তিমিরে ফোটা গোলাপ পর্ব-৫+৬+৭

0
1179

তিমিরে ফোটা গোলাপ
পর্বঃ ০৫
Writer Taniya Sheikh

বসার ঘরের মুখে এসে দাঁড়ালেন মাদাম ডলি। তাঁর হাত দু’টো কোমরে। অপ্রসন্নতার ছাপ মুখময়। ইসাবেলা কোলের হাত দু’টোর দিকে অনিমেষ চেয়ে আছে। মাদাম গলা ঝেড়ে বললেন,

“সকালের নাস্তা মিস করেছো। তারপর গরম পানিতে গুলিতে যে পথ্য তৈরি করে সামনে দিলাম সেটাও ঠাণ্ডা পড়ে আছে টেবিলে। তুমি কী আমার কথার গুরুত্ব দাও না? গুরুজনের কথা এভাবেই উপেক্ষা করবে?”

“মাদাম__” বিড়বিড় করে এইটুকুই মুখ দিয়ে বের হয় ইসাবেলার। মাদাম শুনেও শোনেন না। রুক্ষ গলায় বলেন,

“শোনো মেয়ে, কতবার বলব আমি অনিয়ম পছন্দ করি না। আমার ঘরে তুমি রোগী তারপর অতিথি। সুতরাং তোমাকে আমার কথা শুনতে হবে। যখন যা বলি মানতে হবে। এর অন্যথা আমি বরদাস্ত করব না। বুঝেছ?”

ইসাবেলা মাথা নিচু করে রইল। মাদাম বসার ঘর থেকে বেরিয়ে গেলেন। একটু পর হাতে ট্রে ভরে খাবার এনে ইসাবেলার সামনে রেখে বললেন,

“দ্রুত খেয়ে নাও। অনেক কাজ আমার হাতে। সারাদিন তোমার খাবার সামনে দিয়ে দাঁড়িয়ে থাকতে পারব না।”

“আমার খিদে নেই মাদাম।” অসহায় মুখতুলে বলল ইসাবেলা। মাদাম মাথা দু’দিকে নাড়িয়ে হতাশ কণ্ঠে বললেন,

“কোনো অজুহাত শুনতে চাই না। চুপচাপ খেয়ে নাও। তাড়াতাড়ি করো।”

বুকের উপর দু’হাত ভাঁজ করে চশমার ভেতর দিয়ে কঠিন দৃষ্টিতে চেয়ে রইলেন। ইসাবেলা অনিচ্ছায় ব্রেড মুখে দিলো। আঙুল স্যুপের বাটির দিকে তাক করে মাদাম বললেন,

“স্যুপটা খাও।”

মুখটা পানসে করে এক চামচ স্যুপ মুখে তুললো ইসাবেলা। মাদামের ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে ওঠে। ইসাবেলা লক্ষ্য করার আগেই তা আবার নিভে যায়। মাদাম কিচেনের দিকে পা বাড়িয়ে বললেন,

“সিস্টার খবর পাঠিয়েছেন আগামী তিনদিন তিনি আসতে পারবেন না।”

“তিনদিন!”

ইসাবেলা ব্রেড হাতে উঠে এসে দাঁড়ায় কিচেনের দরজায়।

“তুমি কি বাচ্চা মেয়ে?” মাদাম জ্বলন্ত চুলার মুখে শুকনো কাঠ দিয়ে কটাক্ষ করে তাকালেন। ইসাবেলা প্রতিবাদের সুরে বলল,

“মোটেও না। আমার বয়স সতেরো।”

“কিন্তু আচরণ তোমার পাঁচ, ছ’বছরের বাচ্চা মেয়ের মতো।”

নিচের ঠোঁট কামড়ে ধরে মাদামের দিকে অসন্তুষ্টতে চেয়ে রইল। মাদাম কবোষ্ণ পানির গ্লাসটা হাতে ধরিয়ে দিয়ে আবার ফিরে গেলেন কাজে। সবজি কাটছেন তিনি। গ্লাসের দিকে চেয়ে মুখ বিকৃত করে ফেলে ইসাবেলা।

“মুখ বিকৃত করে লাভ নেই। চুপচাপ পান করে নাও।”

ইসাবেলা ভ্রু কুঁচকে তাকায়। এই প্রবীণার উপর মাঝেমধ্যেই রাগ হয় ওর। এতটা শাসন ওর নিজের মা’ও করেনি। ইসাবেলা বরাবরই বাধ্য মেয়ে। শাসনের প্রয়োজন পড়েনি। আশৈশবের প্রেমের অপরিণতি, বিয়ে ভেঙে যাওয়া আর সবচেয়ে বড়ো ধাক্কাটা লাগে পিটারের হঠাৎ লাপাত্তা হয়ে যাওয়া। এক মুহূর্তে সব যেন বদলে গেল। ইসাবেলা যেন মানতেই পারছিল না, এখনও যে মেনে নিয়েছে তা নয়। প্রত্যাখ্যাত হওয়ার ব্যথা তাকে হতাশায় নিমজ্জিত করেছে। নিজেকে গুটিয়ে নিয়েছিল সবার থেকে, সব কিছু থেকে। মনের অসুখের চেয়ে বড়ো কোনো অসুখ নেই। আস্তে আস্তে মনের অসুখ দেহকে কাবু করে ফেলে। মস্তিষ্ক দূর্বল হয়ে যায়। তখন মানুষ স্বাভাবিক থাকে না। আপজনদের সাথে করা নিজের ব্যবহারে অনুতপ্ত হয় সে। মা-বাবার দুঃখ ভারাক্রান্ত মুখ মনে করে কষ্ট হলো। এই যে প্রৌঢ়ার আচরণে রাগ করলো তা কিন্তু মনে মনে। বাহিরে সে কখনও তাঁর সাথে রাগ দেখাবে না। কারণ মন জানে, মাদাম যা করছে তাতেই ইসাবেলার মঙ্গল। মাদামের সেবা শুশ্রূষায় সে আগের থেকে অনেকটা সুস্থ। ভ্যালেরিয়া প্রথম প্রথম চিন্তা করলেও এখন সে মাদামের উপর পূর্ণ আস্থা রাখে। ইসাবেলাকে খুব করে অনুরোধ করেছে মাদামের কথা শুনতে। অচেনা, অজানা একজন প্রৌঢ়ার কথা অমান্য করতে পারেনি ইসাবেলা। মাদামের রুক্ষ ব্যবহারের মধ্যেই লুকিয়ে থাকে তাঁর মমতা। সপ্তাহন্তে ইসাবেলা বেশ চিনেছে মাদামকে। তাই তো যতই রাগ করুক মনে মনে আদপে মাদামের জন্য তার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার অন্ত নেই।

“গ্লাস হাতে দাঁড়িয়ে রইলে যে?”

মাদামের কথায় সংবিৎ ফেরে। বা’হাতের বৃদ্ধাঙুলি আর তর্জনীতে নাক চেপে কবোঞ্চ ওষুধ মেশানো পানিতে চুমুক দেয়। এত বিশ্রী এর গন্ধ! তিতকুটে স্বাদ! রোজ এই জিনিস তাকে খেতে বাধ্য করা হয়। অথচ, ডাক্তার বলেছিল জোর করতে না। মাদামকে সেকথা বলতে তাচ্ছিল্যের সাথে বললেন,

“ওসব ডাক্তারিতে আমার বিশ্বাস নেই। জোর না করলে তুমি তো স্বেচ্ছায় মৃত্যু ডেকে আনতে। আরে বাছা, দুনিয়াটা টিকে আছে জোরের উপর। তোমাকে বলে কী লাভ। দুনিয়াটাকে কতটুকই বা চেনো? তুমি কেবল আবেগ দিয়েই সবটা দেখো।”

মাদাম ওর সম্পর্কে সবাই জানেন। ইসাবেলা যখনই নিজের মতামত রাখতে যায় মাদাম ওর কম বয়সী আবেগকে কটাক্ষ করেন। রাগ হয় তখন ওর। আবেগ বলে যেটাকে সকলে তুচ্ছ করে ইসাবেলার কাছেই ওই তো সব। পিটার, যাকে সে মন-প্রাণ উজাড় করে ভালেবাসে। যাকে নিয়ে হাজারো স্বপ্ন বুনেছিল। সেই স্বপ্ন যখন চোখের নিমেষে ভেঙে গেল ইসাবেলা দিশেহারা হয়ে পড়ে। স্বপ্ন ভাঙার বেদনা কাওকে বুঝানো যায় না। ওর মনটা আর সবার মতো কঠোর, কঠিন না। মন ভাঙার সাথে সাথে সেও ভেঙে পড়েছে। এরা জানেই না ভালোবাসতে, তাই তো বোঝে না ওর কষ্ট, ওর পরিস্থিতি। সস্তা আবেগ বলে ওর অনুভূতিগুলোকে ছোটো করে।
ওর কষ্ট যদি কেউ বোঝে তবে সে ভ্যালেরিয়া। ভ্যালেরিয়ার সান্নিধ্য ইসাবেলার সবচেয়ে প্রিয়। আগামী তিনদিন তাকে দেখতে পাবে না। মনটা খারাপ হয়ে গেল। রুমে এসে বসল জানালার পাশে। হাঁটু মুড়ে দু’হাতে জড়িয়ে মাথাটা রাখল হাঁটুর উপর। দীর্ঘশ্বাস ছেড়ে বন্ধ জানালার বাইরে তাকায়। ওর এই থাকার রুমটা থেকে সামনের বরফে ঢাকা রাস্তাটা দেখা যায়। রাস্তার ওপারে মাঝ বয়সী লোকটা লনে জমা বরফ সরাচ্ছেন। ইসাবেলাকে তিনি দেখতে পাননি। দেখলে অবশ্য একগাল হাসি উপহার দিতেন। বেশ অমায়িক মানুষ। তাঁর স্ত্রী ইসাবেলাকে খুব পছন্দ করে। ভদ্রমহিলা ভালো কেক বানান। ইসাবেলাকে তৈরি করে খাইয়েছেন দু’বার। এই গ্রামের মানুষগুলো অতিথিপরায়ণ। গ্রামটিও সুন্দর। প্রতিবেশীদের কাছে শুনেছে শরৎ, বসন্তে এই গাঁ স্বর্গীয় রূপ ধারণ করে। ভ্যালেরিয়ার সাথে দু’বার ওই সামনের ব্রিজের ওদিকটা ঘুরে এসেছিল। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা নদীটা শীতের মৌসুমে ছোট্ট নালার মতো মনে হয়। দু’পাশে বরফ জমে সুরু হয়ে যায় নদীটা। নদীর পরেই ঘন ওক গাছের সারি। পাতা ঝরা নগ্ন ডালপালা বরফের আস্তরণ মেখে দাঁড়িয়ে আছে।

“সারাদিন ঘরেই থাকবে?”

মাদামের অনুযোগ শুনতে পেল। ভ্যালেরিয়া সব সময় চায় ইসাবেলা আশপাশে ঘুরে আসুক। সখ্যতা গড়ে তুলুক প্রতিবেশী ছেলে-মেয়েদের সাথে। ইসাবেলা ঘরকুনো এমনিতেই। তাছাড়া সহজে নতুন মানুষের সাথে মিশতে পারে না। ওর কেন যেন মনে হয় মাদামও ভ্যালেরিয়ার মতো চায় ইসাবেলা সকলের সাথে সহজ হোক। জবাব না পেয়ে মাদাম দরজা খুলে দাঁড়ালেন।

“আমি পানি আনতে যাচ্ছি, তুমি যেতে চাও সাথে?”

মাথা নাড়িয়ে সম্মতি জানাতে মাদাম বললেন,

“শুকনো কাপড় নিয়ো সাথে করে। একবারে গোসলটা সেড়ে আসবে।”

ষাটোর্ধ বিধবা প্রৌঢ়া কারো সাহায্য ছাড়াই নিত্যকার সকল কাজ একাই করেন। নিজের কোনো জিনিসে কারো হাত লাগা পছন্দ করেন না। ইসাবেলা অবাক হয় যখন তিনি ওকে দিয়ে ঘরের ছোটো ছোটো কাজগুলো করান। ইসাবেলার ভালো লাগে তাঁকে সাহায্য করতে। কিন্তু মাদাম সব কাজে ওর সাহায্য নেন না। বালতি দু’টোর একটা ওর হাতে দিয়ে আরেকটা নিজেই নিয়ে বের হলেন বাইরে। প্রতিবেশী লোকটা ওকে দেখতে পেয়ে হেসে হাই জানায়। ইসাবেলা জবাব দিলো। মাদাম কিন্তু এসব খেয়ালও করলেন না। এই গ্রামের মানুষের সাথে তাঁর সম্পর্ক রোগী আর বৈদ্যর। প্রতিবেশীদের সাথেও তেমন কথাবার্তা হয় না। কারো বাসায় তিনি যান না। কারণ ছাড়া কেউ তাঁর বাসায় আসে না। সমাজে থেকেও যেন সমাজ বিচ্ছিন্ন তিনি। বিধবা, পুত্রহারা প্রৌঢ়া একরকম নিঃসঙ্গ জীবনযাপন করেন এ বাড়িতে। ইসাবেলাকে তাঁর সাথে দেখলে বিস্মিত হয় লোকে। যেতে যেতে আজও তেমনই কয়েক জোড়া বিস্মৃত দৃষ্টি চোখ পড়ে। মাদামের দৃষ্টি সামনে। বরফের উপর দিয়ে দক্ষিণের জঙ্গলের দিকে যেতে কষ্টই হয় তাঁর।
মিঠা পানির ঝিরি গাঁয়ের দক্ষিণের জঙ্গলের পাশে। এই গাঁয়ের খাবার পানির একমাত্র উৎস এটি। ঝিরির কাছাকাছি আসতে মাদাম থেমে যান। পাশের কাটা গাছের গুঁড়ির উপর থেকে বরফ সরিয়ে বসলেন। এইটুকু আসতে হাত-পা জমে গেছে। ঝিরির পাশের অদূরের ছোটো ঝোপের দিকে আঙুল তুলে বললেন,

“ওদিকটাতে গোসল সেরে এসো। আমি বসলাম ততক্ষণে।”

ইসাবেলা বালতি আর শুকনো কাপড় নিয়ে চলল। ঝিরির ওপাশটাতে ছোট্ট পরিষ্কার নালা। কাপড়গুলো পলিথিনে মুড়িয়ে রেখে একে একে গায়ের কাপড় খোলে। সামনে বন- জঙ্গল। ও দাঁড়ানো ঝোপের আড়ালে। নগ্ন গায়ে ধা করে এসে লাগে জংলি হিম বাতাস। ফর্সা ত্বক লালচে হয়ে ওঠে। লোম দাঁড়িয়ে যায় দেহের। কাঁপতে কাঁপতে ধীর পায়ে পানিতে নামে। পানি বেশ উঞ্চ থাকে সকালে। গলা পানি নেমে এক ডুব দিয়ে উঠে। ঠাণ্ডায় দাঁতে দাঁত লেগে যাওয়ার উপক্রম। হঠাৎ কাছাকাছি কোথাও ঘোড়ার আর্ত অশ্বরব শুনে চমকে ওঠে ইসাবেলা। শান্ত প্রকৃতির মধ্যে অদ্ভুত এক পরিবর্তন অনুভব করল সে। নাম না জানা কয়েকটা পাখির ডাক আর ডানা ঝাপটানোর আওয়াজে বুকের ভেতর ধ্বক করে উঠল। তখনই মাদামের উৎকণ্ঠিত গলা শুনতে পায়,

“ইসাবেলা, তুমি ঠিক আছো?”

“জি, মাদাম।”

তাড়াতাড়ি পানি থেকে উঠে শুকনো কাপড় পরে নিলো। ময়লা কাপড় আর বালতি নিয়ে ছুটল মাদামের কাছে। মাদাম আগের জায়গায় নেই। ভয় পেয়ে গেল ও।

“মাদাম!”

“এদিকে আমি।”

ইসাবেলা দ্রুতপদে গেল গলার স্বর অনুসরণ করে। মাদাম ঝুঁকে বসা ঝিরির পাশে। একটা মানব দেহ পড়ে আছে তাঁর সামনে। মানুষটার পায়ে কালো জুতো, পরনে লম্বা কালো কোট আর হাতে একই রঙের হাত মোজা। মাথা মাদামের কোলে বলে মুখটা দেখা যাচ্ছে না। ইসাবেলা এগিয়ে গেল ত্রস্ত পায়ে। দেখল এক সুদর্শন যুবক অচেতন হয়ে পড়ে আছে মাদামের কোলে।

চলবে,,,

তিমিরে ফোটা গোলাপ
পর্বঃ ০৬
Writer Taniya Sheikh

এখানের আসার পর অব্দি দিনে কয়েক ঘণ্টা ঘুমিয়ে নেওয়ার হুকুম জারি করেছিলেন মাদাম। ইসাবেলার শরীরও বেশ সায় দিয়েছিল তাতে। দুপুর বারোটা বাজতে চোখ বুঁজে আসত। আজ একটুও ঘুম এলো না চোখে। সারাক্ষণ মাদামের সাথে সাথে ছিল। অচেনা অচেতন যুবকটিকে সুস্থ করে তোলার ব্রত নিয়েছেন মাদাম। ইসাবেলা যত তাঁকে দেখছে অবাক হচ্ছে। একজন গম্ভীরা, রুক্ষস্বরা রমণীকে এতদিন দেখেছে সে। আজ নতুন এক মাদামকে দেখছে। পরিচিত, অপরিচিত তাঁর কাছে কোনো ব্যাপার না। তিনি যেন সেবার ব্রতকেই ধর্ম মনে করেন। সেদিক থেকে পুরোপুরি ধার্মিকা বলা যায় মাদামকে। ইসাবেলা মুগ্ধ হয়। মাদামের প্রতি শ্রদ্ধা আরো বাড়ে।
সাঁঝেরবাতি জ্বলে উঠেছে ঘরময়। মাদাম জংলী গাছ-গাছরা দিয়ে কিচেনে কীসব পথ্য তৈরি করছেন। চিন্তাতে তাঁর চোখের কোণের চামড়া আরো কুঁচকে যাচ্ছে। অজানা অচেতন যুবকটাকে লোকের সাহায্যে ঘরে এনে তুলেছেন। অনেক চেষ্টা করেও তার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি। যে তিনজন যুবকটির শরীর বহন করে এনেছিল, ওদের একজন বলছিল,

“মারা গেছে বোধহয়।”

মাদাম যুবকটির নাড়ি পরীক্ষা করে বললেন,

“না, মরেনি। স্নায়ু দূর্বল। ঘন্টা খানেকের মধ্যে জ্ঞান ফিরে আসবে।”

ঘণ্টা খানেকের স্থানে পুরো একটা দিনই শেষ হওয়ার পথে, কিন্তু যুবকের জ্ঞান ফেরার নামগন্ধ নেই। মাদাম খুব চিন্তিত। একটু পর পর দেখতে যান বসার ঘরে শায়িত অচেতন যুবকটিকে। ইসাবেলা দুপুরে একবার ডাক্তার ডাকতে বলেছিল। শুধু সে নয়, যে লোকগুলো যুবকটাকে ধরে এনেছিল, তারাও ডাক্তার ডাকার পরামর্শ দেয়। রেগে তাড়িয়ে দেন তাদের মাদাম। মুহূর্তে যেন ক্ষ্যাপাটে রূপ ধারণ করেন। লোকগুলো যেতে যেতে,”চাঁড়াল বুড়ি” বলে গালমন্দ করেছে। ইসাবেলাকে অবশ্য চোখ রাঙানি ছাড়া আর তেমন কিছু বলেনি মাদাম। মাদাম কিচেন থেকে সোজা গেলেন ওর ঘরের দরজার সামনে। ইসাবেলা লেপ মুড়ি দিয়ে জানালার পাশে বসেছিল। মাদাম বললেন,

“আমি একটু বাইরে যাচ্ছি। কিছুক্ষণ ছেলেটার পাশে বসো তো ইসাবেলা। আমি এই যাব আর ফিরব।”

একা একটা যুবকের সাথে খালি ঘরে থাকতে হবে জেনে ভয় ভয় করল ইসাবেলার। হোক না অচেতন, তবুও তো সে পুরুষ! মাদাম ফিরে আসার আগেই যদি জ্ঞান ফেরে? মাদাম বোধহয় বুঝলেন ওর ভয়। অভয় দিয়ে বললেন,

“ভয় পেয়ো না। ওর জ্ঞান ফেরার আগেই ফিরে আসব। এসো।”

মাদামকে আর না করতে পারে না সে। তাঁর চিন্তা নিবারণ করতে পারলেই খুশি হয় ইসাবেলা। বিছানা ছেড়ে উঠে এলো। মাথার স্কার্ফটা ঠিকঠাক করে নেয়। ওদের বাড়িতেও মেয়েদের মাথায় স্কার্ফ পরার চল আছে। তবে নিয়ম করে সব সময় পরতে হতো না। এই গ্রামের সব মেয়েরাই মাথায় স্কার্ফ পরে। সময় সময়ই পরে। আজ ইসাবেলার পরনে মেরুন রঙের উলের ব্লাউজ আর নিচে নীল রঙের স্কার্ট। স্কার্ট ঝুলছে গিঁটের উপরে। পায়ে কালো মোজা। বসার ঘরের তাপমাত্রাতে এই কাপড়ে শীত অনেকটা বশ মানে। সে গিয়ে বসল যুবকের সামনের ছোট্ট টুলটার ওপর। যুবক সটান হয়ে শুয়ে আছে সমান গদির সোফাতে। ইসাবেলার একটু পেছনে জ্বলছে ফায়ারপ্লেসের আগুন। দু’হাত কোলের উপর রেখে জানালার বাইরে ঘাড় ঘুরিয়ে আছে। যুবকের নিঃশ্বাস পড়ছে খুব আস্তে। ইসাবেলা সতর্কে সেই শব্দ শুনছে। এই ঘরে, এই অজানা, অচেনা যুবকের অচেতন দেহের সামনে বসে থেকে বুক ঢিপঢিপ করছে।

তুষার পড়ছে বাইরে। সন্ধ্যা উতরে গেছে। পাশের বাড়ির লনে জ্বলা বাতির ক্ষীণ আলো চারিদিকের আঁধারিয়া দুনিয়ায় যেন ছোট্ট এক টুকরো চাঁদ। ওই আবছা আলোতে চেয়ে ইসাবেলার গা ছমছম করে ওঠে। ধীর পায়ে উঠে দাঁড়ায়। জানালার মোটা পর্দা ফেলতে এ ঘরটা অন্ধকার হয়ে গেল। তখনই ইসাবেলা টের পায় বাতি নিভানো ছিল এতক্ষণ এই ঘরের। নেভানো নয়, এই ঘরের বাতিটি বোধহয় তেল ফুরিয়ে গেছে। কিচেনের বাতির আলো ছিটকে পড়েছে বসার ঘরের সামনে। ওর চোখ পড়ল অচেতন যুবকের দিকে। মৃদু আলো এসে পড়েছে যুবকের মসৃণ কালো চুলে। হাতদুটো বুকের উপর করে শায়িত। দেখে মনে হয়, কী গভীর নিদ্রায় আচ্ছন্ন! ইসাবেলা ধীর পায়ে এসে আগের জায়গায় বসল। মনোযোগ দিয়ে যুবকটার মুখের দিকে তাকিয়ে আছে। মাথায় ঘন কালো মসৃণ চুল, লম্বাটে মুখ, দাড়িবিহীন শক্ত লম্বা চোয়াল, উঁচু নাক, প্রশস্ত কপাল আর ঠোঁট দু’টো যেন পুরো মুখটার সাথে মানানসই। ইসাবেলার দৃষ্টি যুবকের বোঁজা নেত্র পল্লব, ঘন চিকন ভ্রু’র উপর। যুবকের মুখের দিকে তাকাতে তাকাতে কখন যে ঝুঁকে গেছে টেরই পেল না। ওদের দুইজনের মধ্যে বেশ দূরত্ব। তবুও ইসাবেলা যুবকের নিঃশ্বাসের গতি পরিবর্তন টের পেল। নীরব ঘরের মধ্যে শব্দটা অদ্ভুত আলোড়ন ফেলে দেয়। নিজের অজান্তে ভ্রু কুঁচকে ওঠে ইসাবেলা। ঠিক তখনই দৃষ্টি স্থির হয় যুবকের ঠোঁটের উপর। স্মিত হাসি লেগে আছে ও ঠোঁটের কোণে। তৎক্ষনাৎ পদ্মনেত্র খুলে তাকাল যুবক। ইসাবেলা শ্বাস নিতে ভুলে যায়। কিছু আছে ওই দৃষ্টিতে। সম্মোহিত হয়ে রইল সে। নিজের হৃৎস্পন্দনের গতি শুনতে পাচ্ছে। দৃষ্টি সরিয়ে ফেলতে চাইছে কিন্তু পারছে না। চোখদুটো যেন পাথর হয়ে গেছে। বাইরের দরজা খোলার শব্দ হতে যুবকের চোখের পলক পড়ে। ইসাবেলা স্পষ্ট দেখতে পায় ও চোখের চাহনির বদলে যাওয়া। এখন ওই চোখে নির্লজ্জ চাহনি, ঠোঁটের কোনের দুষ্টু হাসি। ধড়পড় করে উঠে এক ছুটে বসার ঘর থেকে বেরিয়ে এলো ইসাবেলা। মাদাম ডলি ছাতাটা বন্ধ দরজার পেছনে ঝুলিয়ে ইসাবেলাকে দেখলেন। হাঁফাচ্ছে মেয়েটা। যেন এইমাত্র মাইলকে মাইল দৌড়ে এলো।

“কী হয়েছে ইসাবেলা?” মাদাম জিজ্ঞেস করলেন। ইসাবেলা আঙুল বসার ঘরের দিকে দেখিয়ে কথা বলতে চেষ্টা করল। গলা দিয়ে কথা বেরোচ্ছে না। মাদাম শঙ্কিত হয়ে তাড়াতাড়ি গেলেন সেদিকে। যুবক উঠে বসেছে। পিঠ দেয়ালে ঠেকানো, চোখ বোঁজা। বড্ড দুর্বল দেখাচ্ছে তাকে। মাদাম টুলটা এগিয়ে বসলেন সামনে।

“এখন কেমন বোধ করছ?”

যুবক ধীরে ধীরে চোখ মেলে তাকায়। কিছুক্ষণ কোনো কথায় সে বলে না। মাদামের চিন্তিত মুখটা সে সূক্ষ্ম দৃষ্টিতে দেখছে। যেন বুঝার চেষ্টা করছে কিংবা অন্য কিছু। মাদাম আবার জিজ্ঞেস করলেন,

“কেমন বোধ করছ এখন?”

“ভালো।” আস্তে করে জবাব দিলো। গলার স্বরে অনুমান করা যায় সে কতটা দুর্বল। মাদাম যুবকের নাড়ি পরীক্ষা করলেন আরেকবার। স্বাভাবিক নয়। যুবকটির মুখের দিকে চেয়ে বললেন,

“তোমার নাড়ির গতি স্বাভাবিক না। দুর্বল শরীর। পুরোপুরি বিশ্রামের প্রয়োজন।”

যুবকটি নীরবে শুনলো কেবল। মাদাম উঠে চলে গেলেন কিচেনে। ফিরলেন এক বাটি স্যুপ এবং ভেষজ ওষুধ নিয়ে। কোনো প্রশ্ন না করেই চুপচাপ খেয়ে নিলো যুবক। মাদাম সন্ধানী চোখে তাকে দেখতে লাগলেন। একসময় নীরবতা ভেঙে তিনি প্রশ্ন করলেন,

“তোমাকে দক্ষিণের ঝিরির পাড়ে অচেতন অবস্থা পেয়েছি। তোমার সাথে খুব সম্ভবত একটা ঘোড়া ছিল। অশ্বরব শুনতে পেয়েছিলাম আমি। পরে অনেক খুঁজেও ঘোড়াটাকে আর পাওয়া গেল না। বাড়ি কোথায় তোমার? ওই ঝিরির পাশে কী করে পৌঁছালে। ওদিক দিয়ে তো গ্রামের বাইরে যাওয়ার পথ নেই। এই গাঁয়ের লোক তোমাকে চেনে না। তাহলে ওখানে কীভাবে এলে?”

প্রৌঢ়ার এত প্রশ্নে যুবকটি খাওয়া বন্ধ করে মাথা নিচু করে রইল। মাদামের দৃষ্টি স্থির তার উপর। যুবক চোখ তুলে তাকাল মাদামের দিকে। ঠোঁটের কোণে ক্ষীণ হাসি। কৃতজ্ঞতা প্রকাশ করে বলল,

“ধন্যবাদ আপনাকে, মাদাম। কৃতজ্ঞ আমি আপনার কাছে। জি, আমি এই গাঁয়ের না। পুব দিক থেকে ফিরছিলাম। সঙ্গে ছিল আমার ঘোড়া। হঠাৎ অসুস্থ হয়ে পড়াতে ঘোড়াটা অস্থির হয়ে ওঠে। ভুল করে ও’পথে চলে গিয়েছিলাম। তারপর কী ঘটেছে আমার ঠিক মনে নেই। আপনি চিন্তা করবেন না। আমি এখনই চলে যাব।”

“হুম। কীভাবে যাবে? তোমার ঘোড়াটা তো লাপাত্তা।”

“খুঁজতে হবে ওখানে গিয়ে। না পেলে অন্য ব্যবস্থা করব।”

“এই রাতে জঙ্গলে ঘোড়া খুঁজতে যাবে?”

“আর উপায় কী বলুন? তাছাড়া আমাকে গন্তব্যে পৌঁছাতে হবে দ্রুত।” এইটুকু বড়ো কষ্টে বলল সে। দেয়ালে সম্পূর্ণ ভর দিয়ে বসল ফের।

মাদাম মাথা নেড়ে উঠে দাঁড়ান। জানালার কাছে গিয়ে পর্দাটা একটু ফাঁক করে বাইরে চেয়ে বললেন,

“বাইরে খুব তুষার পড়ছে। এরমধ্যে এই অসুস্থ শরীরে তোমাকে কী করে ছাড়ি বলোতো?”

ঘুরে তাকিয়ে দেখেন যুবক গম্ভীর মুখে কিছু ভাবছে। মাদাম আবার গিয়ে বসলেন টুলের উপর। যুবকটি প্রসন্ন রোগা চোখে তাকাল। মাদামের ভারি মায়া হয়। এমনিতে তিনি কারো সামনে নিজের আবেগ, অনুভূতিগুলোকে দেখান না। আজ তেমনই কঠিন মুখাবয়বের মুখোশ পড়ে বললেন,

“এই শরীরে তোমাকে আমি ছাড়তে পারব না বাছা। তুমি বরং আজ রাতটা আমার এই ঘরেই কাটিয়ে যাও।”

“না না, তা কী করে হয়। এমনিতেই অনেক কষ্ট দিয়ে ফেলেছি। অচেনা, অজানা এই আমার জন্য অনেক করেছেন আপনি। আমি কৃতজ্ঞ আপনার কাছে।”

মাদাম মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে উঠে দাঁড়ালেন। এঁটো পাত্রের ট্রেটা তুলে বললেন,

“থামো তো বাছা। এই গাঁয়ের লোককে সুস্থ করে তোলায় আমার দায়িত্ব। ওসব কৃতজ্ঞতা, টিতজ্ঞতা বলে আমার দায়িত্বকে ছোটো করো না। ঈশ্বর তোমাকে আমার দুয়ারে সাহায্যের জন্য পাঠিয়েছেন। আমি সাহায্য না করলে আমার উপর তিনি বেজার হবেন। আজ বাদে কাল মরে যাব। ঈশ্বরকে বেজার করে মরতে চাই না। তুমি বাপু আজ এই ঘরে থাকবে। কাল সকাল হলে চলে যেয়ো। আমার তখন আপত্তি থাকবে না।”

যুবক না করতে গেলে মাদাম একরকম উপেক্ষা করে বসার ঘর থেকে বেরিয়ে গেলেন। ইসাবেলা বসার ঘরে ঘাড় গুঁজে বসে ছিল। মাদাম আর যুবকের কথা কিচেনে বসেই শুনেছে। যুবকটি আজ রাতে এই বাড়িতে থাকবে জেনে অস্বস্তি হচ্ছে। অস্বস্তি হওয়ার কারণ তখনকার বিব্রতকর পরিস্থিতি। নিজের উপর ভীষণ রাগ হচ্ছে। অত খুঁটিয়ে খুঁটিয়ে যুবকটাকে দেখার কী ছিল?

“জীবনে ছেলে দেখিসনি? পিটারকে তো কত দেখলি। তাতে আশ মেটেনি। ওভাবে যুবকটাকে কেন দেখতে গেলি? কেন?” নিজেকে তিরস্কার করে মনে মনে। ইসাবেলার মনে পাপবোধ জন্মে। পিটার ছাড়া আর কাউকে ওভাবে দেখল বলে মনে মনে নিজের উপর চটে যায়। মাদাম ওর মলিন মুখশ্রী দেখে জিজ্ঞেস করলেন,

“কী হলো তোমার আবার? মন খারাপ কেন?”

ইসাবেলা সাথে সাথে অপ্রস্তুত হেসে বলল,

“উম.. না, এমনিতেই।”

মাদাম আর কিছু বললেন না। ওকে রাতের খাবার দিয়ে নিজের ঘরে গেলেন। একটু পর মোটা লোমশ কম্বল হাতে বসার ঘরের দিকে যান। ইসাবেলা কিচেনের চেয়ারে বসে। বসার ঘরের ফায়ারপ্লেস আর দেয়াল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তবে তাদের কথাবার্তা স্পষ্ট শুনতে পাচ্ছে সে। মাদাম যুবকের ব্যক্তিগত তথ্য জানতে চাচ্ছেন। যুবকটি নিজের নাম নিকোলাস কুরিগিন জানায়। তার বাড়ি সেন্ট পিটার্সবার্গ শহরে। ব্যবসায়িক কাজে পার্শ্ববর্তী শহরে যাচ্ছিল। সে আরো জানায়, তার স্নায়ুদৌর্বল্যের সমস্যা আছে। অতি ঠাণ্ডার কবলে পড়ে, দীর্ঘ পথ যাত্রার ধকলে অচেতন পড়েছে। মাদাম সব শুনে বললেন,

“আমার কাছে কিছু ভেষজ ওষুধ আছে। বোধকরি তোমার স্নায়ুদৌর্বল্য পুরোপুরি না সারলেও কমে যাবে। তুমি দু’দিন থাকো আমার বাড়ি। তোমাকে পুরোপুরি সুস্থ না করে আমি ছাড়ছি না।”

নিকোলাস এবার আর না করেনি। মাদামের কথা মেনে নিয়েছে। তাঁর চিকিৎসার উপর যুবকের আস্থা মাদামকে খুশি করে। ইসাবেলার অস্বস্তির মাত্রা বেড়ে গেল। এই নিকোলাস নামের অচেনা যুবকের সাথে এক ছাদের নিচে থাকতে হবে! মাদামকে বেরিয়ে আসতে দেখে উঠে দাঁড়ায়। মাদাম এসে বললেন,

“ছেলেটা দু’দিন থাকবে। অসুস্থ খুব বুঝলে? এই অবস্থায় যেতে দিই কী করে?”

ইসাবেলা চুপচাপ শুনছে। মাদাম ওর দিকে চেয়ে বললেন,

“তোমার কী হয়েছে ইসাবেলা? গম্ভীর হয়ে আছো কেন?”

“ঘুম পাচ্ছে। আমি রুমে যাই মাদাম?”

মাদাম মাথা নাড়াতে ইসাবেলা কিচেন থেকে বেরিয়ে এলো। কিচেন থেকে ওর রুমে যেতে বসার ঘর পড়ে। একপ্রকার দৌড়ে রুমে ঢুকল। রুমে ঢুকে লাইট বন্ধ করে বিছানায় বসে। মাথার স্কার্ফ খুলে বিছানায় শোয়। গলা পর্যন্ত টেনে নিলো লেপ। অন্ধকারে একদৃষ্টে চেয়ে রইল ছাঁদের দিকে। কত কী ভাবল! পিটারের কথা, পরিবারের কথা, ভ্যালেরিয়ার কথা, মাদামের কথা তারপর আচমকা চোখের সামনে ভেসে ওঠে নিকোলাসের সেই সম্মোহনী চাহনি। ও টের পায় ওর বুক ঢিপঢিপ করছে। খিঁচে চোখ বন্ধ করে লেপ মুড়ি দেয়। নিকোলাসের চাহনি ভুলতে ওর বেশিক্ষণ লাগে না। পিটারের ভাবনাতে উড়ে যায় আর সব ভাবনা। পিটারের মুখটা মনে করে আস্তে আস্তে ঘুমের কোলে ঢলে পড়ে। প্রায় রাতে ইসাবেলা পিটারকে নিয়ে স্বপ্ন দেখে। আজও দেখল তেমন স্বপ্ন। পিটার ফিরে এসেছে। আবার নতুন করে বিয়ের দিনক্ষণ স্থির হয়েছে। ওরা বিয়ের ওয়াদা শেষে পরস্পরকে চুম্বন করবে তখনই স্বপ্নটা ভেঙে যায়। বুকের উপর ভারী চাপ অনুভব করে। কারো ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে ও। ভয়ে দেহের লোম দাঁড়িয়ে যায়। ইসাবেলা খুব চেষ্টাতে চোখ মেলে তাকায়। সমস্ত ঘরময় অন্ধকার। খুব কাছে জ্বলজ্বল করছে দু’টো চোখ। ওগুলো কীসের! মানুষের? না, মানুষের দৃষ্টি এমন তীক্ষ্ণ, হিংস্র হয় না। ইসাবেলা প্রাণপণে চেষ্টা করে চিৎকার করতে। কিন্তু গলা দিয়ে গোঁ গোঁ আওয়াজ ছাড়া কিছুই যেন বের হলো না। শরীর জড় পদার্থের মতো বিছানায় পড়া। ও দেখল হিংস্র চোখ দু’টো নেমে এলো ওর গলার কাছে। সামনের অন্ধকারে আর্ত বিস্ফোরিত চোখে চেয়ে আছে ইসাবেলা। ঘাড়ের কাছে উঞ্চ দু’টো ঠোঁটের স্পর্শ পেতে শিউরে ওঠে। শিরায় শিরায় উত্তেজনা সৃষ্টি হয়। নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা ভরাট গলার স্বর কানে এলো,

“বেলা, আমার বেলা।”

তারপরই সূঁচালো কিছু ঘাড়ের চামড়া ছিদ্র করে ঢুকে গেল রক্তনালিতে। দেহের সব শক্তি ব্যয়ে প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে ইসাবেলা।

চলবে,,

তিমিরে ফোটা গোলাপ
পর্বঃ ০৭
Writer Taniya Sheikh

আজকের সকালটা বেশ ঝকঝকে। আলস্য গায়ে একটুখানি রোদ উঠেছে। ক্যালেন্ডারের দিন তারিখ হিসেব করলে কদিন বাদে বসন্তের আগমন ঘটবে। গ্রামের ঘরে ঘরে মাসলেনিৎসা উৎসবের আয়োজন চলছে। এই শেষ সময়ে শীতের প্রকোপ বেড়েছে আরো। হুটহাট শুরু হয় তুষার বৃষ্টি। গতরাতেও একটানা তুষারপাত হয়েছে। সামান্য নয়, একপ্রকার তুষার ঝড় বললে ভুল হবে না। বাইরের বাতাসের তান্ডব রাতভর জানালার কাঁচে আছড়ে পড়েছে। তার উপর নতুন উপদ্রব ইসাবেলার দুঃস্বপ্ন। গত তিন রাত ধরে একটানা দুঃস্বপ্নটা দেখছে। দুঃস্বপ্ন! না, ইসাবেলার কেন যেন মনে হয় এ দুঃস্বপ্ন নয়, বরং স্বপ্নই নয়। এ হচ্ছে সত্য। আজ সকালেই সত্যিটা উপলব্ধি করেছে। প্রমাণও পেয়েছে। আয়নায় দাঁড়িয়ে যখন ঘাড়ের কাছে ওই দুটো ক্ষত দেখল, আঁতকে উঠল। দর্পণে নিজের প্রতিচ্ছবি দেখে শিউরে ওঠে। ফ্যাকাশে ত্বক, চোখ দুটো পাণ্ডুর। মাথা ঘুরে যায়। হঠাৎ এসব কী হচ্ছে তাঁর সঙ্গে? প্রথমদিন ভয়ে চিৎকার করলেও পরের দুদিন চিৎকার করতে পারেনি। শরীর জড়বৎ হয়ে থাকে। ভারটা কেটে গেলে ফের ঘুমে তলিয়ে যায়। সকালে ঘুম ভাঙলে কিছুই গুছিয়ে মনে করতে পারে না। মাদাম কয়েকবার প্রশ্ন করেছিলেন এ নিয়ে। ইসাবেলা ঠিকঠাক জবাব দিতে পারেনি। সারাক্ষণ একটা ভয় তাকে গ্রাস করে। আচ্ছা, মাদামকে কি সব খুলে বলা উচিত? কিন্তু মাদাম এই ক’দিন খুব ব্যস্ত ওই যুবক অতিথি সেবা শুশ্রূষা নিয়ে। যুবকের নামটা মনে করতে চেষ্টা করে ইসাবেলা। মনে পড়ে, নিকোলাস। কিন্তু পুরো নাম মনে করতে পারল না। নিকোলাসের সাথে আর ওর দেখা হয়নি। মাদাম বলছিল, সেদিন মূর্ছা যাওয়ার পর সে না কি অনেকক্ষণ বসে ছিল ওর শিওরে। কথাটা শুনে কেমন যেন অস্বস্তি হয়। লজ্জায়, সংকোচে রুম থেকে বেরোনোই ছেড়ে দিয়েছে। ঘরে বসে মাদাম আর নিকোলাসের গলার স্বর শুনতে পায়। মাদাম হাসছে! ইসাবেলা এই প্রথম শুনল মাদামের হাসি। সাথে নিকোলাসের। তিনদিনেই বেশ ভালো সম্পর্ক জমিয়েছে দুজন। মাদামকে এতটা মনখোলা এসে অব্দি দেখেনি ইসাবেলা। অবসন্ন শরীর নিয়ে বিছানায় উঠে বসে। সারাটাদিন শুয়ে বসে কাটিয়ে দিলো। দেয়াল ঘড়িতে বাজে পৌনে পাঁচটা। আজ ভ্যালেরিয়ার আসার কথা। অন্যদিন সকাল সকাল এসে পৌঁছায়। কিন্তু আজ দেরি হচ্ছে কেন? নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা ভ্যালেরিয়াকে না বলতে পারলে শান্তি পাচ্ছে না। কখন যে আসবে সে?

“ইসাবেলা?” দরজায় নক করে মাদাম।

“মাদাম”

ভেতরে ঢুকলেন মাদাম। মুখখানা আজ আর গম্ভীর নয়, হাস্যজ্বল। ইসাবেলাকে দেখে এই প্রথম মুচকি হাসলেন। অবাক না হয়ে পারল না ইসাবেলা। মাদাম ভ্রু কুঁচকে তাকাতে বিস্ময় গোপন করে মৃদু হাসল।

“আজ তোমাকে বড্ড ফ্যাকাশে দেখাচ্ছে। শরীর কি খুব খারাপ লাগছে? দুঃস্বপ্নটা গতরাতেও দেখেছ?”

ইসাবেলা মাথা নাড়ায়। ওর বিবর্ণ মুখটা লক্ষ্য করে মাদাম চিন্তিত হলেন। গত তিনদিন নিকোলাসকে নিয়ে ব্যস্ত ছিলেন। ইসাবেলাকে সময় দিতে পারেননি। নিকোলাস বেশ অমায়িক। ওকে দেখলে নিজের ছেলের কথা মনে পড়ে যায় প্রৌঢ়ার। যুদ্ধে গিয়েছিল তাঁর ছেলে ইভানোভিচ। কতই বা বয়স ছিল তখন ওর? এই বিশ কী একুশ! ইভানোভিচের সাথের ছেলেগুলো ফিরে এলেও ইভানোভিচ ফিরল না। অনেকে বলেছে সে বেঁচে নেই। কিন্তু তারই বা কী নিশ্চয়তা ছিল? বছরের পর বছর সন্তানের ফিরে আসার প্রতীক্ষা করছেন। একমাত্র সন্তান হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছিলেন। আজও কাটিয়ে উঠতে পারেননি পুত্রহারানোর শোক। এই শোকই তাঁকে করেছে নিঃসঙ্গ, গম্ভীর।

“মাদাম।” ইসাবেলার ডাকে তন্ময়তা ভাঙে মাদামের। অশ্রুরুদ্ধ কণ্ঠে বললেন,

“নিকোলাস আমার ছেলেটাকে চিনত। আমার ইভান, আমার ছেলের শেষ সময়ে নিকোলাস পাশে ছিল। মৃত্যুর আগে আমার ইভান আমাকে স্মরণ করেছিল। আমাকে নিয়ে ওদের কাছে কত গল্প শুনিয়েছে।”
মাদামের গলা ভিজে আসে। কথাগুলো কেন তিনি ইসাবেলাকে বলছেন জানেন না। নিজের নিয়ন্ত্রিত আবেগটা আজ যেন নিয়ন্ত্রণের শৃঙ্খল ভেঙে বেরিয়ে পড়েছে। কত বছর পরে তিনি সন্তান সম্পর্কে জানতে পারলেন! ইভানোভিচ বেঁচে আছে এই আশায় এতটা বছর অপেক্ষা করলেন। কিন্তু দিনান্তে এলো তার মৃত্যুর খবর। ইসাবেলা আস্তে করে তাঁর হাতদুটো চেপে ধরে। মাদাম চোখ মুছে বলেন,

“নিকোলাস আমাকে কথা দিয়েছে ইভানের কবর দেখাতে নিয়ে যাবে। আমার ইভানের কবর। শেষ দেখাটাও দেখিনি আমি ওকে। জানো ইসাবেলা, ও একটা মেয়েকে ভীষণ পছন্দ করত। যুদ্ধে যাওয়ার আগের দিন সকালে এসে আমাকে বলল,”মা, অ্যানাকে তোমার কেমন লাগে?”
আমি হেসে বললাম,”মিষ্টি একটা মেয়ে ও। খুব ভালো লাগে।” আমাকে জড়িয়ে ধরে বলল,”আমি ওকে ভালোবাসি মা। খুব শীঘ্রই প্রপোজ করব।” খুব খুশি ছিল আমার ইভান। কিন্তু খুশিটুকু সকাল হতেই উবে গেল। যুদ্ধে যেতে বাধ্য হলো ছেলেটা আমার। আর ফিরে এলো না। আমার ইভান।” মাদাম ফুঁপিয়ে কেঁদে উঠলেন। ইসাবেলা জড়িয়ে ধরে মাদামকে। ও নিজেও কাঁদছে। নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে বসলেন মাদাম। ইসাবেলার হাতদুটো ধরে নত মুখে চুপচাপ বসে রইলেন কিছুক্ষণ। নিকোলাসের মধ্যে নিজের ছেলেকে দেখতে পেয়েছেন। ওভাবেই তো হেসে হেসে কথা বলত ইভানোভিচ। ঠিক ওর মতোই আন্তরিক ছিল। কত মিল খুঁজে পান মাদাম ওদের মধ্যে! নীরবতা ভেঙে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন,

“কোনো কিছু কারণ ছাড়া ঘটে না। নিকোলাসকে অসুস্থ অবস্থায় পাওয়াটাও অকারণ নয়, তাই না বলো?”

ইসাবেলা মাথা নাড়ায়। মাদাম সজল নেত্রে মৃদু হেসে বলেন,

“ছেলেটা খুব সুশীল, ভদ্র আর অপরিসীম মায়া ওর মনে। ঠিক আমার ইভানোভিচের মতো। আমার ভীষণ ভালো লেগেছে ওকে। এই তিনদিনেই কেমন আপন হয়ে গেছে। জানোতো, ওর মনটা খুব ভালো। তোমার কথা কয়েকবার জিজ্ঞেস করল। সেদিন ওমন চিৎকার করে অজ্ঞান হয়ে গেলে যে আমি ঘাবড়ে গিয়েছিলাম। নিকোলাস অসুস্থ, দূর্বল শরীর নিয়ে ছুটে এলো এ ঘরে। তোমার জ্ঞান ফিরল কিন্তু হুঁশ ছিল না সারারাত। গা কাঁপিয়ে জ্বর এলো। জ্বরে শরীর পুড়ে যাচ্ছিল তোমার। গা মুছিয়া দেওয়ার জন্য পানি প্রয়োজন ছিল। ঘরে পানি ছিল না। ওই অসুস্থ শরীরে মাঝরাতে জঙ্গলে গিয়ে পানি নিয়ে এলো ছেলেটা। তোমার শিওরে বসে মাথায় জলপট্টি দিলো ভোর পর্যন্ত। আমাকে বলল আপনি দুশ্চিন্তা করবেন না। বেলা সুস্থ হয়ে যাবে। চমৎকার একটা ছেলে নিকোলাস। একটু আগেও জিজ্ঞেস করেছে তুমি ঠিক আছো কি না। পরের জন্য কত ভাবে! সারাদিন একা রুমে বসে না থেকে ওর সাথে একটু কথাটথা বললেও তো পারো। দেখো খারাপ লাগবে না। নিকোলাস তোমাকে ভালো লাগিয়েই ছাড়বে।” প্রসন্নমুখে হাসলেন একটুখানি মাদাম। ইসাবেলার মাথায় হাত রেখে বললেন,

“চলো কিছু খেয়ে নেবে। মুখ-চোখ কেমন সাদাটে হয়ে গেছে। রাতে ঘুম হয় না বুঝি?”

মাদাম ওর চোখ দেখলেন। নাড়ি পরীক্ষা করলেন। তাঁর মুখটা কালো হয়ে গেল সাথে সাথে। আর্ত কণ্ঠে বললেন,

“তোমার শরীর আবার অসুস্থ হলো দেখছি। খাওয়া দাওয়ার অনিয়ম করছ, না? আমি ঠিক বুঝেছি। তোমাকে নিয়ে আর পারি না। সিস্টার আসুক, আমি তোমার নামে অভিযোগ করবোই করব। একটা কথাও শোনো না তুমি।” হাঁফ ছেড়ে আবার বললেন,”আজ ঘুমের ওষুধ দেবো। ওসব আজেবাজে স্বপ্ন তোমাকে অসুস্থ করল বেশি। খেয়ে দেয়ে ওষুধ খাবে। দেখবে এক ঘুমে রাত পার। ওসব স্বপ্ন দেখবে না।”

মাদামের সহজ, হাস্যমুখটা এখন আর নেই। সেই আগের মতো গম্ভীর, কঠিন হয়ে গেলেন। ইসাবেলা কিছু বলতে চাইলে মাদাম থামিয়ে দিলেন। বললেন,

“হয়েছে। আর সাফাই গাইতে হবে না। এক্ষুনি চলো আমার সাথে। সামনে বসিয়ে প্লেট ভরে খাওয়াব তোমাকে, চলো।”

মাদাম আগে আগে গেলেন। ইসাবেলা পেছনে। শরীরটা সত্যি দূর্বল লাগছে ওর। মাদাম অনুযোগের স্বরে বকবক করে যাচ্ছেন। অনুযোগগুলো একেবারে মিথ্যে নয়। ইসাবেলা সত্যিই খাবার দাবারে অনিয়ম করছে। ওই ঘটনার পর থেকে শান্তি পাচ্ছে না। ভয় হচ্ছে খুব। রাতে ঘুমাতে ভয় পায়। কিন্তু অবসন্ন শরীরে কতক্ষণ আর না ঘুমিয়ে থাকতে পারে। কিচেনের কাছাকাছি যেতে মাথাটা ঘুরে উঠল ওর। পড়েই যাচ্ছি তখনই একটা পেশিবহুল হাত ওকে জড়িয়ে ধরে। ইসাবেলা দু’হাতে খামচে ধরে মানুষটার বুকের শার্ট। জোরে জোরে শ্বাস নেয়। মাথা চক্কর দিয়ে ওঠে, ঝাপসা হয়ে যায় দৃষ্টি।

“বেলা, ঠিক আছো তুমি?”

উৎকণ্ঠিত পুরুষালি গলা শুনে চমকে তাকায় তার মুখের দিকে। বিধাতা যেন বড়ো ফুরসতে বানিয়েছে তাকে। এমন সুদর্শন পুরুষ আগে দেখেনি ইসাবেলা। এ কী পার্থিব কেউ না কি স্বর্গের কোনো দেবতা! চোখে ঘোর লেগে যায়। সম্মোহিত হয় সে। মানুষটার বুক সমান ইসাবেলা। দীর্ঘদেহী, প্রসস্থ বুক। নীলাভ আঁখি ওরই দিকে স্থির।

“বেলা!”

নিকোলাস আরো কাছে টেনে আনে ওকে। দুজনের দেহের মধ্যে ইঞ্চি তফাৎ। ইসাবেলার সর্ব শরীর আকর্ষিত হয় কী এক নিষিদ্ধ টানে। দু-চোখ বন্ধ করে অনুভব করে নিকোলাসের দেহের নৈকট্য, সুবাস। এই সুবাসের সম্মোহনী শক্তি আছে। নয়তো এমন হবে কেন ওর সাথে? রান্নাঘরে ঝনঝন করে কিছু পড়ে। সেই শব্দে একপ্রকার লাফ দিয়ে ওঠে ইসাবেলা। তাড়াতাড়ি নিকোলাসের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে সরে দাঁড়ায় দূরে। মনে মনে শত সহস্র তিরস্কার করতে লাগল। এই নিকোলাসের কাছে এলে এমন হয়ে যায় কেন ও? এই যুবক মারাত্মক ক্ষতিকর ইসাবেলার জন্য। ইসাবেলা নিজেকে সাবধান করে। সে প্রতিজ্ঞা করে এই নিকোলাসের থেকে দুরত্ব বজায় রেখে চলবে। নিকোলাসের উদ্বিগ্ন দৃষ্টি এখনো তেমনই স্থির ওর দিকে। সেই নীল চোখের মণিতে চেয়ে শ্বাস নিতে ভুলে যায় ইসাবেলা। যেন চোখ নয়, নীল সমুদ্রের জল। একটু একটু করে অতল জলের গভীরে ডোবাতে চায়।

“বেলা!”

“হুঁ!”
সংবিৎ ফিরতে দৃষ্টি নামিয়ে নেয় ইসাবেলা। আবার সে ঘোরে পড়ছিল। এই যুবক প্রহেলিকা। “সাবধান ইসাবেলা, সাবধান। এ তোকে ধ্বংস করে ছাড়বে। দূরে যা, দূরে যা।” মনকে সতর্ক করে ইসাবেলা। নিকোলাস জবাবের আশায় চেয়ে আছে। ইসাবেলা আরো দু কদম পিছিয়ে কোনোরকমে বলল,

“আমি ঠিক আছি।”

মাদাম বেরিয়ে এলেন কিচেন থেকে।

“তোমরা দুজন ওখানে দাঁড়িয়ে আছ কেন? এসো খেয়ে নেবে।”

নিকোলাস মুচকি হেসে মাথা নাড়াতে মাদাম কিচেনে ফিরে গেলেন। ইসাবেলার দিকে ফিরতে ইসাবেলা পাশ কেটে দ্রুত পদে চলে আসে কিচেনে। নিকোলাস এলো ওর পিছু পিছু। পরনে রাশিয়ান ট্রেডিশনাল কোসোভোরোটকা শার্ট আর টাউজার। ওগুলো মাদামের ছেলে ইভানোভিচের। মাদাম যত্ন করে আগলে রেখেছিলেন। ইসাবেলা শুনেছিল ছেলের ব্যবহৃত জিনিস কাওকে স্পর্শ করতে পর্যন্ত দেন না মাদাম। আর এই নিকোলাসকে পরতে দিলো! ইসাবেলা অবাকই হলো বেশ। সে একটা ব্যাপার লক্ষ্য করেছে। মাদামের ছেলের বয়স আর নিকোলাসের বয়সে অনেক ফারাক, তবে এরা বন্ধু হয় কীভাবে? হিসেবে নিকোলাস তখন বালক। বালকেরা কী যুদ্ধে যেত?
নিকোলাস খেয়াল করে ইসাবেলা ওর কাপড়ের দিকে চেয়ে আছে। চোখে চোখ পড়তে নিচের ঠোঁট কামড়ে হাসল। ইসাবেলার গাল লাল হয়ে ওঠে। মুখ ফিরিয়ে বসে। নিকোলাস মৃদু কাঁশল তাই দেখে। হাসি গোপন করল আরকি। ইসাবেলা মাথা নুয়ে রইল তো রইলই। সে না দেখেও বুঝতে পারে নিকোলাসের দৃষ্টি ওর উপরই অনড়। উফ! কী বিরক্তিকর! মনে মনে অসন্তোষ প্রকাশ করে।

খাবার টেবিলে মাদাম আর নিকোলাস কথা বলছে। ছেলে ইভানোভিচ সম্পর্কে নানান স্মৃতিকথা বলছেন তিনি। নিকোলাস আগ্রহের সাথে শুনছে। প্রৌঢ়া ছেলে সম্পর্কে বলতে যেমন পছন্দ করেন, শুনতেও তেমন পছন্দ করেন। নিকোলাস তাঁকে শোনায় ইভানোভিচের মৃত্যুর পূর্বের কথাগুলো। যা সে বলে গিয়েছিল নিকোলাসকে। ইভানোভিচ মা’কে খুব ভালোবাসত। মৃত্যুর পূর্বে সে মা আর প্রিয়তমা অ্যানাকেই স্মরণ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যুদ্ধের ক্যাম্পে বসে মা এবং প্রিয়তমার উদ্দেশ্যে কিছু চিঠি লিখেছিল। নিকোলাসের কাছে সেগুলো গচ্ছিত রয়েছে। মাদামকে সেগুলো এনে দেবে বলে নিকোলাস প্রতিশ্রুতিবদ্ধ হয়। ছেলেকে স্মরণ করে আবারো মাদাম আবেগাপ্লুত হয়ে পড়েন। নিকোলাস তাঁকে সান্ত্বনা দিচ্ছে। ইসাবেলা মাথা নিচু করে খাচ্ছিল এতক্ষণ। মাদামের কান্না শুনে সরে বসল তাঁর পাশে। নীরবে পিঠে হাত বুলিয়ে দেয়। আড়চোখে দেখল নিকোলাস ওকেই দেখছে। এই লোকটা এভাবে তাকিয়ে থাকে কেন ওর দিকে? ইসাবেলার এখানে বসে থাকতে অস্বস্তি হচ্ছে। মাদাম নিজেকে সামলে নিতে ও উঠে দাঁড়ায়। মাদাম ভ্রু কুঁচকে তাকান। তারপর বলেন,

“উঠলে কেন?”

“আমার খাওয়া শেষ।” নিজের খাবার প্লেটের দিকে চেয়ে বলল সে। মাদাম বিস্মিত গলায় বললেন,

“খাওয়া শেষ! প্লেটে তো সব খাবার পড়েই আছে। কী খেলে? এই করে তোমার শরীর ফের খারাপ হচ্ছে। সিস্টার এসে তোমার এই অবস্থা দেখে ফাদারকে বললে মান সম্মান থাকবে আমার? কত বিশ্বাস করে আমার কাছে রেখেছে তারা। বসো। সব খাবার শেষ করে তবে উঠবে, বসো।”

শেষ কথাগুলো নীরস গলায় বললেন মাদাম। কিছুটা ধমকের সুরে। নিকোলাসের সামনে মাদাম এভাবে বলল বিধায় লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। নত মুখে বসল চেয়ারে। নিকোলাস ওর দিকে চেয়ে মাদামকে প্রশ্ন করল,

“ও আপনার আত্মীয় নয়?”

মাদাম মাথা নাড়িয়ে বললেন,

“না, ফাদার জালোনভের পরিচিত।”

“ফাদার জালোনভ?” প্রশ্ন করে নিকোলাস। মাদাম মৃদু হেসে বললেন,

“খুবই মহৎপ্রাণ আর পূণ্যবাণ মানুষ ফাদার। একসময় এই গ্রামের চার্চের দায়িত্বে ছিলেন। আমার ভেষজ ওষুধের প্রশংসা করতেন খুব। বলতেন, “বাছা, দেখো তোমার ওষুধ একদিন দেশ বিদেশে সুনাম কুড়াবে। ঈশ্বর তোমাকে বিশেষ আশীর্বাদ দিয়েছেন। এটাকে হেলাফেলা করো না।” ফাদারের আশ্বাস আর বিশ্বাসের জোরে এই গাঁ ছাড়িয়ে দূর দূরান্তে আমার ভেষজ ওষুধ ছড়িয়ে পড়েছে।”

“এবার সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত ছড়িয়ে পড়বে আপনার ওষুধের সুনাম।” নিকোলাস হাস্যমুখে বলতে মাদামের চোখ-মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ইসাবেলা ঠিক বুঝল না কথাটা। নিকোলাসের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতে নিকোলাস মুচকি হাসল। ইসাবেলা তৎক্ষনাৎ দৃষ্টি সরিয়ে নেয়। নিকোলাস ওর দিকে চেয়ে মাদামকে পুনরায় প্রশ্ন করে,

“ফাদারের সাথে বেলার সম্পর্ক কী?”

নিকোলাসের মুখে বেলা ডাক মোটেও পছন্দ করছে না ইসাবেলা। বেলা কেবল ওর বাবা-মা ডাকে। ওর কাছের মানুষ। আর কেউ ওই নামে ডাকুক সে চায় না। কিন্তু এই নির্লজ্জ লোকটা শুনলে তো হয়!

“নির্লজ্জ বলছিস? অথচ, এই নির্লজ্জ তোকে সেদিন রাতে সেবা শুশ্রূষা করেছে। একটু আগে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। অকৃতজ্ঞ।” বিবেকের তিরস্কারে নমনীয় হয় ইসাবেলা। চোখের কোনা দিয়ে নিকোলাসকে দেখছে। মাদামের কথা গভীর মনোযোগ দিয়ে শুনছে সে।

মাদাম এক ঢোক পানি পান করে বলেন,

“সিস্টার ভ্যালেরিয়া ফাদারের বিশেষ আস্থাভাজন মানুষ। আর ইসাবেলা হলো সিস্টার ভ্যালেরিয়ার প্রিয় ভাগ্নি। মেয়েটার হৃদয়,, ”

ইসাবেলা মাদামকে কথা শেষ করতে দেয় না। তড়াক করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। মাথা নিচু করে বিব্রত স্বরে বলল,

“মাদাম, প্লিজ!”

মাদামের হয়েছেটা কী? অচেনা ব্যক্তির সামনে কোনো রাখঢাকই রাখছেন না। ইসাবেলার ব্যক্তিগত জীবন সম্পর্কে কেন বলবে এই নিকোলাসকে? দরকারটা কী? এসব ভেবে কান্না পেল ইসাবেলার। এক
মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে চলে যায় নিজের রুমে। মাদাম দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নেড়ে খাবার খেতে লাগলেন। ইসাবেলার এই আচরণ তাঁর ভালো লাগল না। রাশভারি মুখে এঁটো থালাগুলো নিয়ে গেলেন ধৌত করতে। নিকোলাস তখনো বসে আছে চেয়ারে। গভীর ভাবনায় বুঁদ। ভাবনা কাটতে চেয়ে রইল ইসাবেলার বন্ধ দরজায়। অস্ফুটে কিছু আওড়াল মুচকি হেসে।

চলবে,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে