তুই আমার ২ পর্বঃ২১

0
2114

#তুই আমার ২
#পর্বঃ২১
#Tanisha Sultana

অভি তুমি এখানো বসে আছো যে লেট হয়ে যাচ্ছে তো

ও জাবে না

“যাবে না মানে

“যাবে না মানে যাবে না। অভি আজ ওর বউয়ের সাথে সময় কাটাবে তাই না বেবি

” অভি আমি তোমার সাথে কথা বলছি

“সরি রিনি আমি আজ যেতে পারবো না।

মাথা নিচু করে বলে অভি। রিনি তো রেগে আগুন

” অভি তুমি আমার সাথে যাবে না। আমার সাথে, কই আগে তো এমন করতে না তাহলে আজ কি হলো

“আগে তো আর আমার মতো সুন্দরী বউ ছিলো না তাই তোমার সব কথা শুনতো আর এখন পেয়ে গেছে তাই তোমার প্রয়োজন শেষ

” জাস্ট সাট আপ

“সত্যি বললাম

” মিষ্টি প্লিজ চুপ করো। রিনি আমি পায়ে ব্যথা পেয়েছি তাই যেতে পারবো না। অন্য কোনো কারন নেই

“কতোটুকু ব্যথা পেয়েছো

” রিনি আপু ও যেতে পারবে না। আর কোনো কথা নয়

“ও যাবে

রিনি অভিকে টেনে বিছানা থেকে নামাতে যায় মিষ্টি বাধা দেয়

” একদম বারাবাড়ি করবে না আপু। আমার স্বামী অসুস্থ ও যাবে না তুমি যাও

“আমাকে বাধা দেওয়ার সাহস পাও কি করে

” আমার সাহসটা বরাবরই বেশি

“রিনি প্লিজ ঝামেলা করো না

” অভি আমি ঝামেলা করছি। তুমি পালটে গেছো অভি

রিনি চলে যায়। মিষ্টি অভির পায়ে বরফ দেয়

“এরকমটা কেনো করলে রিনি কষ্ট পেলো

” উফফ রিনি কষ্ট পেলো। বেশ হয়েছে৷

“ইডিয়েট একটা। আমাকে কি একটুও শান্তিতে থাকতে দেবে না।

“দেবো তো কিছুদিন পরেই তোমাকে শান্তি দেবো

মিষ্টি আর কোনো কথা না বলে কালো বোরকা পড়া শুরু করে

” এই তুমি কী পাগল হয়ে গেলে না কি? বোরকা পড়ে কোথায় যাবে

“তোমার জন্য শান্তি আনতে।

মিষ্টি অভির মাথায় হাত বুলিয়ে আসি বলে চলে যায়

রাস্তায় পাগলের মতো রিনিকে খুজতে থাকে। অবশেষে পেয়ে যায়। রাস্তার পাশে দাড়ায়ে একটা ছেলের সাথে কথা বলছে। ওরা কি বলছে শোনার জন্য মিষ্টিও ওদের কাছে যায়
” ধ্যাত আজ কোনো ভাবেই অভিকে আনতে পারলাম না। ওই মিষ্টি আটকে দিলো। অভিকে ফাসাতে পারলাম না

“ম্যাম তাহলে এখন কি করবেন

” কি আর করবো হাত গুটিয়ে বসে থাকতে হবে। তুই এবার যা আর ভাই কে বলে দিস বারাবাড়ি যেনো না করো।

রিনি ছেলেটার হাতে একটা ব্যাগ দেয় ছেলেটা চলে যায়। তারপর রিনি একটা কসমেটিকের দোকানে ঢোকে আর মিষ্টি বাইরে দাঁড়িয়ে থাকে।

অনেক খন দাড়িয়ে থাকার পরেও রিনিকে বেরোতে না দেখে মিষ্টি ভেতরে ঢুকতে যায়। কিন্তু পারে না। কারন দোকানটা ভেতর থেকে বন্ধ। মিষ্টি হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। রাস্তা থেকে বোরকা খুলে ফেলে।

রুমে অভি শুয়ে ছিলো। মিষ্টি মন খারাপ করে রুমে ঢোকা

“কি হলো বেপারটা গেলে বোরকা পড়ে এলে বোরকা ছাড়া। আবার হাসি মুখে গেলে আর আসলে মেঘ নিয়ে। কি হয়েছে শান্তি পাও নি

” পেয়েছিলাম কিন্তু একটুর জন্য ধরতে পারি নি

“বলো কি

” হ্যাঁ। কপালটাই খারাপ। হাতে মাএ একদিন সময় আছে

চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে