তুই আমার ২ Last part

0
3215

#তুই আমার ২
#Last part
#Tanisha Sultana

মিস্টার আবির আমরা আপনার মেয়েকে বাঁচাতে পেরেছি।কিন্তু আপনার মেয়ে আপাতত কথা বলতে পারবে না।

এই ডাক্তার আপনি মজা করছেন তাই,না। আরে আমার বোন চুপ করে দু মিনিট থাকতে পারে না।

চিৎকার করে বলে জীম

“জীম শান্ত হও। তোমার বোন কথা বলতে পারবে কিন্তু একটু দেরি হবে

ডাক্তার চলে যায়। অভি মিষ্টির কেবিনে যায়। অভি মিষ্টির মাথায় হাত বুলায় মিষ্টি চোখ খুলে

” এখন কেমন আছো

মিষ্টি মাথা নাড়ায়। অভির দিক থেকে মুখ ফিরিয়ে নেয়।

“রাগ করেছো আমার ওপর।

মিষ্টি ৷ আবার মাথা নাড়ায়।

” মিষ্টি আই লাভ ইউ।

মিষ্টি অভির দিকে তাকায়।

“সত্যি খুব ভালোবাসে ফেলেছি তোমার। আমি তোমাকে ছাড়তে পারবো না। তুমি আমার

মিষ্টির চোখ থেকে পানি পড়ে। অভি মুছিয়ে দেয়।

” এই পাগলি কাদছো কেনো

মিষ্টি কথা বলার চেষ্ঠা করে কিন্তু পারে না।

“থাক কথা বলার চেষ্টা করতে হবে না। ডাক্তার বলেছে তুমি খুব তারাতারি কথা বলতে পারবে।
অভি মিষ্টিকে হালকা করে জড়িয়ে ধরে।

কয়েকদিন পরে মিষ্টিকে রিলিজ দেওয়া হয়।
অভি মিষ্টির সব কাজ একা হাতে করে কাউকে করতে দেয় না। খুব যত্ন করে মিষ্টির।

এভাবেই কেটে যায় চার মাস। এখন মিষ্টি কথা বলতে পারে৷ খুব শুখে দিন কাটছে অভি মিষ্টির। সৌরভ ও বিয়ে করেছে। মিষ্টি মেয়ে পছন্দ করে দিয়েছে। রিনি আর কৃশ এখন পুলিশের হেফাজতে আছে।

সমাপ্ত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে