? #তুই_আমার_অন্যরকম_নেশা?
#পর্ব-১৫
#Jannatul_ferdosi_rimi(Writer)
অয়ন ভাইয়া মাথায় হাত দিয়ে যন্ত্রনায় কুকড়িয়ে উঠছে অয়ন ভাইয়া আমার কাছে আসতে চাইলো আমিও অয়ন ভাইয়ার কাছে যাবো তার আগেই কেউ খপ করে আমার হাত ধরে ফেলে আমি তাঁকিয়ে দেখি আমান বাঁকা হাঁসছে তার মানে আমান এইসব করেছে অয়ন ভাইয়া গর্জন করে বলে উঠলো
—রিমিকে ছাড় আমান না হলে আমি তোকে জেন্ত পুঁতে ফেলবো
আমান ভয় পাওয়ার ভংগিতে বলে উঠে।
–/ইসসশ আমি ভয় পাইছি অয়নের জান রিমিপরিকে আমি৷ টাচ কীভাবে করতে পারি আমি ওনেক ভয় পাইছি এই বলে শয়তানিতে হাঁসিতে মেতে উঠে আমান
আমি আমানের থেকে নিজেকে ছাড়াতে ব্যাস্ত হচ্ছি যতো সরতে চাইছি ও আরো চেপে ধরেছে আমায়
অয়নঃ আমান রিমিকে ছাড় বলছি(জোড়ে চিৎকার দিয়ে) ওর গাঁয়ে যদি একটা টোকা লাগে তোকে শেষ করে ফেলবো
আমান আমাকে উদ্দেশ্য করে বলে
—দেখো তোমার আশিককে এতো জোড়ে মাথায় আঘাত করলাম মরতে বসেছে তাও তেজ কমেনি আরো ২ ঘা দিতে হবে (বাঁকা হেঁসে)
রিমিঃ প্লিয আমান অয়ন ভাইয়াকে কিছু করোনা প্লিয
অয়নঃ আমি খুব ভালো করে বুঝতে পারছি আমান রিমির ক্ষতি করবে কিন্তু আমি তো নিজের শক্তি হারিয়ে ফেলছি উঠে দাঁড়াবার ক্ষমতা পাচ্ছিনা এমন কস্ট হচ্ছে না আমার দাঁড়াতেই হবে আমার পাগলিটা অঝড়ায় কেঁদে যাচ্ছে ওর জন্য হলেও আমাকে উঠতে হবে
কিন্তু যত উঠতে চাচ্ছি চোখগুলো যেন ঝাপসা হয়ে গেলো
রিমিঃ আমি অয়ন ভাইয়া বলে চিৎকার করছি কিন্তু অয়ন ভাইয়ার রেস্পন্স পাচ্ছিনা অয়ন ভাইয়ার নিথর দেহ মাটিতে পড়ে আছে আমি নিজেকে ছাড়ানোর বৃথা চেস্টা করছি আর আমান সে আমাকে জোড়ে চেঁপে ধরেছে পরোক্ষনেই সেই স্বপ্নের কথা মনে পড়ে গেলো একদম হুবুহু আমি জোড়ে জোড়ে চিৎকার করছি
—-অয়ন ভাইয়া উঠো দেখো তোমার রিমিপরি তোমাকে ডাকছে প্লিয অয়ন এই অয়ন ???
আমানঃ তোমার আশিক মনে হয় এতোক্ষনে পরলোকে গমন করেছে কি বলো?
আমি কাঁদতে কাঁদতে বললাম
—নাহ এইটা হতে পারেনা অয়ন উঠো দেখো আমি তোমাকে ভাইয়া বলছি না প্লিয উঠো আমান আমাকে ছাড়ো আমাকে অয়ন এর কাছে যেতে দাও…
আমান শয়তানি হাঁসি দিয়ে আমার হাত ঘুড়াতে ঘুড়াতে বলল
—দেখ বোন তোর খুনিকে আমি উপযুক্ত শাস্তি দিয়েছে কিরে দেখ তোর দাভাই তোর মৃত্যর প্রতিশোধ নিয়েছে
আমানের সেই হাঁসি কি ভয়ানক।।।আর আমানের বোন মানে? আর আমানের বোনের সাথে অয়নের কি সম্পর্ক কি বলতে চাচ্ছে আমান আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর আমি অয়ন বলে চিৎকার করে যাচ্ছি
—আমাকে ছাড়ো আমি অয়নকে ভালোবাসি ছাড়ো কিন্তু আমান আমাকে টানতে টানতে একটা কালো গাড়ির কাছে নিয়ে আসলো আমি কিছু বলবো তার আগেই…আমান আমার মুখে রুমাল চেপে ধরলো তারপর কিছু মনে নেই আচ্ছা আমি কি আমার অয়নকে হারিয়ে ফেললাম?
?
পায়েল আর মেঘলা গাড়ি নিয়ে রওনা হলো পায়েল এর ধারনায় ঠিক রিক জানে রিমি বা অয়ন কোথাও থাকতে পারে যদিও বাড়িতে পায়েলকে অনেক প্রশ্নের সমুক্ষিন হতে হয়েছে তাও সেইটা পায়েল আর মেঘলা ভালোভাবে সামলে নিয়েছে পায়েল মেঘলা এই পর্যন্তের ঘটনা বলে দিয়েছে সব কিছু শুনে মেঘলা বাকরুদ্ধ তাড়াতাড়ি আমান রিমি অয়নদের কাছে পৌছাতে হবে না হলে আমান নিজের অজান্তে অনেক বড় ভুল করে ফেলবে যেইটা কিছুতেই মেঘলা হতে দিতে পারেনা মেঘলার মাথায় একটায় চিন্তা ঘুরপাক খাচ্ছে যে করেই হোক রিমি আর অয়ন এর কাছে পৌছাতে হবে ওদের কাছে পৌছাতে পারলেই আমানের কাছে পৌচানো অনেকটা সহজ হয়ে যাবে এইসব এর পিছনে যে মুল গেম প্লেন করছে তার মুখুশ খুলে দিতে হবে মেঘলা খেয়াল করছে পায়েল অনেকটায় ছটফট করছে হয়তো নিজের কাজে সে অনেক বেশি অনুতপ্ত তাই যতদ্রুত সম্ভব সে তার পাপের পাস্চিত্ত করতে চায় এইসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলে মেঘলা গাড়ি তার আপন গতিতে চলছে
মেঘলাঃ চিন্তা করোনা বোন ঠিক হয়েযাবে(পায়েল কে উদ্দেশ্য করে)
পায়েলঃ মনকে যে মানাতে পারছিনা মনে হচ্ছে কিছু একটা হয়েছে
মেঘলাঃবোঁকা মেয়ে তুমি শুধু টেনশন নিচ্ছো দেখবে সবকিছু ঠিকই থাকবে
পায়েলঃতাই যেন হয়
মেঘলাঃ হুম
?
?
?
অচেনা ব্যাক্তিটি রকিং চেয়ারে বসে আছে তার সাম্নেই ভয়ে দাঁড়িয়ে আছে গুপ্তচর অচেনা ব্যাক্তিটি চোখমুখ শক্ত করে বলল
—তোদের একটা কাজ দিয়েছিলাম পায়েল কে চোখে চোখে রাখতে ওকে তুলে নিয়ে আসতে আর তোরা? পায়েল কোথায়?বল আন্সার মি ডেম ইট (রেগে)
গুপ্তচর টা ভয়ে ভয়ে উত্তর দিলো
—পায়েল ম্যাম কে তো আমরা চোখে চোখে রাখছিলাম কিন্তু
—কিন্তু কি?(রেগে)
—কিন্তু উনি যেইভাবে ছুটলেন তারপর একটা গাড়ি আসলো তারপর মাঝখানে আমরা কিছু দেখার আগেই পায়েল ম্যাম লাপাত্তা (ভয়ে ভয়ে)
—-আমি এইসব লো ক্লাস এক্সকিউজ শুনতে চাইনা হ্যা?তোদের একটা কাজ ও হয়না সবকোটাকে আজকেই শেষ করবো
এইবলে অচেনা ব্যাক্তিটি নিজের রিভলবার বের করে সব লোকেরাই ভিষন ভয় পেয়ে যায় সবার হাত-পা থরথর করে কাঁপছে অচেনা ব্যাক্তিটি শুট করতে যাবে তার আগেই কেউ তার হাঁত ধরে ফেলে অচেনা ব্যাক্তিটি পিছনে ঘুরে দেখে তার পাপা(মিঃনীল)
অচেনা ব্যাক্তিঃ ড্যাড তুমি?
মিঃনীলঃ হ্যা তুমি এতো হ্যাইপার হচ্ছো কেন? মাই সন
অচেনাঃ ড্যাড তুমি বলছো আমি কেন এতো হ্যাইপার হচ্ছি? জানো এতোগুলো লোক একটা মেয়েকে পাচ্ছে না তুমি বুঝতে পারছো ড্যাড পায়েল যদি সবাইকে সব কিছু বলে দেয় আমাদের এতোদিনের প্লেন সবকিছু পাঞ্চার হয়ে যাবে
মিঃনীল তার ছেলের কথা তোয়াক্কা না করে আরাম করে সোফায় বসে পড়লো অচেনা ব্যাক্তিটি তার পাপা আচরনে খানিকটা অবাক হলো কেননা এই সময় তার থেকে তার পাপার বেশি হ্যাইপার হওয়ার কথা কিন্তু না তার উল্টো হচ্ছে ।
অচেনাঃ পাপা তুমি বুঝতে পারছোনা কতটা প্রবলেম হতে পারে তুমি কি এই ব্যাপারে সিরিয়াস নও
মিঃনীল তার ছেলের কথায় খানিক্টা মুচকি হেঁসে বললেন
–মাই সন ভুলে যেওনা আমি তোমার বাবা তাই আমার মাথায় তোমার থেকে বেশি শয়তানি বুদ্ধি??(এই বলে অট্টোহাসিতে ফেটে পড়ে)
অচেনা ব্যাক্তি তার বাবার কার্যক্রম কিছুই বুঝতে পারছেনা কিন্তু বুঝতে পারছে তার বাবার মাথায় কিছু একটা চলছে অচেনা ব্যাক্তি তার বাবার পাশে গিয়ে বসে
বলল
—আচ্ছা পাপা তোমার মাথায় কি চলছে
–ভেইরি সিম্পল আমাদের কিছুই করতে হবেনা আমান প্রতিশোদের নেশায় অন্ধ হয়ে অয়ন আর রিমির ক্ষতি করবে মানে আমাদের
প্লেন অনুযায়ী কাজ হচ্ছে আর বাকি রইলো পায়েল ও কিচ্ছু করতে পারবেনা তুমি চিন্তা করোনা অই খান ফ্যামিলি আর চৌধুরিদের সর্বশান্ত করে ছাড়বো কাউকে ছাড়বো না সবকিছু ধংসলিলায় পরিনিত করবো (এই বলে শয়তানি হাঁসিতে মেতে উঠে মিঃ নীল)
অচেনা ব্যাক্তিটাও তার বাবার কথায় খানিক্টা সস্হি পেলো
মিসেস ঝিলি বাবা আর ছেলের ধংশলীলা আর সহ্য করতে পারছেননা কি করবেন তিনি কি করে আটকাবেন তিনি তো অপারক মিসেস ঝিলি জানামাজ এ বসে পড়ে এখন তার একমাত্র ভরসা আল্লাহ একমাত্র মহান আল্লাহ ই পারে তার স্বামী আর ছেলেকে হেদায়েত দিতে?কান্না করতে লাগলেন তিনি
চলবে কি??