??#তুই_আমার_অন্যরকম_নেশা ?
#পর্ব-১২(Surprise)?
#Jannatul_ferdosi_rimi(Writer)
গাল ফুলিয়ে বসে আছি ?কথা বলবো না শয়নতান অয়ন ভাইয়াটার সাথে আর উনি আমার রাগ কমাতে ব্যাস্ত
অয়নঃ অই বউ এমন করে না লক্ষিটি দেখো তুই তো বুঝিসই কেন আমি এইসব করেছি? তাই না
আমি অগ্নিদৃস্টি নিক্ষেপ করে বলি উঠি
—চুপ একদম চুপ একদম কথা বলবি না আমি নাকি চিপ মেয়ে ওহ কি যেন বলেছিলি আমার মতো চিপ মেয়েকে তুই মানে অয়ন চৌধুরি ভালোবাসে না ঘৃণা করে ????
অয়নঃ এইরে বউ আমার অনেক ক্ষেপেছে কিছু কর অয়ন না হলে তোর বাসরের বারোটা বাঁজবে(মনে মনে) অয়ন মুখে হাঁসি ফুটিয়ে বলে।
—এইসব কি কথা বউ? আমি না তোমার স্বামী এখন তুমি আমাকে তুই-তাকারি করছো দেখো আমিও তোমাকে তুমি করে বলছি আর তুমি সজা আপনি থেকে ডাইরেক্ট তুই
আমি রেগে বলি।
–চুপ করবি এই দেখ আমার পেট দেখেয়ি বলি
—দেখ সিগারেট এর ছাপ পড়েছে কত ব্যাথা করছে বলেই ন্যাকা কান্না শুরু করে দিলাম আমার কথা শুনে খাটাশ টা একটা ক্যাবলা মার্কা হাঁসি দিয়ে বলে।।(লেখিকা জান্নাতুল ফেরদৌসি রিমি)
–ওহ এই ব্যাপার দাঁড়াও ব্যাথা যখন আমি দিয়েছে ওষুধ আমিই দিবো এই বলে উনি আমার পেট থেকে কাপড় সরিয়ে ডিপলি কিস করতে থাকে উনার এমন কাজ এ আমি ভ্যাবাচ্যাকা খেয়ে যাই না পারছি কিছু বলতে না পারছে সরাতে আমি তো পুরাই ফ্রিজ
এইযে আপ্নারা কিছু বুঝছেন না তো তাহলে কিচ্ছুক্ষন আগের ঘটনায় যাই….
কিছুক্ষন আগে….
আমার চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে হঠাৎ অয়ন দরজায় কারো ছায়ায় দেখতে পারে সাথে সাথে অয়ন নিজের পকেট থেকে মেশিং গান বের করে দরজায় ফায়ার করে উনার এমন কাজে আমি অবাকের চরম সীমানায় অয়ন ভাইয়া আমাকে সরিয়ে রুপ (অয়নের স্পেশাল গার্ডকে) ডাকতে থাকে সাথে সাথে আকাশ কিছু গার্ডকে নিয়ে আসে লোকটা পালাতে যাবে তার আগেই তাকে ধরতে যাবে আমি কিছুই বুঝতে পারছিনা কে এই লোক? অয়ন ভাইয়ার গার্ড একে ধরেছে কেন? অয়ন ভাইয়া বাঁকা হেঁসে বলে উঠে
—আমানকে নিশ্চই আমাদের বিয়ের খবর লিক করেছিস এতোক্ষন এ?
লোকটা ভিতু চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে আমি অবাক হয়ে রয়েছি এই লোকটা আমানের লোক কি হচ্ছে সব মাথা দিয়ে যাচ্ছে আমি কিছু বলতে যাবো তার আগেই অয়ন ভাইয়া বলে উঠে
–সরি রে রিমিপাখি এতোক্ষন তোর সাথে যা করেছি সব নাটক ছিলো বিয়েটা ছাড়া বিয়েটা রিয়েল করেছি
—মানে???
অয়ন ভাইয়া বাঁকা হেঁসে বলে
–তুই যখন আমানকে তোর ঘরে নিয়ে গিয়োছিলি তখনি আমার কিছুটা সংদেহ হয় দেন আমি দরজার কাছে গিয়ে শুনার চেস্টা করি তখনি শুনতে পাই তুই আমার জন্য আমানকে বিয়ে করতে চাইছিলি কিন্তু আমি যতটুকু যানি আমি কখনোই কোনো ছেলেকে তোর কাছে ঘেসতে দেই নাই তাহলে যখন আমি আমেরিকা ছিলাম তখনি কি তোর আমানের সাথে পরিচয় হয়? হলেও তোর সাথে আমানের কি শত্রুতা? তারপর আমি খোজ খবর নেই তারপর জানতে পারি কি নিয়ে তোদের শত্রুতা তাই ঠান্ডা মাথায় প্লান করি তারপর তুই যখন বললি তুই আমানকে ভালোবাসিস তখন আমি চুপ করে ছিলাম ( লেখিকা জান্নাতুল ফেরদৌসি রিমি)
কিন্তু আমান আমার উপর পুরোপুরো বিশ্বাস করতে পারি নাই তাই এই গুপ্তচর পাঠিয়েছে তাই ওকে দেখিয়ে তোর সাথে খারাপ ব্যাবহার করছিলাম বুঝলি পুঁচকি
আমি এতোক্ষন আসল ব্যাপার বুঝলাম
অয়নঃ যাহ (রুপকে উদ্দেশ্য করে) ওকে নিয়ে আমার স্পাশাল রুমে গিয়ে আথিতিয়াতা কর গিয়ে (বাঁকা হেঁসে)
অয়নঃ আর তুইও একটা বুদ্ধ?(আমাকে উদ্দেশ্য করে)
রিমিঃ আমি??
অয়নঃ হ্যা তুই জানিস না অয়ন চৌধুরীর ক্ষমতা কত?
রিমিঃ কিন্তু ও সিরিয়াল কিলিয়ার জানেন না? তাই তো।
অয়নঃ জানি বাট এই অয়ন চৌধুরিরও কম ক্ষমতা না বুঝলি?(ভাব নিয়ে)
রিমিঃ তা তো দেখতেই পারছি মেশিং গান নিয়ে ঘুরে(বিড়বিড় করে)
কিন্তু আমাদের এখন এইসব করলে চলবেনা আমান এর বিরুদ্ধে প্রমান কালেক্ট করতে হবে
অয়নঃ হ্যা তাও ঠিক এইবার চল কাজ সেরে ফেলি
রিমিঃমানে?
অয়নঃ কেন বিয়ে করলাম বাসর করবো না??
আমি তখনি আমি গাল ফুলিয়ে রেগে বসে থাকি আর তারপরের ঘটনা আপ্নারা জানেন
আমি ফ্রিজ হয়ে রয়েছি অনেক্ষন পর অয়ন ভাইয়া আমাকে ছাড়লেন
তাও যেন রাগ আমার কমেনি
রিমিঃ একদম আবার কাছের আসার চেস্টা করবেন না বলে দিলাম
অয়নঃ বউ এমন করছো কেন? দেখো এতো কস্ট করে তোমাকে কিডনাপ করলাম তারপর বিয়ে করলাম এতো৷সুন্দর করে ঘর সাজালাম আর তুমি আমার বাসরের বারোটা বাজাচ্ছো??
আমি রেগে বললাম।
—আমি নাকি প্রতারক চিপ মেয়ে কত কিনা বললেন?
অয়ন ভাইয়া ইনোসেন্ট ফেস করে বলল
।—সেটা তো তুমি জানো বউ কিসের জন্য করলাম?
রিমিঃ ওকে তাহলে এর জন্য শাস্তি পেতে হবে তাহলে আমি আপনাকে মাফ করবো
অয়ন ভাইয়া খুশিতে মুখটা চকচক করে বলে উঠলেন
–হুম বলো বউ আমি রাজি
—আমি মুচকি হেঁসে বললাম আমার পা টিপতে হবে
অয়নঃ কিহ????
এদিকে আমান রাগে ফেটে যাচ্ছে
মিঃ আকাশঃ এই কি বলছো বাবা অয়ন রিমিকে কিডনাপ করিয়ছে?
মামিঃ না আমার ছেলে এমন না
নানুমাঃ হ্যা
কাকিমাঃ অয়ন কেন রিমিকে কিডনাপ করবে
আমানঃ শুধু কিডনাপই না বিয়েও করেছে
সবাইঃ?????
আমানঃ আমি কাউকে ছাড়বো না এই বলে আমান রেগে চলে যায়(লেখিকা জান্নাতুল ফেরদৌসি রিমি)
মামিমাঃ হায় হায় আল্লাহ শেষমেশ অই অলুক্ষনি টা আমার বউমা হলো আমার সব শেষ
কাকিমাঃ দেখুন এতোদিন কিছু বলেনি বলে আজোও বলবোনা তা ভুলে যাবেন না আপনার ছেলেই আমার মেয়েকে কিডনাপ করিয়েছে
নানুমাঃ দেখোছে বউমা কি বলছে
এদিকে পায়েল এর ফোন এ একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে পায়েল বুঝতে পারে কে করেছে ফোনটা পায়েল একটু আড়ালে গিয়ে বলে
—হ্যালো
অচেনাঃ তুমি শুনেছো অয়ন রিমিকে বিয়ে করেছে?????
পায়েলঃ হ্যা
অচেনাঃ তোমাকে আমি কি জন্য পাঠিয়েছিলাম অয়ন কে চোখে চোখে রাখতে অয়ন আর রিমিকে আলাদা করতে আর তুমি?
পায়েলঃ আসলে অয়ন যে এই কাজ করবে আমি ভাবতেও পারি নি
অচেনাঃ তোমার এইসব স্টুপিড বাহানা বন্ধ করো তোমাকে একটা কাজ করতে দিয়েছিলাম সেটাও পারলে না??
পায়েলঃ এইভাবে বলো না দেখো আমি তো তোমাক ভালোবাসি তোমার জন্য আমি এখানে এসেছে
অচেনাঃ৷ হুহ ভালোবাসা( তাচ্ছিল্যের সুরে) দেখো তোমাকে এখন আমার কোনো দরকার নেই ডেম ইট রাখছি
টুট..টুট…টুট..
পায়েলঃ প্লিয প্লিয শুনো
পায়েল অনেকবার অই নাম্বারে ট্রাই করছে বাট বন্ধ পায়েল হাটু ভাজ করে বসে পড়ে
পায়েলঃ তার মানে আমি তোমার প্রয়োজন ছিলাম প্রিয়জন না?
অবশেষে অয়ন ভাইয়া আমার পা টিপছে আর আমি মুচকি মুচকি হাঁসছি বেঁচারার বাসর রাত পাঞ্চার করে দিছি ভালো হয়ছে আমাকে অইভাবে বললো কেন? এইবার মজা বুঝ
অয়নঃ এইরকম বাসররাত আল্লাহ কোনো শত্রুকেও যাতে না দেই এখন আমি বউকে আদর না করে বউয়ের পা টিপতাছি হাই রেএএএএএএএএ পুরা কপাল(মনে মনে)
চলবে?