চিঠি নং-০১ – Sneha Kh Uhi

0
1079

#গল্পপোকা_চিঠি_প্রতিযোগিতা_২০২০
চিঠি নং-০১

প্রিয়,
তোমায় যেদিন প্রথম দেখলাম উপলব্দি করতে পারিনি ভালোবাসা আসলে কি? কিন্তু এখন বুঝতে পারছি আমার জীবনে তোমার অবস্থান কতখানি। মুখে বলেছি না জানি কতবার তোমায় ভালোবাসি কিন্তু যখন অতিক্রম হয়ে গিয়েছে কিছুটা সময়, উপলব্দি করতে পেরেছি আসলে কতোটা ভালোবাসি তোমায়।

আমার প্রতিটা হৃদস্পন্দনে মিশে আছো তুমি। আমার প্রতিটা নিশ্বাসে মিশে আছো তুমি। আমার সকল অনুভূতিতে মিশে আছো তুমি।

জানিনা কি মায়ায় জড়ালে আমায়। তোমার অনুভবে আচ্ছন্ন হয়ে আছি আমি। প্রত্যেক নিশ্বাসে শুধু তোমাকেই খুঁজছি আমি। আমার জীবনে মিশে আছে কিছু ব্যথা, কিছু পাওয়া না পাওয়া। যার মধ্যে তুমি অন্যতম। তোমাকে নিজের করে পাবো কিনা জানি না আমি। হয়তো আমার এই পাওনা অপূর্ণই থেকে যাবে। নাই বা পেলাম তোমায়, নাই বা পেলাম তোমার ভালোবাসা। তবে তোমাকে নিয়েই আমার সকল অনুভূতি।

ইতি,
তোমার অজানা কেউ….

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে