার সংলাপ শুনলে। আমার মধ্যে প্রেমে পড়ার মতো কিছুই নেই। যাকে পড়লে পাঠিকারাও কপাল কুঁচকে ফেলে বলবে,”ধুররর এটা কোনো নায়ক হলো!!”

রোদেলা তাশরিফের দিকে তাকায়। তাশরিফ বলতে থাকে,”আমার চরিত্রে উপন্যাসের নায়কের কোনো বৈশিষ্ট্য নাই থাকতে পারে কিন্তু ভালোলাগার মানুষের প্রতি অনুভূতি সেই তথাকথিত নায়কদের মতোই,প্রখর!”

এ পর্যন্ত বলে রোদেলার চোখের দিকে তাকিয়ে তাশরিফ বলে,”তা আপনার নেক্সট পরিকল্পনা কি?”

_বাড়ি যাবো। আরো কিছু করতে হবে?
_না আমি সেটা বলছি না। বলতে চেয়েছি, জীবনের নেক্সট পরিকল্পনা কি? বিয়ে টিয়ে করবেন না? ডায়েরীতে যেমনটা লিখেছিলেন!

রোদেলা কয়েক মূহুর্ত নীরব থেকে জবাব দেয়,”করবো না কেনো? ওসব তো এমনিই লিখেছি। অবশ্যই করবো। সাদাফ ভাইয়া তো আমার জন্য ছেলে দেখাও শুরু করে দিয়েছে। একটা ছেলেকে আমার ছবি আর বায়োডাটা দিয়েছে। ছেলের আমাকে পছন্দ হয়েছে। আমার বয়স নিয়ে ছেলের পরিবারেরও কোনো সমস্যা নেই।”

এই মাত্র রোদেলা তাশরিফের হৃদপিন্ডের ঠিক মাঝখানটাতে ছুড়ি বসিয়েছে। রোদেলা তা জানেনা , সে জানে না তাশরিফ কতটা আহত হয়ে মাথা ঘুরিয়ে ফেলেছে।

সিএনজি এসে রোদেলাদের গলির মাথায় থামে। তাশরিফ গম্ভীর কন্ঠে বলে,”আপনি যান। কাল অফিসে যথাসময়ে উপস্থিত থাকবেন। রাশেদুজ্জামান ফোন দিলে ধরবেন না,কোনো অচেনা নাম্বার ধরবেন না।”

_আপনিও চলুন না। চা খেয়ে যাবেন। হাজার হলেও আপনি আমার কুটুম।
_আন্তরিকতার জন্য ধন্যবাদ। এখন মুড নেই।
_আচ্ছা ঠিকাছে যান তবে,আমার বিয়েতে এসে না হয় চা মিষ্টি খেয়ে যাবেন।
কথাটি বলে রোদেলা তাশরিফের দিকে তাকিয়ে তার মুখের হাবভাব লক্ষ্য করছিলো। তাশরিফ রোদেলার দিকে তাকায় না। দৃষ্টি সামনে রেখে গম্ভীর হয়ে সিএনজি ড্রাইভারকে যেতে নির্দেশ দেয়।

সিএনজি চলে গেলে রোদেলা এক মিনিট সেখানে দাঁড়িয়ে থাকে। এই মাত্র এই কাজ টা সে কেনো করলো সে জানেনা! তার অবচেতন মন কেনো চাইলো তাশরিফ হাসানকে একটু ক্ষেপিয়ে দিতে। কেনো?!

***

ভীত চোখে আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে রোদেলা। সবাই যে যার মতো হন্তদন্ত হয়ে ছুটছে নিজের কাজের জায়গায়। আটতলায় একাউন্টস ডিপার্টমেন্টে ঢুকেই রোদেলা থমকে যায়।
রাশেদুজ্জামান তার ডেস্কের কাছে একটা হাত ব্লেজারের পকেটে ঢুকিয়ে টানটান হয়ে দাঁড়িয়ে আছে। যেনো সে রোদেলার জন্যই অপেক্ষা করছিলো। একাউন্টস ডিপার্টমেন্টে ভীড় জমে গিয়েছে। মনে হচ্ছে অফিসের সবাই এখানে। রাশেদুজ্জামানের পাশে দুজন পুলিশ অফিসার দাড়িয়ে আছে। রোদেলা আতংকিত হয়ে তাশরিফের দিকে তাকায়। তাশরিফ ঠোঁট বাঁকিয়ে হেসে চোখ দিয়ে ইশারা করে তাকে আশ্বস্ত করে।
রাশেদুজ্জামান ব্লেজারের পকেট থেকে হাত বের করে তার নাকের ওপরে ক্ষতটায় হাত বুলায়,যেটার উপরে সে নিওস্ট্রিপ ব্যান্ড লাগিয়ে রেখেছে। তারপর উচ্চস্বরে পুলিশ অফিসারকে বলে,”নিন ইন্সপেক্টর! এসে গিয়েছে নাটের গুরু। এই বদমাইশ মেয়েটাকে আগে এ্যারেস্ট করুন।”
রোদেলা কেঁপে উঠে তাশরিফের দিকে চায়। তার মুখ হাসিহাসি।আশ্চর্য! এরকম একটা পরিস্থিতিতে এই লোকটা হাসছে কেনো!
মুখে মাস্ক পরিহিত পুলিশ ইন্সপেক্টর রোদেলার পা থেকে মাথা অব্দি দেখে। রোদেলা গুটিয়ে যায়। রাশেদুজ্জামান ধমকের সুরে বলে,”দেখছেন কি! এক্ষুনি এই জালিয়াত টাকে এ্যারেস্ট করুন আর তারপর ওই তাশরিফকে।”

পুলিশ অফিসার রোদেলাকেই দেখছে। বিরক্তিতে রোদেলা কপাল কুঁচকে ফেলে। তাশরিফ মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনে কিছু দেখে। তারপর বলে ওঠে,”এখান থেকে রোদেলা আমিন বা আমি কাউকেই পুলিশ এ্যারেস্ট করবে না। কেউ যদি এ্যারেস্ট হয় তাহলে সেটা হবেন আপনি স্যার।”
_মানে ! কি বলতে চাইছো তুমি?
_মানে টা চেয়ারম্যান স্যার এসে বলবেন। একমিনিট একটু অপেক্ষা করুন।

মেহেরিন গিয়ে রোদেলার কাঁধে হাত রাখে। নিচু স্বরে বলে,”ভয় পেয়ো না। এভরিথিং ইজ ফাইন।”
রোদেলা একটা ঢোক গিলে আবারো আশেপাশে তাকায়। পুলিশ ইন্সপেক্টর তার দিকে এখনো তাকিয়ে আছে। রাগে তার গা জ্বলে যায়। ফিসফিসিয়ে মেহেরিনকে বলে,”ওই লোকটার সমস্যা কি বলেন তো। এর আগে কখনো মেয়ে দেখেনি নাকি!”
মেহেরিন ফিসফিসিয়ে বলে,”মেয়ে দেখেছে। তবে এর আগে এতো সুন্দরী অপরাধী হয়তো দেখেনি তাই চোখ ফেরাতে পারছে না।”

কোম্পানীর চেয়ারম্যান আতাউর চৌধুরী এবং তার ছোটো ভাই ব্যবস্থাপনা পরিচালক নাবিউল চৌধুরী এসে গিয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা সবাই তাদের একযোগে সালাম দেয়। সালামের উত্তর দিয়ে নাবিউল চৌধুরী বলে,”কি হচ্ছে এখানে?”

রাশেদুজ্জামান এগিয়ে এসে বলে,”তোমাকে মেসেজে তো সব বললামই নাবিউল। তুমি রোদেলাকে কি করবে তা তো জানি না তবে আমার ওর সাথে হিসেব চোকানো বাকি আছে। ওকে আমি পুলিশে দেবো। আর এই তাশরিফকেও।”

তাশরিফ একটা তাচ্ছিল্যের হাসি হাসে। চেয়ারম্যান আতাউর চৌধুরী রাশেদুজ্জামানের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে,”তুমি রোদেলা আমিনের সাথে হিসেব চোকানোর আগে আমাদের সাথেও হিসেবটা চুকিয়ে নাও রাশেদ!”

_মানে? মানে কি আতাউর?
ভ্রু কুঁচকে জানতে চায় রাশেদুজ্জামান। আতাউর খলিলুর রহমানের দিকে তাকাতেই খলিলুর রহমান একটা ফাইল এনে তাকে দেয়। আতাউর চৌধুরী ফাইলটা উঁচুতে তুলে ধরে বলে,”এটাই গায়েব হয়ে গিয়েছিলো তাই না? কিন্তু এটা তো তোমার আলমারিতেই পাওয়া গিয়েছে রাশেদ।”
রাশেদুজ্জামান চোখ বড়বড় করে ফেলে। সে কি তাহলে ধরা খেয়ে গেলো। আতাউর চৌধুরীর হাতের লাল ফাইলটার দিকে তাকিয়ে নিজেকে বাঁচাতে তোতলাতে তোতলাতে বলে,”মাই গড। বলো কি! দেখেছো আমি কত মন ভুলো। কি বিশ্রী একটা কান্ড হয়ে গেলো।”

আতাউর চৌধুরী রাশেদুজ্জামানের দিকে কিছু পেপার ছুড়ে মারে। তারপর বলে,”বিভিন্ন সময়ে কোম্পানির লাখ লাখ টাকাও কি তুমি ভুলবশত মেরে দিয়েছো রাশেদ?”

রাশেদুজ্জামান চমকে ওঠে আতাউর চৌধুরীর কথা শুনে। নিচ থেকে একটা কাগজ উঠিয়ে দেখে সেসব তারই অপকর্মের দলিল। সে তাশরিফের দিকে তাকায়। এখন সে বেশ বুঝতে পেরেছে পুলিশ নিয়ে আসার পরেও কেনো তাশরিফ একটুও ঘাবড়ে যায়নি। কেনো আত্মবিশ্বাসের সাথে এখানে দাঁড়িয়ে ছিলো।

রাগে, ক্ষোভে,আতংকে রাশেদুজ্জামান পাথর হয়ে গিয়েছে। আতাউর চৌধুরী বলে,”পুলিশ ডেকে এনে তুমি আমাদের উপকারই করেছো । আমাদের আর কষ্ট করে ডাকতে হবে না।”

_আতাউর। আমার কথা শোনো। চলো আমার কেবিনে যাই। আই ক্যান এক্সপ্লেইন!
আকুতির সুরে বলে রাশেদুজ্জামান। নাবিউল চৌধুরী ঠান্ডা গলায় জবাব দেয়,”ট্রাস্ট মি রাশেদ। ইউ কান্ট! তুমি কোনো ব্যখ্যা দিতে পারবে না।”

আতাউর চৌধুরী বলে,”তাশরিফ হাসান।‌ আপনি এই মুহূর্তে এই লোকটার রেজিগনেশন লেটার রেডি করে নিয়ে আসুন। আমি সাইন করে দিচ্ছি।”
তাশরিফ মাথা ঝাঁকিয়ে নিজের কেবিনে চলে যায়। কিছুক্ষণ পরে একটা কাগজ নিয়ে এসে চেয়ারম্যান স্যারের হাতে দিতেই সে সাইন করে রাশেদুজ্জামানের দিকে ছুড়ে মারে।
রাশেদুজ্জামান দাঁড়িয়ে আছে। নাবিউল চৌধুরী বলে,”তোমার সার্ভিসের জন্য তোমাকে ধন্যবাদ রাশেদ। কোম্পানির তোমাকে আর কোনো প্রয়োজন নেই। আত্মীয় দেখে কোনো এ্যাকশন আমরা নিচ্ছি না। তুমি আসতে পারো।”
অধিক শোকে মানুষ যেমন পাথর হয়ে যায়,রাশেদুজ্জামানের অবস্থা ঠিক সেরকম। আজ একটা ভুলের জন্য তার সবকিছু শেষ হয়ে গিয়েছে। কেনো যে ওই রোদেলা নামের বদমাশ মেয়েটির মোহে পরেছিলো সে!
এক এক করে একাউন্টস ডিপার্টমেন্টে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি মানুষের দিকে একবার তাকিয়ে রাশেদুজ্জামান চলে যেতে নিলে তাশরিফ তার পথ আগলে দাড়ায়। রাশেদুজ্জামান তাশরিফের দিকে তাকায়। তাশরিফ রাশেদুজ্জামানের দিকে দৃষ্টি স্থির রেখে রোদেলাকে ডাকে,”রোদেলা আমিন।”
রোদেলা চমকে উঠে তাকায়। তাশরিফ ঠান্ডা গলায় বলে,”ওনাকে বিদায়ী সম্ভাষণ জানাবেন না?”

রোদেলা কিছুটা ঘাবড়ে গিয়ে তাশরিফের মুখের দিকে তাকিয়ে থাকে। পুলিশের সামনে কোনো অঘটন ঘটিয়ে ফেলবে নাকি এই “তারছিড়া” লোকটা!
তাশরিফ রোদেলার দিকে তাকায়। রোদেলা সবার মুখের দিকে একবার তাকিয়ে রাশেদুজ্জামানের সামনে গিয়ে দাঁড়ায়। রাশেদুজ্জামানের চোখে চোখ রেখে বলে,”অফিস জয়েন করার পর থেকে একটা দিনের জন্যও একটু স্বস্তি দেননি আমাকে। মাঝে মাঝে মনে হতো মেয়ে হয়ে কেনো জন্মালাম। আক্ষেপ হতো খুব। আজ থেকে এই অফিসে আমাকে একটা ইতর, শুয়োর,বাঞ্চোদ,বাঘডাশের ভয়ে তটস্থ হয়ে থাকতে হবে না। গুড বাই স্যার।”

সবাই হা হয়ে রোদেলাকে দেখে। তাশরিফ তার পেঁচা মুখীর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে,যেন সে তার পেঁচা মুখীর মুখ থেকে বের হওয়া গালাগালের মধ্যেও মুগ্ধতা খুঁজে পাচ্ছে।
রাশেদুজ্জামান রোদেলাকে কয়েক পলক দেখে হনহন করে বেড়িয়ে যায় অফিস থেকে।
চেয়ারম্যান আতাউর চৌধুরী তাশরিফের দিকে তাকিয়ে বলে,”গ্রেট! ইয়াং জেন্টেলম্যান গ্রেট! তোমাকেই আমাদের প্রয়োজন!”

তাশরিফ লজ্জিত ভঙ্গিতে হাসে। রোদেলা তাশরিফের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর চোখ সরিয়ে নেয়। নিজের কাণ্ডে নিজেই অবাক হয়। আশ্চর্য,সে এভাবে কেনো তাকিয়ে আছে তাশরিফের দিকে?

নাবিউল চৌধুরী পুলিশ ইন্সপেক্টরকে বলে,”অফিসার। আমার মনে হচ্ছে আর কোনো সমস্যা নেই এখানে….তাই যদি!”

_শিওর স্যার।
পুলিশ ইন্সপেক্টর অত্যন্ত বিনয়ী সুরে মাথা ঝাঁকিয়ে জবাব দেয়।

_আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য সত্যিই আমরা আন্তরিকভাবে দুঃখিত।

_নেভার মাইন্ড! ! কাজটা তো আপনারা কেউ করেননি।

নাবিউল চৌধুরী তারপর সব এম্প্লয়িদের উদ্দেশ্য করে বলে,”সবাইকে মিটিং রুমে আসার জন্য বলা হলো। জরুরী মিটিং ডেকেছে আমাদের চেয়ারম্যান স্যার।”
আতাউর চৌধুরী এবং নাবিউল চৌধুরী চলে যেতেই সবাই তাদের পিছু পিছু মিটিং রুমে যেতে থাকে।

তাশরিফ একবার রোদেলাকে দেখে। রোদেলাও তাশরিফের দিকে তাকায়। দুজনের চোখে চোখাচোখি হতেই রোদেলা চোখ সরিয়ে নেয়। রোদেলা বিব্রত ভঙ্গিতে হন্তদন্ত হয়ে সবার পিছু পিছু হাটা শুরু করতেই পেছন থেকে কেউ ডেকে ওঠে,”এক্সকিউজ মি!”

রোদেলা পেছনে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলে। এই লোকটা তাকে কেনো ডাকছে। অদ্ভুত তো!
মাস্ক পরিহিত সেই পুলিশ ইন্সপেক্টর রোদেলার দিকে তাকিয়ে আছে,বলে,”আপনি কি রোদেলা আমিন?”

রোদেলা বিরক্ত হলেও মাথা ঝাঁকিয়ে উত্তর দেয়।
_জ্বি! কেনো বলুন তো? আমি কি আপনাকে চিনি?
লোকটা মাস্ক খুলে ফেলে। উজ্জ্বল শ্যামলা বর্ণের একজন পুরুষ। রোদেলার লোকটাকে দেখে পুরনো দিনের একজন নায়কের কথা মনে পরে যায়। নায়কটার নাম মনে আসছে না।
লোকটি মাস্ক খুলে হাতে নিয়ে বলে,
_না,তবে খুব শীঘ্রই সম্ভবত চিনে যাবেন।
_মানে?
রোদেলা অবাক হয়ে বলে। লোকটি তার উত্তর না দিয়ে খলিলুর রহমানের সাথে কিছু ফর্মাল আলোচনা করে কনস্টেবল নিয়ে চলে যায়।

“কি কথা বলছিলেন উনি?”
তাশরিফের কথায় রোদেলা পিছু ফেরে। তাশরিফ তাকে কৌতুহলী দৃষ্টিতে দেখছে। রোদেলা মৃদু স্বরে বলে,”আমার নাম রোদেলা আমিন কি না জানতে চাইলো।”

_হু,চাহনি দেখেই বুঝেছি লোকটার,লুতুপুতু স্বভাবের পুরুষ। আসলে কখনো এতো সুন্দরী জালিয়াত দেখেনি তো তাই অতি উৎসাহী হয়ে গিয়েছে আপনার সাথে কথা বলার জন্য।

রোদেলা হাঁটতে থাকে,”ওনার কথা শুনে মনে হলো উনি আমাকে চেনেন।”

তাশরিফ বিরক্তি নিয়ে বললো,”এটা হচ্ছে পুরুষদের একটা ট্রিকস। আপনি বুঝবেন না,এরা যখন সামনে অতি সুন্দরী মেয়ে দেখে তখন এরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, কিভাবে কথা শুরু করবে বুঝতে পারে না তারপর এই পথ অবলম্বন করে, পরিচিত হবার ভং ধরে। ছ্যাবলা ধরনের পুরুষদের অভ্যাস এটা।”

রোদেলা তাশরিফের দিকে চায়। তারপর বলে,”আর ভালো ধরনের পুরুষদের অভ্যাস কোনটা? সুন্দরী মেয়ে দেখলেই তাকে যেচে হেল্প করতে যাওয়া? এটা?”
তাশরিফ দাঁড়িয়ে পরে। রোদেলা একটা বাকা হাসি দিয়ে চলে যায়। তাশরিফ বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে এটা বোঝার চেষ্টা করতে থাকে রোদেলা আমিন এইমাত্র কি তাকে ভালো বললো নাকি অপমান করলো? কোনটা?

অফিসের গ্রাউন্ড ফ্লোরে এসে পুলিশ ইন্সপেক্টর তার ফোন বের করে একটা নাম্বার ডায়াল করে কানে ধরে ফোন। কলটা রিসিভ হতেই সে বলে ওঠে,”আসসালামুয়ালাইকুম সাদাফ ভাইয়া! আমি মিহির।”
ওপাশ থেকে সাদাফ বলে ওঠে,”হ্যা বল ভাই।”

_কিছুক্ষন আগে আমি আপনার শ্যালিকাকে দেখলাম।
_বলো কি! কিভাবে!
_আজ একটা কাজে ব্রাদার্স গ্রুপ অব কোম্পানির হেড অফিসে এসেছিলাম। আমার মনে হলো আমি আপনার শ্যালিকাকেই দেখলাম।

_হ্যা, রোদেলা তো ওখানেই জব করে। তারপর কি হলো? দেখে কেমন লাগলো!

_একটু অন্যরকম। তবে আপনার শ্যালিকা কিন্তু ছবির চেয়ে সুন্দরী ভাইয়া! আমার পছন্দ হয়েছে।

চলমান….

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে