তোকে চাই❤পর্ব:১৪+১৫+১৬

0
4625

তোকে চাই❤পর্ব:১৪+১৫+১৬
#writer:রোদেলা❤
#part:14


উনি আমাকে উনার মুখের কাছে দেখেই 5G স্পিডে উঠে বসলেন,,,ভ্যাবাচ্যাকা ভাবটা কাটিয়ে,,, চোখে -মুখে রাগ ফুটিয়ে বলে উঠলেন,,,

এই মেয়ে??কি করছিলে আমার উপর???

আ,,,মি আ,,,মি(ভয়ে ঢোক গিলে)

কি আমি আমি করছো??টেল মি,,কি করছিলে??(রাগী চোখে)

দে,,দেখছিলাম,,দেখছিলাম,,,(জোর করে হাসার চেষ্টা করে)

কি দেখছিলে??(ভ্রু কুঁচকে)

আপনাকে,,,

হোয়াটটটটটট????(চেঁচিয়ে)

ন,,না মা,,মানে আপনি জেগে আছেন কি না,,, সেটা দেখছিলাম,, (দাঁত বের করে একটা হাসি দিয়ে)

জেগে আছি কি না সেটা দেখার জন্য কি কলিজার উপর উঠে বসতে হয়??(তীক্ষ্ণ কন্ঠে)আর কেনই বা এতো দেখাদেখি???আমি ঘুমিয়ে থাকলে কি প্রতিশোধ নিতে নাকি???(ভ্রু নাচিয়ে)

ছি ছি,,কি যে বলেন না।।আমি প্রতিশোধ নিতে যাবো কেন??আমি তো আরো সরি বলতে চাইছিলাম,,,তাই চেক করছিলাম,,, আপনি জেগে আছেন কি না।।।সকাল সকাল আপনাকে সরি বললে দিনটা ভালো যাবে,, তাই ভাবলাম……(ডাহা মিথ্যা কথা)

কেনো??তুমি কেনো সরি বলবা?(সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে)

না মানে,,,কাল গাড়িতে আপনাকে কি না কি বলেছি তাই,,,হাজার হলেও আপনি আমার কত্তো বড় ভাইয়া,,,ওহহ, সরি সরি জামাই,,বুইড়া জামাই।।(ইনোসেন্ট মার্কা ফেস নিয়ে)

তুমি আমাকে আবার বুইড়া বললা??(ভ্রু কুচঁকে)

সেজন্যই তো সরি বলবো,,,আপনি একটু চোখটা বন্ধ করুন আমি সরি বলে চলে যাই,,,,আজ কোচিং-এর ফাস্ট দিন,,আমি লেট করতে চাই না।।প্লিজজ….

এক মিনিট,,, এক মিনিট,,,,তুমি সরি বললে আমাকে চোখ বন্ধ করতে হবে কেন??

আমার লজ্জা লাগে,,,(নিচের দিকে তাকিয়ে)

কিহহ,,,তোমার লজ্জাও আছে??(অবাক হয়ে)এনিওয়েস,,সরি বলতে কারো লজ্জা লাগে বলে আমার জানা ছিলো না।।

আমার লাগে,,করুন না একটু চোখটা বন্ধ,,প্লিজজ

উফফফ,,,ওকে করলাম চোখ বন্ধ,,,তাড়াতাড়ি সরি বলে উদ্ধার করো,,,

উনি বিরক্তি নিয়ে চোখ বন্ধ করলেন,,আমিও কম কিসে??উনি চোখ বন্ধ করা মাত্রই উনার ঠোঁটে জোড়ে একটা কামড় দিয়ে বসলাম,,,আর কামড় দিয়েই দৌড়।।এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেলাম।।দরজা লাগানোর সময় দেখলাম উনি হ্যাং মেরে বসে আছেন।।।আমার এই মুহূর্তে অনেক হাসি পাচ্ছে,,,বেশ করেছি,,,কেনো করবো না??কত্তো কিউট করে একটা কিস করতে চাইলাম আর মহাশয় দিলেন আমায় বাঁশ।।।এখন বুঝো মজা,,,কামড় খেতে কেমন লাগে??ওয়াশরুমে আগে থেকেই কাপড় রাখা ছিলো,,তা দিয়ে গোসল করে রেডি হয়ে নিলাম,, কিন্তু বের হওয়ার সাহস পাচ্ছি না,,,,,উনি আমার সাথে ঠিক কি কি করতে পারেন এসব নিয়েই ভাবছি।।ক্ষুধাও পেয়েছে ব্যাপক আর কোচিং এর জন্যও লেট হচ্ছে,,,বের তো হতেই হবে।।।আল্লাহ,, আল্লাহ করে দরজা খুলে,,, একটা পা দরজার বাইরে রাখতেই,,,কেউ একজন আমার হাত টেনে ধরলো,,,কিছু বুঝে উঠার আগেই দেয়ালের সাথে শক্ত করে চেঁপে ধরলো আমায়,,,, ভয়ে আমি চোখ খিঁচে বন্ধ করে নিলাম।।আমার মুখের উপর কারো গরম নিশ্বাস অনুভব করতে পারছি,,,ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকাতেই,,,উনার ফর্সা মুখটা চোখে পড়লো,,তারসাথে একজোড়া রাগী চোখ।।ভয়ে আমি ঢোক গিলে যাচ্ছি বারবার।।কি করে এবারের মতো বাঁচা যায় এই চিন্তায় চালছে মাথায়।।

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি মাসে জিতে নিন নগদ টাকা এবং বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

গল্পপোকার এবারের আয়োজন
ধারাবাহিক গল্প প্রতিযোগিতা

◆লেখক ৬ জন পাবে ৫০০ টাকা করে মোট ৩০০০ টাকা
◆পাঠক ২ জন পাবে ৫০০ টাকা করে ১০০০ টাকা।

আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এই লিংকে ক্লিক করুন: https://www.facebook.com/groups/golpopoka/?ref=share

কি করলা এটা??(দাঁতে দাঁতে চেপে)

ক,,কি করছি??(ভয়ে ভয়ে)

কি করছো,, জানো না তুমি???(পাশের দেয়ালে ঘুষি দিয়ে)

উনার কাঁধের উপর দিয়ে দরজার দিকে ভয় ভয় চোখে তাকিয়ে বললাম,,,,”মামানি তুমি??এ,,,এখানে??”,,,তাতেই কাজ হলো,,উনি আমার মুখের রিয়েকশন আর কথা শুনে একরাশ ভয় নিয়ে পিছনে তাকাতেই দিলাম দৌড়।।কিন্তু শেষ রক্ষা হলো না,,দরজা পর্যন্ত যাওয়ার আগেই উনি আমার হাতটা জোড়ে চেপে ধরে উনার বুকের সাথে আমার পিঠ লাগিয়ে,,দাড় করালেন।।হাতটা ভীষন জোড়ে চেপে ধরে বলে উঠলেন,,,”খুব বুদ্ধি মাথায়,, তাই না??”,,উনার প্রতিটি নিশ্বাস আমার ঘাড়ে পড়ছে,,,আর আমি কেঁপে কেঁপে উঠছি,,,উনাকে এভাবে কখনো এতো কাছে পাই নি,,,কিন্তু এখন অনুভব করার সময় নয়,,,নিজেকে বাঁচাতে হবে।।নয়তো এই খাটাশটার হাতে নির্ঘাত মৃত্যু।। এসব ভেবেই উনার পায়ে দিলাম এক লাথি,,,আকস্মিক ঘটনায় উনার হাতটা একটু ঢিল হয়ে আসতেই আমি ছুটে পালালাম,,,এবার আমায় পায় কে??সোজা মামানি আর মামুর সাথে খাবার টেবিলে বসে গেলাম।।।প্রায় ১০ মিনিট পর উনি ডাইনিং এ আসলেন।।এতো তাড়াতাড়ি কেমনে রেডি হলেন আল্লাহ জানে,,,১০ মিনিটে আফিসের জন্য পার্ফেক্টলি রেডি হয়ে আসছেন,,,হোয়াইট শার্ট আর ব্ল্যাক ব্লেজারে একদম ড্যাশিং লাগছে,,কিন্তু ঠোঁটের কোনে একটু কালচে হয়ে আছে,,,মনে হচ্ছে কেটে গেছে,,,তাহলে কি আমার কামড়ে??বাহ্ রোদ,,,তোর দাঁতের পাওয়ারও তো হেব্বি।।?মামুর ডাকে ভাবনার প্রহর কাটিয়ে মামুর দিকে তাকালাম,,,,

রোদ মা?

জি মামু?

আজ তো ফাস্ট ক্লাস,,,মন দিয়ে পড়াশুনা করবে।।

আমি মাথা হেলিয়ে সম্মতি জানাতেই মামু বলে উঠলেন,,,

সবাই শুনে রাখো,,আজ থেকে রোদ মাকে কেউ কোনো কাজ করতে বলবে না।।এখন ওর পড়ার সময়,,,কোনো ডিস্টার্বেন্স আমি টলারেট করবো না,,,আর রোদ মা??

হুম,,?

তোকে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে শুধু আমাকে বলবি,,ওর ক্লাস নেওয়ার দ্বায়িত্ব আমার,,

মামুর কথাটা শুনেই মনে লাড্ডু ফুটে গেলো,,,এতো বড় সুযোগ এই জন্মে আবার পাবো বলে তো মনে হয় না।।।এই জামাই নামক হনুমানটাকে হানিমুনে পাঠানোর এটাই উপযুক্ত সুযোগ।।

তোমার ছেলেই তো আমাকে বিরক্ত করে,,,(মুখ গোমড়া করে)

আমার ছেলে?(অবাক হয়ে),,শুভ্র ভাইয়াও আমার দিকে রাগী চোখে তাকালো,,,

এই যে,,এই যে,,দেখো,,,,কিভাবে তাকাচ্ছে আমার দিকে।।উনার এই চাহনীর অর্থ কি জানো??রুমে চলো তারপর বুঝাচ্ছি মজা।।।(কাঁদো কাঁদো হয়ে)

শুভ্র?তুমি রোদ মা কে চোখ দিয়ে তাই বুঝাতে চাইছো??(ভ্রু কুচঁকে রাগী গলায়)

না বাবা,,,ওর কথা তুমি বিশ্বাস করছো??যত্তসব ফালতু কথা,,

কি আমি ফালতু কথা বলছি??এখন তো ফালতুই হবে,,,মামু তুমিও নিশ্চয় ওনার কথা বিশ্বাস করবে??করবেই বা না কেন,,নিজের ছেলে বলে কথা,,,আমি তো পরের মেয়ে(ন্যাকা কান্না করে)

মামু এবার পড়লেন মহাবিপদে,,উনি যে কনফিউজড এটা উনার চোখে মুখে স্পষ্ট।।আগুনে ঘি ঢালার জন্য আমার হাতটা মামুর দিকে এগিয়ে দিয়ে বললাম,,,

বিশ্বাস হচ্ছে না তো??এই দেখো,,আমার হাতটা কেমনে কালচে হয়ে গেছে,,

এটা কিভাবে হলো??(উদ্বিগ্ন কন্ঠে)

আমি উনাকে ডেকে তুলেছি বলে হাত মুচড়ে দিয়েছেন।।।

এবার মামানি চেঁতে গেলেন,,,রাগী দৃষ্টিতে উনার দিকে তাকিয়ে বললেন,,,

ছি শুভ্র,,,তুই নিজের বউয়ের সাথে এমন ব্যবহার করিস??আমি তোর থেকে এমন কিছু আশা করি নি,,,আজ থেকে রোদ যা বলবে তাই করবি,,,যদি আবার এমন কিছু শুনি তো আমি এই বাড়ি থেকে বেরিয়ে যতে দুবার ভাববো না।।।

এই কথা বলেই মামানি দাঁড়িয়ে পড়লেন,,,মামানি যে এতো সিরিয়াস হয়ে যাবে ভাবি নি,,,উনার দিকে তাকাতেই দেখি,,উনি পুরো আগ্নেয়গিরি চোখের মধ্যে ঢুকিয়ে আমার দিকে তাকিয়ে আছেন,,,কি ভয়ানক ব্যাপার।।তাড়াতাড়ি চোখ সরিয়ে মামুর দিকে তাকালাম,,,মামুও ব্যাপারটা হজম করতে পারে নি,,,তবে মামানির কথায় হতবাক হয়েছেন ঠিক।।

যে বাড়িতে আমার বউমাদের রেসপেক্ট থাকবে না,,,সেই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না,,মনে থাকে যেনো।। বলেই রান্না ঘরে চলে গেলেন মামানি।।।এবার মামু শুভ্রর দিকে তাকিয়ে বলে উঠলেন,,,

কারো জন্য যদি আমার একটা মাত্র বউ বাড়ি ছেড়ে যায়,,তাহলে আমি তাকে তেয্যপুত্র করবো,,,,,

ব্যাপারটা যে বেশ খারাপ দিকে এগিয়েছে তা বুঝতে পারছি,,,তবে একদিকে ভালোই হয়ছে,,,এবার মিষ্টার “আবরার শুভ্র” বুঝবে “নৌশিন রোদেলা” কি জিনিস।।।

শুভ্র?রোদ মা কে যাওয়ার সময় কোচিং এ নামিয়ে দিয়ে যাবে।।।রোদ মা যাও,,,,

উনি কোনো কথার উত্তর না দিয়েই উঠে চলে গেলেন,,,উনি যে ভয়ানক রেগে আছেন,,তা উনার চোখে মুখে ষ্পষ্ট,,,আমিও মামুর দিকে তাকিয়ে শুকনো একটা হাসি দিয়ে,,,ভয়ে ভয়ে উনার পেছন পেছন উঠে চলে এলাম।।ক্রমাগত দোয়া-দরুদ পড়ছি,,,,,বাড়ির বাইরে এসে দেখলাম উনি গাড়িতে বসে আছেন,,রাগে চোখ-মুখ লাল হয়ে আছে।।আমি আর কোনো ঝামেলা না করে গাড়িতে উঠে বসলাম,,,


রাত ১১ টা,,, বিছানায় বই খাতা ছড়িয়ে,, পা মেলে দিয়ে বসে আছি৷ একটা টপিক কিছুতেই আমার মাথায় ঢুকছে না।।তাই খুব মনোযোগ দিয়ে কলম কামড়ে চলেছি।।হঠাৎই উনি ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকলেন।।রুমে ঢুকেই থমকে দাঁড়ালেন,, কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ফোনটা কেটে পকেটে রাখলেন,,,তারপর আমার দিকে তাকিয়ে দিলেন এক ধমক,,,

বিছানার কি অবস্থা করেছো তুমি??এভাবে বই-খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখেছো কেন??(রাগী চোখে)

আমার মাথায় পড়া না ঢুকলে আমি এমনি করি,,(মুখ গোমড়া করে)

তারমানে এই মুহূর্তে তোমার মাথায় পড়া ঢুকছে না??(ভ্রু কুঁচকে)

নাহ,,,এই টপিকটা বুঝতেই পারছি না,,(ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ফেস করে)

উনি আমাকে অবাক করে দিয়ে মুচকি হেসে আমার পাশে বসে বইটা নিজের কাছে টেনে নিয়ে বলে উঠলেন,,,”আসো,,আমি বুঝিয়ে দিচ্ছি”।।।উনি আমাকে পড়া বুঝাচ্ছেন আর আমি একদৃষ্টে উনার দিকে তাকিয়ে আছি,,,আচ্ছা,,মানুষটাকে এতোটা সুন্দর হওয়ার কি দরকার ছিলো??উনাকে দেখলে যে আমার হার্ট আট্যাক হওয়ার অবস্থা হয়,,তা কি উনি জানেন??উনার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ আসছে,,,,এই গন্ধটাই আমাকে পাগল করার জন্য যথেষ্ট।।। উনি আমাকে পড়া বুঝিয়ে,,, উঠে ওয়াশরুমে চলে গেলেন।।যাওয়ার সময় বিছানা ঠিক করতে বললেন উনি ঘুমাবেন,,, আমি মন খারাপ করে বসে আছি,,কি এমন ক্ষতি হতো??যদি আরেকটু সময় আমার সাথে বসতেন,,হুহ।।উনি ওয়াশরুম থেকে বেরিয়েই অবাক হলেন,,,আমাকে আগের মতোই বসে থাকতে দেখে,,,

কি ব্যাপার??বিছানা ঠিক করো নি কেন??

এমনি(মুখ ফুলিয়ে)

কি হয়েছে??এভাবে মুখ ফুলিয়ে আছো কেনো??(ভ্রু কুঁচকে)

আইসক্রিম খাবো,,

কিহ??আর ইউ মেড??কয়টা বাজে জানো??১২ঃ৩০।।এত্তো রাতে তুমি আইসক্রিম খাবা??লাইক সিরিয়াসলি??

ইয়াহ,,আম সিরিয়াস,,,(বলেি এক লাফে উনার,সামনে এসে দাঁড়িয়ে হাত ধরে টানাটানি শুরু করে দিলাম)

আরে,,আরে,,কি সমস্যা তোমার??এভাবে হাত ধরে টানছো কেন??ছাড়ো বলছি,,,, (রাগী গলায়)

না ছাড়বো না।।।আপনি এখন আমার সাথে আইসক্রিম খেতে যাবেন ব্যস,,তাও হেঁটে হেঁটে,,হুহ

ইম্পসিবল,,,, আমি এখন কোথায় যাবো না,,সরো সামনে থেকে,,

যাবেন না তো??

না,,

ওকে,,আমি যাচ্ছি,,মামুর কাছে,,(মুখ ভেঙিয়ে)

এই এই,,বাবার কাছে কেনো যাবা??(ভ্রু কুঁচকে)

বিচার দিতে,,,আমি উনাকে বলবো যে,,আপনি আমাকে…..

আমি তোমাকে কি??(রাগী চোখে)

ওটা আমার আর মামুর ব্যাপার,,নান অফ ইউর বিজনেস,,হুহ

এই এই দাড়াও,,,

কি??

যাবো,,

কই যাবেন??

আইসক্রিম খেতে(দাঁতে দাঁত চেপে)

দ্যাটস লাইক আ গুড বয়।।(দাঁত কেলিয়ে)হেঁটে যাবো কিন্তু,,,কার ইজ নট এলাউড,,

ওকে(রাগ চেপে)এবার চলো?

শুভ্র আর আমি পাশাপাশি হাঁটছি,,, আমি খুব ইনজয় করছি,,উনি কেমন ফিল করছেন,, জানি না।।হয়তো বিরক্ত হচ্ছেন।।হলে হলো,,,তাতে আমার কি??আমার স্বপ্ন তো পূরন হচ্ছে।।।আমার ছোট্ট বেলা থেকে ইচ্ছা,,আমি আমার বরের সাথে,,,হাতেহাত রেখে রাতের আকাশ দেখবো।।আমাদের হাতেহাত না থাকলেও আমি খুশি উনি পাশে তো আছেন,,,এটাই তো অনেক,, তাই নয় কি??আমি নিজের মতো বকবক করে যাচ্ছি আর উনি নির্বাক শ্রোতার মতো আমার পাশাপাশি হাঁটছেন,,,হঠাৎ উনি দাঁড়িয়ে পড়লেন,,,,

#চলবে,,,,

#তোকে চাই❤
#writer:রোদেলা❤
#part:15


একটা আইসক্রিম পার্লারের সামনে উনি দাড়িয়ে পড়লেন,,আমাকে ভিতরে যেতে বলতেই আমি মানা করে দিলাম,,যে আমি আইসক্রিম পার্লারে যাবো না।।উনি অবাক চোখে জিগ্যেস করলেন,,,

ঢুকবে না তো আইসক্রিম খাবে কেমনে??

কেনো রাস্তায়,,

এসব পাগলামোর মানে কি রোদ??(বিরক্ত হয়ে)

আপনি আইসক্রিম আনুন,,আমরা হাঁটতে হাঁটতে খাবো,,,(মুখ গোমরা করে)

হোয়াট ননসেন্স?

আপনি যাবেন??নাকি আমি মামুকে বাসায় গিয়ে বলবো?

যাচ্ছি,,,(দাঁতে দাঁত চেপে)

উনি আইসক্রিম আনতে গিয়েছেন প্রায় দশমিনিট হতে চললো,,,এখনো আসছেন না,,এদিকে আমার বড্ড অস্বস্তি লাগছে,,, ভয়ও লাগছে ব্যাপক।।আমার ভয় আর অস্বস্তির প্রধান কারন হলো,,আমার থেকে একটু ডিসটেন্সে দাঁড়িয়ে থাকা তিনটে ছেলে।।ছেলেগুলো খুব বিশ্রীভাবে আমার দিকে তাকিয়ে আছে।।ব্যাপারটা আমার হজম হচ্ছে না,,ছেলেগুলোকে আমার দিকে এগিয়ে আসতে দেখেই আমার হাত -পা কাঁপতে লাগলো,,বার বার এদিক-ওদিক তাকাচ্ছি,,যদি উনাকে দেতে পাই,,কিন্তু না,,তার তো কোনো খোঁজ খবরই নেই।।।ছেলেগুলো আমার কাছাকাছি এসে থেমেগেলো,,,তাদের মধ্যে লম্বা করে ছেলেটা বলে উঠলো,,

মাম্মা,,,এ তো একদম বম্বে মরিচ রে,, সেইরম হট,,(দাঁত কেলিয়ে)

আরে মামা,,মরিচ না রে এ তো পুরাই স্ট্রবেরী আইসক্রিম,,,

ওদের ভঙ্গিমা আর কথায় আমার রীতিমতো কাঁপুনি ধরে যাচ্ছে,,চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে,,মনে হচ্ছে শেষ রক্ষা বুঝি হলো না,,,উনি কোথায়??প্লিজ তাড়াতাড়ি আসুন প্লিজজজ,,মনে মনে শুধু একটা দোয়াই করছিলাম।।মন বলছিলো উনি পাশে থাকলে আমি সবচেয়ে বেশি সেফ,,,, ওদের একজন আমার দিকে আরেকটু এগিয়ে এসে বললো,,

আরে চুপপপ কর তোরা,,,,বোম্বে চিলি না আইসক্রিম,, সেটা তো টেস্ট করেই বুঝা যাবে,,,,কি বলো গো ফুলটুশি??(বিশ্রী একটা হাসি দিয়ে)

আমি দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলছি,,,,ব্রেন ক্রমাগত বলে চলেছে,,,,রোদ পালা,,,রোদ পালা।।।কিন্তু বেহায়া পা তাতে সাড়াই দিচ্ছে না।।ছেলেটা আমার দিকে আরেকপা এগিয়ে এলো কিন্তু আমি একচুল নড়লাম না,,আসলে নড়তে পারছিলাম না,,,মনে হচ্ছে কেউ আমার পা দুটো মাটির সাথে সেটে দিয়েছে।।

এই তোরা কিসবের কথা বলছিলি,,,আমার তো একে পুরাই লাল গোলাপ লাগছে রে,,,,শরীরটাও মনে হচ্ছে ফুলের মতো নরম,,,,,আর ঠোঁট,,(বলেই হাত এগিয়ে দিলো)

আমি ভয়ে আর ঘৃনায় সাথে সাথেই চোখ বন্ধ করে নিলাম।।কয়েক সেকেন্ড পরও সব নিশ্চুপ,, কোনো আওয়াজ না আসায়,,ধীরে ধীরে চোখ খুলে তাকালাম,,,ছেলেগুলো ভয়মিশ্রিত চোখে আমার পাশে দাঁড়িয়ে থাকা কাউকে দেখছে,,আমিও ভয়ে ভয়ে তাকালাম,,,শুভ্র দাড়িয়ে আছে,,,একহাতে আইসক্রিমের মাঝারি সাইজ বাক্স আর অন্য হাতে আমার দিকে এগিয়ে আসা ছেলেটির হাত চেপে ধরে রেখেছে শক্ত করে,,,,চোখে মুখে রাগ স্পষ্ট,,,,তবু মুখে একটা বাঁকা হাসি টেনে নিয়ে বললেন,,,

কি রে ভাই??তোরাই না বলছিলি যে দেখতে নাকি পুরাই গোলাপ ফুল,,,তো এটা কেমনে ভুলে গেলি যে গোলাপ ফুলের সাথে কাটা থাকে,,,ফুল পেতে হলে তো কাটার ব্যাথাও সহ্য করতে হবে(ছেলেটির হাত মোচড়াতে মোচড়াতে)তাই না??(দাঁতে দাঁত চেপে)আর এই ফুলের কাটা হলাম আমি,,,এবার কাঁটার গুতা খাওয়ার পালা বস।।।

ছেলেগুলো হয়তো উনাকে আগে থেকে চিনে,,,আবার নাও হতে পারে কিন্তু ওদের মুখের অবস্থা দেখে মনে হচ্ছে তারা ব্যাপক ভয় পেয়েছে,,,একজন তো রীতিমতো কাঁদো কাঁদো কন্ঠে বলেই উঠলো,,,

ভাই সরি ভাই,,,মাফ করে দেন ভাই।।।আসলে ভুল করে একটু মাল খেয়ে ফেলছিলাম তাই টাল হয়ে,,, এমনটা করে ফেলেছি,,সরি ভাই।।।

সরি??শালা তোর সরি দিয়ে কি জুস বানায় খাবো,,,,যে ফুলের গায়ে ভ্রমর বসলেও আমার সহ্য হয় না সেই ফুলকে দুমড়ে -মুচড়ে দেওয়ার জন্য হাত বাড়িয়েছিস তোরা,,,এতো সহজে ছেড়ে দিবো??হাত কেটে রেখে দিবো(চিৎকার করে)

আমি অবাক চোখে তাকিয়ে আছি,,,উনি এভাবে রিয়েক্ট করবেন ভাবি নি,,উনাকে দেখামাত্রই সব ভয় গুলো যেনো পাখা মেলে উড়ে গেছে।।আচ্ছা?উনি কি আমার জায়গায় অন্য মেয়ে থাকলেও এমনটাই করতেন??হয়তো,,,,, কথাটা ভেবেই মন খারাপ হয়ে গেলো,,উনি আমার দিকে এক পলক তাকিয়ে হাতের আইসক্রিমের বক্সটা এগিয়ে দিলেন।।।দিতে দিতে বললেন,,,,

রোদ,,,আইসক্রিম খাবা বলছিলা,,,টেক ইট।।।বেশ কিছু আইসক্রিম আছে এতে,,,একটা বের করে খেতে খেতে লাইভ ড্রামা ইনজয় করো,,,,

আমি বক্সটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি,,উনি আমাকে ধমক দিয়ে বললেন,,
কি হলো খাও,,,

পাগল নাকি লোকটা??এমন একটা সিচুয়েশনে কেউ আইসক্রিম খায় নাকি??আজিব।।।আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর উনি ওদের ইচ্ছামতো কেলাচ্ছেন।।প্রায় পনেরো মিনিট পর ওদের ছেড়ে দিয়ে আমাকে নিয়ে হাটা ধরলেন,,এতোক্ষণে আমি দুইটা আইসক্রিম ফিনিশ করে ফেলেছি।।উনাকে আইসক্রিম এগিয়ে দিতেই উনি জানালেন উনি আইসক্রিম খান না,,,,বুঝতে পারছি মিথ্যা কথা তবু কিছু বললাম না,,,,উনাকে দেখে মনে হচ্ছে,,ওদের মেরে উনি শান্তি পান নি।।আরেকটু মারতে পারলে খুশি হতেন।।।আমি ব্যাপারটা স্বাভাবিক করার জন্য বললাম,,,

দেখছেন ছেলেগুলো আমাকে কেমন কেমন কমেন্ট করছিলো,,

হুমম,,,ইডিয়টদের মেরে তক্তা বানাতে পারলে শান্তি পেতাম,,,,বাচ্চা মেয়েদের দিকেও বাজে নজর দেই,,,শালা পশু কোথাকার,,,

এতো কিছুর পরও আপনার মনে হচ্ছে আমি ছোটো??

তো??

তো মানে??ওরা আমাকে হট বলছিলো,,আরো কত কি বলছিলো,,আর আপনিই একমাত্র জীব যে এখনো আমাকে বাচ্চাটি মনে করেন হুহ,,,,

বাচ্চাদের বাচ্চায় মনে করা উচিত,,ওদের আবার পেলে আবার মারবো,,সাহস কেমনে হয় তোমার দিকে হাত বাড়ানোর(চোখ মুখ শক্ত করে)

তাই??ওকে মাইরেন,,,মারতে মারতে তক্তা বানিয়ে দিয়েন,,,,আপাতত আমাকে কোলে নেন,,,বাচ্চাদের কোলে নিয়ে হাটা উচিত,,জানেন না??,,,এখন কোলে নেন আমায়।।

হোয়াট রাবিশ??(রাগী চোখে)

আপনি আমাকে কোলে নিবেন ব্যস,,নয়তো আমি এক পা ও এগুবো না,,,,

ওকে ফাইন,, থাকো এখানে(বলেই উনি এগিয়ে গেলেন)

আমি চুপ করে দাড়িয়ে আছি,,,যাবো না আমি,,,যা ইচ্ছে হোক আমার,,তাতে উনার কি??আমি তো আর উনার নীলি না,,,,যে কোলে তোলে নিবে।।।নীলিমা আপু হলে তো বলার আগেই কোলে তুলে নিতো,,,,আর আমার বেলায় হুহ,,এতো অবহেলা সহ্য হবে না,, ঠাডা পরবে ঠাডা,,,শালা খাটাস,,,,আমার ভাবনা -চিন্তার জগৎ উল্টে পাল্টে দিয়ে,,,উনি ফিরে এসে হুট করেই আমাকে কোলে তোলে নিলেন,,,,আমি তো পুরাই “হা”

#চলবে…..
#তোকে চাই❤
#writer:নৌশিন আহমেদ রোদেলা❤
#part:16


উনি আমাকে কোলে নিয়ে হেঁটে চলেছেন,,,,একটাবারও আমার দিকে তাকাচ্ছেন না আর আমি??আমি একদৃষ্টিতে শুধু উনাকেই দেখছি।।।আমার হার্ট খুবই স্পিডলি বিট করছে।।যে জিনিস টা পাবো না জেনেও আমরা চাই,,,সে জিনিসটা হঠাৎই পেয়ে গেলে কি রিয়েকশন দেওয়া যেতে পারে বা কিভাবে নিজের খুশিটা দেখানো যেতে পারে তাই আমরা ভুলে যাই,,,আমার অবস্থাও এখন ঠিক তাই,,,মারাত্মক খুশিতে এই মুহূর্তে যেনো অনুভূতি শূন্য হয়ে পড়েছি ।।।উনাকে এতোটা কাছ থেকে অনুভব করতে পারবো ভাবি নি কখনো।।।ইসসস কি কিউট লাগছে উনাকে,,ফারসা মুখটায় রাগের আভা থাকায় কেমন লালচে হয়ে আছে,,,সিল্ক চুল গুলো হালকা উড়ে এসে কপালে পড়ছে,,,ইচ্ছা করছে নজর ফোঁটা দিয়ে দিই,,যদি কারো নজর লেগে যায় তখন??আমার ভাবনাগুলোর মাঝপথে উনি বলে উঠলেন,,,

এভাবে তাকিয়ে আছো কেন??অন্যদিকে তাকাও,,আমার অস্বস্তি লাগছে,,,

কেনো??অস্বস্তি লাগার কি আছে??চাইলে আপনিও আমার দিকে তাকিয়ে থাকতে পারেন,,আমি মাইন্ড করবো না(ভাব নিয়ে)

একদম বেশি কথা বলবা না,,,,তোমার মধ্যে দেখার মতো কিছু আছে নাকি,,যত্তোসব।।।

আপনি আমাকে অপমান করছেন??(ভ্রু কুঁচকে)

না,,তোমাকে সত্যটা বলছি,,,শুধুমাত্র মার কথা ভেবে তোমাকে কোলে নিয়েছি,,নয়তো এই খানেই ফেলে যেতাম হুহ,,,

তাও তো নিয়েছেন তাতেই আমি খুশি,,(বলেই উনার গালে দিলাম একটা কিস,,,টাইট কিস যাকে বলে)

কিন্তু এরপর যা হলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।। উনার গালে ঠোঁট ছোঁয়াতে আমার দেরি হলেও হতে পারে বাট উনার আমাকে ছেড়ে দিতে এক সেকেন্ড দেরীও হলো না।।।আস্ত খাটাস একটা,,,এভাবে কেউ ছেড়ে দেয়??আহহ,,আমার কোমর,,অসভ্য,, ফাজিল,,,পাগলা গন্টী একটা।।

এভাবে ছেড়ে দিলেন কেন??এ্যা এ্যা আমার কোমর(কোমরে হাত বুলাতে বুলাতে)

তুমি যা করছো তার জন্য এটা তোমার প্রাপ্য,,হুহ।।

এএহহ তোমার প্রাপ্য,,(মুখ ভেঙিয়ে)আপনি এতো আনরোমান্টিক কেন শুনি,,,রিভেঞ্জ নিবেন ঠিক আছে,,আমি আপনাকে গালে কিস করছি,,আপনি আমার ঠোঁটে দিয়ে দিতেন,,,তাহলেই হতো।।মুভিতে দেখেন না??নায়ক রাগ পেয়ে নায়িকার ঠোঁটে কিস করে দেই,,হুহ(মুখ উল্টিয়ে)

ঠাডায় একটা চড় বসাবো,,বেয়াদব মেয়ে,,মাথায় কি সমস্যা আছে নাকি??এটা কোনো ফিল্ম না,,,আর তুমিও কোনো হিরোইন না।।।এনিওয়ে আমি তোমাকে কিস করতে যাবো কোন দুঃখে??? পিচ্চি মেয়ে একটা তবু মাথায় যত্তসব বাজে চিন্তা,,,,আর কোনোদিন এসব কথা শুনলে,,,দাঁত একটাও মুখে থাকবে না,,,,থাপড়াইয়া সব ফেলে দিবো।।

দেখুন একদম পিচ্চি পিচ্চি করবেন না বলে দিলাম,,,,আমি মোটেও পিচ্চি না,,,(মুখ গোমড়া করে)

মামার বাড়ির আবদার,,

বলতে বলতেই উনি নিচের দিকে ঝুকে হাত বাড়ালেন,,,আমিও খুশি খুশি মনে হাত বাড়ালাম,,উনার হাত ধরে উঠে দাড়াবো কিন্তু ওই যে,,, খাটাশ তো খাটাশই,,,শালা বান্দর একটা,,আমার হাত না ধরে,,উনি নিচু হয়ে জুতোর ফিতা ঠিক করে,,আমাকে ডিঙিয়ে হাটা দিলেন।।।আমি তো হা করে তাকিয়ে আছি,,,এটা কি হলো??বজ্জাত কোথাকার,,তোর চুল আমি সবকটা টেনে টেনে ছিঁড়বো,,,রাগে শরীর ফেটে যাচ্ছে,,,কিন্তু রাগ দেখাতেও পারছি না,,,আমি এখন অবলা নারী,,মাঝ রাস্তায় ভাঙা কোমর নিয়ে পড়ে আছি।।।আচ্ছা?উনি আমাকে রেখে চলে যাচ্ছেন না তো??হায় আল্লাহ্,,,আমার কি হবে??

এই,, এই কই যান??আরে আরে আমাকে তো নিয়ে যান,,,যাহ বাবা,, চলে গেলো?খা,,খা বেশি করে খা আইসক্রিম,,,, আইসক্রিমের মধ্যে ডুবে মরে যা তুই রোদ।।।অসভ্য মাইয়া,,সিম্পল সেন্সটা তোর মাঝে নেই??খুব তো আইসক্রিম খেতে এসেছিলি,,,এবার গলে যাওয়া আইসক্রিম আর ভাঙা কোমর নিয়ে তুই ভূতের খাবারে পরিনত হ,,,,,নিজের মনে বিরবির করছিলাম তখনই কেউ একজন আমার সামনে এসে দাঁড়ালো,,,আমি তো খুব খুশি শুভ্র ফিরে এসেছে,,,খুশি খুশি মোড নিয়ে উপরে তাকাতেই দেখি না,,,এতো শুভ্র নয় অন্য একটা ছেলে।।।এবার আমার ভয় করতে লাগলো,,,,এই ছেলে আবার আমার,সাথে কিছু করবে না তো??উফফ,,,যত্ত ঝামেলা শুধু আমার সাথে,,,,আমার ভাবনায় এক বালতি জল ঢেলে দিয়ে উনি বলে উঠলেন,,,

এক্সকিউজ মি আপু??

আমি চোখ তুলে তাকাকাম,,,

কি ব্যাপার???কোনো সমস্যা??এভাবে রাস্তায় বসে আছেন কেন??(অবাক হয়ে)

তোকে কোন দুঃখে বলতে যাবো রে,,,জ্বালায় বাঁচি না,,আরেক আবালে আসছে মরতে(মনে মনে),,কোমর ভেঙে গেছে তাই বসে আছি,,,(বিরক্তি নিয়ে)

হোয়াট???আপনার কোমর ভেঙে গেছে কিন্তু কিভাবে??আর আশেপাশে কাউকে দেখছি না তো।।।আপনি একা নাকি??

লোকটার অতিরিক্ত উৎসাহ আমার চরম বিরক্তির কারন হয়ে দাঁড়াচ্ছে,,,বিরক্ত মুখেই বলে উঠলাম,,,ছিলো একটা খাটাস,,যে আমাকে রেখে হাওয়া খেতে গেছে,,আর কোনো প্রশ্ন??

স্ট্রেঞ্জ,,,আপনার মতো পিচ্চি একটা মেয়েকে ফেলে রেখে,,হাওয়া খেতে গেছে??(অবাক হয়ে)

আবার সেই পিচ্চি,,,এই পিচ্চি পিচ্চি শুনতে শুনতে কান পঁচে গেলো।।।মেজাজটা প্রচুর গরম হচ্ছে,,,আমার ওয়ান পিস জামাই আমাকে পিচ্চি পিচ্চি বলে পাত্তায় দিচ্ছে না,,আর এদিকে ইনি আসছেন,,কাটা গায়ে নুনের ছিটা দিতে হুহ,,,

খবরদার পিচ্চি বলবেন না,,,,আমাকে কোন এংগেল থেকে পিচ্চি মনে হচ্ছে শুনি,,,(ভ্রু কুঁচকে)আপনার কোনো ধারনা আছে আমি কোন ক্লাসে পড়ি??

আরেহ,,বাবা,,রেগে যাচ্ছেন কেন??ওকে ওকে,,আপনি একদম পিচ্চি না,,অনেক বড়,,,এবার হেপি??

হুহ।।

আচ্ছা আপনি এখানে থাকুন,,আমি গাড়ি নিয়ে আসছি,,আপনাকে ড্রপ করে দিবো ওকে???

বলেই মুচকি হেসে দৌড়ে চলে গেলেন,,, আমি কিছু বলার সুযোগই পেলাম না।।আরে ব্যাটা,,আমার তোর গাড়িতে উঠতে হবে কেন??যত্তসব,,কচুক্ষেতে গিয়ে মর,,,হুহ।।।নিজের মনে বিরবির করছিলাম,,,হঠাৎই কেউ আমায় কোলে তোলে নিলো,,,ঘটনার আকস্মিকতায় চমকে উঠে যেই না চিৎকার দিবো তখনি লোকটির মুখের দিকে তাকিয়ে থেমে গেলাম,,,আরে এ তো আমার খাটাস বরটা।।উনি আমাকে রিকশায় বসিয়ে দিয়ে পাশে বসে পড়লেন।।
দুজন রিকশার দুই বর্ডারে বসে আছি,,,,মাঝে প্রায় এক হাত ফাঁকা।।ব্যাপারটা নিঃসন্দেহে বিরক্তিকর,,উনি এমনভাবে বসে আছেন যেনো আমার শরীরের সাথে শরীর লাগলে উনার শরীর পুড়ে যাবে,,,

এই যে শুনোন?

কি?

আমাকে একটু ধরুন প্লিজ,,,আমার মনে হচ্ছে আমি পড়ে যাবো,,(ইনোসেন্ট ফেস নিয়ে)

উনি দু’মিনিট ভ্রু কুচঁকে আমার দিকে তাকিয়ে থেকে বললেন,,,’পারবো না”।।এবার মেজাজটা আরো খারাপ হচ্ছে,,ব্যাটা বলিস কি??পারবি না মানে?তুই পারবি,,, তোর বাপ সহ পারবে হুহ।।।মুখে বললাম,,”ওকে,,”।।আমি ক্রমাগত উনার শরীর ঘেষে বসছি আর উনি সরে যাচ্ছেন।।সড়ার মতো তিল জায়গা অবশিষ্ট না থাকায় আমার দিকে রাগী চোখে তাকিয়ে বললেন,,,

কি সমস্যা?? কোলে বসার ইচ্ছা জাগছে নাকি?

হুমম,,ব্যাপক।।কিন্তু আপাতত সেই ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছি না

তাহলে গায়ের সাথে লেগে বসছো কেন??(ভ্রু কুঁচকে)

তো কি করবো??যদি রিকশা থেকে পরে যাই,,,,,ভয় লাগছে তো

আমি কিছু জানি না,,,তুমি সরে বসো,,,আই সেইড,,,সরো বসো(রাগী চোখে)

আপনি আমাকে না ধরলে আমার পক্ষে সরা সম্ভব নয়,,,,যা করার করেন(আরেকটু চেপে বসে)

ওকে ফাইন,,,(দাঁতে দাঁত চেপে)ধরছি,,তবু সরে বসো নয়তো আমি নিজেই পড়ে যাবো।।

আমি খুশি মনে সরে বসলাম,,,উনি আলতো হাতে আমার কোমর চেপে ধরলেন।।।বাহ,,,কী অনুভূতি।। এবার আমি উনার কাঁধে মাথা রাখলাম,,,

হেয়াট দ্যা হেল??মাথা সড়াও?কাঁধে মাথা রাখছো কেন??(রাগী চোখে)

এহহহহহ,,,আপনিই তো ফেলে দিয়ে কোমরে ব্যাথা দিলেন,, আবার জিজ্ঞেস করা হচ্ছে,,,”কাঁধে মাথা রাখছো কেন??”হুহ

ব্যাথাটা তোমার কোমরে মাথায় না,,,মাথা সড়াও(দাঁতে দাঁত চেপে)

আরে কোমর নিয়ে টেনশন করতে করতে মাথা ব্যাথা হয়ে গেছে।।।বুঝেন না কেন???

উনি আর কিছু বলেন নি,,হয়তো বুঝে গিয়েছিলেন আমার সাথে পেড়ে উঠবেন না।।।


গত দুইদিন,,, আমি কোমর ব্যাথায় না পেড়েছি ঠিকমতো ঘুমাতে না পেড়েছি ঠিকমতো পড়তে।।।তবে একটা জিনিস খুব করে করেছি তা হলো উনাকে বকা দেওয়া।।পৃথিবীর এমন কোনো গালি হয়তো বাকি নেই,,,যেখানে আমি উনাকে ম্যানশন করি নি।।

কি হলো উঠো,,

না(মুখ গোমরা করে)

না মানে?(অবাক হয়ে)

আজ গাড়িতে না,,বাইকে যাবো

অসম্ভব,, আমার বাইকে তোমায় আমি কখনোই নিবো না,,,ওই সিটটা শুধু………(মাঝপথে থেমে গেলেন)

যারই হোক না কেন,,,আমি বাইকেই যাবো ব্যাস।।

আর আমি তোমাকে নিবো না ব্যস।।

ওকে,,,,আমি মামানিকে বলছি,,,আমার কোমরের ১২ বাজার পেছনে ওনলি এন্ড ওনলি আপনার হাত,,আমি মোটেও পিছলে পড়ি নি,,আপনি আমাকে ফেলেছেন।।

ইউউউ,,,,(রাগী চোখে)

আপনার মাথা

বলেই মুখ ভেঙিয়ে যেই না বাড়ির দিকে হাঁটা দিবো,, তখনি উনি বলে উঠলেন,,,”ওকে ফাইন।।চলো।।”আমি উনার পেছনে বসে আছি,,,,দুজনেই চুপচাপ।।।আমিও কোনো কথা বলছি না,,,উনি হয়তো নীলি আপুকে অনুভব করছেন,,,করুক না,,,সবারই একটা পার্সোনাল স্পেস থাকা উচিত।।হঠাৎই উনি বাইক দাড় করালেন।।ভাবনার প্রহর কাটিয়ে সামনে তাকিয়ে দেখলাম উনার বন্ধুরা দাড়িয়ে আছেন,,,এর মধ্যে বেশ কয়েকজনকে আমি চিনি,,,সবচেয়ে ভালো চিনি সাব্বির ভাই আর রোহান ভাই কে(শুভ্রর বেস্ট ফ্রেন্ড)।।উনার ফ্রেন্ড সার্কেলে উনারা দু’জনই শুধু আমাদের বিয়ের ব্যাপারটা জানে।।উনাদের মধ্যে একজনকে দেখে আমি অবাক হলাম,,,এ তো সেই রাস্তায় দেখা হওয়া ছেলেটা,,যে আমার জন্য গাড়ি আনতে গিয়েছিলো।।উনিও যে আমাকে দেখে যথেষ্ট অবাক হয়েছেন,,, তা উনার মুখ দেখেই বুঝা যাচ্ছে।।।

আরে শুভ্র এটা কে??জিএফ??(আমাকে দেখিয়ে)

আরে নাহ,,,ও রোদেলা,,আমার ফুপ্পির মেয়ে।।

কথাটা শুনে সামনের মানুষটা মনে হলো বেশ স্বস্তি পেলেন বাট আমি তিল পরিমান স্বস্তি পেলাম না।।।রাগী চোখে উনার দিকে তাকালাম।।এসবের মানে কি??আমাকে নিজের বউ হিসেবে পরিচয় দিতেও উনার ইগোতে লাগে নাকি??সাব্বির ভাইয়া আর রোহন ভাইয়াও দেখলাম অবাক চোখে তাকিয়ে আছে,,,

#চলবে,,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে