জলচক্ষু পর্ব :- ০৪

0
1577

গল্প :- জলচক্ষু
পর্ব :- ০৪
লেখক :- অনন্য শফিক
.
.
.
-:”জানি না মিতু কীভাবে কী করলো! সকাল বেলা হঠাৎ ঘুম থেকে ডেকে তুললো সে আমায়। তারপর বললো,’হাত মুখ ধুয়ে খেতে আয়।’
আমি কোন কথা বললাম না। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। তারপর খেতে বসে দু’ নলা ভাত মুখে দিতেই বমির উদ্রেক। তারপর হড়হড় করে সেই বমি। এই যে মাতৃত্বকালীন সময়ে একজন নারীর কষ্ট, এই কষ্ট যদি কোন পুরুষ বুঝতো তবে সে তার স্ত্রী কিংবা তার মাকে কোনদিন কষ্ট দিতে পারতো না।
মিতু আমার কাছে এলো। তার হাতে কাটা লেবুর টুকরো।সেই টুকরো সে আমার নাকের কাছে ধরলো।বমি কমে গেলে সে বললো,’এখন একটু রেস্ট নে। এগারোটার সময় আমরা জয়নুল আবেদীন পার্কে যাবো।’
আমি অবাক হয়ে বললাম,’ওখানে কেন?’
‘শিমুল আসবে।ওর সাথে দেখা করবো আমরা।’
‘শিমুল আসবে তুই জানলি কী করে?’
তুই তখন ঘুমে।আমি তোর ফোন থেকে নম্বর নিয়ে আমার ফোন দিয়ে কথা বলেছি। অনুরোধ করেছি ওকে আসার জন্য।ও বললো আসবে।’
‘দেখিস ও আসবে না। তোকে এমনিই বলেছে আসবে।’
‘আচ্ছা সেটা দেখা যাবে। এখন তুই রেস্ট নে।’

দশটা ত্রিশ বাজে ঘড়িতে।
মিতু ফোন করলো শিমুলের ফোনে।
‘আপনি আসছেন তো?’
শিমুল বললো,’এইতো এখন বের হবো।’
‘ঠিক আছে।শুনুন আমার সাথে কিন্তু আমার ফ্রেন্ড আসবে একজন।আমরা দুজনেই বোরখা পরে আসবো।চিনতে অসুবিধা হবে না।আমি আপনাকে দেখলেই চিনবো।’
মিতুর কথা শুনে আমার কেমন সন্দেহ হচ্ছে।ও এমন করে কথা বলছে কেন!
ঘড়িতে এগারোটা বেজে গেল। মিতুর ফোনে বারবার কল আসছে। কিন্তু সে রিসিভ করছে না।
আমি বললাম,’এই মিতু,যাবি না দেখা করতে?’
মিতু বললো,’না।’
‘শিমুলকে বললি আসার জন্য। আমাকেও বললি রেডি হতে। কিন্তু এখন বলছিস যাবি না!’
মিতু অদ্ভুত ভাবে হেসে বললো,’এটা একটা গেইম।তোর মতো মাথা মোটা এটা কিছুতেই বুঝবি না!’
মিতুকে আমার ভীষণ সন্দেহ হচ্ছে।কী আজব ব্যাপার।রাতে বললো সে এক কথা। সকালে আরেক কথা।আর এখন একেবারে অন্য রকম এক কথা!
আমি সন্দেহ ভরা গলায় বললাম,’মিতু,তুই আগে থেকেই শিমুলকে চিনতি না?’
মিতু চুপ করে রইলো।
আমি সহ্য করতে না পেরে রাগত স্বরে বললাম,’তুই ই বোধহয় নাটের গুরু।এই তুই ই মনে হয় আমাদের সম্পর্কে ফাটল ধরিয়েছিস!তুই ই সবচে বড় বেঈমান। তোকে আমি চিনে ফেলেছি মিতু!’
মিতু এবারও চুপ হয়ে রইল।
তার ফোনে বারবার কল আসছে শিমুলের। এবার সে ফোন রিসিভ করলো।আর রিসিভ করে বললো,’শিমুল,আমি আজকে একটু বিজি। আগামীকাল তোমার সাথে দেখা করি?’
শিমুল ও পাশ থেকে মন খারাপ নিয়ে বললো,’আচ্ছা।’
এবার তো আমার মাথা আরো গরম হলো। মিতুর জন্য শিমুলের মনও খারাপ হয়!
.
.
চলবে…………….

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে