তন্ময়ের তনু পর্ব-০২

0
4231

#তন্ময়ের_তনু
#পর্ব_০২
#Jechi_Jahan

আমি রুম থেকে বের হয়েও দৌড়াচ্ছি।দৌড়াতে দৌড়াতে সামনে জেনির সাথে জোরে ধাক্কা খাই।

জেনি-ভাবী তুমি?উপপ

আমি-সরি সরি জেনি তোমার লাগেনি তো?

জেনি-না না আমি ঠিক আছি।তোমার???

আমি-আমিও ঠিক আছি।

জেনি-এরকম দৌড়াচ্ছিলে কেনো??

আমি-এমনি।

জেনি-এমনি?আচ্ছা যাই হোক আমি তোমাকেই ডাকতে এসেছিলাম ভাবী।

আমি-কেনো??

জেনি-আসলে আমাদের বাড়ীতে একটা নিয়ম আছে।আর নিয়মটা হলো বাড়ীর বউকে প্রথম দিনই রান্নাঘরে পাঠাতে হয়?

আমি-শুধু রান্না ঘরে যেতে হবে?

জেনি-আরে না!রান্নাও করতে হবে।

আমি-কি রান্না?(জোরে)

জেনি-আস্তে আস্তে এমন করছো কেনো?

আমি-জেনি আমি তো রান্না জানিনা।

জেনি-কি???আচ্ছা নাস্তা বানাতে জানো?

আমি-না!!!(অসহায় মুখ করে)

জেনি-তোমাকে এখন নাস্তা বানাতে হবে।

আমি-পারিনা তো।

জেনি-ওকে আমি ব্যবস্থা করছি তুমি চলো।

আমি-হুম।

এবার আমি আর জেনি একসাথে নিচে নামলাম।নিচে গিয়ে দেখি সবাই ওখানে বসে আছে আর চা খাচ্ছে।আমার দেখে আমার শ্বাশুড়ি কাছে আসে।

সাবিয়া-এতোক্ষনে এসেছো?

জেনি-মা মাত্র তো ৮ঃ১৬ হয়েছে এতোক্ষণ কই?

সাবিয়া-প্রথম দিন একটু তাড়াতাড়ি আসতে হয়?

আমি-দুঃখিত মা।

সাবিয়া-তোমাকে কেনো ডেকেছি জানো?

জেনি-আমি বলে দিয়েছি মা।

সাবিয়া-ভালো করেছিস যা ওকে নিয়ে।

এবার জেনি আমাকে রান্নাঘরে নিয়ে এলো।রান্না ঘর আলাদা একটা ঘরেতো কেও দেখতে পায়না।

আমি-জেনি এখন কি করবো?

জেনি-ভাবী আগে আগে দেখো হোতা হে কেয়া।

তনু ঘর থেকে চলে যাওয়ার পর তন্ময় উঠে ফ্রেশ হয়ে নেয়।আর রুমে পায়চারি করতে থাকে।বেশ কিছুক্ষণ তনু হাতে চা নিয়ে রুমে আসে।

তনু-আপনার চা।(মাথা নিচু করে)

তনু মাথা নিচু করে রাখায় তন্ময়ের রাগ উঠে যায়

তন্ময়-আমার দিকে তাকিয়ে বলো।(রেগে)

তনু-আপনার চা।(মাথা উঁচু করে জোরে বলল)

তন্ময়-কত নাটক করবে তুমি।(চা টা নিয়ে)

আমি-(এ কথা বলায় আমি ওনার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম।যে কি এমন করেছি আমি যার কারণে আমার সব কাজ ওনার নাটক মনে হয়)

তন্ময়-(তনুর তাকিয়ে থাকা মুখটার দিকে কিছু সময় চেয়ে ভাবতে লাগলাম।তনু কত সহজ সরল একটা মেয়ে আর ওর মনে কিনা এসব। ছিহহ)
তুমি এখোনে এখানেই দাঁড়িয়ে আছো?(রেগে)

আমি-মা আপনাকে আমার সাথে করে নিচে নিয়ে যেতে বলেছে।(ভয়ে মাথা নিচু করে)

তন্ময়-তার দরকার নেই তুমি যাও।

আমি-আপনাকে নিচে নিয়ে না গেলে সবাই বলবে আমি আপনার মায়ের কথা মানিনি।(ভয়ে)

তন্ময়-যে যা ভাবার ভাবুক I don’t care.যাও!!!

আমি-প্লিজ এমন করবেন না।

তন্ময়-যাও(রেগে)

আমি ওনার ধমকে আর কিছু না বলে চলে নিচে এলাম।নীচে এসে মায়ের অনেক প্রশ্ন আর ঝারি খেতে হলো।এবার সবাইকে টেবিলে বসিয়ে নাস্তা দিতে লাগলাম।আর নাস্তার মধ্যে আমি পরোটা, গরুর মাংস ভুনা,ওমলেট আর জুস বানালাম।
সবাই খেতে শুরু করলো।এর মাঝে তন্ময় ও এসে বসলো আর খেতে শুরু করলো।

রহমান(আমার শ্বশুর)-বাহ তনু তুমিতো খুব ভালো খাবার বানাও।

আমি-হুম(বলে জেনির দিকে তাকিয়ে হাসলাম)

জেনি-হুম বাবা।(খেতে খেতে আমার দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারলো)।

একে একে সবাই খেয়ে উঠে গেলো।এবার আমার শ্বাশুড়ি আমাকে বসিয়ে খাবার বেরে দিলো।

সাবিয়া-তাড়াতাড়ি খাবার শেষ করে নিসাকে নিয়ে আমার রুমে এসো।(বলে ওনার রুমে চলে গেল)

আমি-ভাবী আমাকে কেনো ডাকতে পারে বলো তো?(ভাবীর দিকে তাকিয়ে)

ভাবী-জানিনা আগে খাও।

তন্ময়-বাবা আমি বাইরে গেলাম।(যেতে যেতে)

রহমান-বাইরে মানে?(অবাক হয়ে)

তন্ময়-বাইরে মানে বাইরে।(থেমে গিয়ে)

রহমান-মাথার বুদ্ধি কি লোপ পেয়েছে?আজকে তোমার বউভাত আর তুমি বাইরে যাচ্ছো।(রেগে)

তন্ময়-যে বিয়ে টাই ঠিক ভাবে হয়নি সেখানে বউভাতটা কি করে ঠিক হবে বাবা?তাছাড়া এই বিয়েটা আমি মানিনা সো কোনো বউভাত হবেনা।

রহমান-খুব বড় হয়ে গেছো না নিজের সিদ্ধান্ত নিজে নিজেই নিচ্ছো।শুনে রাখো আজ যদি তুমি বাড়ির বাইরে এক পা রাখো তাহলে আর কোনো দিনও আমাকে বাবা বলে ডাকবেনা।(রেগে)

তন্ময়-বাবা….

রহমান-আর একটা কথাও না যাও রুমে যাও।

তন্ময় রেগে ওর রুমে চলে গেলো।এতোক্ষণ ধরে এদের বাবা-ছেলের কথা আমি শুনছিলাম।

নিসা-কি তনু তাড়াতাড়ি খাও।

আমি-আমার খাওয়া শেষ।

নিসা-কি শেষ মাত্র তো খেতে বসলে।

আমি-না না আমার খাওয়া সত্যিই শেষ।

নিসা-ঠিক আছে চলে মায়ের কাছে যাই।

আমি-হুম।

এবার আমি আর ভাবী মায়ের রুমে গেলাম।

নিসা-মা আসবো?

সাবিয়া-হ্যাঁ আসো।

নিসা-মা ডাকলেন আমাদের?(ভেতরে গিয়ে)

সাবিয়া-হুম!শুনো নিসা তোমার মনে আছে বিয়ের পরের দিন আমি তোমাকে গয়না দিয়েছিলাম।

নিসা-হুম মা!! কিন্তু কেনো?

সাবিয়া-হুম তো যেভাবেই হোক তনয়া ও এখন এবাড়ির বউ।তাই আমি ওর জন্য গয়না রেখেছি। এগুলো(গয়না দিয়ে)পরিয়েই বউভাতে পাঠাবে।

নিসা-আচ্ছা মা।

আমি-(এতোক্ষণ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কথা শুনছিলা আর কান্ড দেখছিলাম)মা!!!

সাবিয়া-কি???

আমি-ইয়ে কিছু না।

সাবিয়া-রুমে যাও তোমাকে সাজাতে আসবে।

আমি-আচ্ছা।

***রুমে***

তন্ময়-আজ এসবের জন্য শুধুমাত্র তনু দায়।ওর জন্য আজ অনু আমার থেকে দুরে আমার বাবা আমার থেকে দুরে।শুধুমাত্র তনুরই জন্য।(রেগে)

জেনি-ভাইয়া!!!

তন্ময়-কি??(রেগে)

জেনি-এমন করছিস কেনো?

তন্ময়-কিসের জন্য এসেছিস সেটা বল।(রেগে)

জেনি-বাপরে বাপ!!!রুম থেকে যা।

তন্ময়-কেনো?

জেনি-নাচার জন্য গাঁদা!!ভাবীকে সাজাবো যা।

তন্ময়-সাজালে সাজাবি কিন্তু আমাকে কেন রুম থেকে বের হতে হবে?(রেগে)

জেনি-ভাবী কে কি তোমার সামনে সাজাবো?

তন্ময়-সাজালে সাজাবি কিন্তু আমি আমার রুম থেকে এক পাও বাইরে রাখবোনা।

জেনি-ভাবী চেঞ্জ কোথায়?

তন্ময়-ওয়াসরুম আছে।

জেনি-বুঝেছি বউকে দেখার খুব শখ তাইনা।

তন্ময়-জেনি!!!!!!

জেনি-কি?????

তন্ময়-ওকে যাচ্ছি।(রুম থেকে বের হয়ে গেলো)

আমাকে সেই কখন থেকে সাজানো হচ্ছে।কিন্তু আমার কোনো হেলদুল নেই।আমি সেই মূর্তির মত বসে আছি।অবশেষে আমাকে সাজানোর পর আমি নিজেকে একনজর আয়নায় দেখেনিলাম।গোলাপি লেহেঙ্গা,মেচিং মেকআপ আর মায়ের দেওয়া গয়না গুলো সব মিলিয়ে Perfect.

জেনি-ওয়া ভাবী তোমাকে কি যে সুন্দর লাগছে।

নিসা-আসলেই অনুর থেকে তোমাকেই বেশি মানি য়েছে তন্ময় এর সাথে।বুঝছো #তন্ময়ের_তনু।
(আমার গালটা টেনে)

আমি-(ভাবীর কথা শুনে আমি মাথা নিচু করে বলি)সত্যি মানিয়েছে ভাবী?

নিসা-সত্যি তোমাকেই মানিয়েছে।

জেনি-শুনো তুমি আমার ভাবী হিসেবে(আমার মুখটা তুলে)একি ভাবী তুমি কাঁদছো কেনো?

আমি-ভাবী আমার নিজেকে কেমন ছোট মনে হচ্ছে।(কান্না করে)

নিসা-এতে নিজেকে ছোট মনে হওয়ার কি আছে?

আমি-এইযে এখানে আজ আমার বোনের থাকার কথা ছিলো।কিন্তু আজ আমি এখানে বসে আছি। তোমরা কেওতো আমাকে চাওনি আমার বোনকে চেয়েছো।আমি সব শেষ করে দিলাম।(কান্না করে)

নিসা-চুপ একটা থাপ্পড় দিবো।কান্না থামাও।

তন্ময়-ভাবী!!!(দরজার সামনে দাঁড়িয়ে)

জেনি-ছোট ভাবী ভাইয়া!!! চোখের পানি মুচো।

নিসা-কি দেবরসাহেব?

তন্ময়-আমাকে চেঞ্জ করতে হবে।

জেনি-তো চেঞ্জ করো।(শয়তানি হাসি দিয়ে)

তন্ময়-জেনি কি বলিস না বলিস?

জেনি-না ওয়াসরুম তো আছে।

তন্ময়-তুই ও না।ভাবী প্লিজ!!!(অসহায়মুখে)

নিসা-জেনি থামো!!!আচ্ছা আমরা আসি।

আমি-ভাবী আমিও যাই তোমাদের সাথে?

জেনি-তুমি তোমার বরের সাথে এসো ওকে।বড় ভাবী চলো(বলেই রুম থেকে বেরিয়ে গেলো। আর ওরা যাওয়ার পরই তন্ময় দরজা বন্ধ করে দিল।দরজা বন্ধ করতে দেখে আমি ভয় পেয়ে যাই)

তন্ময়-(আমি দরজা বন্ধ করে তনুর দিকে তাকা লাম একেবারে সেম ভাবে সেজেছে।ঠিক এইভাবে ই আমি অনুকেও সাজাতে বলেছিলাম ভাবীকে)

উনি আমার দিকে কেমন করে তাকিয়ে থাকে আর আমার কাছে আসতে থাকে। আসতে আসতে উনি আমায় পাশ কাটিয়ে ওয়াশরুমের দিকে যেতে চায়।ওনাকে যেতে দেখে আমি যেনো হাঁপ ছেড়ে বাঁচি।হঠাৎ উনি আমার সামনে এসে আমার কোমর চেপে ধরে আর আমাকে টেনে বিছানার উপর ফেলে দেয়।আমাকে ফেলে উনি নিজেও আমার উপর উঠে যায়।

আমি-ত ত তন্ময় আ আপনি কি করছেন?(ভয়ে)

তন্ময়-চুপ!!!!!!!

-চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে