তোমার নেশায় আসক্ত পর্ব-৪২

0
2435

#তোমার_নেশায়_আসক্ত
#part:42
#Suraiya_Aayat

আজকে আরূ-আরিশ, সানা-আরাভের গায়ে হলুদ একসঙ্গে , আজকে ওদের এঙ্গেজমেন্ট হবে….
সারা বাড়ি ফাঁকা লোকজন নেই কারণ বিয়ের সমস্ত টা কমিউনিটি সেন্টারেই হবে তাই সেখানে লোকজনের ভর্তি, আলাদাভাবে আর পার্লারে যায়নি ওরা , সেখান থেকে লোক আনা হয়েছে ওদের কে সাজানোর জন্য কারণ এই সময়ে আরূর এতটা ধকল নেওয়া ঠিক হবে না বলে সবকিছু বাড়িতেই ব্যবস্থা করা হয়েছে ৷

তবে আরূর বেশ কেমন একটু লজ্জা লজ্জা লাগছে কারণ সানার আরাভের প্রথমবার বিয়ে হচ্ছে আর ওদের তো এটা নিয়ে দ্বিতীয়বার , যদিওবা প্রথম বিয়েটার কথা ঠিকঠাক ভাবে কেউই জানে না সেই কারণে আরিশ আবার নতুনভাবে চাইছে সব কিছুটা ৷ কথাটা ভাবতেই পরমুহূর্তে আরূর মনে পড়ে গেল আরিশের বলা কথাটা যে আমি যেমন কাউকে পরোয়া করি না তুমিও কাউকে করবেনা ৷

হঠাৎ শানার কন্ঠে আরূর ভাবনা ভেঙে গেল,,,,

__”কিরে তোর ফোনটা এতক্ষণ ধরে বেজেই চলেছে ধরছিস না কেন?কি এত ভাবছিস ?ওহ বুঝেছি আমার ভাইয়ের কথা ভাবছিস !

আরু সানার কান ধরে বলল,,,,
__”আরাভ ভাইয়ার কথা তুমি যেন ভাবোনা! আমি ভাবলেই দোষ তাই না!”

সানা দাত বার করে হেসে বলল: ফোনটা ধর, দেরি হয়ে গেলে কিন্তু আবার বকাবকি করবে ৷
ফোনের রিংটোন টা যে আরূশি শুনতে পাইনি তা নয় তবে আরিশের ভাবনা ভেঙ্গে অন্য কিছু যেন ভাবতেই আর ইচ্ছা করছিল না ওর ৷
তাড়াতাড়ি ফোনটা ধরতে অপর পাশ থেকে আরিশ বলে উঠলো,,,,
__” আবার নতুন করে আমাদের বিয়ে হবে আরুপাখি, নতুন করে হবে তোমার আর আমার হলুদ যেটা প্রথমবার লুকিয়ে লুকিয়ে হয়েছে,আমার হলুদের স্পর্শ পেলেও এইবার সকলের সামনে তোমাকে হলুদ ছোঁয়াবো তবে তুমি তো জানো যে আমি কারো পরোয়া করি না তাই যেকোনো মুহূর্তের জন্য প্রস্তুত থেকো ৷

আরিশ কি করতে চলেছে আরূ তা বুঝতে পারল ভেবে মুচকি হাসি দিল,,,
__” আপনি কোথায়?”

এইতো আরাভের বাসা থেকে ওকে পিক করতে গিয়েছিলাম এরপর কমিউনিটি সেন্টারে যাচ্ছি ৷ আরাভের বাড়ির লোক সবাই চলে গেছে ৷
আর সাবধানে এসো কিন্তু আমার বেবিটার ও খেয়াল রেখো , আমি আম্মুর সঙ্গে তাড়াতাড়ি পৌঁছে যাব দেরি হলে কিন্তু পানিশমেন্ট হাই হয়ে যাবে বলে দিলাম ৷
আরোশী মুখের হাসির রেখা টেনে বললো,,,,,
__” আমার কাছে ছবি চাইলেন না তো? আপনার কী আমাকে দেখতে ইচ্ছা করছে না যে হলুদের পোশাকে আমাকে কেমন লাগছে !”

আরিশ মুখে হাসির রেখা ফুটিয়ে বলতে লাগলো,,,, __”নতুন ভাবে নতুন সাজে যখন তোমাকে দেখব তখন সামনাসামনি থেকেই দেখব মোবাইলের স্ক্রিনে নয় ৷
আচ্ছা আমি এখন ড্রাইভ করছি রাখছি এখন,নিজের আর আমার বেবিটার খেয়াল রেখো আর তাড়াতাড়ি আসো আমার আর তর সইছে না তোমাকে দেখার জন্য…..”
ফোনটা কেটে দিলো আরিশ,
__”ভাবিকে খুব ভালবাসিস তাই না?”

আরিশ আরাভের কথার পরিবর্তে বরাবরের মতোই ওর চিরচেনা হাসিটা মুখে ফুটিয়ে তুলল,,,, হাসিটা অনেক কিছুর প্রকাশ করে তাই আর কিছু বলল না
হয়তো আরাভ আরিশের এই মানেটা খুব ভাল ভাবেই বুঝতে পারছে ৷

কমিউনিটি সেন্টারের সামনে গাড়ি থামতেই আরূ আর সানা দুজনেই গাড়ি থেকে নেমে গেল….
চারিদিকে গান বাজছে, বিয়ে বাড়ির পরিবেশটা বেশ ভালোই জমেছে ৷

দূরে স্টেজে আরূর দুই পরিবার তার সঙ্গে আফজাল সাহেব দাঁড়িয়ে রয়েছেন ৷

আরিশ আর আরাভ ধীর পায়ে ওদের দুজনের দিকে এগিয়ে গেল , আরূর চোখটা ছলছল করছে , ভালোবাসার পুরনো স্মৃতিগুলোকে রঙিন করতে চাইলে হয়তো ভালোবাসাটা হয়তো দ্বিগুন হয়ে যায় যেমনটা আজকে আরূ অনুভব করছে ৷
তবে আজকের দিনে চোখের জল নয় মুখে হাসি ফুটিয়ে তুলতে চাইছে আরূ, তাই ঝটপট করে চোখের জলটা মুছে নিল নিয়ে আরিশের দিকে হাসিমুখে তাকালো,,,,,,

আরিশ একনজরে আরূকে দেখেই যাচ্ছে , চোখের পলক টাও পড়ছেনা যেন , এত দিনের অপেক্ষায় ছিল আরিশ ৷ আজ যেন চোখটা আরূকে দেখে সার্থক , হলুদ শাড়িতে , হলুদ ফুলের মালায় পুরো হলুদ পরী লাগছে আরুশিকে, এমন ভাবে কখনো দেখা হয়ে ওঠেনি আরূশিকে, আরিশের চোখেও জল চলে আসার উপক্রম তবুও নিজেকে অনেক কষ্টে সামলে রাখছে ও ৷আজ ওদের ভালবাসার পূর্ণতার প্রথম ধাপ….

হঠাৎ করে আরিশ আরূকে কোলে তুলে নীয়ে স্টেজের দিকে হাটতে লাগল, আরো তাড়াতাড়ি করে আরিশের গলাটা জড়িয়ে নিল, আরিশ ওকে কখনো আঘাত পেতে দেবে না ৷ আরু অবাক হলো না আরিশের কাজে কারণ ও প্রথম থেকেই এর জন্য প্রস্তুত ছিল, আরাভও সানাকে কোলে নিয়ে ভেতরে ঢুকলো , এতদিনে আরাভ ও রোমান্টিক হয়ে গেছে৷

সবার সামনে আরুকে নিয়ে গিয়ে আরিশ নামিয়ে দিল আরুকে ৷ সবাই মুচকি মুচকি হাসছে, অন্য সময় হলে আরু হয়তো লজ্জা পেত কিন্তু আজকে ওর মধ্যে কোনো জড়তা বা কোন আরষ্টতা কোন কিছুই নেই অত্যন্ত স্বাভাবিক আছে, কিন্তু এদিকে সানা লজ্জায় শেষ ৷
আরাভের ঐ খানিকটা হলেও লজ্জা লাগছে না পেরে মুচকি মুচকি হাঁসছে ৷

আরুর পরিবারের সবাই এগিয়ে এলো ওদের দিকে,
আরুর আম্মু ,,,,,
__”এবার তাহলে অনুষ্ঠানটি শুরু করা যাক ৷”

রেজোয়ানা আহমেদ,,,,
__” এইবার শুরু করলেই ভালো তাছাড়া আরূ মার শরীরটা যদি খারাপ হয় পরে! , তার দিকে একটু নজর রাখতে হবে ৷”
আরিশ মুচকি হেসে বলল ,,,
__”চিন্তা করবে না যতক্ষণ আমি ওর সাথে আছি ততক্ষনে ওর কিছু হতে দিব না ৷”

আর কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো ভালো হবে কারণ সানা আর আরাভের ইংগেজমেন্ট যদি এখন হয় তাহলে আই থিঙ্ক বেটার হবে ৷

আফজাল সাহেব বললেন,,,,,
__” এখনই হয়ে যাক তাহলে ৷”

সানার আর আরাভের হাতে দুটো আংটি দেওয়া হল, ওরা দুজন দুজনকে পরিয়ে দিল ৷ আরাভের পরিবারের সকলেই খুশি , সানাকে ওনার খুব পছন্দ করতেন প্রথম থেকে ৷

সানা আর আরাভ স্টেজে বসে আছে, আরুশি সেদিকে যেতে গেলে আরিশার খপ করে ওর হাত ধরে ফেললো ৷ আরু আরিশের দিকে ঘুরে তাকালো….
চোখের ইশারা করে আরিশ কে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে?
আরিশ এক ঝটকায় আরুর হাত টেনে ওর সাথে মিশিয়ে নিল, আশেপাশে কি আছে না আছে কোন কিছুই জানো ওর ধরাছোঁয়ার মধ্যে পড়ছে না ৷
আরুশি এবার বেশ লজ্জা পাচ্ছে ৷
আরিশ আরুর থুতনি ধরে মুখটা উঁচু করে বলল,,,, __”লজ্জা পাচ্ছ? বলেছিলাম না একদম লজ্জা পাবে না ৷”
আরূ আস্তে আস্তে বলল,,,,
__” কি হচ্ছে কি ছাড়ুন এখানে আশেপাশে সবাই দেখছে ,আর ক্যামেরাতেও রেকর্ড হচ্ছে ৷”

আরিশ এবার আরূকে বলল,,,,
__” যা হচ্ছে হতে দাও ৷”
বলে নিজের পকেট থেকে আংটি বার করে আরূর হাতে পরিয়ে দিল , তারপর ওর হাতে একটা চুমু দিল ৷
চারিদিকে সবাই হাততালি দিচ্ছে ৷
আরু তো ভাবতেই পারিনি যে আরিশ এমনটা করবে৷

__”আপনি কিভাবে?”

__”হমম আমি, বলে আরএকটা আংটি আরূর হাতে ধরিয়ে দিয়ে বলল ,
_””” এটা তুমি আমাকে পরিয়ে দাও৷”

আরো খুশি হয়ে আরিশের হাতে আংটিটা পরিয়ে দিল….
আংটি বদল শেষে আরআশ ওকে জড়িয়ে ধরল….
চারিপাশে সবার চোখেই জল ওদের ভালোবাসা দেখে….
দুজনকে স্টেজে বসানো হয়েছে…..
একে একে সবাই আরাভ আর সানাকে হলুদ ছোঁয়াচ্ছে, আরিশকে হলুদ ছোঁয়াতে আসলেই আরিস অনিকা খানকে থামিয়ে দিলেন ৷
__”আম্মু ওয়েট ,বলে বাটি থেকে সামান্য হলুদ তুলে নিয়ে নিজের গালে লাগিয়ে নিলো তারপর আরুর মুখটা ধরে আরুর মুখে নিজের মুখটা লাগিয়ে ও আরুর মুখে হলুদ মাখিয়ে দিল, আরূশির কপালে ভালবাসার পরশ একে দিল ৷ ভালোবাসা গুলো যেন নতুন করে রঙিন হয়ে যাচ্ছে ৷

__”নাও এবার তুমি হলুদ দাও ৷”

একে একে সবাই হলুদ দিচ্ছে,,,,,

চারিদিকে গান বাজছে, আরাভ আর সানার হাত ধরে নিয়ে গেল আরিশ আর আরাভের কাজিনরা , নাচ করেছে সবাই আর আরু আর আরিশ দুজনেই বসে বসে দেখছে,ওরা গেলে ভিড়ের মধ্যে আরুর সমস্যা হতে পারে সেই কারণে ৷

আরু আরিশের কানে কানে বলল,,,
__” আপনি যে আমাদের এংগেজমেন্টের করবেন বলেন নিতো?”

আরিশ আরুর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল,, __”আমাদেরও তো হয়নি , সেটা কেন অসম্পূর্ণ রাখি বল ৷”
আরু মুচকি হাসলো,,,,,

আরুর হাতে হাত রেখে সম্পূর্ণ অনুষ্ঠান টা শেষ করলো আরিশ….

চলবে,,,,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে