“পৃথিবীর কোনো এক জনবহুল শহরে-
তুমার সঙ্গে আলাপন ,
নাড়ির টানে উদাসী হয়ে,
গিয়ে ছিলাম নিজ ভূবন ছেড়ে।
দূর-দূরান্তে কতই না হেটেছি পথ,
ধৈর্য্যের সীমা অতিক্রম করে,
তবুও নাহি আসা মিলে,
প্রেমের জোয়ার শূন্যে ভাসে!
নামাজ-রোজা দিয়েছিল ধরা,
শুদ্ধি পেয়েছিল মোর বিবর ভাসনা!
ধূলিবালির কর্কটে শরীরে,
মন দলাতাম তুমারি নগরে।
আশা-ভরসা মজবুত ছিল,
লোকের কথায় মনে লাগে ব্যাথা!
পথ হারালাম বন্ধুত্বের আশায়,
ছেরে গেলাম আমি চন্দ্রিমার বাসা।
কণিকের এই ছোট্ট আভাসে,
বন্ধুত্ব আমায় অতীতে ডাকে,
হাসি ভরা মুখে,আসিলাম সুখে,
কিন্তু হলো কি সে??
চন্দ্রিমা তুমি কোথায়!
আমি হারিয়ে খুঁজি তুমায়।
……………………………………..
“চন্দ্রিমা”
লেখক: রাকিবুল হাসান।
সময়: ২৩-১০-২০১৯,