তুমি শুধু আমার পর্ব-১৭

0
1866

#তুমি_শুধু_আমার❤(3 characters)
#part:17
#Writer:#TanjiL_Mim❤
.
.
🍁
এমন সময় ফোনটা বেজে উঠল আমার উপরে আম্মু লেখা দেখে এই মুহূর্তে কী বলব বুঝতে পারছি না আমি!!হর্ঠাৎ আরিয়ান বলে উঠলঃ
!
!
আমি যা বলছি তাই বল…………
!
!
জী বলেন!!প্রথম বার কল কেটে যাওয়াতে দ্বিতীয় বার আমি কল দিলাম আম্মুকেঃ
!
!
সাথে সাথে ওপাশ থেকে আমার আম্মা জানেন কন্ঠ ভেসে আসলঃ
!
!
কী রে রাত ১১ঃ৩০টা_বেজে গেছে কোথায় তুই!!তারপর আরিয়ানের কথা মতো বললামঃ
!
!
আসলে আম্মু শপিং করতে করতে অনেক দেরি হয়ে গেছে তাই আন্টি বাসায় যেতে বারন করেছে তুমি চিন্তা করো না আমি তানিশাদের বাসায় আছি!!আর আব্বুকে কিছু বলে ম্যানেজ করে নিও!!ব্যাস এতটুকু বলে ফোন কেটে দিলাম আমি!!তবে এইসব কেন বলতে বলল আরিয়াব জানা নেই আমার!!আর এই মুহুর্তে এইসব ভাবা আমার পক্ষে সম্ভব নয়!!
!
!
তারপর আরিয়ান বললঃ
!
চল….
!
!
ভাইয়া এখন কোথায় যাবো আমরা!!তানিশাদের বাসায়??
!
!
আরিয়ান হ্যাঁ না কিছু না বলেই বাইক চালাতে শুরু করল তারপর আর কি কোনোমতে বসলাম গাড়িতে আমি!!
তারপর গাড়ি চলতে শুরু করল তার আপন গতিতে!!তবে এইবার আগের চেয়ে স্পিড অনেক কমে গেছে!!
!
!
কিছুটা দূরে যেতেই হর্ঠাৎ আরিয়ান গাড়ি থামিয়ে দিল!!এদিকে আমার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে!!তার সাথে আকাশে বিন্দুৎ চমকাচ্ছে মনে হয় বৃষ্টি হবে ভীষন!!আজকে বোধ হয় বাসা থেকে না বেরোলেই ভালো হতো!!
.
.
.
.
.
__________________________________________
.
.
.
.
.
বাইক থামিয়ে মিতুদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মিতু আর রোহান!!পুরো রাস্তাই দুজনে নীরবতার মধ্যে দিয়ে পার করে দিল!!মিতু বাইক থেকে নামতে দেখে রোহান বললঃ
!
মিস ঝগড়ুটে না থুরি মিতু!!
!
মিতুঃ জ্বি
!
!
রোহানঃতোমাকে যেটা দিলাম মন দিয়ে পরবে আর উওর তোমার মনে যা আছে তাই বল!!এতে কোনো জোরাজোরি নেই!!এই বলে আর দু মিনিট ও দাঁড়ালো না রোহান!!ফুল স্পিডে বাইক চালিয়ে হাওয়া হয়ে গেল সে!!
!
!
আর মিতু তাকিয়ে রইল কিছুক্ষন তার যাওয়ার পানে!!!তারপর মুচকি হেসে রুমে ঢুকল সে!!!
!
!
রুমে…..
বিছানায় শুয়ে আছে মিতু!!রোহানের চিঠিটাকে হাতে নিয়ে নাড়াচাড়া করছে সে!!কিছুক্ষন পর অনেক ভেবে চিন্তে দীর্ঘ শ্বাস ফেলে চিঠি টা খুললো সেঃ
!
প্রথমে লেখা!!
!
!
“মিস ঝগড়ুটে” আমি জানি তুমি হয়তো শুরুতেই এই নাম টা দেখে কিছুটা রাগ করবে!!কিন্তু আমি চাইলেই তোমার নাম টা নিয়ে লিখতে পারতাম!!কিন্তু সেটা আমার ভালো লাগতো না!!তোমার সাথে যেদিন প্রথম দেখা হয় সেদিন থেকেই এই নামটা তোমার সাথে মিশে গিয়েছিল!!!! আবার যে তোমার সাথে দেখা হবে তা জানা ছিল না আমার!!কিন্তু হলো তাও খুব কাছ থেকে!!আমি ভাবিনি আমার জীবনেও কোনো মেয়ে আসবে যাকে নিয়ে আমি স্বপ্ন দেখবো!!কিন্তু দেখলাম!!অনেক স্বপ্ন দেখেছি আমি!!তবে জানি না সেই সব স্বপ্ন পূরন করার সুযোগ পাবো কিনা!!সত্যি কথা বলতে আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি!!জানি না কখন কিভাবে ভালোবেসে ফেলেছি তোমায়!!কিন্তু ভালোবাসি খুব আমি!!নিজের চেয়েও বেশি!!তোমার সাথে করা ছোট ছোট ঝগড়াগুলো কখন যে তোমার প্রতি আমাকে আকৃষ্ট করেছে বুঝতেই পারি নি আমি!!যখন শুনলাম তুমি কালকেই চলে তখন আমার ভিতরটা দুমরে মুচরে যাচ্ছিলো!!সেদিনই হয়তো প্রথম ভালোবাসার অনুভূতি এসেছিল আমার!!কিন্তু আবিরের জন্য তোমরা থেকে গেলে!! সেদিন খুব খুশি হয়ে ছিলাম!!তুমি আমার যেদিন জড়িয়ে ধরেছিলে সেদিন এক অদ্ভুত অনুভূতি এসেছিল আমার!!সেই অনুভূতি গুলো কখন যে ভালোবাসায় পরিনত হয়েছে বুঝতেই পারি নি!!এখন আর কিছু বলার নেই আমার!!শুধু এতটুকুই বলারঃ
.
!!”খুব ভালোবাসি তোমায়” “মিস ঝগড়ুটে”!!
.
.
.
“ইতি”
তোমার “কানা বাঁদর”
শেষের লাইন পরে আনমনে হাসল “মিতু”!!মনে মনে কিছু একটা পরিকল্পনা করে ঘুমিয়ে পরল সে!!!
.
.
.
.
.
__________________________________________
.
.
.
.
.
চারদিকে কুটকুটে অন্ধকার!!আশেপাশের তেমন কিছু একটা দেখা যাচ্ছে না!!পুরো পরিবেশটাই অন্ধকারে ঢেকে গেছে!!এমন এক পরিবেশে
বাইকে বসে বাড়ি ফিরছে রোহান!!একবুক ভালো লাগা তার সাথে কিছুটা ভয় দুটোই তার ভিতর কাজ করছে এখন!!না জানি মিতুর কী উওর হবে!!সে যদি তাকে রিজেক্ট করে দেয় তখন কী করবে রোহান!!বহুত কষ্টে চিঠিটা লিখেছিল সে!!এই প্লানিং টা ছিল আরিয়ানের!!সেই তাকে বলেছিল মনের ফিলিংস গুলো চিঠিতে লিখে মিতুকে দিতে!!বহুত কষ্টে যা মাথায় এসেছে তাই লিখে দিয়েছে সে!!না জানি মিতুর পছন্দ হবে কি না!!এইসব নানা জিনিস ভেবে বাড়ি ফিরছে রোহান!!হর্ঠাৎ এক ফোটা পানি এসে পরল তার মুখে!!তার মানে বৃষ্টি পরছে!!হর্ঠাৎ ধীরে ধীরে পানির ফোঁটা পরতে পরতে বৃষ্টি শুরু হয়ে গেল!!রোহান ভিজে যাচ্ছে!!কিন্তু এই মুহুর্তে তার খারাপ লাগছে না!!অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার ভিতর!!তাই বৃষ্টিতে ভিজেই আজকে বাড়ি ফিরবে রোহান!!
.
.
.
.
.
_________________________________________
.
.
.
.
.
বেলকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে তানিশা!!বাহিরে হাত পেতে বৃষ্টির পানি জমাচ্ছে সে!!আর হাজার হাজার স্বপ্ন মনের ভিতর নাড়া দিচ্ছে তার ভিতর!!হর্ঠাৎ তার মনে হলো আবিরকে একটা ফোন দিলে কেমন হবে!!যেই ভাবা সেই কাজ!!ফোনটা হাতে নিয়ে আবিরকে কল করল তানিশা!!!
.
.
.
.
ল্যাপটপে বসে তানিশার ফটো দেখছিল আবির!!গভীর ভাবে মিতুর ঠোঁটের হাসির মাঝে হারিয়ে যাচ্ছিল সে!! এমন সময় ফোনটা বেজে উঠাতে একরাশ বিরক্ত নিয়ে ফোনটা তুলল আবির!!উপরে তানিশার নাম দেখে মুহূর্তেই তার বিরক্তটা ফুস হয়ে গেল!!এক চিলতে হাসি দিয়ে ফোনটা তুললো সে!”
!
হ্যালো!!
!
তানিশাঃচুপ……..
!
আবিরঃ কী হলো কথা বলছ না কেন???
!
তানিশাঃচুপ……[বেচারী লজ্জায় কিছু বলতে পারছে না]
!
আবির ব্যাপারটা বুঝতে পেরে সেও চুপ হয়ে গেল!!সাথে সাথে তাদের মধ্যে চলে আসল একবুক নীরবতা!!
.
.
.
.
.
__________________________________________
.
.
.
.
.
একটা ছোট্ট কুঁড়ে ঘরে বসে আছি আমি!!আমার পুরো শরীর জ্বরে পুরে যাচ্ছে!!আমার থেকে কিছুটা দূরে আরিয়ান আগুন জ্বালাচ্ছে!!এতে কিছুটা তাপ আসলেও আমার কাজ হচ্ছে না!!পুরো শরীর কাঁপছে আমার!!একই তো শরীরের প্রচুর জ্বর এসেছে তার সাথে বাহিরে বৃষ্টি পরছে দুটো মিলিয়ে আমার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছে!!যে কোনো মুহূর্তে আমি অজ্ঞান হয়ে যেতে পারি!!এই মুহুর্তে আমার একটা নরম বিছানার সাথে গরম কাঁথা লাগত!!কিন্তু তার জায়গায় এখন আমি শুধু আগুনের তাপে বসে আছি!!ওদিকে আকাশে এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে যে ভয়ে আমার শরীর কাঁপছে!!সব মিলিয়ে এই মুহুর্তে আমি এক বিছছিরি পরিস্থিতির মধ্যে আছি!!
তখন আরিয়ান বাইক চালাতে চালাতে এই কুড়ে ঘরটা দেখতে পেয়ে এখানে নিয়ে আসে আমার!!সাথে সাথে বাহিরে বৃষ্টি শুরু হয়ে যায়!!!আরিয়ানের কথায় ধ্যান ভাঙল আমার!!
!
আরিয়ানঃতোমার কী খুব বেশি শীত করছে!!
!
আমি শুধু মাথা নাড়িয়ে “হ্যাঁ” সমর্থন দিলাম!!কিন্তু কিছু তো করার নেই!!
!
আরিয়ান কিছু বলল না চুপ করে এসে বসল আমার পাশে!!আমিও বসে আছি!!
!
শরীরের তাপমাএা আরো বেড়ে যাচ্ছে আমার!!হর্ঠাৎ আমি আরিয়ানকে বলে উঠলামঃ
!
ভাইয়া আমি আপনাকে জড়িয়ে ধরতে পারি!!বিশ্বাস করুন আমি কিছু মনে করব না!!
!
আমার কথায় আরিয়ান হয়তো অনেক অবাক হয়ে গেছে!! ভাবছে সে??
!
কী বলছে এইসব!!যে মেয়ের কাছে গেলে ভয়ে নাকি শরীর কেঁপে উঠে তার!!সে কিনা নিজ ইচ্ছে জড়িয়ে ধরতে চাইচ্ছে!!!ব্যাপারটা কী??
!
বলছি কী জড়িয়ে ধরব আমার অসম্ভব রকম শীত করছে!!আমি কথা দিচ্ছি আমি যদি কোনোদিন কোনো ছেলেরে বিয়ে করি তবে আপনাকেই করব তবে তো আর কোনো সমস্যা হবে না তাই না!!
!
এবারের কথায় আরিয়ান বুঝতে পেরেছে জ্বরের তাপে মেয়েটা ভুলভাল কথা বলছে!!কিন্তু কী করবে এখন আরিয়ান!!!
!
আরিয়ান কিছু বলার আগেই মীম তাকে শক্ত করে জড়িয়ে ধরল!!শরীরের তাপে আরিয়ান বুঝতে পেরেছে মীমের অসম্ভব রকম জ্বর এসেছে!!তাকে জড়িয়ে ধরাতে সে নিজেও পুরে যাচ্ছে মীমের শরীরের তাপে!!কিন্তু কী করবে এখন আরিয়ান!!এই জড়ের মধ্যে কিছু তো করার নেই!!!কিছুক্ষণ পর আরিয়ানও জড়িয়ে ধরল মীমকে!!
!
এইবার মনে হয় শরীরে গরম তাপ অনুভব করছি আমি!!এখন ভালো লাগছে আমার!!বাহিরের মেঘের ডাকে এতক্ষণ আত্মা কেঁপে যাচ্ছিল আমার কিন্তু এখন আর ভয় নেই!! একটু একটু করে ঘুমের দেশে পাড়ি দিচ্ছি আমি!!
!
!
#চলবে……..
!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে