তুমি বৃষ্টি হয়ে নামলে পর্ব-০১

0
2557

#তুমি_বৃষ্টি_হয়ে_নামলে
#পর্ব_১
#Writer_Nusrat_Jahan_Sara

বাড়ির বড় ছেলে আজ দেশে ফিরেছে৷ এতে কেউই খুশি না৷বরং সবাই ভয়ে আছে৷আবির বাসায় ঢুকার সাথে সাথেই ওকে দেখে সবাই বসা থেকে দাঁড়িয়ে গেলো৷ আবিরের বাবা আবিরের কাছে গেলে আবির ওর বাবাকে ইগনোর করে নিজের রুমে চলে গেলো৷

বাবাঃআমি জানতাম এমন কিছুই হবে৷ বাইরে থাকতেই যেভাবেই আমাদের সাথে কথা বলতো আর এখন তো স্বয়ং সামনাসামনি৷
.
মাঃ ছেলেটার সাথে এমন না করাই ব্যাটার ছিলো৷ কী দরকার ছিলো ওকে দূরে পাঠিয়ে দেওয়ার৷
.
তো কী করার ছিলো তখন৷ অনুর জন্য ও যে পরিমানে পাগল ছিলো৷ওর জন্য মেয়েটা একটুও শান্তি পেতো না৷ এখানে আসলে তো সব সময় অনুর পিছন পিছন থাকতো৷ এতে দুজনেরই প্রবলেম হতো৷ না আমাদের ছেলে মানুষ হতে পারতো আর না আমার ভাগ্নি৷না খেয়ে সারাদিন অনুদের বাসায় পরে থাকতো৷
.
কথাটা সত্যি বাট এখন নিজের পাগল ছেলেকে কীভাবে সামলাবে৷
.
আমি না সামলাতে পারলে কী হবে একজন আছে যে ওকে সামলাতে পারবে৷
.
কে?
.
অনু৷
.
ওর তো মনে হয় অনুকে মনে নেই৷ আর অনু কেনো ওকে সামলাতে যাবে৷ অনু তো আবিরকে দু চোখেও দেখতে পারেনা৷
.
কী করবো কিচ্ছু মাথায় আসছেনা৷
.
আবিরের মা বাবার কথা বলার মধ্যেই ওর রুম থেকে ভাঙাচোরার আওয়াজ আসতে শুরু করলো৷

তোমার ছেলের পাগলামু শুরু হয়ে গেছো৷ এবার কী করে সামলাও সেটাই দেখবো৷
.
চলো দেখে আসি৷
.
আবিরের মা বাবা ওর রুমে গিয়ে দেখলেন একটা ফটোর ফ্রেম ভেঙে ফ্লোরে পড়ে আছে৷

মাঃকী হয়েছে আবির৷ তুমি এই ছবিটা কেনো ভেঙেছো৷
.
আবিরঃতোমরা কোন সাহসে আমার রুমে অনুর ছবি লাগিয়েছো ওকে আমি ঘৃনা করি৷ ওর ছবিতো দূর ওর ছায়াও আমি দেখতে চাই৷ নাও লিভ৷
.
বাবাঃআবির৷
.
আবিরঃআই সে লিভ৷
.
আবিরের মা বাবা চলে গেলেন আর আবিরকে সময়ের কাছে ছেড়ে দিলেন৷ আবির নিজেকে কিছুক্ষণ ঠান্ডা করে গিটার নিয়ে ব্যালকনিতে গিয়ে বসলো৷

“অনু ছোটবেলায় তুই আমাকে খুব বকা খাইয়েছিস তোর জন্য আমি আমার মা বাবা বন্ধু বান্ধবকে ছাড়া এতোদিন দূরে দূরে থেকেছি৷ তোকে আমি ক্ষমা করবোনা৷ কী দোষ ছিলো আমার সেদিন৷মিথ্যা কথা বলে কী মজা পেয়েছিলি জানিনা তবে তোর এই মিথ্যা আমার মনে কতটা আঘাত দিয়েছে সেটা শুধু আমিই জানি৷ তোর জন্য আমার বাবা পর্যন্ত আমার গায়ে হাত তুলেছিলো৷ তোকে আমি ক্ষমা করবোনা কিছুতেই না৷

আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে গিটারে সুর তুললো,,,

মেনে জাব থা দেখা তুজকো
রাত ভি ও ইয়াদ হে মুজকো,তারে গিনতে গিনতে সো গায়া৷
.
দিল মেরা দারকা থা কাসকে,
কোচ কাহা থা তুনে হাসকে,মে উসি পাল তেরা হ গায়া৷
.
আসমান পে জো খুদা হে,উসে মেরি ইয়াহি দোয়া হে
চাঁদ য়ে হার রজ মে দেখো তেরে সাথ মে৷
.
আখঁ উট্টি মোহাব্বাত নে আঙ্গদাই লি,
দিল কা সদা হুয়া চাঁদনি রাত মে
.
হ তেরি নাজরো নে কুচ এসা জাদু কিয়া,
লুট গায়ে হাম তো পেহলি মুলাকাত মে৷
.(পছন্দের একটা গান)

আবির গিটার রেখে বাইরের দিকে তাকালো৷

“আমি আমার মা বাবার সাথে এতো রুড বিহেভ কেনো করছি৷ উনারা তো আর কোনো দোষ করেননি৷ বিদেশে পাঠিয়েছিলেন তো ভালোর জন্যই পাঠিয়েছিলেন৷ আমার মা বাবার সাথে এতো রুড না হলেই ভালো হয়৷ শুধু শুধু উনাদের মনে কষ্ট দিচ্ছি৷

আবির আরও কিছুক্ষন ব্যালকনিতে থেকে রুমে গিয়ে শুয়ে পরলো৷
🍁
অনুর মা অনুর রমে এসে দেখলেন সে খাটে উপুর হয়ে শুয়ে দুই পা উপরে তুলে কলম কামড়াচ্ছে আর খাতায় কী যেনো লিখছে৷

অ”নু কী করছিস৷এভাবেই কেউ লেখাপড়া করে নাকি৷
.
কী করবো মা৷ ফিজিক্স, বায়োলজি,ক্যামিস্ট্রি,হায়ার ম্যাথ,জেনারেল ম্যাথ,আইসিটি এইসব আমার মাথায় কিচ্ছু ঢুকছেনা৷
.
হুম৷ একটা খবর পেয়েছিস৷
.
অনু ওর মার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললো,,,

কী খবর৷ আমি কোনো খবর পাইনি৷
.
কাল রাতে আবির দেশে ফিরেছে৷
.
সো হুয়াট৷ দেশে ফিরুক বা না ফিরুক তাতে আমার কী৷ আমার কিছু যায় আসেনা৷
.
তুই এখনও ছেলেটার উপরে রেগে আছিস৷ছেলেটা এতো বছর বাদে দেশে ফিরেছে৷
.
দেখো মা এখানে রাগারাগি করার কিচ্ছু নেই৷ আর তুমি ভুলেও ওই আবিরের নাম আমার সামনে উচ্চারণ করবে না৷ ওকে জাস্ট ঘৃনা করি আমি৷
.
দেখিস আবার এমন যাতে না হয় পরে তুই ওর প্রেমে না পড়ে যাস৷
.
ছিঃ ওই গাইয়্যার প্রেমে আমি পরবো৷ কক্ষনো না৷
🍁
পরেরদিন~~~

অনু ওর ক্লাসমেট কে নিয়ে কথা বলতে বলতে ভার্সিটিতে যাচ্ছে৷

অনুঃযাহ বাবা আজ তো ঠোঁটে লিপস্টিকও দেইনি৷ এই রুমি দাঁড়া আমি একটু লিপস্টিক লাগিয়ে নেই৷
.
রাস্তায় লিপস্টিক লাগাবি৷ তার চাইতে বড় কথা আয়না কোথায় পাবি৷
.
হ্যাঁ তাইতো৷
.
অনু চারিপাশে একবার চোখ বুলালো৷

পেয়ে গেছে৷

অনু দৌড়ে একটা কালো কারের পাশে গিয়ে দাঁড়ালো৷ তাতে গ্লাসে অনুকে দেখা যাচ্ছে৷ অনু গ্লাসে নিজে দেখে দেখে লিপস্টিক লাগাতে লাগলো৷

আবির তখন ফোনে কথা বলছিলো৷ একটা মেয়েকে ওর গ্লাসের দিকে তাকিয়ে থাকতে দেখে গ্লাসটা নিচে নামিয়ে নিলো৷ অনু পুরো বেকুব বনে গেছে৷

অনুঃএই যে কারের গ্লাস নামালেন কেনো৷
.
আবিরঃআমার কার আমি যা ইচ্ছা তাই করবো তাতে আপনার কী৷
.
আচ্ছা ভাই কে আপনি বলুন তো।মেয়েদের সম্মান করতে জানেননা নাকি৷
.
এখানে সম্মান কোথা থেকে এলো৷
.
আমি আপনার গ্লাস দেখে দেখে লিপস্টিক দিচ্ছিলাম৷ আপনি হুট করে গ্লাসটা নামিয়ে নিলেন৷ নিলেন তো নিলেন ওই গ্লাসটা আবার লাগিয়ে দিলেন না কেনো৷
.
আমার কার আমি যা ইচ্ছা তাই করবো৷ সাজুগুজু করার আর কোনো জায়গা নাই নাকি৷ আসছে কারের গ্লাস দেখে লিপস্টিক লাগাবে৷ বাসায় কী আয়না নাই ৷
.
আপনি কিন্তু আমাকে অপমান করছেন৷ আমাকে অপমান করার আপনার কোনো অধিকার নেই৷
.
এই মেয়ে তুমি কী পাবনা থেকে পালিয়ে আসা সেই পাগল যাকে গত চৌদ্দ দিন ধরে খুঁজা হচ্ছে৷
.
আপনি পাগল আপনার চৌদ্দ গুষ্টি পাগল৷
.
আবির অনুর দিকে একবার রাগী দৃষ্টিতে তাকিয়ে কার নিয়ে চলে গেলো৷ অনুর পাশে একটা সেভেন আপের বোতল পড়ে আছে অনু সেটা তুলে আবিরের কারে ছুঁড়ে মারলো৷

“শালা কুত্তা৷

রুমি এগিয়ে এলো অনুর দিকে৷

কী রে কী হয়েছে?
.
আর বলিস না শালা লুজার আমাকে অপমান করেছে৷
.
তোকে বলেছিলাম লিপস্টিক দেওয়ার দরকার নেই৷
.
হুম যাইহোক ছেলেটা কিন্তু সেই লেভেলের কিউট আর হ্যান্ডসাম৷
.
ঝগড়ার সময়ও এতকিছু ফলো করিস৷ শুনলাম আবির নাকি দেশে ফিরেছে৷
.
হ্যাঁ তো৷ তোকে কে বলল৷
.
আন্টিকে বলতে শুনেছি৷ যখন তোকে আনার জন্য গিয়েছিলাম তখন৷ওকে কী তুই আর দেখেছিস৷
.
না দেখিনি আর দেখতেও চাইনা৷
.
আচ্ছা একটা কথা বলতো তোর কেমন ছেলে পছন্দ৷
.
আমার পছন্দ, হ্যান্ডসাম,ড্যাশিং,কিউট৷ যাকে দেখে সবাই হা করে তাকিয়ে থাকবে৷
.
বাইরেরটা কী সব ভিতরেরটা কিচ্ছু নয়৷ বাহ্যিক দেখে পাগল হোস না ভিতরের টা দেখ৷
.
ধুর এখনকার ছেলেরা সবাই এক৷ চল আজ ক্লাস করবোনা আজ দোকানপাট হেঁটে হেঁটে দেখবো৷ তারপর যেগুলো চয়েজ হবে সেগুলো কাল এসে কিনে নিয়ে যাব৷

অনু রুমি কে নিয়ে একটা শপিং মলে গেলো৷ হেঁটে হেঁটে প্রত্যেক দোকানের জামা কাপড় দেখছে৷ কতগুলো মেয়েকে কারও দিকে তাকিয়ে থাকতে দেখে তাদের দৃষ্টি অনুসরন করে সেও তাকালো৷

একি এটাতো সেই ছেলেটা যে আমাকে একটু আগে আমাকে ইনসাল্ট করেছিলো৷

রুমিও আবিরের দিকে একটু তাকিয়ে হাল্কা হেসে অনুকে বললো,,,,

তুই যেমন হ্যান্ডসাম,ড্যাশিং,স্মার্ট বয় চাস এই ছেলেটা কিন্তু সেরকমই৷
.
হুম৷ অনেক হ্যান্ডসাম৷
.
আচ্ছা আবির এখন কেমন দেখতে হয়েছে৷
.
কী রকম আবার হবে যেমন ক্ষ্যাত তেমনই আছে৷ চল আরেক দোকানে যাই৷

অনু আরেকটু সামনে এগোতেই পিছন থেকে আবির ওকে ডাক দিলো৷

চলবে……..

[ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন৷ ]

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে