তোমাকে_চাই (Season 2) পার্ট_২

0
2649

তোমাকে_চাই (Season 2) পার্ট_২
#আরবি_আরভী
উনাকে বোঝানোর আমার কোন ভাষা নেই যে উনি অন্য মেয়েদের সাথে কথা বললে আমার কি পরিমাণ খারাপ লাগে?)।।
উনি চেয়ার থেকে উঠে দু হাত দিয়ে আমার মুখটা উপরে উঠিয়ে নিজে থেকেই বলতে লাগলেন,,,
-ঐশীর কারনে মন খারাপ??,,, জ্বলচ্ছিস নাকি,,(একটা ডেভিল মার্কা হাসি দিয়ে),,,
-একদম না,,, আপনে যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলেন আমার কি??
কথাটা বলে তাকে একটা ধাক্কা দিয়ে দৌড়ে নিজ রুমে চলে এলাম,,,,তারপর নিজে নিজে বিরবির করতে লাগলাম।।ভাবে কি নিজেকে হুমম,,,, উনি কি এই গ্রহে এক পিছই আছেন নাকি।। আজকে আমি যদি এমন করতাম তাহলে তো এতক্ষণে ৪-৫ থাপ্পড় দিয়ে ফেলতেন কিন্তু নিজের সময় সব ঠিক।। শয়তান, কুত্তা, বিরাল।। আমি নিসা আর কখন তোর ধারে কাছেও যাব না তুই থাক তোর জান নিয়ে।।।????
পরেরদিন বিকেলে মিঠি আপু সবার জন্য নুডলস রান্না করছেন,, সবাই তার হাতের নুডলস খাওয়ার জন্য অধীর অপেক্ষায় ড্রইং রুমে বসে আছে।। আমার উনিও আছেন।।।। আমি তার নুডলসের সেই ফ্রেন্ড অনেক মজা করে আপু এই রেসিপিটা করতে পারেন,,,,যাইহোক রান্না শেষে মিঠি আপু পিরিচে করে সবার জন্য নুডলস নিয়ে ড্রইং রুমের দিকে এগুতে লাগলেন আর যাওয়ার সময় বলে গেলেন আমি যেন আমার পাশে থাকা দুটি পিরিচ নিয়ে আসি তার হাতে জায়গা নেই তাই তিনি নিতে পারচ্ছেন না।। আমিও মাথা নেড়ে তাকে জবাব দিলাম যে আমি আনছি,,,,,পিরিচ দুটো হাতে নিতেই আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো।।
ব্যাটা আমার সামনে অন্য মেয়েদের সাথে কথা বলিস,, দেখ আজকে আমি তোর কিভাবে ক্লাস নেই।।। কথাগুলো ভাবছি আর একটা পিরিচে মরিচের গুড়ো ঢালছি তো ঢালছি,,, এবার দেখ কেমন লাগে।।,,কথাটা বলে একটা বাকা হাসি দিলাম তারপর দুটো পিরিচ দু হাতে নিয়ে দ্রুত বেগে উনার সামনে মরিচ দেয়া পিরিচটা হাজির করলা,,,,হাঁপাতে হাঁপাতে উনাকে বললাম,,,,
-এই নেন আপনার জন্য,,,
উনি মোবাইল চালানো বাদ দিয়ে কিছুক্ষণ আমার দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকালেন,, আমি একটা মিথ্যে হাসি দিয়ে উনাকে পিরিচ টা নিতে ইশারা করছি আর মনে মনে ভাবছি (একবার শুধু নুডলসটা খাও তারপর সব বোঝে যাবে চান্দু),,, উনি আমার সব ভাবনায় পানি ফেলে।। আমাকে অবাক করে দিয়ে হুট করে আমার অন্য হাতে থাকা নুডলসের পিরিচটা নিয়ে খেতে খেতে বললেন,,,
-উঁহ,,,,অনেক মজা হইছে মিঠি তেরা কয়ী জাভাব নাই,,
আমি উনার রাগান্বিত ভাবে তাকিয়ে বলে উঠি,,,,
-কি হল আপনে আমার পিরিচটা নিলেন কেন????
-এইটা নেই আর অইটা নেই একি তো কথা,, আমাকে যেটা দিচ্ছিলি অইটা তুই খেয়ে নে তাহলেই তো হয়,, (একটা মুচকি হেসে)?
আমি জাস্ট টাস্কি খেয়ে দাঁড়িয়ে আছি আর ভাবছি এখন বোঝি এই একগাদা মরিচ মেশানো নুডলস আমাকে খেতে হবে ??
সবাই খেয়ে প্রায় শেষ করে ফেলছে কিন্তু আমি খাচ্ছি না চামচ দিয়ে সুধু নুডলস গুলো নাড়াচ্ছি কি আর করব মুখে দেয়ার সাহস নেই মিঠি আপু বিষয়টা লক্ষ্য করে একটু কৌতুহলী হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন,,
-কি রে নিসা খাচ্ছিস না কেন,,,,মজা হয়নি??
-না না অনেক মজা হইছে আপু,, ( সবাই তাকিয়ে আছে তাই একটা মিথ্যে হাসি দিয়ে)
-তাহলে খাচ্ছিস না যে??
কারে দেখাবো আমার মনের দুঃখ গো আমি বুক ছিড়িয়া।। এই নুডলস তো আর নুডলস না এইগুলো হল বিষ,,,,,, মিঠি আপুকে তাল মিলিয়ে রেহান ভাইয়াও শুরু করলেন,,,
-খেয়ে নে নিসা,, মিঠি এত্ত আশা করে বানিয়েছে সবার জন্য,,,,
সবার জোরা জুড়িতে একপ্রকার বাধ্য হয়ে এক চামচ নুডলস মুখে দিয়ে বললাম,,,,
-না কই এইতো খাচ্ছি,,,,হুম্মম অনেক মজা আপু।। (সত্যি টা শুধু আমি জানি সাড়া মুখ আমার ঝালে জ্বলে যাচ্ছে,, কিন্তু প্রকাশ করতে পারচ্ছি না শরীরটা ঘেমে একাকার হয়ে গেছে,,,,)??
(চলবে)

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি মাসে জিতে নিন নগদ টাকা এবং বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

গল্পপোকার এবারের আয়োজন
ধারাবাহিক গল্প প্রতিযোগিতা

◆লেখক ৬ জন পাবে ৫০০ টাকা করে মোট ৩০০০ টাকা
◆পাঠক ২ জন পাবে ৫০০ টাকা করে ১০০০ টাকা।

আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এই লিংকে ক্লিক করুন: https://www.facebook.com/groups/golpopoka/?ref=share

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে