তবু আছি কাছাকাছি (Doctors love) Part-35

0
3042

#তবু_আছি_কাছাকাছি(Doctors love)?
#writer_Sumaia_Islam_Mim
#part_35
?
.
.
সাদি ফ্রেশ হয়ে বের হতেই দেখে সুমুর ফোনটা বাজছে! এগিয়ে ফোনটা হাতে নিতেই দেখে এলার্ম দেওয়া ছিলো। মুচকি হেসে এলার্ম কেটে সুমুর দিকে তাকালো। সুমু পাশ ফিরে শুয়ে আছে! সাদি সুমুর পাশে বসে সুমু দিকে ঝুঁকে গালে একটা চুমু দিয়ে আদুরে গলায় ডাকলো।

সাদিঃ সুমু! উঠবে না? ডিনার করতে হবে তো!

—উম্মম্ম,,,,,পরে!

সাদিঃ তুমি কি বেশি টায়ার্ড?

—ডাক্তারসাহেব প্লিজ! আমার প্রচন্ড ঘুম পাচ্ছে! আমি একটু ঘুমাই!

সাদিঃ(হালকা হেসে) আচ্ছা ঘুমাও!

সাদি উঠে গিয়ে হোটেলের ইন্টারকমে ফোন দিয়ে উপরে স্যুপ পাঠাতে বলল। স্যুপ দিয়ে গেলে সাদি সুমুর ঘুমের মাঝেই স্যুপ খাইয়ে দিলো। তারপর নিজেও খেয়ে সুমুর পাশে ঘুমিয়ে পড়লো।

.
সকালে সুমুর ঘুম ভাঙতেই মনে হলো ওর উপরে ১০ মন ওজনের কিছু চাপানো হইছে! যার জন্য নড়াচড়া কিছুই করতে পারছে না। সময় নিলেও বুঝতে একটুও কষ্ট হয় নি তার উপরে কে!

—ডাক্তারসাহেব! গায়ের উপর থেকে সরো! নয়তো ধাক্কা মেরে ফেলে দিবো!

সাদিঃ এতো শক্তি কোথা থেকে আসলো?

—এই তুমি সরবা! হাতি একটা!

সাদিঃ তুমি এতো সফট কেন? বোনলেস শরীর!

—(চোখ পাকিয়ে তাকিয়ে) সরো!

সাদিঃ একটু থাকো না! এমন করো কেন?

—ডাক্তারসাহেব! আমার দম বন্ধ হয়ে আসছে! সরো! প্লিজ!

সাদিঃ নাহ! কাজ হবে না!

সুমু সাদির দিকে ফিরে সাদির ঠোঁটের দিকে ঠোঁট নিতেই সাদি তো খুশি! সুমু মিষ্টি একটা হাসি দিয়ে সাদির গালে বেশ জোরেই একটা কামড় দিলো। সাদি ছিটকে সরতেই সুমু তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দূরে গিয়ে দাঁড়ালো। সেই থেকে সুমু পেট ধরে হাসছে। আর সাদি গালে হাত দিয়ে বিছানায় বসা! সুমু খেয়াল করলো সাদির চোখের কোনে পানি জমে গেছে। তাহলে কি খুব ব্যাথা পেয়েছে সাদি!

—সরি সরি ডাক্তারসাহেব! বেশি ব্যাথা পেয়েছো!

সুমু এগিয়ে যেতেই সাদি হাত দিয়ে সুমুকে দূর থেকে থামালো। সাদির চোখ লাল হয়ে গেছে!

সাদিঃ আমি এতোটাই অসহ্য তোমার জন্য! খুব বেশি বিরক্ত করি তাইনা?

সাদি কথাগুলো বলেই ওয়াশরুমে চলে গেলো। সুমুকে কিছু বলার সময় বা সুযোগ কোনটাই দিলো না। সুমুর এবার বেশ খারাপ লাগছে, সে তো নিজেও বুঝে নি যে সাদির এতো ব্যাথা লাগবে! সুমুর এখন নিজের উপরই রাগ লাগছে। ভীষণ রাগ!

বিছানায় বসে গালে হাত দিয়ে মাথা নিচু করে আছে সুমু। সাদি এখনো ফ্রেশ হয়ে বের হয়নি। কিভাবে সুমু তার ডাক্তারসাহেব এর রাগ ভাঙাবে? ঠোঁট উল্টে সেই চিন্তাই করছে সে। এর মধ্যে সাদি বের হয়ে তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করতে লাগলো আর সুমু এদিক ওদিক ঘুরে সাদির রাগ ভাঙানোর চেষ্টা চালাচ্ছে।

—ডাক্তারসাহেব বিশ্বাস করো আমি বুঝতে পারি নি তোমার এতোটা লেগে যাবে! তাহলে কখনোই দিতাম না। আমি আসলেই বুঝতে পারি নি। প্লিজ রাগ করো না!

সাদি সুমুর একটা কথাও শুনলো না। বের হয়ে গেলো রুম থেকে। সুমু নিরুপায় হয়ে ফ্রেশ হতে চলে গেলো। আজব এতো রাগ করার কি আছে?

সুমু রেডি হয়ে নিচে নেমে সাদিকে খুঁজছে! আশেপাশে তাকাতে তাকাতে ডাইনিং হলে গিয়ে দেখে সাদি একটা টেবিলে মুখ ভাড় করে বসে আছে। সুমু একটু হাসি দিয়ে ভিতরে গেলো। এই ডাইনিং হলটা বেশ সুন্দর। এখন দিনের বেলা কিন্তু এই হলের চারপাশ দেখে মনে হবে রাত!

সুমু ম্যানেজমেন্টের লোককে কিছু একটা জিজ্ঞাসা করে। ম্যানেজমেন্টের লোকটা হেসে দিয়ে চলে যায়।

সাদি মুখ ভাড় করে রয়েছে তখনই শুনতে পায় গিটারের আওয়াজ।

“Tere dar par sanam chale aaye
Tu na aaya toh hum chale aaye
Tere dar par sanam chale aaye
Tu na aaya toh hum chale aaye
Chale aaye, chale aaye
Tere dar par sanam chale aaye
Tu na aaya toh hum chale aaye

Bin tere koi aas bhi na rahi
Itne tarse ke pyaas bhi na rahi
O bin tere koi aas bhi na rahi
Itne tarse ke pyaas bhi na rahi
Itne tarse ke pyaas bhi na rahi
সাদি সুমুক গাইতে দেখে প্রথমে অবাক হলেও পরক্ষনে আবার রাগ দেখিয়ে মুখটা ঘুরিয়ে নেয়। সুমু হেসে গাইতে শুরু করে।

Ladkhadaye kadam chale aaye
Ladkhadaye kadam chale aaye
Chale aaye, chale aaye
Tere dar par sanam chale aaye
Tu na aaya toh hum chale aaye

Isse pehle ke hum pe hasti raat
Banke nagin joh humko dasti raat
O isse pehle ke hum pe hasti raat
Banke nagin joh humko dasti raat
Banke nagin joh humko dasti raat

Leke apna bharam chale aaye
Leke apna bharam chale aaye
Chale aaye, chale aaye
Tere dar par sanam chale aaye
Tu na aaya toh hum chale aaye
Tere dar par sanam chale aaye
Tu na aaya toh hum chale aaye”

সুমু গানটা শেষ করে টুল ছেড়ে নিচে আসে। সাদির দিকে এগোতেই দেখে একটা মেয়ে এসে হঠাৎ সাদিকে ঝাপটে ধরে বলছে,

মেয়েটিঃ আই মিসড ইউ সাদি বেবি! আমি তোমাকে আবার খুঁজে পেলাম। লাভ ইউ!

সুমু অবাক হয়ে তাকিয়ে আছে। তার বেশ বিরক্ত লাগছে। এই মেয়ে আবার কোথা থেকে টপকালো?
সাদি সুমুকে বিরক্ত হতে দেখে বেশ মজা পেলো। তাই সে মেয়েটাকে না ধরেই বলল,

সাদিঃ আই অলসো মিসড ইউ মিহি! এন্ড লাভ ইউ টু!

সুমুর বেশ কষ্ট লাগলো। তাও নিজেকে সামলে নিয়ে বলল,

—চলুন একসাথে বসে কথা বলা যাক!

মিহিঃ এক্সকিউজ আস! আমরা আপনার সাথে কেন বসবো? সাদি বেবি কাম! আমরা ওই টেবিলে বসবো!

সুমু ভ্রু কুঁচকে সাদির দিকে তাকাতেই দেখে সাদি ওই মেয়েটার সাথে যাচ্ছে। সুমুও ওদের সাথে আগাতে নিলে মিহি বেশ ঝাঁঝালো কন্ঠে বলে,

মিহিঃ তুমি কোথায় আসছো?

সুমু অবাক হয়ে তাকিয়ে দেখে সাদি কিছুই বলছে না। সুমু নিজের চোখের জল অনেক কষ্টে লুকিয়ে হঠাৎ সাদির চোখে তাকিয়ে বলল,

—রাগের পরিমানটা খুব বেশিই বোধহয়! আসি!

বলেই সুমু এক দৌড় দিয়ে নিজেদের রুমে চলে গেলো। আর সাদি চোখ বড় করে তাকিয়ে বলল,

সাদিঃ শিট!

সাদি সুমুর পিছে যেতে নিলেই মিহি সাদির হাত ধরে ফেলে!

মিহিঃ তুমি কোথায় যাচ্ছো?

সাদিঃ নিজের জানের কাছে! এন্ড আই উইল সি ইউ লেটার! ইউ ক্রসড ইয়োর লিমিট!

সাদিও দৌড় দিলো, সে সুমুকে জেলাস ফিল করাতে গিয়ে বেশিই কষ্ট দিয়ে ফেলল, মাশুল তো তাকে দিতেই হবে।

,,
,,
,,
,,
(চলবে)……..

ভুলত্রুটি ক্ষমা করবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে