?#তুই_আমার_অন্যরকম_নেশা ?
#পর্ব-৫
#Jannatul_ferdosi_rimi(Writer)
আমার চোখের সামনে অয়ন ভাইয়ার নিথর দেহ পড়ে আছে আর সামনেই আমান তার রক্তলাগা ছুড়ি খানা পরিস্কার করছে আমি অয়ন ভাইয়ার কাছে যাবো তার আগেই খপ করেই আমান আমার হাত টা ধরে ফেলে আমি প্রানপ্রন ছুটার চেস্টা করছি কিন্তু আমি যত চেস্টা করছি আমান আমাকে তত চেঁপে ধরেছে
রিমিঃ আমান আমাকে ছাড়ো ছাড়ো বলছি প্লিয আমাকে আমার অয়ন ভাইয়ার কাছে যেতে দাও (কাঁদতে কাঁদতে)
আমানঃ রিমিপাখি তুমি তো জানো তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না(শয়তানি হাঁসি দিয়ে)
আমি আমানের থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেস্টা করেই যাচ্ছি কিন্তু পারছি না আমান আমাকে টানতে টানতে কোথায় যেন নিয়ে যাচ্ছে আমি চিৎকার করে যাচ্ছি
রিমিঃ অয়ন ভাইয়া অয়ন ভাইয়া উঠো ??উঠো প্লিয
অয়ন ভাইয়ার রক্তে পুরো মেঝে ভেসে যাচ্ছে আমি আর সহ্য করতে পারছি না চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে..
ধড়ফড়িয়ে উঠে পড়ি আমি একি আমি তো আমার বিছানায় শুয়ে আছি আমারই ঘরে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর ৫:০০টা বাজে তার মানে আমি স্বপ্ন দেখছিলাম ধন্যবাদ আল্লাহ অনেক ধন্যবাদ কিন্তু একটা ভয় রয়েই যায় কেননা এটা ভোরের স্বপ্ন না না এই স্বপ্ন আমি কিছুতেই সত্যি হতে দিতো পারবো না আমি আমানকে অয়ন ভাইয়ার কোনো ক্ষতি আমি করতে দিবো না না মানে না…বারান্দায় গিয়ে চারপাশের প্রকৃতি দেখছি ভোরের এতোটা সুন্দর তা না দেখলে বুঝতাম না চারদিকে পাখির কিচিরমিচির আওয়াজ শীতল হাওয়া বয়ে যাচ্ছে বাতাসের সাথে আমার অবাধ্য চুল গুলো বাতাসের সাথে উড়ছে ইচ্ছে করেই আমি চুলগুলো ছেড়ে দিলাম সত্তিই অনেক ভালো লাগছে আজকে স্বপ্নটার কথা ভুলেই গেলাম
?
অয়ন প্রতি ভোরে জগিং করতে বের হয় এটা তার রুটিন এর মধ্যে পড়ে এইসব ব্যাপাড়ে সে যথেষ্ট সচেতন… আজও তার ব্যাতিক্রম হয়নি অয়ন জগিং করছে রিমিদের বাড়ি দিয়েই ক্রস করছিলো হঠাৎ তার চোখ আটকে যায় তার সামনে পরির দিকে তার রিমিপরির দিকে.. বারান্দায় দাড়িয়ে চোখ বন্ধ করে আছে পড়নে একটা ব্লু-সাদা টপ্স আর গলায় উড়না পেঁচানো ঘুম ঘুম মুখ মুখে কোনো ম্যাকাপের চিহ্ন নেই যেন ফোটা পদ্ধফুল
অয়ন আর দেরী না করে তার ফোনে তার রিমির কয়েকটা ছবি তুলে ফেলে রিমি অগোচরে কিন্তু অয়ন বুঝতে পারছেনা রিমি এতো ভোর বেলা কিভাবে উঠলো সচারচর মহারানীর উঠতে দুপুর ১২:০০টা বাজে এইসব ভাবতে ভাবতে আনমনে হেঁসে উঠে অয়ন..
?
বারান্দায় দাড়িয়ে প্রকৃতির দৃশ্য উপভোগ করছি আর ভাবছি কাল রাতের কথা
কাল রাতে…
অয়নঃ তোকে দেখতে এসেছি
রিমিঃ কিহ?
অয়ন ভাইয়া একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে
—তোর কি মনে হয় আমি তোর মতো পেত্নি কে দেখতে এসেছি আমি এসেছিলাম মৌ এর সাথে দেখা করতে বেঁচারার দেবরের কি অবস্হা তা জানার জন্য
—নিজে ওকে হসপিটালে পাঠিয়ে নিজে ওর খবর নিতে এসেছেন? ?
—কেন তোর কস্ট লাগছে
—-হ্যা লাগছে আপনার কি?
আমার এই কথাটা শুনার পরেই অয়ন ভাইয়ার চোখ রক্তবর্ন ধারন করে
আমার দিকে তেড়ে এসে আমার গাল চেপে বলল
—কি বললি ইডিয়েট
আমি ভাইয়ার এইরকম রুপ দেখে অনেকটায় ভয় পেয়ে গেলাম তারপরেও কাঁপা গলায় বললাম
—আমি ওর জন্য লাগতে পারেই কেন আপনাকে যে পায়েল আপু জড়িয়ে ধরে কিস করতে পারি তখন(অভিমানি সুরে)
অয়ন ভাইয়া আমার কথা টা আমার গাল ছেড়ে দিলো হয়তো অনেকটায় অবাক হয়ে গেছে
—তুই কি করে জানলি??
—কেন খুব অসুবিধা হয়ে গেলো(রাগি কন্ঠে)
—তার মানে তুই আজকে আমাদের বাসায় গিয়েছিলি কিন্তু আমি যতটুকু জানি তুই আমাদের বাড়িতে খুব কম যাস
—আমি গিয়েছিলাম কেন আপনি অইরকম করলেন অজয় এর সাথে কিন্তু গিয়ে দেখলাম আপনাদের প্রেম লিলা( অভিমানি কন্ঠে)
অয়ন ভাইয়া আমার কথা শুনে অনেকটা রেগে গেলেন
—জাস্ট সেটআপ রিমি পায়েল আজকে এসেছে আর তুই জানিস না ও কেমন গাঁয়ে পড়া মেয়ে ও নিজে আমাকে জড়িয়ে ধরেছে ইডিয়েট
আমি রেগে কিছু বলতে যাবো তার আগেই অয়ন ভাইয়া কিছু একটা ভেবে আমাকে থামিয়ে দিয়ে বলল
—ওয়েট ওয়েট এমন নয়তো তুই জেলাস ফিল করছিস(বাঁকা হেসে)
এইরকম প্রশ্নে আমি অনেকটায় অস্বস্হি বোধ করছি কি বলবো আমি এখন অয়ন ভাইয়া একটা ডেবিল স্মাইল দিয়ে আমার দিকে এগোচ্ছে আর বলছে কিরে উত্তর দে আর আমি পিচ্ছাচ্ছি কি উত্তর দিবো আমি পিছোতে পিছোতে দেয়ালের সাথে পিঠ ঠিকে যায় অয়ন ভাইয়া একদম একদম আমার কাছে চলে আসে অয়ন ভাইয়ার গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে অয়ন ভাইয়া টুপ করে আমার গালে কিস করে দেয় আর আমি ফ্রিজ হয়ে যাই
আমার কানে ফিসফিস করে বলে
গুড নাইট আর ঘুমিয়ে পড় রিমিপরি
রিমিপরি এই শব্দটা শুনার পড়ে আমার শরীরে কেমন যেন বিদ্যুত বয়ে গেলো…
চলবে কি?….