তুই শুধু আমার পর্ব-০২

0
4794

তুই শুধু আমার
Faria Siddique
Part 2

আমি দরজা খুলতেই রুদ্র ভিতরে আসল।
এসেই আমার রুমে চলে আসল।
এসেই আমার বিছানায় বসে পরল।
রুদ্রঃতা তুমি জানি কি বলতাছিলা?
আমিঃকই কিছু না তো।(ভয় পেয়ে)
রুদ্রঃ কিছু না হলেই ভালো।।
আমি আর কিছু বললাম না।
রুদ্রঃ জানপাখি আমার খুব খিদা লাগছে।
জানপাখি নামটা শুনে আমি অবাক।কারন এই নামে আমাকে একজনি ডাকতো। খুব ছোটবেলায়। কিন্তু সে এখন কোথায় আমি জানি না।আসলে লন্ডন যাওয়ার পর আমি আর কিছুই জানি না।
রুদ্রের কথায় আমার ধ্যান ভাংলো।
রুদ্রঃকই হারাইয়া গেলা।
আমিঃরুদ্র আপনি কেন বুঝেন না আমি আপনাকে ভালোবাসি না।চাই না আপনার সাথে থাকতে।(একটু জোরে)
রুদ্রঃআহ জানপাখি আমার অনেক খিদা লাগছে।বেশি কথা না বলে আমার জন্য খাবার নিয়ে আসো।
আমি আর কোন কথা না বলে খাবার আনতে চলে গেলাম।
রুদ্রঃতুমি যতই আমাকে ঘৃনা কর তুমি আমারই। আমার চোখের আগুন তোমাকে দেখে নিভেছিল।আমা মনের আগুন নিভানোর জন্য তোমাকে আমার প্রয়োজন। তুমি না চাইলেও তুমি শুধুই আমার।তুমি আমার থেকে আর কোন দিনও ছাড়া পাবে না।#তুইশুধুআমার।ছোটবেলা থেকেই আমি তোমাকে খুব ভালবাসি জানপাখি।

আমি খাবার গরম করে নিয়ে আসলাম।
এই নিন আপনার খাবার।
রুদ্রঃখাইয়ে দাও না।
আমিঃ আপনার হাত নাই।নিজের হাত দিয়ে খান।
রুদ্রঃতোমার হাত থাকতে আমার হাত কেন?এখন তারাতারি খাইয়ে দাও।
আমিঃআমি পারব না।
রুদ্রঃ আমি জানি আমার বউ আমার কথা ফেলবে না।তাই তারাতাড়ি খাইয়ে দাও।আমার অনেক খুদা লাগছে।
আমি আর কিছু না বলে খাইয়ে দিতে লাগলাম।কারন এই লোকের শান্ত আর স্বাভাবিক কথা গুলার মধ্যেও একধরনের ভয় কাজ করে।মনে হয় ওনি শান্ত ভাবে থেকেও একজন মানুষকে খুন করতে পারে।
আমি ওনাকে খাইয়ে দিতে দিতে ভাবলাম যে এই কোন পাগলের পাল্লায় পরলাম।
রুদ্রঃপাগল বল আর যাই বল সবই তোমার জন্য বউ।
আমিঃআপনার জন্য মনে মনে কথা বলেও শান্তি নাই।
রুদ্রঃ তা ঠিক।উম আমি আর খাব না।
আমি খাবার গুলা নিয়ে চলে যেতে নিলেই রুদ্র আমাকে টান দিয়ে বসিয়ে দেয়।
রুদ্রঃসারারাত না খেয়ে থাকবে?
আমিঃআমি খাব না।
রুদ্রঃ কেন?
আমি কি বলব ভেবে পাচ্ছি না।
আমিঃআমি ডায়েটে আছি।
রুদ্র এবার জোরে জোরে হেসে দিল।
আমিঃহাসার কি আছে?😒
রুদ্র কিছু না বলে আমাকে কোলে তুলে নিল।
রুদ্রঃ মনে তো হয় না ৫০ কেজির বেশি হবা।
আমিঃতো। ৫০ কেজি কি কম নাকি!
রুদ্রঃআমার জন্য কমই।
আমি আর কিছু বললাম না।
রুদ্রঃ হা কর।
আমিঃখাব না
রুদ্রঃ বউ হা কর।
আমিঃআমি খাব না।(একটু জোরে)
রুদ্রঃদেখ বউ আমাকে রাগিয়ো না।
আমিঃবললাম না আমি খাব না।
রুদ্র আর কিছু না বলে একহাতে আমার গাল ধরে হা করিয়ে আরেকহাতে খাবার ঢুকিয়ে দিল।
আমিঃআপনি কি মানুষ?
রুদ্রঃআমার কথা না শুনলে এমনি হবে।ভালোভাবেই বলছিলাম শুনলা না।তাই এমন হল।
এই বলে আমাকে খাইয়ে দিতে লাগলো।
আমিঃআমি আর খাব না।
রুদ্র কিছু না বলে খাবার রেখে রুমে আসল।
এসে ফ্রেশ হয়ে নিল।
ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পরল।
আমি সোফার দিকে পা বাড়াতেই।রুদ্র বলে উঠে।
রুদ্রঃআমি কি তোমাকে সোফায় যেতে বলেছি?দেখ বউ আমি যদি এবার রেগে যাই তাহলে বিয়ের রাতে যা হয় তা কিন্তু করে ছাড়ব।(চোখ বন্ধ করে শান্ত সুরে)

আমি জানি এই বজ্জাত যা বলে তাই করে।
তাই আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ একপাশে শুয়ে পরলাম।হঠাৎ রুদ্র আমাকে টান দিয়ে বুকে জড়িয়ে ধরে গাড়ে একটা কামড় দিল।
আমি আহ করে চিল্লানি দিলাম।
রুদ্রঃএকটা কামড়েই এই অবস্থা তাহলে বাচ্চার মা হবা কিভাবে?(চিন্তার সুরে)
আমি আর কিছু না বলে কান্না করতে লাগলাম।
আমিঃকেন এমন করছেন আমার সাথে।আমি আপনার কি ক্ষতি করেছি?(কান্না করে)
রুদ্রঃ আমি তোমাকে একবার না করেছি কান্না করতে।আমি তোমার কান্না সহ্য করতে পারি না।(রেগে চিল্লিয়ে)
আমি ভয়ে মুখ চেপে ধরে কান্না বন্ধ করার চেস্টা করতে লাগলাম।
রুদ্র জোরে জোরে শ্বাস নিয়ে রাগ কমানোর চেস্টা করতে লাগল।কিন্তু পারল না।
রুদ্র এবার আমার কাছে এসে আমার ঠোঁট জোড়া দখল করে নিল।আমি প্রানপন ছুটার চেষ্টা করতাছি।কিন্তু পারছি না।পারব কি করে রুদ্রের মতো বডিবিল্ডারের কাছে আমি কিছুই না।
প্রায় ১৫ মিনিট পর আমাকে ছাড়ল।আমি জোরে জোরে শ্বাস নিতে লাগলাম।
রুদ্রঃবাহ এত তারাতারি আমার রাগ কমে গেল।বুঝেছি এবার রাগ উঠলে রাগ কমানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করতে হবে।(বাকা হেসে)
আমিঃআপ আপনি মানুষ!!(জোরে জোরে শ্বাস নিতে নিতে)
রুদ্র আর কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পরল।
আমি আর কিছু না বলে ঘুমিয়ে পরলাম।

সকালে

আমি উঠে যেতে চাইলেই রুদ্র আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরল।
আমিঃআমি উঠব।
রুদ্রঃ প্লিজ বউ আরেকটু ঘুমাই।আমি কালকে রাতের মতো শান্তির ঘুম আর কোনদিন ঘুমাই নাই।প্লিজ বউ।
আমার কেমন জানি মায়া হল তাই আমি আবার শুয়ে পরলাম।

ঘুম থেকে উঠে আমি রুদ্রকে দেখতে পেলাম না।হঠাৎ আমার ফোন বেজে উঠল।
রুদ্র কল দিছে।
আমিঃহুম বলুন।
রুদ্রঃ আসলে বউ আমার একটা কাজ পরে গিয়েছে তাই চলে আসতে হয়েছে।
আমিঃও আচ্ছা।
আমি আর কিছু বললাম না।।
আমার জন্য ভালোই হল।আমি তারাতারি উঠে ফ্রেশ হয়ে নিলাম।।আমাকে এবার বের হতে হবে।
ফ্রেশ হয়ে আমি একজনকে কল করলাম।
আমিঃকি খবর?
……………………..
আমিঃগুড।আমি এক্ষুনি আসছি।
এই বলে আমি বের হয়ে গেলাম।কালো হুডি, কালো প্যান্ট আর মুখে মাস্ক। আমি গাড়ি নিয়ে বের হয়ে গেলাম।

চলবে…….৷

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে