তবু মনে রেখো পর্ব-১৭

0
782

তবু মনে রেখো (১৭ পর্ব)
.
হায়দার সাহেবের হাতের মুঠোয় কালো ছাতা। পরনে পাঞ্জাবি। লুঙ্গির সামনের অংশ হাঁটুর কাছে, অথচ পেছনের দিক মাটি ছুঁই-ছুঁই। একা একা বিড়বিড় করে অদ্ভুত ভঙ্গিতে হাঁটছেন তিনি। প্রায়ই এখন হায়দার সাহেবকে বিড়বিড় করে কথা বলতে দেখা যায়। বেশিরভাগ কথাই বুঝা যায় না। মাস দুয়েক আগে এই সমস্যাটার শুরু। বিছনাকান্দি দূর্ঘটনার পর ইমাদের মাথার পেছনে বেশ কয়েকটা সেলাই লেগেছিল। কনুই দু’টাও ভালো হতে সপ্তাহ দুয়েক লেগে যায়। দূর্ঘটনার খবর শুনে হায়দার এবং মহসিন সাহেব দেখতে গিয়েছিলেন। দু’দিন পর ইমাকে নিয়ে তারা ফিরে আসেন।
মাস খানেক পুষ্পিতা, ইমাদ এবং সাবিনা বেগম বাসায়ই থেকে যান। সুস্থ হওয়ার পর আরও কিছুদিন নানান জায়গায় ঘুরাঘুরি করেছে তারা। ইমাদ চলে আসতে চাইলেও পুষ্পিতার জোরাজুরিতে থেকে যায়।
বাড়ি ফেরার কয়েকদিন পরই এক সন্ধ্যায় মহসিন সাহেব আসেন। হায়দার সাহেব ফ্যান ছেড়ে দিয়ে বললেন,

– ‘বসো খান ভাই।’

মহসিন সাহেব সামনের সোফায় বসে বললেন,

– ‘হায়দার জামাই বাবাজী না-কি বাসার বিষয়টা শুনে খুব রেগেছে। আমি তো চেয়েছিলাম ওরা এলেই কাজটা শুরু করবো।’

হায়দার সাহেব স্বাভাবিক গলায় বললেন,

– ‘আরে কি যে কও খান ভাই। ওই রাগারাগির জন্য কাজ বন্ধ থাকবে না-কি। ছেলেটা লাজুক। বুঝোই তো এসব।’

– ‘না হায়দার। সাবিনা নিজেই বাসা দিতে চেয়েছিল। জামাই বাবাজীর রাগারাগির কারণে সেইই বাদ দিয়ে দিছে। গতকাল পুষ্পিতাকেও কল দিয়ে জিজ্ঞেস করলাম সেও বললো এগুলো আর মুখে না আনতে। জামাই বাবাজীর নিষেধ।’

হায়দার সাহেব পুত্রের এমন আহাম্মকির গল্প শুনে ভেতরে ভেতরে প্রচণ্ড রেগে গেলেন। কিন্তু বিষয়টা স্বাভাবিক করার জন্য অট্টহাসি দিয়ে বললেন,

– ‘তুমিও না খান ভাই। জামাই কি নিজে বলবে দিতে। ওর কথা এতো সিরিয়াসলি নেয়ার কিছু নাই। তুমি কাগজপত্র কিরকম কি করা যায় এসব ভাবো।’

– ‘আমি বুঝতে পারছি না কি করবো হায়দার। আচ্ছা জামাইকে ডাকো।’

– ‘ওরে এখন ডাকতে হবে না। আমি আছি তো।’

মহসিন সাহেব মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বললেন,

– ‘আরে ভাই ওর সঙ্গে লুকোচুরি করে হবে নাকি? এমনিতেই কাগজ করতে তাকে লাগবে। যাও ডাকো।’

হায়দার সাহেব ইমাদকে ডেকে আনলেন।
মহসিন সাহেব খানিক ভেবে ইতস্তত করে বললেন,

– ‘বাবা বাসাটা তো তোমার নামে দিতে নিয়ত করেছিলাম। তুমি না-কি নিষেধ করেছো।’

– ‘হ্যাঁ, এগুলো আমি চাই না। আর আপনি জায়গা-জমি আমাদের থেকে যা কিনেছিলেন। সেগুলোর কাগজ করছেন না কেন? এসব শেষ করেন।’

হায়দার সাহেব বিস্মিত হয়ে দাঁত কটমট করে তাকিয়ে আছেন। চোখ দিয়ে ছেলেকে শাসাতে চেষ্টা করছেন। মহসিন সাহেবের সামনে কিছু বলতেও পারছেন না।

মহসিন সাহেব বললেন,

– ‘কেন বাবা? আমরা নিজ থেকেই তো দিতে চাচ্ছি। তুমি তো আর চেয়ে নিচ্ছ না।’

হায়দার সাহেব সঙ্গে সঙ্গে বললেন,

– ‘হ্যাঁ এটাই তো। তুমি তো চেয়ে নিচ্ছ না। খুশি হয়ে দিতে চাইলে নিবে না কেন।’

– ‘নগদ একটা বাসা আমার নামে লিখে দিবেন এটা কেমন কথা। হ্যাঁ আমি যদি আজ অসুস্থ হই, টাকা না থাকে৷ শ্বশুর চিকিৎসার টাকা দিলে নিতেই পারি। আজ যদি আপনার বাসা খালি থাকে। টাউনে আমার কাজ থাকে। আমি বাসায় গিয়ে থাকতে পারি। বিপদ-আপদ ভিন্ন বিষয়। কিন্তু এভাবে আমি বাসা নিব না।’

হায়দার সাহেব ভেতরে ক্ষোভ আর ধরে রাখতে পারছেন না৷ তবুও নিজেকে সামলে নিয়ে পুনরায় তিনি বললেন,

– ‘ওরা তোমাকে খুশি হয়ে দিচ্ছে বাবা৷ এরকম দিতেই পারে। এগুলো স্বাভাবিক। আমি আছি তুমি চুপ থাকো, আমার উপরে ছেড়ে দাও।’

ইমাদ বিরক্ত হয়ে মহসিন সাহেবকে বললো,

– ‘শ্বশুর আব্বা শুনুন, একটা কথা মনে রাখবেন। আমাকে কোনোকিছু দিয়ে খুশি করতে হবে না। আমি পুষ্পিতাকে পেয়েই খুশি হয়েছি৷ জানি না কেন আপনাদের মনে হয়েছিল পুষ্পিতাকে আমি এগুলো না দিলে সুখে রাখবো না। আমাকে এত ছোটলোক ভাববেন না দয়া করে। আর এই বিষয়গুলো নিয়ে কথা বললে আমি লজ্জিত হই, অপমানবোধ করি। পুষ্পিতাকেও ছোট করা হয়। আমি এসব শুনতে চাই না।’

কথাগুলো বলেই সে চলে গেল। পুষ্পিতা বাইরেই দাঁড়িয়ে ছিল। ইমাদের ক্রোধান্বিত চেহারা দেখে সে কিছু না বলে পিছু পিছু গেল। ইমাদ রুমে গিয়ে বিছানায় বসে আছে৷ পুষ্পিতা রান্নাঘরে চলে গেল। ইমা বাবার রুমে নাশতা দিয়ে এসে বঁ*টি হাতে নিয়েছে। পুষ্পিতা বাসায় সাবিনা বেগমের কাছ থেকে রান্না-বান্না ভালোই আয়ত্ত করে নিয়েছে। সে হাত বাড়িয়ে বললো,

– ‘দাও মাছটা আমি কা’টি।’

ইমা ব্যঙ্গ করে বললো,

– ‘জি না, বঁ*টি ছাড়ো। তোমার এগুলো করা লাগবে না।’

পুষ্পিতাও বঁ*টি না ছেড়ে রসিকতা করে বললো,

– ‘কিন্তু আমার অপরাধটা কি?’

ইমা ওর পেটে হাত দিয়ে বললো,

– ‘বসে মাছ কা*টলে ময়নাটা ব্য*থা পাবে।’

পুষ্পিতা ফিক করে হেঁসে বললো,

– ‘বোকা না-কি, এখনও ব্যথা লাগার সময় আসেনি।’

– ‘তারপরও লাগবে না৷ তুমি বসো।’

পুষ্পিতা ওর পাগলামো দেখে মাথায় গাঁট্টা দিয়ে চেয়ারে বসলো।

ইমা মাছে ছাঁই লাগিয়ে বললো,

– ‘ছেলে না মেয়ে কবে জানা যাবে ভাবি?’

– ‘কিছুদিন পরেই টেস্ট করলে জানা যাবে।’

– ‘ও আচ্ছা।’

– ‘সামনে তোমার পরীক্ষা। এসব কাজ আমিই করতে পারবো। পড়তে বসো গিয়ে।’

– ‘এগুলো কে’টে-কু’টে তোমাকে দিয়ে চলে যাব।’

– ‘তোমার বিয়ের আলাপ চলছে জানো?’

– ‘ধ্যাৎ বা*জে কথা বলবে না তো।’

– ‘বাজে না সত্য। তোমাদের দোকানে শফিক নামে একটা ছেলে আছে না ওর সঙ্গে। সে না-কি দুবাই চলে যাবে। তাই ওর মা আগে বিয়ে করিয়ে নিতে চাচ্ছে।’

– ‘ওর মা বহুত ব*জ্জাত মহিলা। আমাদের বাড়িতে এসে ছয় মাসে আগেও বউ ডেকে গেছে।’

পুষ্পিতা হেঁসে বললো,

– ‘ছেলের না-কি এমনিতে পড়ালেখা আছে। আর জায়গা-জমি ভালোই।’

– ‘এসএসসি ফেইল৷ আর জায়গা-জমি ভালো হইলে আমাদের দোকানে কোন দুঃখে কাজ করে।’

– ‘শ্বশুর আব্বার না-কি ওরে পছন্দ। তিনি রাজি। তোমার ভাইও বললো ছেলে ভালো আছে। খুবই ভদ্র। তাদেরকে খুব মান্য করে চলাফেরা করে। বিড়ি-সিগারেট পর্যন্ত খায় না। আমি বললাম তুমি কি রাজি ওর কাছে বিয়ে দিতে। সে বললো, আমার সমস্যা নেই। ইমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে।’

ইমা রূঢ় গলায় বললো,

– ‘হাবলাকান্ত দেখছি আমাকে না পেরে আমার বাপ-ভাইকে পটিয়ে ফেলেছে৷ ওর আগে থেকেই ইচ্ছা ছিল আমাকে বিয়ে করবে তাই ওদের সাথে এত সুন্দর ব্যবহার করে। দোকানের দায়িত্ব সুন্দরভাবে পালন করে।’

পুষ্পিতা মুখে হাত দিয়ে হাসতে হাসতে নুইয়ে গেল।

– ‘হাবলাকান্ত আবার কিরে?’

– ‘আমাকে দেখলেই হাবলার মতো তাকিয়ে থাকে। আর ওর চোখ দেখো নাই তো, একদম মরা মাছের মতো।’

পুষ্পিতার হাসির তোড় আরও বেড়ে গেল। সে হাসতে হাসতে নিজেকে সামলে নিয়ে বললো,

– ‘তবে একটা কথা ভুল বললে, সে আগে থেকেই বিয়ে করতে চাইলে দোকানে ঢুকতো না।’

– ‘সে দোকানে ঢোকার আগে আমারে দেখেইনি৷ আমাকে দেখেছে পরে।’

– ‘তাহলে প্রপোজ করেনি কেন?’

– ‘হাবলাকান্তর এতো বড়ো সাহস কি করে হবে, আমাকে প্রপোজ করলে ওর নাক ফা*টিয়ে দিতাম।’

– ‘ওর সাহস আছে। একবার না-কি দোকান চু*রি শুরু হয়েছিল বাজারে। তাই সে একাই তোমাদের দোকানে থাকতো। সাহস না হলে কিভাবে দোকান পাহারা দেয়?’

– ‘ব্যাটা মানুষের সাহস ওইসবেই থাকে। মেয়েদের সামনে না।’

পুষ্পিতা ওর কথাবার্তা শুনে কোনোভাবেই নিজের হাসি সামলাতে পারছে না। সে হাসতে হাসতেই বললো,

– ‘তাহলে তুমি তাকে অপছন্দ করো?’

– ‘আমি অকারণ আরেক ব্যাটাকে অপছন্দ কেন করবো?’

– ‘তাহলে কি পছন্দ করো?’

– ‘তাও করি না।’

– ‘এটা কোনো কথা হলো?’

– ‘হ্যাঁ, হলো, আমার মাছ কা*টা শেষ হলো। এবার আমি পড়তে গেলাম।’

– ‘শোনো, তোমার বিয়ে মনে হয় ওর সঙ্গেই হবে। তুমি কি বিয়েতে রাজি?’

– ‘আমার পরীক্ষা সামনে। এসব বিয়ে-শাদিতে আমি নাই।’

– ‘ওরা শুধু আখত করে রাখবে। তুমি বাড়িতেই থাকবে। ঘরে তুলে পরে নিবে। পড়াশোনা চালিয়ে যেতে পারবে তুমি।’

– ‘হাবলাকান্ত তোমাকেও পটিয়ে ফেলেছে দেখছি।’

পুষ্পিতা হেঁসে বললো,

– ‘তাহলে বুঝো সে হাবলাকান্ত না, হাবলা হলে সবাইকে পটায় কি করে?’

ইমা কিছু না বলে নিজের রুমে চলে গেল।

পুষ্পিতা হাসতে হাসতে উঠে বাইরের বাতি জ্বালিয়ে দিল। চাপাকল রান্নাঘরের লাগোয়া। মাছ নিয়ে কলতলায় গিয়ে মনে পড়ে গেল তাগাড়িটা আনেনি। আবার রান্নাঘরে এলো তাগাড়িটা নিতে। তখনই শুনতে পেল ইমাদ এবং হায়দার সাহেব কি নিয়ে যেন চিল্লাচিল্লি শুরু করেছে। পুষ্পিতা সেদিকে ছুটে গেল।

__ চলবে…
লেখা: জবরুল ইসলাম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে