তুমি আমার পর্বঃ ০১

0
6068

তুমি আমার পর্বঃ ০১

– আবির খান

মিডটার্ম পরীক্ষা মাত্র শেষ হলো। সব মিলিয়ে এক মাসের একটা জমপেশ ছুটি পেলাম। মনটা ফুরফুরে লাগছে। সাথে অনেক উত্তেজিতও লাগছে নিজেকে৷ এসব কিছুর একটা কারণ অবশ্যই আছে। তা হলো, বরিশাল যাবো। আমি সেই কলেজ থেকেই ঢাকাতে পড়াশোনা করি। ঢাকার প্রায় ৭০% আমার চিনা হয়ে গিয়েছে। এ শহরের মানুষগুলো বড্ড স্বার্থপর। তারা নিজের স্বার্থ ছাড়া এক পা সামনে এগোও না। এ শহরটা সবসময় রুটি ভাজা তাওয়ার মতো গরম থাকে। ফলে নিঃশ্বাসে যে অক্সিজেনটা নি সেটাও কেমন জানি গরম আর বিষাক্ত লাগে।

তাই এই যান্ত্রিক শহরটাকে কদিনের জন্য বিদায় দিয়ে নাড়ির টানে ছুটে যাবো পরিবারের কাছে। বরিশালে আমার পরিবার থাকে। বাবা সেখানে ব্যবসা করেন। আমার একটা ছোট বোন আছে। ক্লাস নাইনে পড়ে আপাতত। আর মা, সেতো গৃহিনী। সবসময় রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকে। আমাদের পরিবার যে বেশ ধনী তা কিন্তু নয়। তবে মাঝামাঝি। মানে মধ্যবিত্ত পরিবার। আমাদের গ্রামে আমাদের বেশ প্রভাব রয়েছে। কারণ আমার দাদা একজন সম্মানিত ব্যক্তি৷ সবাই তাকে সম্মান এবং শ্রদ্ধা করেন। শালিসিতে দাদা ভাইকে অবশ্যই উপস্থিত রাখা হয়। তাকে ছাড়া কোনো শালিসিই হয় না। তাই ঢাকা শহরের মানুষ অত পাত্তা না দিলেও দাদার জোরে গ্রামে একটা আলাদা ফিল হয়। সবাই অনেক সম্মান করে আমাদের। মজাই লাগে তখন। কিন্তু আজ অব্ধি দাদার ক্ষমতা দেখিয়ে কারো কোনো বিন্দু পরিমাণ ক্ষতি করিনি। ঢাকার শহরে এ জিনিসটা বেশি হয়। কেউ সামান্য একটু ক্ষমতা পেলেই নিজেকে চাঁদের দেশের রাজা মনে করে। আর অন্যদের উপর জুলুম করে। আর একদিন এরাই সবার থেকে বিতারিত হয়ে একা একা বসে বসে আঁধারে নিজের ভুলের জন্য কান্না করে। সেদিন তাদের কাছে আর সময় থাকে না ভুলগুলো ঠিক করার। তাই এসব ছেড়ে যাচ্ছি বরিশাল।

এবার প্ল্যান করেছি সবাইকে সারপ্রাইজ দিব। বিশেষ করে মা আর বোনটা আমার জন্য বড্ড পাগল। বোন অপেক্ষায় থাকে ঢাকা থেকে ওর জন্য কি নিয়ে আসবো। আর মা, সে অপেক্ষায় থাকে তার সন্তানের মুখখানা কখন দেখবে। আমার মা আর বাবা দুজনই শিক্ষিত। তাই তাদের কাছে সন্তানের লেখাপড়াটা খুবই গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন। সেই ক্ষেত্রে বাবার দৃঢ় ইচ্ছার কারণে আমাকে বরিশালে না পড়িয়ে এই যান্ত্রিক শহর ঢাকাতে পাঠিয়ে দেন। মায়ের চোখে পানিতে তলিয়ে যাচ্ছিলো কিন্তু তিনি একবারও বলেন নি, খোকা যাস না। বরং তিনি বলেছেন, খোকা মানুষ হতে পাঠাচ্ছি, অমানুষ হয়ে ফিরিস না। মায়ের কথাটা সেদিন টাইটানিক জাহাজের থেকেও বেশি ভারী আর বড় মনে হয়েছিল। তাই মায়ের কথাটাকে মাথায় রেখে পড়ালেখা আমি মন দিয়েই করেছি। আচ্ছা আমি কে তাই তো বলা হলো না।

আমি আবিদ। ভার্সিটিতে M.A তে পড়ছি। আর কিছুদিন পরই পড়া শেষ হয়ে যাবে। তার পর শুরু হবে চাকরি যুদ্ধ। যে যুদ্ধে কেউ জিতে। আবার কেউ হেরে যায়। মহান আল্লাহ তায়ালার কাছে শুধু দোয়া করি, যেন হেরে না জাই। অবশ্য M.A তে পড়ার মাঝেই কয়েকটি কোম্পানি আমাকে তাদের ওখানে জব অফার করেছিল। আমি তাদের বলেছি, ভাই পড়াশোনাটা আগে শেষ করি। তারপর কয়েক জায়গায় নিজের যোগ্যতা যাচাই বাছাই করি। নিজের উপর নিজের বিশ্বাস হোক। তারপর না হয় এক জায়গায় মন মতো ঢুকে গেলাম। আসলে আমার সব রেজাল্টই অনেক ভালো। তাও নিজেকে যাচাই করতে চাই, যে আমি কিসে ভালো। আর আমি দেখতে কেমন তা না হয় সামনে জানা যাবে আস্তে আস্তে।

যাই হোক ব্যাগটা এবার গুছানো যাক। আমি ব্যাগ গুছাচ্ছি। হঠাৎ,

নিলয়ঃ কিরে কই যাছ ম্মামা??

আমিঃ আরে ম্মামা, বাড়িতে যাই। আব্বা আম্মারে একটা সারপ্রাইজ দিয়া আহি। মজা করে।

নিলয়ঃ বেটা বরিছালের হয়া বরিছালের ভাছায় কথা কবি। ঢাকায়া কস ক্যা??

আমিঃ আররে ম্মামা, তুমাকে একটু ছঙ্গ দেওয়া লাগে না বুঝনা।

নিলয়ঃ হ হ হইছে। ছব বুঝবার পারচি। এহন জলদি ক আবি কবে??

আমিঃ দোস্ত, ভালোই তো একটা বন্ধ পাইছি দেখলি তো। তাই এই বন্ধটা এবার বাবা-মা আর বোনটার সাথেই কাটাবো।

নিলয়ঃ পুররা বন্ধ গ্রামে কাটাবি?? অবাক হয়ে।

আমিঃ হ্যাঁ দোস্ত।

নিলয়ঃ আচ্ছা কাটা। ছমছ্যা নাইক্কা। তয় আবার ভুইলা যাইছ না কিন্তু। ফোন দিছ মাঝে মাঝে।

আমিঃ আরে বেটা কি যে কছ না। তোরে ফোন না দিলে আর কারে দিমু বল। অবশ্যই দিবো ফোন। তুই ঠিক মতো থাকিস।

নিলয়ঃ রওনা দিবি কহন??

আমিঃ আজ রাতেই লঞ্চ।

নিলয়ঃ আচ্ছা ছাবধানে যাইছ। আর কোনো ছমছ্যা হইলে এই বন্ধুরে মনে করিছ। তোর লইগা জান বি হাজির।

আমিঃ এখন কি কাঁদাবি নাকি??

নিলয়ঃ শা** ন্যাকামি করবি না। বুকে আয় বেটা।

নিলয়ের সাথে কোলাকুলি করে ওকে বিদায় দি। ও আমার সেই কলেজ লাইফের বন্ধু। একমাত্র আমার জন্য ও আমার সাথে থাকে। আমি ওকে পড়াশোনায় অনেক সাহায্য করি। তাই বলে চিটিং না। ওকে পড়া বুঝিয়ে দি। ও আগে পড়াশোনা নিয়ে তেমন একটা সিরিয়াস ছিলনা। কিন্তু যখন আমার সাথে বন্ধুত্ব হলো, তখন আমাকে ফলো করতে লাগলো। এরপর ওরই নাকি আমার মতো ভালো রেজাল্ট করতে ইচ্ছা করলো। তারপর আর কি, দুই জানের বন্ধু মিলে জীবনের এতোটা সময় একসাথে পাড় করলাম। ওর কথা শুনে এতোক্ষনে নিশ্চিত বুঝে গেছেন যে ও ঢাকায়া। ওর বাবা-মা দুজনেই অনেক ভালো। তারা আমাকে ওর মতোই ভালোবাসে। কারণ তারা মনে করে তাদের ছেলেটা একমাত্র আমার জন্যই মানুষ হয়েছে। আসলে কথাটা কিন্তু কিছুটা হলেও সঠিক। একজন ভালো বন্ধুর সঙ্গ তোমাকে অবশ্য ভালো কিছু শিক্ষা দিবে। তাই আমাদের উচিৎ সবসময় ভালো বন্ধু বানানো। যে নিঃস্বার্থ ভাবে তোমার পাশে সবসময় থাকবে। নিলয়ও যেমন আমার পাশে সবসময় থাকে। আমিও ওর পাশে সবসময় থাকি। এটাই সত্যিকারের বন্ধুত্ব। আমাদের বন্ধুত্ব দেখে অনেকেই হিংসা করে। আসলে বন্ধুত্বের চেয়ে আমরা আপন ভাইয়ের মতোই বেশি চলি।

যাক ব্যাগ গোছানো শেষ করে মাকে ফোন দিয়ে একটু খোঁজ খবর নিলাম। যাতে আবার তাদের কোনো সমস্যা না হয় আমার যাওয়াতে। সব যখন ক্লিয়ার দেখলাম আল্লাহ তায়ালার নাম নিয়ে রওনা দিলাম বরিশাল। রাত ৯ টার দিকে লঞ্চ ছাড়ে। দীর্ঘ ৮ ঘন্টার নদীপথ। অবশ্য বেশ ভালোই লাগে। কিন্তু মাঝরাতে কেবিন থেকে আমার বের হতে ভয়ই লাগে। কারণ নদীর মাঝে সে সময় অনেকটাই খারাপ। আর করিডরেও তেমন কেউ থাকে না। তাই সে সময়টায় বাইরে না থাকাই ভালো।

ভোর ৫.৩৪ মিনিট।

লঞ্চ মাত্র টার্মিনালে পৌঁছালো। সবাই একে একে লঞ্চ থেকে নেমে যাচ্ছে৷ আমি এতো সকালে যাবো না। সূর্য মামাকে আগে ভালো করে একটু দেখি তারপর বের হব। এরপর সকাল ৭ টা নাগাদ বের হয়ে রওনা দি আমাদের গ্রামের উদ্দেশ্য। আধা ঘণ্টার পথ। বাসে করে পৌঁছে গেলাম। গ্রামের মাটিতে পা দিতেই একটা মিষ্টি ঘ্রাণ নাকে এসে লাগলো। সত্যি বাংলায় কি আছে না আছে অত জানি না। তবে এই বাংলায় আছে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য্য। এতোটা পথ পাড় হয়ে আসাতে ক্লান্ত লাগছিয়। কিন্তু যেই না।নিঃশ্বাসে এই ফ্রেশ অক্সিজেন ভিতরে গেলো, মুহূর্তেই সব ক্লান্ত উধাও। এখন কি যে ভালো লাগছে তা বলার বাইরে। চোখ যতদূর যায় সব সবুজ। ঢাকার শহরে চোখ যতদূর যাবে সব পাষাণ মানুষ আর বড় অট্টালিকা। কিন্তু গ্রাম বাংলা আপনাকে সবুজের মাঝে হারিয়ে দিবে। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য্য দেখতে দেখতে একটা রিকশা নিয়ে মেঠোপথ ধরে সোজা আমার বাসার সামনে চলে আসলাম। রিকশাওয়ালা মনে হয় আমাদের পরিচিত। আমাকে দেখেই বলল, “তুমি শরীফ চাচার নাতি না??” আমি বললাম, “জ্বি।” সে বলল,” হ্যাঁ দেখেই চিনছি। আসো আসো, তোমাকে দিয়ে আসি।” আমিতো পুরোই বোকা হয়ে গিয়েছিলাম। যাই হোক বাসায় ঢুকে প্রথমেই মাকে কয়েকবার ডাক দিলাম জোরে জোরে,

আমিঃ মা…ও মা…দেখো কে এসেছে।

হঠাৎই ঘর থেকে একটা মেয়ে দ্রুত বের হয়ে আমার দিকে তেড়ে এসে বলল,

– আপনার সমস্যা কি?? এরকম সাত সকালে কাকের মতো ডাকছেন কেন?? রাগী ভাবে।

আমি মেয়েটাকে…

চলবে….

এরপর কি হতে পারে?? জানতে হলে সাথে থাকুন। আর কেমন লেগেছে জানাবেন কিন্তু। ধন্যবাদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে