তুই আমার ২ পর্বঃ৬

0
2656

#তুই আমার ২
#পর্বঃ৬
#Tanisha Sultana

“এই মিষ্টি ভাইয়া তো তোমার ফোন নিয়ে গেলো। এখন যদি রিনির ভিডিও দেখে ফেলে।

” আরে রিলাক্স আমার ফোনের লক খুলতে তোমার ভাইয়ের দাঁত ভেঙে যাবে।

“কি লক দিছো??

” সিকরেট

মাইসা আর মিষ্টি খাবার খেয়ে একটু রেষ্ট নিয়ে। অভি আর জীমকে খুজতে বের হয়। ওদের পাশের রুমটাই জীম আর অভিকে থাকতে দেওয়া হয়েছে। মাইসা আর মিষ্টি ওই রুমে যায় কিন্তু ওরা নাই। সারা বাড়ি খুজেও পায় না

“তোমরা কি কাউকে খুজছো??

সৌরভের মা বলে

” হ্যাঁ আন্টি আসলে আমার দাভাইকে খুঁজছি

“ওহ ওরা তো ছাঁদে।

মাইসা আর মিষ্টি ছাঁদে যায়। ছাদে গিয়ে দেখে সৌরভ জীম অভি আর সৌরভের কাজিন তানজিম বসে আছে। আর অভি গান গাইছে

যাইবা তুমি পরের ঘরে
আমারে একা করে
নতুন মানুষ নিয়া তুমি থাকবে সুখেতে
ভুলে যাবে আমায় তুমি কিছুদিন পরে
কোথায় আছি কেমন আছি রাখবা না খবর

ভালোবেসে দিলাম ঠায় এই মনের ই ঘরে
সুযোগ বুঝে দিলা কোপ তুমি এই অন্তরে

প্রেমের নামে অভিনয় তুই ভালোই জানিস রে
নিশ্য করলি আমারে তুই এক নিমিষে
গান শেষে সবাই হাত তালি দিচ্ছে

“এমন কাকের মতো কা কা করলো কে???

মিষ্টির কথায় সবাই পেছনে তাকায়। অভি তো রেগে যায়।

” আমি গান গেয়েছি। তুমি এখানে কা কা কই শুনলা??

“আপনি গান গাইলেন না কি আমার সামজ এর গানের অপমান করলেন। প্লিজ আপনার গান কাউকে শুনিয়েন না। এমন কাকের গলায় গান গেয়ে প্লিজ আমার সামজকে অপমান করবেন না।

” আমি যথেষ্ট ভালো গান গায়। আমার গানের গলাটাও অনেক ভালো

“কে বলেছে আপনার ময়দা সুন্দরী বলেছে বুঝি?

“না। আমার ফ্রেন্ড রা বলে

মিষ্টি জীমের কাছে গিয়ে

” দাভাই তুমি বলেছো ওনার গানের গলা সুন্দর

জীম আমতা আমতা করে বলে

“না তো আমি বলি নি।

” তাহলে সৌরভদা

“না না আমি কখনো বলি নি

” ওই শালা তোরা না বলতি

জীম আর সৌরভ একসাথে বলে

“কবে বলেছি? কোথায় বলেছি? কার সামনে বলেছি?

অভি ওদের দিকে অবাক চোখে তাকায়

” দেখলে ময়দা সুন্দরীর বফ তোমার গান কারো পছন্দ না।

“একদম আমার জিএফ কে ময়দা সুন্দরী বলবা না।

” তাহলে কি বলবো আটার বস্তা

সবাই মুখ টিপে হাসছে

“তুমি কি হ্যাঁ

“নেচারাল বিউটি মানে প্রাকৃতিক সুন্দরী। আটা ময়দা মাখি না।

” চুপ থাকো তো ইডিয়েট

“মিষ্টি বসো না

” কোথায় বসবো সৌরভদা আপনার কোলে

“বোন এটা কেমন কথা।

” সরি।

মিষ্টি আর মাইসা বসে।
কিছুখন গল্প করার পরে সৌরভ বলে

“মিষ্টি একটা গান গাও না

” হুম বোন গা না। তোর সামজ এর একটা গান শোনা

“ইডিয়েটা গান গাইবে

” হুম গাইবো তো

“হুম গাইবে বাট আমরা সুস্থ থাকবো তো

” সাট আপ। আগে শুনেন তারপর বইলেন

~~ভাবতে খুব অবাক লাগে তুমি অন্য কারো
কার সাথে আজ বাইনা গুলো ভাগাভাগি করো
কার চোখের চাওনি আজ তোমার লজ্জা কাটে
আমি নিতে আর পারছি না যে তুমি অন্যের সাথে

না না না ওরে আর তো হবে না আমার মনের সাথে তোমার লেনাদেনা

গান শেষে সবাই হাত দেয়।

“ময়দা সুন্দরী র বফ কেমন হলো

” মোটামুটি

“মোটামুটি কি বলছিস আমার বোন তো ফাটিয়ে দিয়েছে।

” ভাইয়া মিষ্টি কিন্তু খুব ভালো গান গায়

“তুই তো আমার বোন। তুই একটু আমাকে সাপোর্ট কর

“মিষ্টি আমি তো তোমার গানের প্রেমের পড়ে গেলাম

মিষ্টি একটু মুছকি হাসে

আরও কিছুখন ওরা গল্প করে যে যার রুমে চলে যায়।

রাত বারোটা
মিষ্টির ফোনে আবির ফোন দিচ্ছে। অভি এখন ভাবছে কি করে মিষ্টিকে মিষ্টি কে ফোনটা দেবে। ভাবতে ভাবতে ফোনটা কেটে যায়। আবারও ফোন বেজে ওঠে। অভি রুম থেকে বেরিয়ে মিষ্টির রুমে দরজার বাইরে দাড়িয়ে আছে। মিষ্টি পানি পিপাসা পায়। বোতলে পানি নেই তাই পানি আনতে বাইরে যাবে।

মিষ্টি আস্তে আস্তে দরজা খুলে। দরজার বাইরে কাউকে পাইচারি করতে দেখে।
চিৎকার করতে যাবে তখন কেউ ওর মুখটা চেপে ধরে

” মিষ্টি চুপ আমি অভি। চিৎকার করো না।

উম উম

“কি উম উম করছো কথা বলো

উম উম
মিষ্টি ইশারা করে হাত সরানোর জন্য।
অভি হাত সরায়
” সরি

মিষ্টি জোরে জোরে শ্বাস নেয়

“সালা আমারে খুন করতে আসছে। ইস যদি আর দুই সেকেন্ড থাকতাম তাহলে উপরে চলে যেতাম

অভি একবার উপড়ে তাকিয়ে বলে

” উপরে কেমনে যাবা। উপরে ছাদ

“ধুর ধুর চুপ। এখানে কেনো আপনি কি চাই

” তোমার ফোনটা দিতে আসছিলাম

“এতো রাতে, না কি অন্য কোনো ধান্দা

চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে