#তুমি_শুধু_আমার❤(3 characters)
#part:13
#Writer:#TanjiL_Mim❤
.
.
🍁
-কাউকে খুব শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি!!তা আমি অনুভব করছি!!আচ্ছা এটা মিতু ছাড়া অন্যকেউ যদি হয় তখন কী হবে!!ভাবতেই আস্তে ঢোক গিললাম আমি!!তারপর আস্তে আস্তে চোখ খুললাম!!আকাশে সামান্য কুয়াশায় ঘেরা আলো!!দেখে বোঝা যাচ্ছে!!হয়তো…
!
সকাল ৬ঃ০০ কী ৬ঃ৩০টা বাজে__
চারপাশের সবার দিকেই তাকালাম!!সবাই বেঘোরে ঘুমোচ্ছে!! আমার ঠিক সামনে মিতু রোহানের ঘাড়ে মাথা দিয়ে ঘুমিয়ে আছে!!তার পাশে তানিশা আর আবির একে অপরকে জড়িয়ে ধরে!!কিন্তু কথা হলো মিতু যদি ওখানে থাকে তবে আমি কাকে জড়িয়ে ধরে আছি!!এইরে খাইছে এটা নিশ্চয়ই লাল হনুমান!!আস্তে করে মুখ তুললাম আমি যা ভেবেছিলাম তাই!!কিন্তু কথা হলো আমি তো ওদিক টায় ঘুমিয়ে ছিলাম এদিকে কিভাবে আসলাম!!নিশ্চয় ঘুমের মধ্যে চলে এসেছি!!এখন যদি কোনোভাবে লাল হনুমানের ঘুম ভেঙে যায় তবে কী হবে নিশ্চয় বলবে……
!
ইউ ইস্টুপিট ডাফার মেয়ে ঠিক করে ঘুমাতেও পারো না!! না না এসব শোনা যাবে না!!আর যদি মিতু বা ওরা দেখে ফেলে তখন নিশ্চয় হাসাহাসি করবে!!খুব ভালো হয়েছে সবার আগে আমার ঘুম ভাঙল!!আরিয়ানকে ছাড়াতে যাব এমন সময় সে আমার কোমড় জড়িয়ে ধরল!!যাতে ভয় সহ কলিজা কেঁপে উঠল আমার!!এখন কী হবে??বেশ কিছুক্ষন এভাবে থাকার পর ভাবলাম ভাইয়াকে না ডাকলে চলবে না!!আর তো কিছু করার নেই!!
!
যেই ভাবা সেই কাজ!!আরিয়ানের কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বললামঃ
!
ভাইয়া উঠবেন প্লিজ!!আপনি আমাকে জড়িয়ে ধরে আছেন!!
!
প্রথম বার বলাতে একটু নড়ে চড়ে উঠলেন আরিয়ান!!আর কী মনে আরো শক্ত জড়িয়ে ধরলেন!!এখন আমার অসস্তি লাগছে!!কেমন কেমন জানো লাগছে!!আরো কিছুক্ষন পরঃ
!
ভাইয়াকে আরো কয়েকবার ডাকলাম কিন্তু তার কোনো হেলদোল দেখছি না!!আচ্ছা সারারাত ঘুমায় নি নাকি!!হর্ঠাৎ এমন খেয়াল কেন আসল বুঝতে পারলাম না!!এইবার মাথায় একটা বুদ্ধি আসল!!জানি এতে উনি অনেক রেগে যাবে কিন্তু কিছু করার নেই!!চোখ বন্ধ করে ছোট্ট একটা দীর্ঘ শ্বাস ফেলে আরিয়ানের কানের কাছে মুখ নিয়ে দাঁত দিয়ে দিলাম এক কামড় সাথে সাথে আরিয়ান চিৎকার দিতে যাবে তার আগেই তার মুখ চেপে ধরলাম আমি!!এতে হয়তো উনি রেগে গেছেন!!চোখ পুরো লাল হয়ে গেছে তার!!তা দেখে আমার তো প্রান যায় যায় অবস্থা!!কাঁপা কাঁপা গলায় ভাইয়ার কানের কাছে মুখ নিয়ে বললামঃ
!
সরি ভাইয়া আসলে কী বলুন কিভাবে যেন ঘুমের মধ্যে আপনাকে জড়িয়ে ধরেছিলাম!!তারপর সেটা দেখে উঠতে গিয়ে আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন!!এই অবস্থায় যদি আমাদের এরা দেখে ফেলত তবে কী হতো বলুন!!আপনাকে অনেকবার ডাকছিলাম কিন্তু আপনি উঠছিলেন না তাই আর কী এমন টা কাজ করা লাগল সরি ভাইয়া!!পুরো একশ্বাসে কথা গুলো বললাম আমি!!তারপর শ্বাস ফেলে আরিয়ানের মুখ ছেড়ে দিলাম আমি!!তারপর মিতুর বাচ্চারে চাটি মেরে উঠালাম সাথে তানিশাকেও!!তারপর ওদের নিয়ে নিচে চলে আসলাম!!এতক্ষণ আরিয়ান কিছু বলল না যাতে করে আমি কিছুটা অবাক হলাম!!
.
.
.
এদিকে আরিয়ান মীমের এমন কান্ডে হাসবে নাকি রাগ করবে বুঝতে পারছে না!!কারন সে জানে এতে মীমের কোনো দোষ নেই!!সেই তো ভেবেই মুচকি হাসলো আরিয়ান!!তারপর আবির আর রোহানকে লাথি মেরে উঠালো!!কিন্তু আবির উঠলেও রোহানের কোনো হেলদোল নেই!!তারপর আরো অনেক চেষ্টা করেও কিছু হলো না রোহানের!!শেষমেশ বাধ্য হয়ে আবির আর আরিয়ান মিলে রোহানকে কোলে তুলে নিয়ে গেল!!
.
.
.
.
__________________________________________
.
.
.
.
সকাল ৯ঃ০০টা____
-বিছানা বসে জামাকাপড় গোছাচ্ছি আমি আর মিতু!!কারন আজকে বাসায় ফিরায় কথা আমাদের!!যেহেতু কাব্য ভাইয়ার বিয়ে শেষ হয়ে গেছে আর বাসা থেকে বলে আসা তারিখ চলে এসেছে সেহেতু আর বেশিদিন থাকলে হয়তো আব্বু বকা দিবে!!সে যাইহোক!!খুব একটা ভালো লাগছে বললে ভুল হবে!!এ কয়েকদিনে অনেক মজায় করলাম!!খুব ভালোভাবে দিনগুলো কেটে গেছে!!একটা একটা মুহুর্ত হয়তো স্মৃতি হয়ে মনের ভিতর গাথা থাকবে!!আমাদের প্রায় শেষের দিকে!!তানিশার হয়তো তো এখনি কান্না পাছছে!!এই কান্নায় কাহিনীটা আমি এখনো বুঝলাম না!!ও তো কিছুদিন পর যাবে নাকি অদ্ভুত ব্যাপার এত কান্নার কি ব্যাপার আছে বুঝতে পারছি না!!হর্ঠাৎ তানিশা হন হন করে বেরিয়ে গেল রুম থেকে!! আর আমরা তাকিয়ে রইলাম ওর যাওয়ার পানে!!হয়তো আর কিছুক্ষন থাকলে কান্না আমাদের সামনেই করে দিত!!
.
.
.
.
_________________________________________
.
.
.
.
বিছানায় বসে ফোন টিপছে আরিয়ান!!এমনটা নয় যে সে জানে না আজকে মিতু আর মীম চলে যাবে!!কিন্তু এই মুহুর্তে তার ভিতর হেলদোল নেই!!আর রোহান সে তো বক বক করেই চলেছে!!কারন আজ আর ঝগড়ুটে চলে যাবে!!কি করে থাকবে আবার কবে দেখা হবে বা আর দেখা হবে কিনা ভাবতেই রোহানের ভিতরটা দক করে উঠছে!!রোহানের এমন করার কারনটা হয়তো আরিয়ান আর আবির দুজনেই খুব ভালো করে বুঝতে পারছে!!তাই তারা মুখ চেপে হাসছে!!
হর্ঠাৎ আবির বলে উঠলঃ
!
কী মামা এত অস্থির হয়ে গেলি কেন??
!
রোহানঃকেন অস্থির হব কেন??এমনি হাঁটছি!!
!
আবিরঃ হ মামা বুঝতে পারছি তুমি এমন কেন করছ!!আচ্ছা মিতুকে বলেছিস তুই ওকে ভালোবাসিস!!
!
আবিরের কথায় রোহান অনেকটাই চমকে গেল!!পরে কাঁপা কাঁপা গলায় বললঃ
!
এ হা না…..
!
আবিরঃকী হা না করছিস শোন ভালোবাসার মানুষকে বেশিদিন দূরে দূরে রাখতে নেই!!তাহলে কিন্তু অন্য কেউ এসে তাকে নিয়ে চলে যাবে!!
!
রোহানঃচুপ………
!
হর্ঠাৎ আরিয়ান তার ফোনটা কানে ধরে বললঃ
!
হ্যালো আন্টি আপনারা চলে এসেছেন!!এসে দেখে যান আপনার ছেলের কাহিনী??
!
আরিয়ানের কথা আবির রোহান কিছুই বুঝতে পারল না!!!
!
রোহানঃকাকে ফোন দিলি!!পিছন থেকে কাব্য বলে উঠলঃ
!
তারা আসলেই দেখতে পাবি!!
!
আবিরঃতার মানে তুইও জানিস কে আসবে!!
!
কাব্যঃহুম!!!
!
-আবার আরিয়ানের ফোনটা বেজে উঠলঃ
!
আরিয়ানঃআপনারা চলে এসেছেন!!!
!
অপর পাশের লোকেরাঃহুম!!
!
আরিয়ানঃকাব্য আন্টিকে সব বলেছিস তো!!
!
কাব্যঃহুম আম্মুর কোনো আপওি নেই!!
!
আরিয়ানঃতবে চল নিচে!!!
!
কাব্যঃচল,আর তোরাও আয়!![আবির আর রোহানের দিকে তাকিয়ে]
!
এতক্ষণ যা হলো সবই হয়তো আবির আর রোহানের মাথার উপর দিয়ে গেছে!!তারা হয়তো কিছুই বুঝতে পারছে না!!
.
.
.
.
_________________________________________
.
.
.
.
আমাদের গোছানো প্রায় শেষ!!বাসায় যাওয়ার জন্য তৈরি হতে যাব এমন সময় আন্টি আর তানিশা রুমে আসল!! আন্টি বললঃ
!
তোরা আজকে যেতে পারবি না!!আজকে তানিশাকে দেখতে আসবে!!আর তোদের বাবা মায়ের সাথে আমি কথা বলে রেখেছি!!তোরা আরো কিছুদিন থাকবি এখানে!!
!
আন্টির কথা বেশ অবাক হলাম আমি!!কারন আন্টি কী জানে না আবির ভাইয়া আর তানিশা একে অপরকে ভালোবাসে!!কাব্য ভাইয়া কিছু বলে নি!!তাহলে কী ছাদে বসে যা বলল সব নাটক ছিল!!কেমন যেন সব ঘোলাটে মনে হচ্ছে!!!
!
মিতু কিছু বলতে যাবে তা আগেই আন্টি আর কিছু না বলে হন হন করে চলে গেল!!
!
এদিকে তানিশা চোখ দিয়ে অলরেডি পানি পরতে শুধু করে দিয়েছে!!!কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না!!এই মুহূর্তে কাব্য ভাইয়ার সাথে কথা না বললে চলবে না!!তাই মিতুকে বললাম
!
তুই তানিশাকে রেডি কর আমি আসছি!!তারপর ওদের!!
রুমে রেখে আমি চলে এলাম বাহিরে উদ্দেশ্য কাব্য ভাইয়ার সাথে কথা বলার!!
.
.
.
.
__________________________________________
.
.
.
.
-নিচে……
একজন মহিলা আর একজন পুরুষ মানুষ বসে আছেন সোফায়!!আন্টি আর কাব্য ভাইয়া তাদের সাথে কথা বলছে!!তবে অবাক করার একটা বিষয় হলো আবির ভাইয়া তাদের সাথে খুব হেসে হেসে কথা বলছে!!সাথে আরিয়ান আর রোহানও!!এমন ভাবে কথা বলছে যেন মনে হচ্ছে কতোদিনের পরিচিত এরা!!আমার মাথায় কিছুই আসছে না!!এমন সময় আন্টি বলে উঠলেনঃ
!
মীম তানিশাকে নিয়ে আয়!!আর হ্যাঁ এনারা হলেন আবিরের বাবা-মা!!আন্টির কথা শুনে অবাক হয়ে গেলাম আমি!!এনারা আবির ভাইয়ার আম্মু আব্বু!!মুহূর্তেই খুশি হয়ে গেলাম আমি!!নিজের মাথায় নিজেই একটা চাটি মেরে উপরে চলে আসলাম!!ইচ্ছে করছে একটা নাগিন ড্যান্স দেই!!তারপর উপরে রুমে এসে ওদের বলাতে ওরাও খুব খুশি হয়ে যায়!!তানিশার তো ইচ্ছে করছে এখনই লুঙ্গি ড্যান্স দিতে!!!তারপর চটপট তানিশাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে গেলাম নিচে!!!
.
.
.
.
(এই বার তবে ওদের বায়োডাটা দেয়া যাক!!আবির হলো একটা ভার্সিটির টিচার!!আবির তার বাবা মায়ের একমাএ ছেলে!!আর রোহানের বাবার একটা বিজনেস আছে!!রোহান সেই বিজনেসই নিজেও কাজ করে!!রোহানের একটা ছোট বোন আছে!!আর রইল আরিয়ান!! আরিয়ানদেরও নিজস্ব বিজনেস আছে!!আরিয়ানরা বাবা মা আর একটা বড় বোন আছে!!এগুলো দেওয়া হয় নি তাই দিয়ে দিলাম)
.
.
.
নিচে তানিশাকে দেখে আবিরের বাবা-মা অনেক খুশি হন সাথে তানিশাকে আন্টি পরিয়ে দেন!!আর বলেন আগামী ১৫ দিনের মধ্যেই তারা তাদের বউমাকে তাদের বাড়িতে নিয়ে যাবেন!!
!
এত তাড়াতাড়ি করার কি আছে কে জানে!!তবে কাব্য বা আন্টির যখন কোনো আপওি নেই!!! তবে আর কী??কিন্তু কথা হলো আবিররা থাকে ঢাকা আর তানিশারা চট্টগ্রাম!!তাই সব দিক বিবেচনা করে ওদের বিয়েটা ঢাকাতেই হবে সেটা ঠিক করলো কাব্য ভাইয়া আর সাথে দিহান ভাইয়া তার আম্মু আব্বু ও বললেন!!আর তানিশা ফুপুদের বাড়ি মানে দিহান ভাইয়াদের বাড়ি থেকেই বিয়েটা দিবে তানিশার!!এখন সবাই খুশি সাথে তানিশা আর আবিরও!!
!
সবকিছু ভেবে কালকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন সবাই!!আজকের দিনের জন্য আবির ভাইয়ার আব্বু আম্মু এখানেই থাকবেন!!আবির ভাইয়ার আব্বু আম্মু একটু সংকোচ বোধ করলেও কাব্য ভাইয়া আর আন্টির জোরাজোরিতে শেষমেশ রাজি হয়ে গেলেন!!
পুরোদিনটাই এভাবে ওভাবে করে কেটে গেল!!
.
.
.
.
_________________________________________
.
.
.
.
-সন্ধ্যা_৬ঃ০০টা…..
রান্না ঘরে দাঁড়িয়ে আছি!!কারন এখন সবার জন্য রুটি বানানো আমরা!!এই সব হয়েছে তানিশার জন্য ওনার শশুড় শাশুড়ির সামনে ভালো সাজতে গিয়ে আমাদের ১৩টা বাজিয়ে দিল!!রুটি আর আলুর দম বানিয়ে খাওয়াবে তাদের তানিশা!!কিন্তু একা কী আর এত জনের খাবার তৈরি করতে পারে তাই সাথে আমি আর মিতুও ফেসে গেছি!!এই মুহুর্তে একাই দাঁড়িয়ে আছি রান্না ঘরে!!তানিশাকে আন্টি ডাক দিছে তাই ও তাদের রুমে গেছে!!আর মিতুকে মিতুর আম্মু মানে আন্টি ফোন দেওয়াতে মিতু একটু বাহিরে গেছে!!আর ওরা আমাকে বলছে আটা আলু সব বের করতে!!এই মুহূর্তে তার জন্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজে চলেছি সব কিছু প্রায় সব কিছুই পেয়ে গেছি!!শুধু আটা বাদে!!কিছুক্ষন এদিক ওদিক দেখা পর উপরে একটা আটার প্যাকেট দেখতে পেলাম!!কিন্তু সেটা অনেক উচুতে আছে তাই একটা টুল নিয়ে বের করতে উপরে উঠলাম!!
.
.
.
এদিকে আরিয়ান তার ফোনে কথা বলতে বলতে নিচে আসছিল!!হর্ঠাৎ তার রান্না ঘরের দিকে চোখ যায়!!সে দেখছে মীম একটা টুলের উপরে দাঁড়িয়ে কিছু একটা ধরার চেষ্টা করছে!!হর্ঠাৎ আরিয়ান খেয়াল করল টুলটা নড়ছে যেকোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে!!তাই সে তার ফোন রেখে রান্না ঘরের উদ্দেশ্য পা বারালো!!
.
.
.
বেশ কিছুক্ষন যাবৎ চেষ্টা করছি আটার প্যাকেটটা ধরতে কিন্তু পারছি না!!হর্ঠাৎ পেয়ে গেলাম আমি!!আটার প্যাকেটটা নিয়ে যেই না নামতে যাবো এই ঘটনো আরেক ঝামেলা!!টুলের উপর থেকে পড়ে যেতে নিলাম আমি সাথে সাথে আরিয়ান ধরে ফেলল আমায়!!হাতে থাকা পুরো আটা খুলে পড়ে গেল দুজনের মুখে দুজনেই আটা দিয়ে ভুত হয়ে গেছি!!পুরো শরীর আটা দিয়ে ভরে গেছে দুজনের!!ভয়ে চোখ বন্ধ করে ফেলেছি আমি!!আর ১০০ গালাগাল দিচ্ছি নিজেই নিজেকে
!
একটা কাজও ঠিক করে করতে পারি না!!
ইস্টুপিড মিম!!তুই একটা!!!এদিকে আরিয়ান আমাকে মেরেই ফেলবে মনে হয়!!কিন্তু আমার কি দোষ আমি কী ইচ্ছে করে করছে নাকি!!আর প্যাকেট টা যে খোলা ছিল কে জানত!!আমি চোখ খুলে সরি বলতে যাব তার আগেই আরিয়ান মুখে হাত দিয়ে চুপ করে দিল আমায়!!তারপর কোলে তুলেই হাটা ধরল!!
!
ওনার এমন কাজের আমি যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি!!কোথায় নিয়ে যাচ্ছে আরিয়ান আমায়!!???
!
#চলবে………