তোমাতেই পূর্নতা পর্ব-০৯

0
1173

#তোমাতেই_পূর্নতা
#পর্বঃ৯
#লেখিকা_নিদ্রানী_নিদ্রা

” এতো রাতে ছাদে কি করছেন ?

ছাদে দাঁড়িয়ে গেইম খেলছিল শুভ ! তিন্নির কথায় মুখ তুলে তাকালো । অন্ধকার রাতে তিন্নির শরীরের অবয় বুঝা যাচ্ছে , মুখটা অস্পষ্ট । মোবাইলটা পকেটে রেখে দুই হাত বুকের মাঝখানে বাজ করে রেখে তিন্নির উদ্দেশ্যে বলল ,

” আপনাকে খুঁজতে খুঁজতে চলে এসেছি ।

মুখ ফসকে কথাটা বলে ফেললো তিন্নি । শুভ গম্ভীর গলায় বলল ,

” আমাকে কেন খুজছো ?

” না … মা.মানে !

” কি মানে মানে করছো !

তিন্নি শুভর সামনে গিয়ে দাঁড়ালো । একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করে বলল ,

” আমি আপনাকে ভালোবাসি ।

হঠাৎ দমকা হাওয়ায় তিন্নির কথাটা কানে আসতেই শুভর সর্বাঙ্গ শীতল হয়ে গেল । কথাটার মধ্যে কি যেন আছে । শুভ কিছু বলতে গিয়ে ও বলতে পারছে না । তিন্নি অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকার পরও যখন কোনো উওর পেলো না , তখন আস্তে আস্তে চোখ মেলে তাকাল । তিন্নি কিছু বলবে তখন শুভ বলল ,

” রুমে গিয়ে ঘুমিয়ে পড় ।

তিন্নি আহত দৃষ্টিতে তাকিয়ে বলল ,

” আমাকে কি একটু ভালোবাসা যায় না ? আমি আপনাকে কখনো কষ্ট দিবো । আপনি তা বলবেন তাই শুনবো । শুধু আমাকে একটু ভালো বাসবেন ।

” অনেক হয়েছে তিন্নি আমি তোমার মুখ থেকে এসব কথা শুনতে চাচ্ছি না । এখন আমার সামনে থেকে যাও!

শুভর হৃদয় ভঙ্গন কথায় তিন্নি খুব কান্না আসছে । এখানে না দাঁড়িয়ে দৌড়ে রুমে চলে গেল । বালিশের মাঝে মুখ গুজে কান্না করছে । অনেকক্ষণ কান্না করে নিজেই নিজেকে সামলিয়ে শান্ত করল । হাতে দিয়ে চোখের পানি মুছে নিজেই বলল ,

” আমি আপনাকে আমার ভালোবাসার জোরে আমার করে নেব । আপনি না চাইলেও আমাকে ভালোবাসবেন।

কথাগুলো বলে ব্যাগ থেকে একটা ডায়েরি আর কলম বের করল । ডায়েরির পাতায় কিছু একটা লিখে পৃষ্ঠাটা ছিঁড়ে বাজ করে রেখে দিল । সবকিছু গুছিয়ে পাড়ি দিল ঘুমের রাজ্যে ।

———————-

সকালে বর্ষার ঘুম ভাঙ্গতেই দেখল বর্ষা আয়ানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে । বর্ষা দ্রুত আয়ানকে ছেড়ে দিয়ে উঠে বসলো । বর্ষার রুমে কোলবালিশ নেই তাই মাঝখানে কোলবালিশ দিতে পারে নি । ঘুমের মধ্যে আয়ানকে জড়িয়ে ধরেছিল বর্ষা । বর্ষা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। বর্ষা রুম থেকে বেরিয়ে এসে দেখলো তিন্নি শুভর রুম থেকে বেরিয়ে আসছে । বর্ষা তিন্নির সামনে দাঁড়িয়ে সন্দিহান গলায় বলল ,

” ভাইয়ার রুমে কি করছিলি ?

তিন্নি বর্ষার কাঁধে দুই হাত রেখে দুষ্ট হেসে বলল ,

” তর ভাইয়াকে প্রেমের প্রস্তাব দিতে গিয়েছিলাম । কিন্তু তর ভাইয়া তো কুম্ভকর্মের মতো ঘুমাচ্ছে তাই ব্যর্থ হয়ে ফিরে আসলাম ।

বর্ষা তিন্নির মুখের দিকে তাকিয়ে কোমরে দুহাত রেখে বলল ,

” তুই তো মহা বেদ্দপ মহিলা । আমার সামনে দাঁড়িয়ে আমার ভাইয়াকে প্রেমের প্রস্তাব দিতে গিয়েছিস তা আবার মুখ ফুটে বলছিস ।

” কি করবো বল ? প্রেমে পড়লে এরকম বেদ্দপ মহিলা হতে হয়। না হলে তো প্রেমে সফল হতে পারবো না ।

” হয়েছে হয়েছে ! রুমে গিয়ে রেডি হয়ে নে । আমরা নাস্তা করে বেরিয়ে পড়বো ।

————–

শুভ ঘুম ভাঙতেই আড়মোড়া ভেঙ্গে উঠে বসল । বিছানা থেকে নামতে যেতেই চোখে পড়ল বাজ করে রাখা কাগজে । শুভ ভ্রু কুঁচকে কাগজ টা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলো । তারপর কাগজের বাজ খুলে গোটা গোটা অক্ষরে লেখাগুলো পড়তে লাগলো ,

প্রিয় আপনি ,

আপনাকে কি বলে সম্বোধন করবো বুঝতে পারছি না । তাই ‘ প্রিয় আপনি ‘ বললাম । আচ্ছা আপনাকে এতো সুন্দর করে কথা বলতে কে বলেছে ? আপনার কি একটুও দয়া মায়া নেই ? আপনি কেন আমার মনটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেলেন ? জানেন , আমি আপনাকে নিয়ে প্রতিনিয়ত স্বপ্নবুনী । এক সুখ রাজ্যের স্বপ্ন । যেখানে শুধু আমি আর আপনিই আছি আর আছে এক সমুদ্র ভালোবাসা । আমায় একটু ভালোবাসুন না ! আমি আপনার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি । আপনি বড্ড নিষ্ঠুর ! আমাকে বুঝেও বুঝেন না । এই যে শুনুন , নিষ্ঠুর বললাম বলে রাগ করলেন ? প্লিজ রাগ করবেন না ।

‘ আমি আপনাকে ভালোবাসি , শুনছেন ভালোবাসি আপনাকে । আপনি আমায় এক বিন্দু ভালোবাসা দিয়েন , আমি আপনার হয়ে যাব । ভালোবাসবেন কি আমায় ?

ইতি

“””””” তিন্নি “”””””

#চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে